KP Imon

Words Crafted

কোয়াড কোড


নতুন খুলেছে শপিং মলটা।
দোতলা একটা বিল্ডিং। তার মাঝেই অল ইন ওয়ান করার একটা প্রচেষ্টা।
আমি আর মিনহাজ একে অপরের দিকে একটিবার মাত্র দৃষ্টি বিনিময় করে ভেতরে ঢুকে পড়লাম।
নীচতলার প্রথমভাগ ফ্যাশন অ্যাকসেসরিজে ভরপুর। ভেতরে ঘুর ঘুর করতে থাকা মানুষগুলোর বেশিরভাগই তরুণী। কয়েকজন যুবককেও ছন্নছাড়ার মত ঘুরে বেড়াতে দেখা যায়। এদের চোখ মাঝে মাঝেই চলে যাচ্ছে তরুণীদের ওপর। অবিবাহিতের অভিশাপ!
হাল্কা পায়ে র‍্যাকগুলোর চারপাশে ঘুরছি আমরা। এটা একটা ছুতো মাত্র। ভালোমত দেখে নিচ্ছি চারপাশটা।
কাছে ঘেঁষে এল মিনহাজ, ‘শিওর হচ্ছিস কি করে? হতে পারে রাবেকের আরেকটা চাল এটা।’
মিনহাজকে এখনও কিছু জানাইনি। হাল্কা একটা হিন্টস দিয়ে চলে এসেছি ভেতরে।
কে জানে সময় কতক্ষণ পাওয়া যায়!
একটা বডি স্প্রে ধরে ঘুরিয়ে আবার নামিয়ে রাখি আমি, ‘শিওর হওয়ার উপায় তো একটাই। তাই না?’
আমার দিকে তাকিয়ে মুচকি হাসল মিনহাজ। এমন আর কিছু স্মৃতির কথা মনে পড়ে গেছে। তারপরই আবার গম্ভীর ভাবটা ফিরে এল ছেলেটার মুখে।
‘ঈশিতা ফোন দিয়েছিল?’
মাথা নাড়ি আমি, ‘না। তবে আননোন কলারের ওপর ভরসা রাখতে হচ্ছে।’
আমার নির্বুদ্ধিতাতে বেশ বিরক্ত হয় মিনহাজ, ‘কিভাবে ভরসা রাখছিস?’
‘আমার যতদিকে নেটওয়ার্ক ছিল সবাইকে লাগিয়েছি তো। কেউ না কেউ জানাতেও পারে। বুঝতে পারছি না ট্রাস্ট করার মত কি না। তবে একবার ঢুঁ মেরে যেতে তো সমস্যা নেই।’
মাথা দোলায় মিনহাজ।
আর মুখে যত যাই বলি না কেন – আননোন ফোনকলের ওপর ভরসা রেখে এখানে আসিনি।
এটা যে একটা ডেথট্র্যাপ হতে পারে সে ব্যাপারে আমি পূর্ণ সচেতন।
‘মিনহাজ?’ ডাকি আমি।
‘ইয়েপ।’ একটু পিছিয়ে গেছিল – চট করে সামনে এসে জানতে চায় ও।
‘গেট রেডি। আমাদের ঘিরে ফেলা হয়েছে।’
চারপাশে একবার আড়চোখে তাকায় মিনহাজ। পরিবেশ সম্পূর্ণ শান্ত। সাধারণ কাস্টোমাররা ছাড়া আর কেউ নেই।
এক কথায় – মোটেও ঘিরে ফেলার মত নয় সিচুয়েশনটা।
‘সেভেন ও’ক্লক। কাঁধে ব্যাকপ্যাক নিয়ে দাঁড়িয়ে থাকা তরুণ। অ্যাট ইয়োর থ্রি, লালচুলো মেয়েটা। গেটের কাছে থাকা গার্ড। স্টাফ ছেলেটা। কোকড়া চুল।’
অবাক হয় এবার মিনহাজ, ‘বেশি ভাবছিস! কিভাবে জানিস?’
‘চোখ ধাঁধানো সুন্দরী নই আমরা।’
‘তো?’
ব্যস্ত হয়ে সামনের দিকে আগাচ্ছি আমরা এখন। যথেষ্ট লম্বা শপিং মলটা, আগা থেকে গোড়া পার হতে বেশ সময় লাগবে। আরও ভেতরের দিকে ইচ্ছে করেই ঢুকছি। শেষ মাথায় ম্যানেজারের একটা রুম আছে। ওটাই আমার টার্গেট।
‘পুরোটা সময় আমাদের দিকে লক্ষ্য রেখেছিল ওরা। অ্যাকনলেজড। অ্যাট ফাইভ – ফোর – থ্রি -’
বাকিটুকু কাউন্ট করি না। মিনহাজকে এক ধাক্কা দিয়ে একর‍্যাকের আড়ালে ঠেলে দিয়ে আরেক র‍্যাকের কাভার নেই আমি।
হাতে ভোজবাজির মত বেরিয়ে এসেছে বিশ্বস্ত গ্লক-২৩ টা। আর আমাদের হঠাৎ নড়াচড়া দেখে একসাথে সামনে বাড়তে দেখলাম আগে থেকে সন্দেহ জেগে ওঠা মানুষগুলোকে।
একই সাথে পার্স হাতড়াচ্ছে লালচে চুলের মেয়েটা।
ব্যাকপ্যাক পড়া তরুণও কোমরের দিকে হাত বাড়িয়েছে।
স্টাফ ছেলেটাকে দেখা যায় র‍্যাকের দিকে ঝুঁকে পড়তে। কিছু একটা তুলে নিচ্ছে।
আর কাভার নেয়া র‍্যাকটার গায়ে হেলান দিয়ে দাঁড়াই আমি। আমার দেখা দেখি মিনহাজও।
আর এরই মাঝে পেরিয়ে গেছে দুটো সেকেন্ড।
বিস্ফোরণের প্রচন্ড শব্দটা কানে তালা ধরিয়ে দেয়। একগাদা বডি স্প্রের মাঝে টাইমার সহ একটা বিস্ফোরক রেখে আসার ভয়াবহতা টের পাই এতক্ষণে।
র‍্যাকটাতে আগুন ধরে গেছে।
আমাদের গায়েও শক ওয়েভের ধাক্কা লেগেছে – তবে কাভার হিসেবে একটা র‍্যাক পাওয়ার জন্য ধাক্কাটা সেভাবে লাগেনি অবশ্যই।
ঝট করে বেড়িয়ে আসি এবার আমি।
এত বড় বিস্ফোরণটাকে দিব্যি সামলে কোমর থেকে বের করা পিস্তলটা সরাসরি আমার দিকে তাক করছে ব্যাকপ্যাক পিঠে যুবক – দুই বার গুলি করে মাটিছাড়া করি তাকে। পেছন থেকে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডকে, সশব্দে এগুচ্ছে সে এখন শব্দটা আসছে তার হাতে মুহুর্মুহু ঝলসে ওঠা উজি থেকে।
কোনমতে আবার গড়িয়ে চলে এলাম র‍্যাকের আড়ালে।
ব্যাটা সিকিউরিটি গার্ড না ছাই! স্রেফ অ্যামবুশ করার জন্য এসে ছদ্মবেশে বসে ছিল!
র‍্যাকের অন্যপাশ দিয়ে বের হতে চাইছিলাম, তখন চকচকে চোখের তরুণীকে চোখে পড়ল। একটু আগে বেড়িয়ে যাওয়া মিনহাজের দিকে গুলি ছুঁড়ছে মেয়েটা।
মিনহাজ একটু সামনে। আমার ডানদিকে। একটা ফ্রিজারের আড়ালে কোনমতে মাথা গুঁজে আছে।
একবার গুলি ছুঁড়ে পিস্তলটাই উড়িয়ে দেই মেয়ের। পরক্ষণেই বুকের কাছে লাল হয়ে যায় মেয়েটার ।
ছিটকে পড়ে মাটিতে।
পেছনে থাকা স্টাফকে চোখে পড়ে এতক্ষণে – চোখের সামনে থেকে বাঁধা দূর করেই আমার দিকে অস্ত্রটা নিমেষে তুলে ফেলেছে মানুষটা! একটা কোল্ট অটোমেটিক।
ঝাঁপিয়ে ডানদিকে সরে যেতে চাইলাম, কিন্তু তার আগেই গর্জে ওঠে অস্ত্র।
এত তাড়াহুড়োতে ঝাঁপাঝাঁপি করতে গিয়ে পাশ থেকে বেড়িয়ে থাকা একটা ট্রলিতে লেগে হাত থেকে পিস্তলটা ছুটে গেল।
শরীরের সম্পূর্ণ ভর নিয়ে বামদিকে আছড়ে পড়লাম, বেশ অসহায় বোধ করছি। মাত্র তিনফিট দূরে পড়ে থাকা পিস্তলটা দেখতে পাচ্ছি আরেকটা র‍্যাকের কাভার থেকে, কিন্তু তুলে নেওয়ার উপায় নেই। মাথা বের করলেই স্রেফ খুলি উড়িয়ে দেবে স্টাফের ড্রেস পরে থাকা বাইরের ওই পিস্তলধারি।
মিনহাজের কাছ থেকে সাহায্যের জন্য একটু আশা করতে যাব – ঠিক তখনই একটা উজি গর্জে উঠতে শুনলাম। সিকিউরিটির ভেক ধরে থাকা লোকটা জ্বালালো দেখছি! পাল্টা জবাব দিল মিনহাজের অস্ত্রও। ওদিকে কোল্টের চিল্লাফাল্লাও শুরু হয়ে গেছে!
মিনহাজের জন্য শঙ্কিত হলাম। একা দুইজনকে সামলাতে পারবে না ছেলেটা। আর আমার পিনডাউনড অবস্থায় করার কিছু দেখছি না।
চারপাশে তাকাই অসহায়ের মত। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলি।
পিঠের প্রবল ধাক্কাতে কাভার নিয়ে থাকা র‍্যাকটাকে আস্তে করে কাত করে ফেললাম। শুরুতে নড়ছিলই না, তারপর গতি জড়তার কারণে একা একাই পড়তে থাকল ভারী র‍্যাকটা। সেই সাথে খসে পড়ছে তার ওপর থাকা রাজ্যের জিনিস!
সরাসরি গায়ে পড়তে যাচ্ছে ছাত পর্যন্ত থাকা র‍্যাক – দেখে প্রাণপণে সরে যাওয়ার চেষ্টা করল কোল্টধারী – এই সুযোগে এক ডিগবাজি খেয়ে গ্লকটা তুলে নিলাম। সিকিউরিটি গার্ড আমার দিকে ঘুরে যাচ্ছে, উজির চকচকে নলটা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে – দৃশ্যটা ভীতিকর। স্রেফ রিফ্লেক্সের বশে দুটো গুলি বেড়িয়ে যায় আমার হাতের নীচে জ্যান্ত হয়ে ওঠা বিশ্বস্ত অস্ত্রটা থেকে।
গার্ডের মাথা গায়েব হয়ে গেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওখান থেকে – তবে এতকিছু না দেখে আরেকবার গুলি করি আমি। উঠে দাঁড়াতে যাচ্ছিল কোল্ট ধারী – এবার আবারও হুড়মুড় করে পড়ে গেল।
বাইরে এসে থেমেছে একটা গাড়ি। যে বেগে এসে যেভাবে শব্দ করে থামে – ওতে করে কারা আসতে পারে সে ব্যাপারে আমার কোন সন্দেহ থাকে না।
ডন রাবেক দেখি একেবারে আর্মি পাঠাচ্ছে!
‘কাভার দে, মিনহাজ।’ একবার চিৎকার ছুঁড়ে ম্যানেজারের রুমের দিকে ছুটে যাই আমি।
ব্লিপটা এখান থেকেই আসছে। ঢোকার আগেই মোবাইলে দেখে ধারণা পেয়েছি।
দরজাটা বাইরে থেকে লাগানো। নব সিস্টেমটা বেশ আধুনিক। দুই লাথিতেও ছুটল না।
যা আছে কপালে – পর পর দুই বার গুলি করি আবারও।
দরজার হাতল উড়ে গেছে। হিসেব সেই শুরু থেকেই মিলছিল না আমার। এখনও মিলছে না।
এই শপিং মলে ঈশিতা কি করছে?
দরজাটা খুলে ফেলতেই একটা ধাক্কা খেলাম।
এটা মানসিক।
রুমটা মোটেও ম্যানেজারের সাজানো গুছানো ঘর নয়।
অত্যাধিক নোংরা এই ঘরের সর্বত্র ধুলো জমে আছে।
সেই ময়লা পরিবেশে হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে একটা মেয়েকে।
সুন্দর চুলগুলো ধুলোয় নোংরা হয়ে আছে। অবিন্যস্ত চুলে ঢাকা পড়েছে ডান চোখ।
মুখ বেঁধে রাখা হয়েছে মেয়েটির – শব্দ করে কাস্টোমারদের দৃষ্টি আকর্ষণের উপায় রাখা হয় নি তার।
বাম চোখটা সরাসরি আমার দিকে তাকিয়ে।
না – ঈশিতা নয়।
হাত থেকে পিস্তলটা পড়ে যায় আমার।
ছুটে যাই আমি ফারিহার দিকে।


‘ঠিক আছ তুমি?’ ফারিহার দুই কাঁধ ঝাঁকিয়ে জানতে চাই আমি ব্যস্ত গলায়।
কিছু না বলে চুপচাপ বসে থাকল মেয়েটা।
কিছু বুঝতে পারলাম না আমি।
ঈশিতার জুতোয় যে ট্রান্সমিটারটা লাগিয়েছিলাম তা কিভাবে ফারিহার কাছে আসল? এমনকী ঈশিতারও জানার কথা নয় এ বিষয়ে। রাবেক টের পেয়ে গেছে?
হবে হয়ত!
‘সব শেষ, রবিন।’ ভাঙ্গা গলাতে বলে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যায় ফারিহা।
ওকে ধরে উঠতে সাহায্য করছি আমি, তার মাঝেই জানতে চাই আবার, ‘কি হয়েছে?’
‘বাবা …’ – বলতে গিয়ে একবার থমকায় ফারিহা, ‘বাবা বেঁচে নেই। মেরে ফেলেছে ওরা। সব শেষ।’
ওকে শক্ত করে ধরে থাকি আমি। চোয়াল শক্ত হয়ে গেছে আমার।
খবরটা এতটাই আচমকা পেলাম – সামলে উঠতে এমনকি আমারও কয়েক সেকেন্ড লেগে যায়!
ফারিহার বাবা শিল্পপতি রিজভী আকন্দ ছিলেন আমার শ্রদ্ধা কেড়ে নেওয়া একজন মানুষ। নিজে রাবেকের একজন হেডফাইভ হয়েও কথা দিয়ে কথা রেখেছেন। আমাকে আশ্রয় দিয়েছিলেন – ঈশিতাকে আগলে রেখেছিলেন আমার অনুপস্থিতিতে! শুধু আমাকে দেওয়া কথা রাখার জন্য! অথচ তখন রাবেক তাকে হন্যে হয়ে খুঁজছিল।
সেই মহৎপ্রাণ মানুষটি আর নেই? রাবেকের বাহিনীর কবল থেকে রক্ষা পেল না রিজভী আকন্দের মত একজন মানুষও?
খটকা লাগল তখনই।
বাইরে একটা গাড়ি এসে থেমেছিল। এতক্ষণে ওদের ভেতরে চলে আসার কথা। মিনহাজকে বলেছিলাম ব্যাকআপ দিতে।
কিন্তু কই?
একটা গুলির শব্দও শুনতে পাইনি তখন থেকে।
দ্রুত মুখ খুলি আমি, ‘এখান থেকে বের হতে হবে আগে, ফারিহা। আগে বেরিয়ে নেই। আংকেলের মৃত্যুর জন্য দায়ী একজনকেও ছাড়ব না আমি।’
আমার চোখ থেকে আগুনের হল্কার মত দৃষ্টি বেরুচ্ছিল, কিন্তু ফারিহার মুখের ভাবের কোন পরিবর্তন দেখলাম না। মেয়েটা মুষড়ে পড়েছে অনেক। এই অপরাধ জগত, এই খুনোখুনি, এই শঙ্কা, প্রিয়জন হারিয়ে ফেলা – এসবের জন্য ওর জন্ম হয়নি। ভাগ্য তাকে টেনে এনেছে এখানে।
ওর কাঁধে একহাত রেখে ছোট দরজাটার দিকে আগাই। দোরগোড়ায় পড়ে আছে আমার গ্লক। ফারিহার বাঁধন খোলার জন্য নামিয়েছিলাম।
কিন্তু ওটার কাছাকাছি পৌছাতে পারলাম না, আগেই হুড়মুড় করে ঢুকে পড়ল একজন মানুষ।
এক হাতে উদ্যত পিস্তল দেখে বুঝতে বাকি থাকে না পার্ক হওয়া গাড়িটা থেকে কারা নেমেছিল!
একটা হাল্কা ধাক্কা দিয়ে ফারিহাকে একদিকে সরিয়ে দিলাম, লোকটার হাত ধরে মুচড়ে আনলাম নিজের দিকে। তার ভেতর ট্রিগার টেনে ধরেছে নতুন ঝামেলা।
বদ্ধ ঘরের দেওয়ালে কয়েকবার বাড়ি খেয়ে স্রেফ কাকতালীয়ভাবেই পিস্তলধারীর বাম হাতেই গাঁথলো বুলেটটা।
ব্যাটার গলাতে একটা মাপমত কোপ দিয়ে বুক বরাবর প্রাণের সুখ মিটিয়ে লাথি হাঁকালাম। খোলা দরজার ঠিক পাশের দেওয়ালে বাড়ি খেয়ে জ্ঞানহীন দেহটা আস্তে করে বসে পড়ে।
বড় একটা ফাঁড়া কেটেছে – বুলেটটা আমাদের কারও গায়ে লাগতে পারত।
ফারিহাকে এখানে এনে রাখার অর্থ এখন কিছুটা পরিষ্কার আমার কাছে। ঈশিতার খোঁজে ট্রাকিং ডিভাইস ফলো করেও আসতে পারতাম, তবে আমি ঐ লোকেশন নিয়মিত ট্র্যাক করি কি না তা রাবেকের জানার কথা নয়। কাজেই একটা আননোন ফোনকল দিয়ে মনে করিয়ে দেয়া হয়েছে। আর ঈশিতাকে উদ্ধার করা এক ব্যাপার, ফারিহাকে উদ্ধারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন আমাকে আক্রমণাত্মক কৌশল এড়িয়ে চলতে হবে মেয়েটার নিরাপত্তার কথা ভেবে। সেই সুবিধের পুরোটা নেবে রাবেক বাহিনী।
একা থাকলে ইরফান স্রেফ ভ্যানিশ হয়ে যেতে পারে – কিন্তু দুইজনের নিরাপত্তা নিশ্চিত করে সেটা করাটা অনেকটা কঠিন। কাজেই রাবেককে গুরু মেনে নিলাম।
‘এখানেই থাকো।’ ফারিহাকে বলে চট করে পিস্তলটা তুলে নিতে না নিতেই দ্বিতীয় মানুষটা ঢুকে যায় ছোট ঘরটাতে।
এর মোটামাথায় বিনা নোটিসে গুলি করলাম। দড়াম করে পড়ে যাওয়ার সাথে সাথে মানুষটার হাত থেকে একটা ছোটখাট সাবমেশিনগান ছিটকে পড়ল।
CZW 9 টা দেখে প্রাণ জুড়িয়ে যায়। তেত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সাবমেশিনগানটা ক্ষুদ্র হলেও কাজের।
ছিটকে বের হয়ে এলাম ম্যানেজারের রুম থেকে। পায়ের ধাক্কায় দরজাটা ভেজিয়ে দিতে ভুলিনি। খোলা দরজা দিয়ে বুলেট কিংবা গ্রেনেড ঢুকে ফারিহার দফারফা করে দেক – চাই না।
ঝড়ের বেগে দৌড়াচ্ছি এক র‍্যাক থেকে আরেক র‍্যাকের আড়ালে– সেই সাথে পেরিয়ে যাচ্ছি শপিং মলের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা তিনটি অস্ত্র থেকে বেরিয়ে আসা বুলেটগুলো। তিনজনেরই চোখে সানগ্লাস।
পাশাপাশি দুটো র‍্যাকের মাঝে দিয়ে আমার শরীর বের হয়ে অন্য র‍্যাকের আড়ালে যাওয়ার মধ্যবর্তী সময়টুকুতে সাবমেশিনগান থেকে বার্স্ট শটে ফায়ার করছি।
কাবা শরীফ তওয়াফের মত করে পুরো মার্কেটটা আড়াইবার চক্কর মারতে না মারতেই এলাকা নিস্তব্ধ হয়ে যায়।
নিথর দেহগুলো দেখে আমার মুখে হাসি ফুটে ওঠার কথা।
কিন্তু তেমন কিছু হল না। একটা মৃতদেহের সামনে এসে থমকে গেছি।
শুয়ে আছে মিনহাজ।
কপালের ঠিক মাঝখান দিয়ে একটা বুলেট চলে গেছে ওর – সম্ভবত টু-ভার্সেস-ওয়ান ফায়ারফাইটের সময়ই।
পাথরের মত দাঁড়িয়ে থাকলাম আমি।
খুট করে খুলে যায় ছোট ঘরটার দরজা। গোলাগুলির শব্দ থেমে যাওয়ায় বেরিয়ে এসেছে ফারিহা।
আমাকে পাথরের মত দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এল সে। এবার তার হতাশ মুখটায় আমি কান্নার অভিব্যক্তি দেখতে পাই।
এগিয়ে গেলাম তবে ওকে স্বান্তনা দিতে নয়, নির্দয়ের মত ওর এক হাত ধরে টেনে নিয়ে যেতে থাকি শপিং মলের বাইরে। কোমরে লুকিয়ে ফেলেছি গ্লক, ফেলে দিয়েছি CZW-9।
একটা র‍্যাক থেকে দুটো সানগ্লাস তুলে একটা ধরিয়ে দিলাম ফারিহার হাতে। চেহারা যতদূর সম্ভব ঢেকে রাখা দরকার। ভাবাবেগকে দেওয়ার মত সময় আমাদের নেই।
যেকোন মুহূর্তে আরেকটা ফোর্স পাঠাবে রাবেক বাহিনী। কোনঠাসা আমাকে ফারিহার সাথে আটকে ফেলার কারণে হয়ত অল্প কয়েকজনকে পাঠানো হয়েছে। তবে সামনের বার এই ভুলটা করার কথা না ওদের।
মন থেকে সরাতে পারছি না একটি চিত্র। মিনহাজ আমার সবচেয়ে পুরোনো বন্ধু ছিল। চোখের কোণে কেমন যেন জ্বালা করে উঠলো।
বাইরে ঝলমলে রোদ। চোখে সানগ্লাস গলিয়ে একবার অবস্থা দেখলাম।
এই মুহূর্তে সামনের পথে আততায়ী নেই কোন। খালি গাড়িটা দাঁড়িয়ে আছে। এলাকাবাসী ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। গুলির শব্দ সবার কানে গেছে।
দূরের কোথাও পুলিশের সাইরেন শোনা যায়। তবে সেটা ছাপিয়ে আরেকটি শব্দ আমার মনোযোগ কেড়ে নিল।
এক সেকেন্ড পরই দেখতে পেলাম ওদের। মোড় ঘুরে তিনটি গাড়ি তীব্র বেগে ছুটে আসছে এদিকে। উপস্থিত প্রতিক্রিয়ার ওপর ভরসা করতে বাধ্য হলাম। ফারিহার হাতে হাত রেখে ছুটলাম শত্রুর ফেলে রাখা গাড়িটার দিকে। প্যাসেঞ্জার সিটে ওকে তুলে দিয়ে অন্যদিক থেকে নিজেও উঠে বসি।
পুরোনো আমলের গাড়ি যেহেতু, ভরসা আছে। এখনকার জিনিস হলে আর দেখতে হত না। সিকিউরিটির দিক থেকে অনেক এগিয়ে গেছে অটোমোবাইলস ইন্ডাস্ট্রি।
ব্যস্ত হাতে ইগনিশন কাভার খুললাম। একগাদা তার এখন সামনে। জবড়জঙ অবস্থা। সামনের তিনজোড়া তারের মাঝেই অপেক্ষা করছে আমাদের মুক্তির টিকেট! সাবধানে তারগুলো দেখলাম। ব্যাটারী আর স্টার্টিং ওয়্যার কোনটা হতে পারে? যেকোন তার ধরে টেনেহিঁচড়ে হেডলাইট জ্বালিয়ে আমাদের কোন উপকার হবে না।
গাড়ি চুরি করতে হয়েছে আমাকে এককালে। তবে বহু আগের কথা সেসব। তখনকার গাড়ি চুরি করা সহজও ছিল। বহুদিনের পুরোনো অভ্যাসের ওপর ভিত্তি করে লাল আর বাদামী তারজোড়া টেনে নেই। তারপর ছুরিটা পা থেকে খুলে সিলিন্ডার থেকে বিচ্ছিন্ন করে দেই মাঝ বরাবর কেটে।
কাছে চলে এসেছে গাড়িগুলো। পেছনে গুলির শব্দ শুনি দুইবার।
ফারিহাকে কিছু বলতে হয় না – ঝট করে মাথা নামিয়ে ফেলেছে ও।
সাবধানে স্টার্টার ওয়্যার আর পাওয়ার ওয়্যার দুটোকে জোড়া লাগাতেই স্পার্ক করে ওঠে – এবং ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দটা যেন সুধাবর্ষণ করে আমার কানে।
ফারিহার ওড়না ধরে এক কোণা ছিঁড়ে ফেললাম এবং আড়াল করলাম মাত্র কানেকশন দেওয়া অংশটাকে। মাঝরাস্তায় একটা ভেজাল লাগলে গুলি খেয়ে মরতে হবে।
ঝট করে সোজা হয়ে বসলাম, পেছনের জানালা দিয়ে চারবার এলোপাথারী গুলি ছুঁড়লাম। দ্বিগুণ তেজে পাল্টা ফায়ার করে ওরা।
সেই সাথে আগে বাড়ি আমরা, তীরবেগে ছুটিয়ে দিয়েছি গাড়ি – রাস্তা পার হতে থাকা বোকা এক মহিলাকে বহু কষ্টে এড়িয়ে ছুটে যায় আমাদের গাড়ি।
পেছনের আঠার মত লেগে আছে ওরা – পর পর তিনটা বাঁক নিয়ে সোজা মেইনরাস্তায় উঠে আসি আবারও। সামনের ট্রাফিক সিগন্যালের লাল সিগন্যালটা চোখে পড়ে একেবারে আচমকাই।
আমাদের রেড সিগন্যাল – ওদের গ্রীন। বিন্দুমাত্র দ্বিধা না করে লাফ দিয়ে গোলচক্করে উঠে আসি গাড়ি নিয়ে। বাম দিক থেকে তীব্র বেগে আসতে থাকা পাবলিক বাসটাকে এড়াতে চাইলাম, কিন্তু পারলাম না পুরোপুরি। পেছনের বাম্পার ছুটে রাস্তায় ছিটকে পড়লো, কান ফাটানো ধাক্কা খেয়েছি। গাড়ির নাক বাম দিকে ঘুরে যাচ্ছিল – কোনমতে সোজা করে অন্যপাশ থেকে আসা মাইক্রোবাসটিকে এড়িয়ে গোলচক্করটা পেড়িয়ে গেলাম।
ফারিহা শক্ত করে ড্যাসবোর্ড আকড়ে ধরে বসে আছে। বিস্ফোরিত চোখে রাস্তায়!
অন্যপাশের রাস্তা সম্পূর্ণ খালি। পেছনে রেড সিগন্যাল পড়লে খালি থাকবে এটাই স্বাভাবিক।
পেছনে কান ফাটানো বিদঘুটে শব্দের সাথে সাথে ফিরে তাকিয়ে দেখতে পেলাম আমাদের ফলোয়ার দুটো গাড়িকে একসাথে লাগিয়ে দিয়েছে শতাব্দী পরিবহণ।
একটার সামনের দিকে, অপরটার পেছনে।
রেড সিগন্যাল অমান্য করার কুফল।
নিষ্ঠুর একটা হাসি মুখে ফুটিয়ে সামনের দিকে ছুটে যাই আমি।


‘আসবেই ওরা।’ স্ক্রিনের দিকে ব্যস্তভাবে চোখ বুলাই আমি।
‘কি করে শিওর হচ্ছ তুমি?’ বিছানাতে হেলান দিয়ে বসে আছে ফারিহা। ওখান থেকে জানতে চাইল।
‘এর আগে এখানে কয়েকবার আশ্রয় নিয়েছি। রাবেকের অজানা থাকার কথা নয়। কোন না কোন লোক এখানে পাঠাবে।’
‘তারমানে – সরাসরি আমাদের ওপর হামলা চালানোর কথা আমাদের।’
‘উঁহু। ফায়ার এস্কেপ দিয়ে উঠেছি আমরা দোতলা থেকে। ফলো করে নি কেউ।’ মাথা নাড়ি আমি।
একই হোটেলে বসে আছি আমরা।
একই ফ্লোরে।
যেখানে এসে উঠেছিলাম আমি ফারিহার সাথে পরিচয়ের সময়কার ঝামেলাতে। এখানে ঈশিতাকেও কয়েকদিন রেখেছিলাম। রুমটার ঠিক অপোজিট রুম নিয়েছি এবার আমি। ফারিহা জানে না – তবে গত এক সপ্তাহ ধরে আগের ঘরটিরও ভাড়া দিয়ে চলেছি।
রবিনের নামে। নইলে যে কোন হোটেলরুমে যে কোন সময় আপনি আসবেন আর তা খালি পাবেন – এমনটি হবার কথা নয়।
ওই এক রুমে এতবার উঠেছি আমরা – আমার বিশ্বাস রাবেকের চোখ সেখানে পড়তে বাধ্য। এখানে নজর রাখবে সে। সম্ভবত হোটেলে কাওকে এরই মধ্যে এনে রেখেছে। আমরা ঢোকার পর চেহারা দেখানো মাত্র খবর চলে যাওয়ার কথা জায়গামত।
সেজন্যই দোতলাতে উঠে এসে সাবধানে সরে গেছি আমরা ফায়ার এস্কেপের দিকে। সেদিকের সিঁড়ি ব্যবহার করে উঠে এসেছি এই ফ্লোরে। ফ্রন্ট ডেস্কে গিয়ে কেউ খোঁজ নিলে আমার নামে থাকা অন্য ঘরটিকে দেখতে পাবে। হানা দিলে ওখানে দেবে।
আগে থেকেই ল্যাপটপ আর চার্জার কানেকশন দিয়ে ওয়েব ক্যাম চালু করে দিয়ে এসেছি সেই রুমটিতে। হুড় মুড় করে কেউ ঘরে ঢুকে পড়লে আমিও তার পিছু পিছু ঢুকে পড়ব। এবারের আক্রমণকারীদের কাওকে জ্যান্ত ধরতে হবে।
রাবেকের লোকেশন জানার জন্য কিছু ক্লু দরকার আমার।
ফিরে তাকালাম ফারিহার দিকে। নোংরা পোশাক পাল্টে গোসল করে এসেছে ও।
একেবারে রাজকন্যার মত লাগছে দেখতে এখন।
পোশাক কিনে আনতে হয় নি – অর্ডার দিয়েছি। এনে দিয়েছে রুম সার্ভিস।
লোকটা আমার বিশ্বস্ত। কাজেই রাষ্ট্র হবার ভয় নেই।
গোলচক্কর কেলেঙ্কারির পর একবার গাড়ি থামিয়ে ফারিহার জুতো থেকে ঈশিতার সাথে আমারই পাঠানো ট্রান্সমিটারটা বের করে রাস্তায় ফেলে দিয়ে এসেছি। এটার সিগন্যালই আমাকে ধোঁকা দিয়েছিল আজ সকালে।
এখানে আমরা মোটামুটি নিরাপদ।
আপাতত।
ওর পাশে গিয়ে বসলাম আমি, কোমল গলাতে বলি, ‘রিজভী আংকেলের ব্যাপারটা খুলে বল আমাকে। সব শুনলে হয়ত রাবেকের প্ল্যানিংটা বুঝতে পারব।’
ফারিহার দুই চোখে তীব্র বেদনা নেমে এল। মনে পড়ে গেছে সব আবারও।
চুপচাপ বসে রইলাম। ওকে সময় দিচ্ছি।
‘বিকেল তখন। বাসায় মাত্র ফিরে এসেছি। সবকিছু স্তব্ধ মনে হচ্ছিল। একটু বেশিই চুপচাপ যেন। মনে কুডাক ডাকল, দ্রুত ভেতরে ঢুকেই দেখি –‘
থেমে যায় ফারিহা। সুন্দর ঠোঁটজোড়া তির তির করে কাঁপছে।
‘-পড়ে আছে বাবা। রক্ত চারপাশে।’ বলতে কষ্ট হচ্ছে বুঝতে পারলাম, ‘ওপরের তলায় অপেক্ষা করছিল ওরা। আমার চিৎকার শুনে চোখের পলকে নেমে এসে মাথায় পিস্তল দিয়ে বাড়ি মারল কেউ। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম ছোট একটা অন্ধকার ঘরে আটকে আছি।’
‘হুম।’ মাথা নামিয়ে ফেলি আমি। রিজভী আকন্দ মানুষটি বেআইনি পথে থাকলেও সম্মান পাওয়ার যোগ্য ছিলেন, ‘আমি দুঃখিত, ফারিহা।’
কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাই দুইজনেই। সারাজীবন মানুষের ক্ষতি কম করিনি। কাজেই সান্ত্বনা কিভাবে দিতে হয় সেটা জানি না আমি।
আমার দিকে বড় বড় চোখদুটো মেলে দেয় ফারিহা, ‘একটা ব্যাপার – আমার ভুলও হতে পারে।’
‘কোন ব্যাপারে?’ আড়চোখে একবার ল্যাপটপের স্ক্রিণে তাকিয়ে জানতে চাই আমি।
‘বাবার শরীরের পাশে নিজের রক্ত দিয়ে কিছু একটা মেঝেতে লেখে গিয়েছেন বলে মনে হয়েছে আমার।’
আগ্রহী হলাম এবার, সোজা হয়ে বসি আমি, ‘কি লেখা ছিল?’
একটু ভাবার চেষ্টা করে ফারিহা, ‘ঠিক মনে তো পড়ে না। কি সিচুয়েশন তখন আমার তো বোঝই। কোয়াডার টাইপ কিছু।’
‘ইংরেজী না বাংলা?’ ওর দিকে ঝুঁকে আসি আমি।
‘ইংরেজী। QUADR টাইপ কিছু।’
‘কাদের লেখতে চান নি তো? কারও নাম? আততায়ী হয়ত পরিচিত ছিল উনার?’ ভ্রু কুঁচকে জানতে চাই আমি।
‘সেরকম তো মনে হয়নি। QUADR ই দেখেছি আমি।’
চুপ হয়ে একটু ভাবি আমি।
আমার সেলফোনটা বেজে উঠে মনোযোগ সরিয়ে দেয় একটু পরেই ।
একমুহূর্ত ওটার দিকে তাকিয়ে থাকি। তারপর রিসিভ করলাম।
‘হ্যালো?’
‘মাই ডিয়ার সান!’ ওপাশ থেকে খুশিতে বলে ওঠে রাবেক।
‘শাট আপ।’ রাগে নিয়ন্ত্রণ হারাই আমি, ‘কিলিং মি. রিজভী অ্যান্ড মিনহাজ ওয়াজ ইয়োর বিগেস্ট মিস্টেইক, রাবেক! আ’ম টেকিং ইট পার্সোনালি।’
ওপাশ থেকে খন খন করে হাসে রাবেক।
‘তোমার নিয়তিও ওই একই। তবে একটা সুযোগ দেওয়ার ইচ্ছে আছে তোমাকে। মেনে চলতে হবে আমার একটি মাত্র অনুরোধ।’
‘সেটি সম্ভব নয়।’ ফোনের এপাশেই মাথা নাড়ি আমি।
‘আহ! মেনে নাও ইরফান। হেরে গেছ তুমি। ঈশিতা আমার এখানে ভালোই আছে। পড়াশোনা করছে আর পাশাপাশি বিজনেসের কাজ শিখে নিচ্ছে। মাঝখান থেকে তুমি বেঘোরে প্রাণ হারাতে চাও কেন? সহযোগিতা কর, তোমাকে আর ফারিহাকে নিরাপদ একটা জীবন উপহার দেব। নিজের জন্য না করলে- যা পাছাভরা ইগো তোমার! তবে ফারিহার কথা ভাবো? কথা দিয়ে কথা রাখি আমি।’
‘একেবারে মরিয়া হয়ে আছেন দেখছি!’ ব্যঙ্গ ঝড়লো আমার গলা থেকে, ‘হঠাৎ আমাকে নিয়ে মেতে উঠলেন কেন?’
ওপাশটা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবার।
‘উঠতে হল। আমার একটা জিনিস তোমার কাছে আছে, ইরফান। জাস্ট গিভ মি ব্যাক হোয়াট ইজ রাইটফুলি মাইন।’
বয়স্ক হেডফাইভ ইয়াসিরের কথা মনে পড়ে যায় আমার। ডুবন্ত অ্যাম্বুলেন্সে শেষবারের মত দেখেছিলাম রাবেকের হেডফাইভ ইয়াসিরের মৃতদেহ।
সেদিনের দিকে ইঙ্গিত দিচ্ছে মনে হয় রাবেক?
জানল কিভাবে ওটা আমার কাছে?
‘আমি জানি তুমি কোথায় আছ।’ আমাকে চুপ করে থাকতে দেখে চাপ প্রয়োগের চেষ্টা করছে রাবেক, ‘চাইলেই ফুটো করে নিয়ে যেতে পারি। তবুও ঈশিতার ভাই বলেই হয়ত একটা সুযোগ দিচ্ছি তোমাকে।
সৎ ছেলের জন্য রাতারাতি এত দরদ জন্মিয়েছে এ কথাও আমাকে বিশ্বাস করতে হবে আজ?
তাছাড়া লোকেশন জানার ব্যাপারটা সত্য হলেও এখানে একটা ফাঁক আছে। রাবেকের তা জানার কথা নয়। হোটেলে ঢুকলে আমার পাশের রুমেই দৌড়াবে ওরা। একেবারে আমার ফাঁদে পা দেবে।
ঠান্ডা গলায় বললাম, ‘মুরোদ থাকলে এসে নিয়ে যান।’
কেটে দিলাম লাইন।
ফিরে তাকাতে গিয়ে ফারিহার নাকে নাক ঠেকে যায় আমার। উঠে এসেছে মেয়েটা। চোখে আতঙ্ক।
‘রাবেক ছিল ওটা – তাই না? এতক্ষণ রাবেকের সাথে কথা বলেছ তুমি?’
‘হুঁ।’
‘কিছু একটা চেয়েছে তোমার কাছে, রাইট?’ ওর গরম নিঃশ্বাস টের পাচ্ছি।
‘যা চেয়েছে সেটা দেওয়া সম্ভব নয়, ফারিহা। ওর উইকপয়েন্ট এটা। ছেড়ে দিলেই আমাদের হাতে আর কিছু থাকছে না।’
‘রবিন -’ ইতস্তত করে ফারিহা, ‘-সব ছেড়ে দিয়ে লো প্রোফাইলে থাকলে তোমাকে খুঁজে পাবে ওরা?’
দীর্ঘশ্বাস ফেলি আমি, ‘আমার মায়ের হত্যাকারী – তোমার বাবার হত্যাকারীকে ছেড়ে দিচ্ছি না আমি। মিনহাজের কথাও ভুলে যেও না। সরি, ফারিহা। রাবেকের শেষ না দেখে নিজে লুকিয়ে থাকতে পারব না আমি।’
আমার চোখে চোখ রাখে মেয়েটা – বড় বড় চোখ দুটোতে ডুবে যেতে ইচ্ছে করে আমার।
আস্তে করে আমার হাত ধরল ও, ‘তোমাকেও হারাতে চাই না।’
হাতটা ধরে হাল্কা একটা চাপ দিলাম। অভয় দেয়ার সুরে বললাম, ‘হারাবে না। কথা দিলাম।’
একটা মুহূর্ত একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকি আমরা। তারপরই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে ফারিহা।
পাগলের মত চুমু খায় আমার ঠোঁটে। পাল্টা সাড়া দেই আমিও।
একটা মেয়ের ঠোঁট এত নরম হয় কি করে?
ওকে জড়িয়ে ধরতে গিয়ে ওর নরম রেশমি চুলে হাত ডুবে যায় আমার – আর আমার সারা মুখে চুমুর ঝড় বইয়ে দেয় মেয়েটা।
ধাক্কা দিয়ে আমাকে বিছানাতে ফেলে দিয়েছে– আমার শার্টের কলার ধরে হিংস্র গলাতে বলে, ‘আই লাভ ইউ, রবিন। আই নীড ইউ রাইট নাউ।’
ওর পিঠে হাত রেখে টেনে নিয়ে আসি আমার অনেক কাছে। চকচকে চোখদুটোতে আমার ওপর আস্থা আর নির্ভরতা।
তারপরই ওকে শক্ত করে জড়িয়ে রেখে একবার গড়িয়ে পড়ে গেলাম বিছানা থেকে, এক হাত লম্বা করে বালিশের ভেতর থেকে বের করে নিয়েছি গ্লক২৩, একই সাথে বিস্ফোরণের সাথে উড়ে গেল আমাদের রুমের দরজা।
ভেতরে ঢুকে পড়া শটগানধারীর গলায় প্রথম গুলিটা করতেই রক্তের স্প্রে ছিটে পড়ে সুন্দর মেঝেটা নষ্ট হয়ে গেল।
ঝাঁপিয়ে ভেতরে ঢুকল পরের দুইজন। কোমরে প্রস্তুত একটা করে এমপিফাইভ। শুয়ে থাকা আমাদের চোখে পড়তে ওদের দেরী হয়ে গেল, ফলস্বরূপ ছিটকে পড়ল ওরাও।
উঠে দাঁড়ালাম ফারিহাকে নিয়ে। জরুরী একটি বিষয় ভুলিনি। টুক করে একটা ছোট্ট চুমু খাই ওকে, ‘আই লাভ ইউ টু।’
সামনের খোলা দরজার ওপাশে আরও মানুষ আছে জানি আমি। সন্তর্পনে অস্ত্রটা কানের কাছে তুলে রেখেছি।
এক হাত ধরে টানি ফারিহার, ‘লেটস লীভ দিস গডড্যাম প্লেস।’


ফারিহাকে আরেকটি বারান্দা পার হতে সাহায্য করলাম।
সাবধানে রুমের সাথে থাকা বারান্দায় পৌঁছতে না পৌঁছতেই আরেকজন বীরপুরুষকে ভেতরে ঢোকার চেষ্টা করতে দেখা গেছিল। গুলিটা লাগেনি ওকে – তবে ভয় পেয়েছে সন্দেহ নেই। ঘর থেকে এক্সট্রা ম্যাগ ছাড়া আর কিছু নেইনি আমরা।
হোটেলটার রুমগুলো পাশাপাশি এক সারিতে এগিয়ে গেছে আর সব হোটেলের মতই। তবে এদের বারান্দাগুলো বিশাল। আর বিশাল বলেই একটা রুমের বারান্দা থেকে আরেকটা রুমের বারান্দার দূরত্ব কম।
যে কারণে এই হোটেলে এসকেপ রুটের অভাব নেই। আর এপাশে কোন স্নাইপিং পজিশনও নেই। বারান্দায় বের হওয়াটা নিরাপদ। একমাত্র কারণ, এই হোটেলটা এতবার সেফ হাউজ হিসেবে ব্যবহার করেছি।
একটার পর একটা রুমের বারান্দায় লাফিয়ে লাফিয়ে পার হচ্ছি আমরা। ফারিহাকে নিয়েই ভয়। মাঝপথে খসে না পড়ে!
একেবারে চল্লিশ ফুট নীচে মাটি। পড়লে আর দেখতে হবে না।
প্রায় পঞ্চাশ ফিট সরে এসেছি আমরা, এসময় আমাদের রুমের বারান্দায় বের হতে দেখা গেল রাবেক বাহিনীর কাওকে। আমাদের দেখে হই হই করে উঠল। সোল্লাসে আমাদের দিকে গুলি ছোঁড়ার পাঁয়তারা করছে বুঝতে একটুও কষ্ট হল না। আন্দাজে দুইবার গুলি করতেই আবার ব্যাঙের মত লাফিয়ে ভেতরের দিকে চলে যায় বেয়াদবটা।
আর যে বারান্দায় এসে নেমেছি তার রুমের দরজায় একটা বিকট লাথি মেরে নব ছুটিয়ে ফেললাম। আর কানামাছি খেলে কাজ নেই।
ভেতরে হতভম্ভের মত বসে আছে একজন সদ্য তরুণী। গুলির শব্দে বিভ্রান্ত তো ছিলই। তার ওপর পিস্তল হাতে আমাদের ঢুকতে দেখে তার চোখ কপালে উঠে যায়।
একটা ছোট লাগেজ। তা থেকে লাল রঙের কাপড় উঁকি দিচ্ছে। সেই সাথে মেয়েটার চোখের নীচে কালি।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেললাম। ঘরটা থেকে বের হতে হতে ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে ভুলি না, ‘বিয়ে ফেলে পালিয়ে না এসে বিয়ে ঠিক করার আগেই ফ্যামিলির সাথে খোলামেলা কথা বলে বিয়েটা ঠেকাতে পারতে।’
আমার দিকে শাসানির দৃষ্টি দিচ্ছে ফারিহা। তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে এলাম কড়িডোরে।
একটু আগে আমাদের বাইরে দেখে ফেলেছে ওদের একজন। কাজেই সবাই যে গায়ে এসে পড়বে সে ব্যাপারে সন্দেহ ছিল না। আর ঠিক তাই দেখা যায়।
হা হা করতে করতে দৌড়ে আসছিল ছয়জন। ধাঁই ধাঁই করে সে বরাবর কয়েকটা গুলি পাঠালাম, সেই সাথে ছুটছি। করিডোরের দৈর্ঘ্যের মাত্র ছয় ফিট দূরত্ব অতিক্রম করে আরেক লাথিতে ফায়ার এসকেপের দরজা খুলে ফেলতে বেগ পেলাম না। এক ধাক্কায় ফারিহাকে ঢুকিয়ে দিলাম, সেই সঙ্গে এখনও দাঁড়িয়ে থাকা দুইজনের দিকে ম্যাগাজিন খালি করে দেই।
বিয়ে পালানি মেয়ের রুমের দরজা থেকে ফায়ার এসকেপের দরজা দিয়ে ঢুকে যাওয়ার জন্য ব্যয় হয়েছে মাত্র দেড় সেকেন্ড।
এত অল্প সময়ে হুড়মুড় করে বেড়িয়ে এসে আবার গায়েব হয়ে যাওয়ায় সারপ্রাইজড রাবেক বাহিনীর কেউই ঠিক মত গুলি ছুঁড়তে পারেনি।
এক ছুটে নীচতলাতে নেমে এসেছি আমরা, তবে মেইন গেটের দিকে গেলাম না। ওদিকে আরেকটা দল অপেক্ষা করছে সন্দেহ নেই।
নীচতলার রেস্টুরেন্টের পাশে মেইনটেন্যান্সের জন্য রাখা ঘরটিতে চট করে ঢুকে পড়ি ফারিহাকে নিয়ে।
হোটেলে আমার বিশ্বস্ত একজন আছে। তাকে দিয়ে আগেই আনিয়ে রাখা পোশাক দুটো পড়ে ফেলি আমরা দ্রুত।
এসকেপ প্ল্যান আগে থেকে প্রস্তুত রাখার স্বভাবটাকে মনে মনে আরেকবার ধন্যবাদ দিয়ে একটা ট্রলি নিয়ে বের হয়ে আসি আমরা।
হোটেলের দুই কর্মচারী এখন বাইরে গারবেজ ফেলতে যাচ্ছে।
*
রুমটা অন্ধকার।
শান্ত পায়ে তার ভেতর এসে দাঁড়াই।
একটা লাইট জ্বালিয়ে দেই। কিন্তু তাতে অন্ধকার যায় না। ঘোলাটে আলো বলা যেতে পারে এই অবস্থাকে।
চেয়ারের সাথে পা বাঁধা ঘরের একমাত্র মানুষটার। আর হাত দুটো স্ট্র্যাপ দিয়ে বাঁধা আছে টেবিলের সাথে।
মাথা ঝুলে পড়েছে বুকের কাছে। দূর থেকে দেখেই বুঝতে পারি মানসিক শক্তি ধরে রাখার শেষ পর্যায়ে এসে পড়েছেন ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।
দ্য ফিফথ হেডফাইভ।
রাবেকের সাথে একদম প্রথম থেকে আছে যে মানুষগুলো এ তাদের মাঝে একজন।
এতগুলো বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করে আর্মির এত ওপরের পদে আসীন হয়েছেন– রাবেকের সাম্রাজ্য কতদূর বিস্তৃত এ থেকে যথেষ্ট টের পাওয়া যায়!
তবে গত কয়েক মাস আগে আমাকে দুনিয়ার বুক থেকে কৌশলে সরানোর চেষ্টা গিয়ে নিজেই পড়ে গেছেন ফাঁদে। এই হেডফাইভকে আমি গত তিনমাস ধরে লুকিয়ে রেখেছি। বন্দী। তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য বেশ কিছু পদ্ধতির প্রয়োগ করেছি। কিন্তু যেটা করিনি – একটা প্রশ্ন পর্যন্ত করি নি তাঁকে।
মানসিক চাপ আরও বাড়ানোর জন্য এই পদ্ধতিটা বেশ কার্যকরী।
ধীরে ধীরে মাথা তুললেন মাহমুদ। তার চেয়েও ধীর পদক্ষেপে তাঁর দিকে এগিয়ে যাই আমি।
হাত থেকে চকচকে সার্জিক্যাল নাইফটা নামিয়ে রাখলাম সামনের টেবিলে।
একটি চেয়ার বন্দীর মুখোমুখি রাখা আছে। কিন্তু এখানে কোনদিনই বসিনি আমি। আজও বসলাম না।
চেয়ারটি মানসিক চাপ বাড়ানোর জন্যই রাখা। নিত্যদিনের একাকীত্ব থেকে একটা সময় ডিফেন্স অ্যাডভাইজার আশা করতে থাকবে কেউ এই চেয়ারে বসুক। তার সাথে দুটো কথা বলুক। সেই মানুষটা তার নির্যাতনকারী হলেও আপত্তি থাকবে না তার। কিন্তু – তিনমাসে তার সাথে একটি কথাও বলি নি আমি।
অথবা আর কেউ!
কথা বলতে শুরু করার যে কয়টি কারণ দরকার হতে পারে – তার সবগুলোই দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেলকে।
তারপরও যদি আজ চুপ করে থাকতে পারে – এই লোকের প্রশংসা করাই উচিত!
‘মি. মাহমুদ? আপনার সন্তান আছে?’ চমৎকার একটা হাসি দিয়ে জানতে চাই আমি।
মাথা তুলে তাকিয়ে থাকেন মাহমুদ। জবাব দেন না কোন। তবে মাথা দুলিয়ে হ্যাঁ-সূচক উত্তর দেন।
ক্ষুধা আর তৃষ্ণার সাথেও কম যুদ্ধ করতে হয় নি তাঁকে একয়দিনে। কাজেই কথা এত সহজে বেরুবার কথা নয়।
টেনেটুনে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে মানুষটাকে।
‘বিয়ে করেছেন তাহলে।’ বেশ স্বস্তির খবর শুনেছি এভাবে বলি আমি, মুখ থেকে হাসিটি মলিন হয় নি এতটুকুও, ‘জানেন তো – প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে – মানুষের বাম হাতের কড়ে আঙ্গুলের পাশের আঙুল থেকে একটি শিরা সরাসরি হার্টের সাথে সম্পর্কযুক্ত?’
‘ভুল।’ বিড় বিড় করে বলেন মাহমুদ।
‘ঠিক বলেছেন।’ মাথা ঝাঁকাই আমি, ‘আর্মিতে ছিলেন। হিউম্যান অ্যানাটমি সম্পর্কে আপনারা জানবেন না তো কে জানবে? আসলে – আমাদের দুই হাতেই প্রতিটি আঙুল থেকে পাঁচটি করে শিরা একত্রিত হয়ে এগিয়ে যায় হার্টের দিকে। এর মাঝে আরও অনেক জায়গাতে তারা বিভিন্ন শাখা মিলে এক হয়। সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনাক্যাভা হয়ে হার্টে ঢোকে অ্যাজ আ রেজাল্ট্যান্ট। সুতরাং ‘রিং ফিংগার’ হল ‘সিম্বল অফ লাভ’ কারণ হার্টের সাথে ভেইন সংযুক্ত আছে – এসব শুধুই ভ্রান্ত ধারণা। ’ স্ক্যালপেলটা হাতে নিয়ে একটু ঝুঁকে দাঁড়াই আমি, ‘তবে – হার্টের সাথে যুক্ত না থাকলেও আঙ্গুলগুলোতে শিরা কিছু আছে, মি. মাহমুদ।’
‘মি. ইরফান।’ দুর্বল মানুষটার গলাতেও বেশ কৌতুক ফুটে ওঠে, ‘বায়োলজী ক্লাস নেওয়ার কোন প্রয়োজন নেই। যা জানতে চান জানাতে রাজি আছি। তারপর আশা করি দয়া করে একটি বুলেট খরচ করবেন আমার ওপর। আ’ম ফেড আপ উইদ দিস লাইফ।’
একমুহূর্ত লোকটার দিকে তাকিয়ে থাকি।
তারপর প্রথমবারের মত সামনের খালি চেয়ারটিতে বসে পড়ি আমি।


‘QUADR?’ জানতে চাইলেন মি. মাহমুদ আবার।
‘হুম।’ বলি আমি।
‘আমাদের ডীলের কথা মনে আছে তো?’ ভ্রু কুঁচকে জানতে চান মানুষটি।
‘কোন ডীল?’ একটু অবাক হয়ে তাকাই আমি।
‘জিজ্ঞাসাবাদ শেষে দয়া করে একটি বুলেট-’
হাত তুলে থামাই তাকে, ‘ইফ ইউ ইনসিস্ট – আই’ল হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আগে আমার তথ্য দরকার।’
মরার সুসংবাদ পেয়ে খুশি হয়ে গেলেন মি. মাহমুদ।
‘আমাকে আগে জানান কোথা থেকে পেয়েছেন এই শব্দ।’ এলোমেলো চুলের ফাঁক দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন মাহমুদ।
সংক্ষেপে রিজভী আকন্দের মৃত্যুর বর্ণনা দেই আমি।
‘QUADRUPLE এর অংশ এটা।’ অবশেষে জানালেন মি. মাহমুদ।
‘কোয়াডরুপল!’ বিড় বিড় করে বলি আমি, ‘চারগুণ।’
‘কোয়াডরুপলের আরেকটি অর্থ আছে মি. ইরফান।’ মাথা নেড়ে বলেন মাহমুদ, ‘কনসিস্টিং অফ ফোর পার্টস অর মেম্বারস।’
স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি আমি, ‘অথচ আপনারা ছিলেন পাঁচজনের একটা গ্রুপ। হেডফাইভস।’
একটু হাসলেন মি. মাহমুদ, ‘অবশ্যই। তবে খটকা লাগে নি আপনাদের? পঞ্চম হেডফাইভকে খুঁজে পেতে কি পরিমাণ ঝামেলা করতে হয়েছে আপনাকে?’
‘মানে -’ একটু ভেবে বলি আমি, ‘হেডফাইভদের মাঝেও র‍্যাংকিং আছে?’
মাথা দোলান মাহমুদ, ‘চারজন কোয়াডরুপল। একজন কোয়াডরুপল কো-অর্ডিনেটর।’
ঠোঁটজোড়া চেপে বসে একে অন্যের সাথে। ভাবছি।
‘ওয়েল, আপনি কোয়াডরুপল কোঅর্ডিনেটর। বাকিরা কোয়াডরুপল। কিন্তু এর তাৎপর্যটা কি? মৃত্যুর সময় কেন সেটা লেখে রাখার চেষ্টা করতে যাবেন মি. রিজভী আকন্দ?’
‘কারণ -’ ফিস ফিস করে বলেন মাহমুদ, ‘কো-অর্ডিনেটর না থাকায় জীবিত কোয়াডরুপলদের হাতে চলে গেছে শহরের বিভিন্ন সেক্টরের সর্বময় ক্ষমতা। ’
‘ব্যাখ্যা করুন।’ চাপ দেই আমি।
হেলান দিয়ে আরাম করে বসার চেষ্টা করেন মি. মাহমুদ।
‘হেডফাইভসদের মাঝে চারজনকে মেরে ফেলার আদেশ একটা সময় ডন রাবেক দিয়েছিলেন। জানেন সেটা আপনি। আপনাকে ঘিরেই সেই আদেশ দেওয়া হয়েছিল। রাবেক বাহিনীর কোন সদস্যরা সেই কাজে এগিয়ে গেছিল বলুন তো?’
‘আপনার।’ হাত উল্টে বলি।
‘হুম। এবার আপনাকে আমাদের অর্গানাইজেশনের কিছুটা ধারণা দেই। আমাদের কোয়াডরুপলদের হাতে সারা শহরের চারটি অংশ আলাদা করে দেওয়া হয়েছে। তারা এই অংশগুলোর সর্বময় ক্ষমতা রাখে। এমনকি সেসব এলাকাতে আমাদের যেসব মাঠপর্যায়ের ‘সোলজার’ আছে – তাদের কন্ট্রোলও থাকে তাদের হাতে।’
একটু ভাবেন তিনি কী যেন। নিজের সোনালী(!) অতীতে ফিরে গেছেন কি?
‘কোয়াডরুপলরা আমার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিল। কিন্তু কেউ জানত না কে ছিল পঞ্চম হেডফাইভ। কোয়াডরুপলদের কেউ কেউ ধরেই নিয়েছিল রাবেক স্বয়ং পঞ্চম হেডফাইভ। কোয়াডরুপল কো-অর্ডিনেটর।’
‘আসল কথাতে আসুন।’ তাগাদা দেই আমি।
আমার দিকে আহত দৃষ্টিতে তাকান মাহমুদ। বহু দিন পর কথা বলতে পেরেও স্বাধীনতা না পেয়ে বিরক্ত!
‘কোয়াডরুপলরা তাদের অধীনস্ত রিজিওনাল হেডকে আদেশ দেয়। এই রিজিওনাল হেডরা আবার জানে না কারা রিজিওনাল কোঅর্ডিনেটর। নিখুঁত ব্যবস্থা। আপনি একজনকে ধরে চেইন বেয়ে বেয়ে উঠে ডনের কাছে যেতে পারবেন না কোনদিনও।’
চমৎকার একটি হাসি উপহার দেন এবার স্বয়ং মাহমুদ। স্বীকার করতেই হয় আমাকে – আসলেই নিখুঁত পদ্ধতি।
তবে প্রশ্নটা করেই ফেলি, ‘তাহলে কিভাবে কন্ট্যাক্ট করেন এই কোয়াডরুপলরা? রিজিওনাল হেডদের সাথে?’
‘কোয়াড দিয়ে। সেইফ কোড এটা। আমাদের আবিষ্কার।’ দাঁত দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেলের মুখে, ‘আমার আর রাবেকের আবিষ্কার।’
ছোট একটা ডিভাইস বের করে টেবিলে রাখি আমি এবার।
‘এটাকে কি বলেন আপনারা?’
অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন মাহমুদ।
‘কোয়াড-রেডিও!’ বিস্ময় কন্ঠে নিয়ে বলেন তিনি, ‘পেলেন কোথায়? ইয়াসিরের মিসিং কোয়াড-রেডিও এটা?’
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি আমার দিকে।
মনে পড়ে যায় আমার সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ডুবন্ত অ্যাম্বুলেন্সে আটকে পড়ার অভিজ্ঞতা।
মেরিটাইম স্প্রিং কাপের কল্যানে আন্ডারওয়াটার শূটিং করে বেরিয়ে যাওয়ার সময় পানিতে ভেসে উঠতে দেখেছিলাম ডিভাইসটাকে। পকেটে পুড়ে পাঁচ সেকেন্ডের মাঝে অ্যাম্বুলেন্স থেকে বেড়িয়ে এসেছিলাম পেছনের দরজা খুলে।
‘যেখানেই পাই – এটাই তাহলে আপনাদের কোয়াড ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার?’
‘একজন কোয়াডরুপলের কাছে একটাই থাকে।‘ গম্ভীর মুখে বলেন মাহমুদ, ‘যার কাছ থেকে বাগিয়েছেন এটা –এই মুহূর্তে আপনার হাতে তার এলাকার প্রতিটি সোলজার আছে, মি. ইরফান। প্রতিটি ব্যবসা আপনার নিয়ন্ত্রণে। যদি আপনি কোয়াড জানেন।’
‘হুম।’
এবার বুঝে ফেলি আমি তাৎপর্যটা, রিজিওনাল হেডকে আমি যে আদেশ দেই সেটাই মানবে সে চোখ বন্ধ করে। কারণ আদেশ এভাবে পেয়েই অভ্যস্ত সে। এমনকী – রাবেকের আর্মি নিয়েই রাবেককে হামলা করতে পারি আমি এখন চাইলে।
শুধু জানা লাগবে একটি কোড।
কোয়াড!
‘আপনারা জানেন তিনজন হেডফাইভ মারা গেছে। অথচ জানেন না – প্রতিটি মৃতদেহের কাছে ছিল এই জিনিস। আমরা উদ্ধার করেছি সেগুলো। আমার লোকদের নির্দেশ দেওয়াই থাকত – হেডফাইভকে গুলি করে কোয়াড-রেডিও নিয়ে ফিরে আসার। তারা এর তাৎপর্য জানত না – এটা একটা স্বস্তি।’
ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলেন কোয়াডরুপল কো-অর্ডিনেটর।
‘তাহলে – হেডফাইভ মিলন থেকে আপনারা হত্যার সাথে সাথেই কোয়াড রেডিও নিয়ে নিয়েছিলেন। ইয়াসিরের ব্যাপারে -’
‘অ্যাম্বুলেন্স পানি থেকে তুলে খুঁজেছি আমরা। ডুবুরী নামিয়ে খুঁজেছি নদীর নীচে। পাইনি। ধরে নিয়েছিলাম, নদীগর্ভে হারিয়ে গেছে। তাও স্বস্তি। হেডফাইভ আখতারকে সমাহিত করেছিলেন আপনারা রাষ্ট্রীয় মর্যাদাতে। তার আগেই আখতারের বিলংগিংস যেখানে যত্ন করে রাখা হয়েছিল সেটা লুট করে তার কোয়াড-রেডিও উদ্ধার করি আমি। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ইম্পর্ট্যান্ট থিংস দোজ আর – দোজ কোয়াড রেডিওস।’
রিজভী আকন্দকে মেরে ফেলার জন্য ব্যাগ্রতা বুঝতে পারলাম আমি এতক্ষণে।
কোয়াড-রেডিও সহই বিদ্রোহ করেছিলেন তিনি রাবেকের বিরুদ্ধে। কাজেই তিনি হয়ে উঠেছিলেন সাম্রাজ্যের জন্য খুবই বড় এক হুমকি। আমার জন্যও মরিয়া হয়ে ওঠার পেছনে কারণ এখন এটাই।
ঈশিতাকে পেয়ে গেছেন নিজের সাইডে। তারপরও আমার পেছনে কাঁঠালের আঠার মত লেগে থাকার কোন কারণ ছিল না। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আমার কাছেই যে ইয়াসিরের শেষ কোয়াড রেডিওটি আছে – সে সম্ভাবনা উড়িয়ে দেয়ার কথা নয়। ফারিহা এখানে শুধুই আমার উইকপয়েন্ট হিসেবে ব্যবহৃত।
সব কিছু খাপে খাপে মিলে যাচ্ছে।
ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ি এবার আমি। হেলান দিলাম চেয়ারে।
বেজমেন্টের সিঁড়িতে তখনই অনেকগুলো পায়ের শব্দ শোনা যায়। চকিতে সোজা হলাম আমি। গ্লকটা ওপরে রেখে এসেছি। ফারিহার কাছে।
কোন ধরণের ফায়ার আর্মস ছাড়া নিজেকে সম্পূর্ণ নগ্ন লাগে আমার।
নেমে আসছে কারা?
পুরো বাসায় আমরা তিনজন ছাড়া আর কেউ ছিলাম না।
বিকট এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকে পড়া ছয়জন মানুষের হাতের দিকে তাকিয়ে ঢোক গিললাম।
সবার হাতে একটা করে CZW 9। চেক অস্ত্রের প্রতি রাবেক বাহিনীর এত পিরিতি কেন কে জানে!
সার্জিক্যাল নাইফটা ফেলে দিয়েছি।
চুপচাপ দুই হাত মাথার ওপর তুলে দাঁড়াই আমি।


পাশাপাশি বসে আছি আমি আর ফারিহা।
দুইজনেরই হাতে একটা করে হ্যান্ডকাফ। লাগানো আছে সামনের টেবিলের সাথে আটকানো রডের সাথে।
টেবিলটা আবার মেঝের সাথে বোল্ট দিয়ে আটকে রাখা। কাজেই, ছুটে কিংবা টেবিল উলটে বের হয়ে যাওয়ার কোন উপায় নেই আমাদের।
ডন রাবেক বসে আছে আমাদের সামনে। ধীরস্থির অভিব্যক্তি। টেবিলের অন্যপাশে। তার মুখে সুন্নতি হাসি।
‘একটা সময় প্রশ্ন করেছিলাম – কিভাবে বার বার ঈশিতাকে খুঁজে বের করে ফেল তুমি? মনে আছে?’
‘আত্মার টান – সম্ভবতঃ।’ বিড় বিড় করে বলি আমি।
‘ওর জুতোগুলোতে একটা করে জিপিএস ট্রান্সমিটার প্ল্যান্ট করে রেখেছিলে তুমি – ইরফান। শুধু হাঁটার সময় কাজ করে ওগুলো। অথবা পরে থাকলে – কারণ সোলজোড়ায় নির্দিষ্ট পরিমাণ ভর না থাকলে সুইচড অফ হয়ে থাকে তারা। ক্লেভার – ভেরি ক্লেভার! ইন্টারফেরেন্স চেক করার যন্ত্রপাতি দিয়ে বিষয়টা ধরে ফেলা এজন্য অনেক কঠিন। আমার চোখেও প্রথমে পড়েনি।’
আমার প্রশংসা করার কোন ইচ্ছেই যে তার মাঝে নেই – সেটা চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে। এটা স্রেফ রাবেকের নাটুকে স্বভাবের বহিঃপ্রকাশ। লোকটা যাত্রাপালায় ভালো করতো।
তার যাত্রা কেয়ার করি না আমি। আমার দুই চোখ ঘুরে বেড়াচ্ছে একটা মাত্র সুযোগের অপেক্ষাতে। বাম হাতটা মুক্ত আছে – শুধু দরকার একটা সুযোগ!
ডন রাবেকের আত্মবিশ্বাস এতটাই বেশি – আমাদের বেশি কড়াকড়িতে আটকে রাখেনি। চাইলে ডান্ডাবেড়ি পরিয়ে রাখতে পারত, তাকে ঠেকাত কে? অথচ ঘরের ভেতরও কেউ নেই। বাইরে যদিও গিজ গিজ করছে রাবেক বাহিনী।
একরকম হেডকোয়ার্টার বলা চলে এই বাসাটিকে। রাবেক হাউজ।
ঈশিতা কি এখানেই কোথাও আছে? হয়ত!
‘প্রশ্নটা হচ্ছে, মি. রাবেক -’ মুখ খুলি আমি, সৎ বাবাকে নাম ধরেই ডাকি আমি, ‘আমাকে খুঁজে বের করে ফেললেন কি করে? হোটেলে একবার বের করেছেন। যদিও আপনাদের ঢোকার কথা ছিল পাশের রুমে। কিভাবে বুঝলেন আমাদের লোকেশন? একেবারে পিনপয়েন্ট? তারপর আবারও আমার সেইফ হাউজে – একেবারে জায়গা মত চলে আসল কি করে আপনার লোকেরা?’
উত্তরটা আমি জানি না তা নয় – বরং রাবেকের সময় কিছুটা নষ্ট করাই উদ্দেশ্য। আয়ু বাড়বে এতে।
আর যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ।
মুচকি হাসে রাবেক অবশ্য। আমার নির্বুদ্ধিতায় হতাশ!
‘সেইম ট্রিক। আমার ট্রান্সমিটারটি ছিল ফারিহার শরীরে।’
‘ক্লেভার। ভেরি ক্লেভার!’ অনিচ্ছাসত্বেও বলি আমি।
দৌড়াদৌড়ির মাঝে ফারিহার জুতো থেকে ঈশিতার ট্রান্সমিটারটা উদ্ধার করি আমি ঠিকই। কিন্তু আরও ট্রান্সমিটার থাকতে পারে – সেটা আমার আগেই ভাবা উচিত ছিল।
‘কিন্তু জুতোতে ছিল না ওটা। রেখেছিলেন কোথায়? এর মধ্যে আমরা ড্রেস চেঞ্জ করেছি।’
মাথা নাড়ে রাবেক, ‘ফারিহার প্রেমে হাবুডুবু খাচ্ছে নাকি এই ছেলে! মেয়েটা যে হাতে একটা রিং পরে তা খেয়াল করনি কখনও?’
বুঝতে পারলাম এবার। বোকামি হয়ে গেছে।
কিন্তু এখন আর সেসব ভেবে লাভ নেই।
‘আমাদের তুলে এনে জামাই আদর করছেন কেন জানতে পারি?’ প্রশ্নটা না করে পারলাম না।
‘সমস্যা?’ একটা ভ্রু উঁচু করে জানতে চায় রাবেক।
‘কি যে বলেন! সমস্যা কোথায়? আপনার মেহমান হওয়ার অনেকদিনের ইচ্ছে আমার।’ হেহে করে বলি আমি, ‘তবে আমার সেইফহাউজে আমাকে ফুটো করে দেওয়ার মাঝে একটা আয়রনিক ব্যাপার হত। আপনার যে নাটুকে ব্যাকগ্রাউন্ড, তা করবেন এমনটাই প্রত্যাশা। তাছাড়া, মিসিং কোয়াড-রেডিওটা উদ্ধার করে ফেলেছিলেন। আমার জীবনে আর কোন মূল্য আছে বলে তো মনে হয় না।’
‘আমি আনি নি এখানে তোমাকে – ইরফান। তুমি নিজেই নিজেকে এনেছ।’ মাথা নাড়ে রাবেক।
‘আমি?’ অবাক হই।
ফারিহা সেই তখন থেকে একদম চুপ। ঘোরের মাঝে আছে যেন।
বাবার মৃত্যুর পর থেকে অনেক বেশি ঘটনাপ্রবাহ এসেছে মেয়েটার জীবনে।
‘অ্যানাদার ডে – বলেছিলে তুমি, ইরফান। বলেছিলে – উই’ল সীল দ্য ডীল অ্যানাদার ডে।’ মুচকি হাসে রাবেক, ‘টুডে ইজ দ্য ডে।’
রাবেকের সাথে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা মনে পড়ে যায় আমার এবার। এই লোক দেখি কিছুই ভোলে না!
এই সময় বাইরে ব্যস্ত পদচারণার শব্দ শোনা যায়। দরজা খুলে হুড়মুড় করে ঢুকে পড়ে একজন মানুষ।
এরা সবাই রাবেক বাহিনীর বিশ্বস্ত সদস্য। গোটা বাড়িতে এমন এক ডজন আছে।
এই এক ডজন মানুষই সামনাসামনি চেনে ডন রাবেককে।
‘স্যার, ক্রাইসিস। ইউ নীড টু সী দিস।’ রিপোর্ট করার ভঙ্গীতে বলে সৈনিকটি।
‘আমি ব্যস্ত।’ ইঙ্গিতে আমাদের দেখিয়ে বলে রাবেক।
‘দিস কান্ট ওয়েইট।’ নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে বলে মানুষটা।
বাধ্য হয়ে উঠে দাঁড়াল রাবেক।
আমাদের দিকে ফিরে তাকাল একবার, ‘এক্সকিউজ মি। আ’ল বি ব্যাক।’
তা আর বলতে – মনে মনে ভাবি আমি। তার ভদ্রতা আর বিনয় এখন দেখার মত।
দরজা দিয়ে উধাও হয়ে গেল রাবেক। শোনা যায় বাইরের গার্ড দুইজনকে বলছে, ‘ভেতরে চলে যাও। চোখের আড়াল হতে দেবে না।’
একই সাথে অবাক বিস্ময়ে দেখি ক্লিক জাতীয় একটা শব্দের সাথে খুলে গেল ফারিহার হাতের হ্যান্ডকাফ। আমার বাম হাতে দ্রুত সেফটি পিনটা গুঁজে দিল ও।
প্রথমবার রাবেকের ওপর সরাসরি হামলা করে আহত অবস্থাতে ফারিহাদের বাসাতে সাতদিনের জন্য আশ্রয় নিয়েছিলাম। তখন ওকে শিখিয়েছি এই ট্রিকটা। আরও কিছু শিখিয়েছি। পিক-লক। টাইং নটস।
মেয়েটার হাত চালু – ছাত্রীর পারফর্ম্যান্স দেখে গর্বে আমার বুক ফুলে গেল।
পেছনে ঢুকে পড়েছে দুই গার্ড। তবে আমাদের পিঠ তাদের দিকে ফেরানো বলে ফারিহার মুক্ত হাত অথবা আমার হাতের মৃদু নড়াচড়া ওদের চোখে পড়ে না।
দুইজন অসহায় বন্দী স্থির হয়ে বসে আছে। এ ছাড়া আর কি-ই বা করার আছে তাদের?
ঝাড়া পয়তাল্লিশটা সেকেন্ড লেগে গেল সঠিক মাপে সেফটিপিনটা বাঁকাতে।
তারপর একটা মৃদু ক্লিক শব্দ – যেটা গার্ডদের কান এড়ানোর কোনই উপায় নেই ছোট এই বদ্ধ ঘরে!
দুই লাফে সামনে বাড়ল গার্ড দুইজনই। এবং প্রথম ভুলটা করে বসল।
একজনকে সব সময় নাগালের বাইরে থেকে কাভার দিতে হয়।
কাজেই গর্ধভ দুটোর মাঝে বাম দিকের জনকে বেছে নিলাম।
চট করে লোকটার মাথা সজোরে ঠুকে দিলাম সামনের টেবিলে। একই সাথে অন্যজনের দিকে এক লাথিতে পাঠিয়ে দিয়েছি ফারিহা উঠে পড়ায় এই মাত্র খালি হয়ে যাওয়া চেয়ারটা!
হাঁটুর নিচে বাড়ি খেয়ে স্রেফ উড়ে যায় লোকটা। পরক্ষণেই টেবিল থেকে মাথা তোলার চেষ্টা করতে থাকা গার্ডের ঘাড় ধরে সজোরে মুচড়ে দিলাম। ঘাড় ভাঙ্গার বিশ্রী শব্দটার সাথে চোখের আলো নিভে গেল শত্রুর।
বাম হাতে CZW 9 টা তুলে নিয়েছি, আর ডান হাতে উঠালাম আমার চেয়ার। ভূমিশয্যায় শায়িত মানুষটার হাত একটু আগের আঘাতে পড়ে যাওয়া সাবমেশিনগানটার দিকে এগুচ্ছে।
চেয়ারটা ওপরে তুলে সজোরে তার মাথায় নামিয়ে আনতেই থেমে যায় ওই খাহেশ।
জ্ঞান হারিয়েছে না মারা গেছে – চেক করার প্রয়োজন মনে করি না। আপাতত এর থেকে জরুরী কাজ বাকি আছে। পড়ে থাকা দেহটা থেকে স্পেয়ার ম্যাগাজিন খুলে নিয়ে নিজের কোমরে আটকালাম। ফারিহার হাতে দ্বিতীয় গার্ডের CZW 9 টি তুলে দিয়ে দ্রুত একটা ব্রিফ দিলাম, যে কোন মুহূর্তে একটা বাড়তি অস্ত্র কাজে লাগতে পারে।
এখন পর্যন্ত সব কাজ নিঃশব্দে করা গেছে। এবার এখান থেকে বের হতে হবে।
‘আমার পেছনে থাকবে।’ আস্তে করে বলি ফারিহাকে।
তবে এগুতে পারি না। আমার হাত ধরে আটকে ফেলে মেয়েটা। দুই চোখে বিরাজ করছে নিখাদ আতংক।
আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ফারিহা – কাঁধে ওর থুতনি অনুভব করছি।
‘এভরিথিং উইল বি অলরাইট।’ বার দুই আউড়ালাম সেই বাক্য যেটা মানুষ অনিশ্চিতভাবেই আউড়ায়।
নিজের প্রাণের মায়াতে মেয়েটা আবেগাপ্লুত হচ্ছে না জানি।
ফারিহার সবকিছু কেড়ে নিয়েছে রাবেক। আমাকে হারানোর ভয়টা ওর মাঝে এখন কাজ করছে সবচেয়ে বেশি।
‘এখান থেকে ভালোভাবে বের হব আমরা, বোকা মেয়ে।’ ওর কাঁধ ধরে সোজা করে হাসিমুখে বলি আমি, ‘আজ রাতে ডিনার করব জিং ওয়াং-এ। বিল আমার।’
আমার নির্মল হাসির দিকে তাকিয়ে বিশ্বাস খুঁজে নিতে পারে অবশেষে ও। চোখ মুছে শুধু বলে, ‘লেটস গো।’
সাবধানে মাথা বের করি। বাড়িটা চমৎকার।
ডুপ্লেক্স এটাও।
রাবেকের কয়টা ডুপ্লেক্স আছে কে জানে! সিঁড়ি ঘরের নিচের একটা ঘরে আমাদের রাখা হয়েছিল।
দরজা দিয়ে বের হলেও আর আগাই না আমরা , সিঁড়ির আড়ালে থাকায় বেশি কিছু দেখা যাচ্ছে না। বাইরে কয়জন আছে বোঝার উপায় নেই।
দূরে রাবেকের আতংকিত চিৎকার শোনা যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি।
বেঁচে থাকাটা এখন জরুরী নয় আমার জন্য। প্ল্যান অনুযায়ী ধ্বংস হয়ে গেছে রাবেক। তবে যেতে যদি হয়ই সাথে করে রাবেককে নিয়ে যেতে হবে।
নাহলে একটা সাম্রাজ্য ভেঙ্গে ঠেকানো যাবে না এই লোককে। আরেকটা গড়ে নেবে। এদের আমি হাড়ে হাড়ে চিনি। ফিনিক্স পাখির মতো জীয়নক্ষমতা!
আমাদের দিকে হা হয়ে এক মুহূর্ত তাকিয়ে থাকল এই মাত্র টহল ডিউটিতে থাকা চলে আসা লোকটা। তারপরই হাত বাড়ায় পিস্তলের দিকে।
কড় কড় করে গর্জে উঠল আমার সাবমেশিনগান। নাভি থেকে বুক পর্যন্ত সেলাই হয়ে গেছে লোকটার। গুলির শব্দে পুরো বাসাটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়!
দীর্ঘশ্বাস ফেলি একটা। আর কোন উপায় ছিল না।
ফারিহাকে ইশারা করলাম ওখানেই থাকতে। তারপর আস্তে করে উঁকি দিলাম সিঁড়ির কোণা থেকে। দূরে মাত্র পজিশন নেয়া মানুষ তিনজন একই সাথে গুলি ছোঁড়ে – তবে এগিয়ে আছি আমি।
একপশলা গুলিতে একজনকে শুইয়ে দিয়েই আড়ালে সরে গেছি।
ম্যাগাজিন পাল্টাচ্ছি দ্রুত হাতে – অন্যপাশ থেকে নতুন দুই ঝামেলাকে দেখা গেল দরজা খুলে বের হচ্ছে। হাঁটু গেড়ে বসে মনের সুখে বুলেটবৃষ্টি চালালাম ওদের ওপর।
সাথে সাথে উদয় হয় তৃতীয়জন।
এর হাতে একটা গ্রেনেড।
মেশিনগানের শেষ বুলেটগুলো একেও কেঁচে ফেলে – তারপর ঠং করে একটা শব্দ বোঝায় ফাকা চেম্বারে আছড়ে পড়েছে হ্যামার। কিন্তু গ্রেনেডটা তখন বাতাসে উড়ন্ত – গতিপথ – সোজাসুজি আমাদের দিকে।
আর একই সাথে ফারিহার হাত ধরে এক ছুটে রাবেকের ইন্টোরেগেশন চেম্বারে ফিরে আসি আমরা।
দরজা থেকে সরে বসে পড়লাম মেঝেতে।
ঠিক বাইরে বিকট শব্দে ফাটে গ্রেনেডটা – পুরো বাড়ি কেঁপে উঠলো এ বিস্ফোরণে। একটা সেকেন্ড অপেক্ষা করে আবারও বেরিয়ে আসি আমি। গ্রেনেডে উড়ছে ধুলো আর সেটিকেই স্মোক স্ক্রীণ হিসেবে কাজে লাগিয়ে এগুলাম। আচমকা গুলি করে পজিশন নিয়ে থাকা অন্য দুইজনকে শুইয়ে দিয়ে আরও সামনে চলে এলাম আমরা।
শটগানের বিকট শব্দ কানে তালা ধরিয়ে দেয়। ছুটতে ছুটতেই দোতলাতে দাঁড়ানো মসবার্গ শটগান ধরে থাকা লোকটাকে চোখে পড়ে আমার। সেই সাথে দ্বিতীয়বার গর্জে ওঠে প্রতিপক্ষের হাতের শটগান এবং একই সাথে কোমরের কাছ থেকেই গুলি করি আমিও।
শটগানধারীকে পেছনে পড়ে যেতে দেখলাম – লক্ষ্য করলাম লেগেছে আমারও। বাম কাঁধ থেকে একটা লাল ধারা বুক বেয়ে নেমে যাচ্ছে।
শটগান শেলকে পাত্তা না দিয়ে দোতলায় এই মাত্র উদয় হওয়া পিচ্চি সাবমেশিনগানধারীর দিকে তিনবার ট্রিগার টানলাম। সিঙ্গেল শট মোডে নিয়েছি হাতের CZW9।
সর্বশেষ ম্যাগাজিনটা ভরে ফেলে নতুন আপদের জন্য চোখ ফেরাতেই থমকে গেলাম।
ওপরের আরেকটি দরজা খুলে যাচ্ছে।
তারপরই চোখে পড়ল ঈশিতার মাথায় পিস্তল ঠেকিয়ে লম্বা পায়ে বেড়িয়ে আসা মানুষটাকে।
রাবেক।
নীচ থেকে ছুটে আসছে ফারিহা।
ওকে একবার চিৎকার করে মানা করলাম, আড়াল থেকে যেন কোনভাবেই বের না হয়।
ঘরটা ভরে গেল ড্রামা-কিং রাবেকের গমগমে গলাতে, ‘ কনগ্রাচুলেশনস! ইউ ওন দিস গেইম ইরফান। নাউ, লেটস সীল দ্য ডীল।’
এক ধাক্কায় শরীরের বাম অংশ পিছিয়ে গেল আমার। রাবেকের পিস্তলটা আমার দিকে তাক করা।
নলের চারপাশে হাল্কা ধোঁয়া উঠছে।
সেই ধোঁয়া ভেদ করে ছুটলো আমার ছোঁড়া বুলেট। ধার করা সাবমেশিনগানের পুরো ম্যাগাজিনটা খালি করে দিলাম। রাবেকের বুক থেকে গলা সেলাই হয়ে গেল স্রেফ।
‘ফর মাই মাদার -’ নিজের গলা নিজেই চিনতে পারি না আমি!
পরমুহুর্তেই হুড়মুড় করে পড়ে যাই মাটিতে। মেঝেতে হাত পড়তেই বুঝতে পারলাম পিচ্ছিল রক্তে ভরে গেছে জায়গাটুকু।
ফারিহা চলে এসেছে আমার খুব কাছে। দুই চোখ থেকে অনবরত পানি পড়ছে মেয়েটার। তার মাঝেই কি সুন্দরই না লাগছে ওকে!
ঈশিতাকে দেখতে পেলাম সিঁড়ি বেয়ে নেমে আসতে।
বুকের মাঝখানে তীব্র একটা ব্যথা। এবার সেদিকে আস্তে করে চোখ ফেরালাম।
কল কল করে রক্ত বের হচ্ছে বুকের বাম দিক থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে মেঝে।
ঝুঁকে পড়ে আমার হাত তুলে নেয় ফারিহা নিজের হাতে। কি গরম ওর হাত!
ঈশিতা আমার মাথা তুলে নিয়েছে নিজের কোলে।
কিছু একটা বলছে – আমি আর শুনতে পাই না।
ফারিহা পরম মমতায় আমার ঠোঁটে মুখ রাখে – নিজের ভেতর থেকে বাতাস দিয়ে দেয় আমাকে –
আমি কিছুই অনুভব করি না।
অন্ধকার – গাঢ় একটা অন্ধকার টেনে নিয়ে যাচ্ছে আমাকে কোন পাতালে।
আর – পড়ে যাচ্ছি আমি।

পরিশিষ্ট
‘মর্চুয়ারী থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা ওকে?’ ঈশিতার গলার সুরটা বুঝতে পারে ফারিহা।
মেয়েটা ইরফানকে এখনও জীবিত বিবেচনা করেই কথা বলছে।
ডেথ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছে ওরা শুধু। একজন ডাক্তারের সিগনেচার। তারপরই রিলিজ দেওয়া হবে দেহ।
‘জানি না, ঈশিতা। ওর কোন ইচ্ছে কি ছিল?’ স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করেও এক ফোঁটা পানি অনুভব করে ফারিহা নিজের গালে।
‘মায়ের যেখানে মৃত্যু হয় সেখানেই শুতে চেয়েছিল ও।’ এবার আর পারে না – দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙ্গে পড়ে ঈশিতা, ‘আমার সব শেষ হতে গেল, আপু।’
ওকে জড়িয়ে ধরে ফারিহা। গভীর মমতার আলিঙ্গনে একই সাথে সমবেদনা আর হতাশা।
ঈশিতাকে স্বান্তনা দিচ্ছে ও – কিন্তু ওকে স্বান্তনা দেবে কে?
‘ভাইয়া আমাকে যেদিন রাবেকের কাছে চলে যেতে বলল, সেদিনই বলেছিল আর হয়ত দেখা হবে না। ওহ আমি কি বোকা! কি বোকা আমি! তবুও মেনে চলেছিলাম ভাইয়ার প্ল্যান!’
‘সবার জন্য-’ নিজেকে একটু সামলে শুধু বলে ফারিহা, ‘-সবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইরফান। রাবেকের মাফিয়া সাম্রাজ্য একেবারে নিশ্চিহ্ন করার লক্ষ্যে।’
রাবেকের ডিজিটাল কোডিং সিস্টেমকে ব্যাক ফায়ার করার সিদ্ধান্ত ইরফান নিয়েছিল বহু আগে। যেদিন অ্যাম্বুলেন্সের ভেতর পাওয়া ডিভাইসটার মর্ম ও উদ্ধার করেছিল, তখন। এরপর ঈশিতাকে পাঠিয়ে দেয় রাবেকের কাছে। আর নিজে ব্যস্ত থাকে পঞ্চম হেডফাইভের সন্ধানে। অভিনয় চালিয়ে যায় সবার সাথে, যেন এসবই ঘটছে তার পরিকল্পনার বাইরে!
প্ল্যানের একটা অংশ ছিল যেদিন রাবেক ইরফানকে সশরীরে ধরে ফেলতে পারবে – সেদিনই হিট নেবে ওরা। ঈশিতা কন্ট্রোল রুমের ব্যাপারে যথেষ্ট জেনেছে এ কয়দিনে। মেয়েটাকে কোয়াড কোডিংয়ে সর্বাত্মক সাহায্য কম করেননি রিজভী আকন্দ। তবে ঈশিতা পরবর্তীতে ইরফানের সাথে যোগাযোগ করতে পারেনি। ওরা একসাথে কাজ করছে এমন কোন প্রমাণ থাকলে রাবেক সবটাই গড়বড় করে দিত। কোয়াডকোডিংয়ের কল্যাণে ইন্টারনালি রিজভী আকন্দই যোগাযোগ রাখতেন মেয়েটার সাথে। ইরফান একটি ভূতুড়ে কোয়াড-রিসিভার রাডারে আনলে সবটা কেঁচে যেত।
ইরফানের প্ল্যানটি ছিল সহজ – চারটি গ্রুপকে নিজেদের মাঝে তুমুল লড়াইয়ে নামিয়ে দেওয়া।
রিজিওনাল হেড চোখ বন্ধ করে কোড মেনে চলবে। তার জানার কথা নয় কোয়াডরুপল কারা! নিরাপত্তা এতে যেমন ছিল নিখুঁত, তেমনই এ ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
শুধু খোঁজ পাওয়া যায়নি একজন মানুষের। স্রেফ উধাও হয়ে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।
একা একজন গডফাদারকে ঠেকিয়ে দিয়েছিল ছেলেটা, ঘায়েল করেছিল তাদের নিজস্ব অস্ত্র দিয়ে! ইরফানের জন্য অনেকখানি গর্ব অনুভব করে ফারিহা। আর বেদনা।
সাদা অ্যাপ্রন পরা ডাক্তারকে এগিয়ে আসতে দেখা যায়। নিজেই চলে এসেছেন দুই তরুণীর কাছে। মিনহাজের সাথে অনেকদিন কাজ করেছেন তিনি। চেনেন সবাইকে। জানেন তাৎপর্য।
হাতের ফাইলে একটি ডেথ সার্টিফিকেট।
চোখভরা বেদনা নিয়ে কঠিনতম সত্যটির দিকে তাকিয়ে থাকে মেয়ে দুটো।

— ০ —

দ্য ফিফথ হেডফাইভ


ব্যাংকের ভেতর থেকে বের হতেই কোলাহল কানে বাজল।
এতটা নীরব ছিল ভেতরে, বাইরের এইটুকুকেই মনে হল রীতিমতো চেঁচামেচি যেন! আদতে এমন শব্দ প্রতিনিয়তই শুনতে হয় সবাইকে।
শান্ত পায়ে হাঁটছি আমি। ঈশিতাকে টাকাটা পৌঁছে দিয়ে আরেকবার বের হতে হবে আজ। মিনহাজের জরুরী তলব আছে।
চকচকে কালো রঙের গাড়িটাকে পাশ কাটালাম। কড়া রোদ উঠেছে আজ।
দূরে দুইজনকে ঝগড়া করতে শোনা যাচ্ছে। এদের পেশা – ভিক্ষাবৃত্তি।
ঝগড়ার কারণটা চমৎকার! একটু আগে যাওয়া লোকটা পঞ্চাশ টাকার নোটটাকে ভাগাভাগি করে নিতে বলেছে – সেটা আরেকজন মেনে নিচ্ছে না।
হাসতে পারলাম না অবশ্য – চোখের কোণে একটা মৃদু নড়াচড়া ধরা পড়েছে।
সাইড রোড থেকে একেবারেই হঠাৎ বেরিয়ে এল একটি গাড়ি। চট করে বামদিকের রোডে নেমে পড়লাম। এরকম চকচকে কালো রঙের গাড়িকে একটু আগেই পাশ কাটিয়েছি। একই মডেল, একই মেক। মনে হচ্ছিল যেন একই গাড়ি। কাকতালীয় ঘটনা?
না বোধহয়। আমার মত জীবন যাদের তাদের জন্য কোন কাকতালীয় ঘটনা নেই। কোন দুর্ঘটনা নেই।
যা হয় তার পেছনে সুনির্দিষ্ট কারণ থাকতে বাধ্য।
গলিটার ভেতরে জোর কদমে অর্ধেকটা ঢুকে গেছি – এই সময় গলির মুখে কালো পোশাক পড়া দুইজনকে ঢুকে পড়তে দেখা গেল।
ফোনটা বের করে মিরর অ্যাপ চালিয়ে চট করে দেখে নেই – ফলোয়ার চিনতে এই অ্যাপের জুড়ি নেই।
হুম – কোটের ভেতর কি অমূল্য সম্পদ রেখেছে জানার উপায় নেই। তবে একটু করে ফুলে আছে দুইজনই।
ভারমুক্ত করা লাগবে দেখছি!
এত দ্রুত সরকারি এজেন্সী আমাকে পেয়ে গেল কি করে?
বেশি ভাবতে হয় না অবশ্য – ব্যাংকের প্রায় সবগুলো সিকিউরিটি ক্যামেরা এড়িয়ে গেলেও অন্তত একটা আমাকে ক্যাপচার করেছে নিঃসন্দেহে! দক্ষিণ কোণেরটা। আমার চেহারা আইন-শৃংখলা বাহিনীর হাতে চলে যাওয়ার পর থেকে এমন তাড়া মাঝে মাঝেই খেতে হয় এখন আমাকে।
শালার রাবেক! – মনে মনে প্রাণখুলে গালি দেই ব্যাটাকে।
তাতে কাজের কাজ কিছু হয় না অবশ্য! পেছনের দুইজন আঠার মত লেগে আছে!
সাথে গ্লকটা নেই। নয়তো ওজন কমিয়ে দিতে পারতাম দুটোরই! পেছনে ছোঁক ছোঁক করতে থাকা লোকজনকে অসহ্য লাগে আমার।
ব্যাংকে অস্ত্র নিয়ে ঢোকার কথা চিন্তাও করা যায় না! এসব জায়গা এজন্যই আমি এড়িয়ে চলি। অথচ আজ না এসে উপায় ছিল না।
তিনটি অ্যাকাউন্টের ব্যালান্সই ফাঁকা হয়ে গেছে। কিডন্যাপিং-এর পেশা ছেড়ে দেওয়ার পর ছোট একটা চাকরী ধরেছিলাম।
সার্টিফিকেট অনুযায়ী অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা হয়ে যাওয়া উচিত আমার কোন কোম্পানিতে – কিন্তু অন্ধকার জগতে এত কামিয়েছি, কোথাও চাকরি নেওয়ার চেষ্টাও করিনি।
যে চাকরিটি শুরু করেছিলাম – সেটা ছেড়ে দিতে হয়েছিল কাভার ওড়ার পর।
দিন অনেকই পার হয়ে গেছে। তিনটি ব্যাংকে জমানো টাকা রাখা ছিল সিকিউরিটি হিসেবে। ম্যানুয়ালি ছাড়া নেওয়া অসম্ভব। এদের থেকে কার্ড নেইনি কখনো। সেটি নিতেও আমাকে সশরীরে যেতে হতো। সিস্টেমের বাইরে বহুদিন থাকার কুফল হচ্ছে, চট করে কোন ‘ওয়ার্ক-অ্যারাউন্ড’ পাওয়া সহজ নয়।
কাজেই খালি হাতে বের হতে হয়েছে আজ আমাকে। এখন পেছনের দুই সমস্যাকে ছুটানোটা একটু সমস্যা হয়ে গেল!
সামনের দিকে তাকালাম। গলিটি শেষ হয়ে আসছে। যেকোন সময় ওপাশ থেকে বেড়িয়ে আসবে একটি গাড়ি, বেশ বুঝতে পারছি। এভাবেই কাজ করে ওরা। দুইজনকে ওই দিক দিয়ে ঢুকিয়ে গাড়ি নিয়ে এসে অন্যপাশ থেকে ঢুকে গেলেই আমার জাড়িজুড়ি খতম একেবারে!
চোখদুটো দ্রুত নড়াচড়া করছে আমার।
রাস্তার দুইধারের একটা বাড়িতেও কি বহিরাগতদের ঢোকার উপায় নেই নাকি? সবগুলোর বাইরের গেটে তালা বসানো।
মানে, বাসিন্দাদের কাছে ওগুলোর চাবি থাকলেও আমার পকেট তো ফাঁকা!
ভালোই বুঝতে পারলাম – কঠিনতম চিপাতে পড়েছি! এস্কেপ প্ল্যান এখান থেকে করাটা প্রায় অসম্ভব।
কোন কিছুই নিজের অনুকূলে রাখার সুযোগ পাইনি। এই গলিতে না ঢুকে আরও বিশ ফিট এগিয়ে যেতে পারলে তিনদিকে কেটে পড়ার একটা পথ ছিল। কিন্তু খুব দ্রুত কাজ করেছে সরকারি এজেন্সী।
এই সময় দেখতে পেলাম আর মাত্র পনের ফিট দূরে লাল রঙের গেইট থেকে বের হল একটা মেয়ে।
মেয়েটাকে স্রেফ স্বর্গ থেকে নেমে আসা পরী বলে মনে হল আমার! মাথায় একসাথে কয়েকটা এস্কেপ প্ল্যান খুলে দিচ্ছে!
কিন্তু পরক্ষণেই নিরাশ হয়ে যাই! ক্লিক করে তালাটা লাগিয়ে দিল মেয়ে আবার – আমি তখনও দশ ফিট দূরে!
পেছনের ওরা কাছে চলে এসেছে আগের চেয়ে। অ্যানিটাইম সামনে থেকেও গাড়ি বের হয়ে আসবে বুঝতে পারলাম। কাজেই প্ল্যান বিতে চলে যেতে হল আমাকে বাধ্য হয়েই!
মেয়েটা পাশ দিয়ে বেড়িয়ে যাচ্ছিল – কেউ কিছু বোঝার আগেই একপাশ থেকে টেনে নিজের কাছে নিয়ে আসি আমি ওকে। সেকেন্ডের ভগ্নাংশের মাঝেই ওর এক হাত মুচড়ে থ্রি সিক্সটি ডিগ্রী অ্যাংগেল ঘুরে যাই – আমার সামনে নিজের অজান্তেই মানব-বর্ম হয়ে দাঁড়িয়েছে মেয়েটা। কেউ গুলি ছুঁড়লে আমার আগে ওকে ফুঁড়বে – এটা বোঝে দুই কালো পোশাকও। তবুও নিমেষেই বের করে ফেলে পিস্তল।
আমার হাতেও বেড়িয়ে এসেছে কলমটা। ব্যাংকে এটা দিয়েই সাইন করেছিলাম। সুইচ টিপতেই তিন ইঞ্চির চিকন কিন্তু স্পাতদৃঢ় ফলাটা বের হয়ে এল ডগা থেকে, অগ্রভাগটা স্পর্শ করলাম মেয়েটার গলায়।
‘মেয়েটাকে ছেড়ে দাও, ইরফান।’ ঠান্ডা গলায় বলে ফলোয়ারদের একজন।
‘নিশ্চয়!’ পূর্ণ সমর্থন জানাই আমি তাকে। ‘দুইজনই অস্ত্র মাটিতে রেখে পা দিয়ে ঠেলে আমার দিকে পাঠিয়ে দাও। ছেড়ে দিচ্ছি ওকে।’
আমার হাতের নিচে ফুঁপিয়ে ওঠে মেয়েটা। এরকম পরিস্থিতিতে পড়তে হবে নিশ্চয় ভাবেনি?
‘মাথা খাটাও, গর্দভ!’ হিস হিস করে বলে দ্বিতীয় মানুষটা। ‘তোমাকে ঘিরে ফেলা হয়েছে। যে কোন সময় আমাদের পোশাকে ভরে যাবে এলাকা।’
ওদের দিকে একটু লক্ষ্য করি। বাংলাদেশে আবার সিক্রেট সার্ভিস এল কবে থেকে? নাকি স্নিফার্স এরা?
স্নিফার্সই হবে! এই এজেন্সীটা সরকারি এবং বিনা বিচারে ক্লিনিংয়ে ওরা দক্ষ। ২০১২য় গঠিত।
তবে ওরাই কি না – নিশ্চিত হবার উপায় নেই। দূরত্ব মাপলাম আমি। অস্ত্র নামায় নি দুইজনের কেউই – তারওপর এগিয়ে আসছে। দূরত্ব কমছে আমাদের।
একেবারেই হঠাৎ অ্যাংগেলটা আবিষ্কার করলাম। একটু আগে পরে সামনে বাড়ার ফল! মেয়েটাকে দ্বিতীয় স্নিফার্সের দিকে ছুঁড়ে ফেলেই মাটিতে একটা ডিগবাজি দিলাম। হাত থেকে ফেলে দিয়েছি কলম। ওটার আর দরকার নেই। তবে এতক্ষণ অপেক্ষা করার মত মানুষ না প্রথম স্নিফার্স – সামনে থেকে হোস্টেজ সরে যেতেই প্রথম গুলিটি করে বসল লোকটা।
নিস্তব্ধ গলিটাতে প্রতিটি বিল্ডিংয়ের সাথে বাড়ি খেয়ে প্রতিধ্বনীত হল গানশটের শব্দ!
ডিগবাজি খেয়ে সামনে এগিয়ে গেছি, কাজেই আমাকে ছোঁয় নি বুলেটটা। দেখলাম, দ্বিতীয় স্নিফার্সের বুকে আছড়ে পড়ছে হোস্টেজ মেয়েটা এবং দ্বিতীয় গুলি করার জন্য ট্রিগারে বসে যাচ্ছে প্রথম স্নিফার্সের আঙুল।
গুলিটা বেরিয়ে যায়, তবে তার আগেই ওর হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে লাইন অফ ফায়ার সরিয়ে আকাশের দিকে পাঠিয়ে দিয়েছি। হাত সমান করে নাকে একটা মারলাম সম্মানীস্বরূপ।
আধ ইঞ্চি দেবে গেল কি এর নাক?
দেখার সময় কোথায়? লোকটার ডান হাতের নার্ভ সেন্টারে একবার আঘাত করে সক্রিয় হাতটাকে অচল করে দিলাম এবার। দুই চোখে তীব্র মৃত্যুভয় ফুটে উঠেছে এবার। একই সময়ে ওর হাতের পিস্তলটা কব্জা করে নিয়েছি কি না!
দ্বিতীয় স্নিফার্সকে দেখা যায় মেয়েটাকে সামনে থেকে সরিয়ে অস্ত্র বাগাচ্ছে – সেই সাথে গলির অন্য পাশ থেকে তীব্র বেগে ছুটে আসছে একটা চকচকে কালো রঙের গাড়ি!
দিনের প্রথম গুলিটা ছুঁড়ে দ্বিতীয় স্নিফার্সের বাম কাঁধ গুড়িয়ে দেই – বাম কাঁধ পিছিয়ে যাওয়ার স্বাভাবিক প্রতিক্রিয়াতেই ডান কাঁধ সামনে এগিয়ে আসে। আমার থেকে বেশ ডান দিয়ে বেড়িয়ে যায় বুলেটটা।
দ্বিতীয় গুলিতে ফেঁসে যায় কালো গাড়ির একটা টায়ার। সামনে পড়ে যাওয়া হোস্টেজ মেয়েটাকে এড়াতে বেশ কসরত করতে হল ড্রাইভার ভদ্রলোককে।
এতটুকু দেখেই আর থামলাম না আমি। একটু সামনে পাওয়া প্রথম টিনশেড বাসাটার দরজার তালা এক গুলিতে উড়িয়ে দড়াম করে লাথি বসালাম কবাটে। বিনা প্রতিবাদে এবার দরজাটা খুলে গেল আর আমিও হামলে পড়লাম ভেতরে।
সামনে একটা করিডোর। মাথার ওপর খোলা আকাশ।
কড়িডোরের শেষ মাথায় দেওয়াল। তার নিচে জমিয়ে রাখা ইটের স্তুপ রাখায় বাড়ির মালিককে ধন্যবাদ জানাই অন্তরের অন্তস্থল থেকে! তারপর ছুটন্ত গতি সম্পূর্ণ কাজে লাগিয়ে এক চাপে নিজেকে ওপরের দিকে তুলে ফেলি। দেওয়ালটা টপকাতে পারলেই অন্য পাশের রোডে গিয়ে পড়া সম্ভব।
পেছন থেকে কে জানি গুলি করল – আমায় লাগলো না যেহেতু, আমলে নিলাম না। সময় নেই।
এক ঝাঁপে দেওয়ালের অন্য পাশে ল্যান্ড করে থমকে গেলাম। আর দৌড়ঝাঁপের মানে হয় না।
অন্তত পঁচিশ জন স্নিফার্স অপেক্ষা করছে এই রোডে।
আমাকে দেখেই অস্ত্র তুললো প্রত্যেকে।
আস্তে করে নিজের হাত থেকে সিগ-সাওয়ারটা ফেলে দিলাম। স্নিফার্সের প্রতি মেম্বারের হ্যান্ডগানের জন্য বাংলাদেশ সরকার সাড়ে ছয়শ ডলার খরচ করে কিভাবে?
পুরোই অপচয়!
ছ’টাকে ধোঁকা দিয়ে আরেকটু হলে বেরিয়েই গিয়েছিলাম আমি।
আমার হাতে চটপট হাতকড়া পড়িয়ে দেওয়া হল। ওদিকে এই ফোর্সের লিড যে দিচ্ছে – তাকে দেখলাম ওয়াকিটকিতে কথা বলছে।
ফ্যান্টম ইরফান প্রথমবারের মত ধরা পড়েছে – বাহিনীর সবাই নিশ্চয় সাফল্যে উদ্বেলিত হয়ে ট্যাংগো ডান্স দিচ্ছে?
আরেকটা গাড়ি এসে থামল এই রোডে।
দরজা খুলে যিনি বের হলেন তাকে লক্ষ্য করলাম। একনজর দেখে বুঝতে পারলাম, ইনি কোন চুনোপুঁটি নন। আমাকে হাতকড়া পড়ানো স্নিফার্স আমার কানের পাশে মৃদু কন্ঠে জানিয়ে দেয়, ‘ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ। ডিফেন্স অ্যাডভাইজার। কথাবার্তা ঠিকমত বলবে।’
সহবত শেখাচ্ছে?
সেটা নিয়ে ভাবি না অবশ্য, বিস্ময়ে পাথর হয়ে গেছি! ডিফেন্স অ্যাডভাইজার আমার কাছে কেন?
সামনে এসে আদেশের সুরে বলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ, ‘আনকাফ হিম।’
তারপর আমার দিকে ঘুরে তাকান, ‘উই নিড ইয়োর হেল্প, মি. ইরফান।’


ডিফেন্স অ্যাডভাইজারের পাশে বসে আছি গাড়িতে।
মাথায় অনেক প্রশ্ন ঘুরছে – তবে মুখ ফুটে কিছুই বললাম না। সময় হলেই বলা হবে আমাকে – সেটা জানি।
দেরী করেন না অবশ্য তিনি, মুখ খোলেন, ‘আমাদের হাতে সময় নেই বেশি, মি. ইরফান। কাজেই রাস্তাতেই আপনাকে ব্রিফ দেব। আমাদের সাথে ছোট একটা কাজ করতে হবে আপনাকে।’
কাজ?
আমার মাথা কিনে নিয়েছে নাকি? না বলে পারলাম না, ‘আমি যদি ইন্টারেস্টেড না থাকি?’
একটু হাসেন ব্রিগেডিয়ার জেনারেল, ‘আপনি আমাদের কাজে ইন্টারেস্টেড না থাকলেও আপনার ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড। পুলিশ, অ্যান্টিটেররিজম এজেন্সী, স্নিফার্স – সবারই যথেষ্ট আগ্রহ আছে আপনার ব্যাপারে। বুঝতেই পারছেন!’
বুঝতে পারলাম।
চৌদ্দ শিকের মাঝে চলে যাওয়া তো সময়ের ব্যাপার। তারপরে মাথা থাকবে না উড়ে যাবে তারও কোন নিশ্চয়তা নেই আমার। কতগুলো সত্য মামলা, আর অনেকগুলো মিথ্যে মামলা, থ্যাংকস টু রাবেক। ওদের সাথে তাল না মিলিয়ে উপায় নেই!
‘তাহলে, সময় নষ্ট করে লাভ নেই। আপনারা কোন গভীরতার গর্তে পড়েছেন সে ব্যাপারে আলোকপাত করুন।’ বলি আমি।
‘ইয়ে -’ বোঝাই যাচ্ছে নিজেদের অক্ষমতা সরাসরি প্রকাশে বাঁধছে মানুষটার, ‘এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। শুধু আপনার কিছু মতামত জানা দরকার – ড্রিংক চলবে?’ মিনি ক্যাবিনেট থেকে একটা চ্যাপ্টা বোতল বের করে জানতে চান তিনি।
‘এতই আন্ডার কন্ট্রোলড থাকলে আমাকে ড্রিংক অফার করার দরকার হত বলে মনে হয় না।’ চাঁচাছোলা গলাতে বলে দেই আমি – মাহমুদের মুখটা গম্ভীর হয়ে গেল একথায়।
‘গতকাল সন্ধ্যায় হোম-মিনিস্টারের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে।’ প্রতিটা শব্দ থেমে থেমে উচ্চারণ করেন তিনি, ‘কিডন্যাপিং-এ আপনার সমকক্ষ স্কিলের কাওকে বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন।’ একটু কেশে বললেন, ‘যদিও রিটায়ার্ড, তবে আপনার মতো এক্সপার্ট কারো সাথে কনসাল্ট করতে চাইছি আমরা। কাজটা করে দিন, এবারের মত ভুলে যাব ইরফান নামে কাওকে অ্যারেস্ট করতে হবে।’
মাথা দোলালাম। স্নিফার্সরা সরাসরি হোম মিনিস্টারের আন্ডারে চলে। এত আয়োজন করে আমাকে শুধু মাত্র ধরে আনার মানে এখন বেশ বুঝতে পারছি।
সবকিছু এখন পানির মতই পরিষ্কার!
*
স্নিফার্সের হেডকোয়ার্টারে বসে আছি।
হোমমিনিস্টারের সবচেয়ে ভরসা এই বাহিনীর ওপর। বাংলাদেশের আইন যা-ই বলুক, মন্ত্রী-মিনিস্টার সব সময় পুলিশকে নিজের লেঠেলের মতো ব্যবহার করেছে। কাজেই হোম-মিনিস্টার যে স্নিফার্সকে ব্যবহার করবে ব্যক্তিগত তৈজসপত্রের মতো তাতে অবাক হওয়ার কিছু নেই। যস্মিনদেশে যদাচার।
উদ্ধার করতে হবে সতের বছরের একটা মেয়েকে।
স্নিফার্সের ড্রেস পড়ার জন্য আমাকে বলা হয়েছিল। এককথায় প্রত্যাখ্যান করে দিয়েছি।
কনুই পর্যন্ত হাতা গোটানো ফুলহাতা শার্টের সাথে কালো জিন্সেই যথেষ্ট স্বস্তি অনুভব করছি।
স্নিফার্সের ডিরেক্টর সালাউদ্দীন চৌধুরী ব্রিফ দিচ্ছেন এখন। প্রজেক্টরের সাহায্যে পর্দায় এক ফুটফুটে কিশোরীকে দেখা যাচ্ছে।
‘আনিকা তাবাসসুম রহমান। বাবা রায়হান রহমানের ব্যাপারে পরিচয় দেওয়ার নতুন কিছু নেই। মেয়েটির বয়েস সতের। বাংলা মিডিয়ামের ছাত্রী, ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। গতকাল সন্ধ্যার সময় কলেজ ছুটির পরে মেয়েটিকে কলেজে পায়নি ড্রাইভার। ধারণা করা হচ্ছে আনুমানিক বিকেল চারটা থেকে ছয়টার মাঝে কিডন্যাপ করা হয়েছে ওকে।’
আমার মাথায় চলে আসে বেশ কয়েক মাস আগের কিছু স্মৃতি, তখন কলেজ পড়ুয়া একটা মেয়েকে কিডন্যাপ করতে মাঠে নেমেছিলাম আমি নিজেই।
‘কিডন্যাপাররা মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করেছে গতকাল রাত বারোটায়।’ বলে চলেছেন সালাউদ্দীন চৌধুরী, ‘মুক্তিপণের পরিমাণটা জানিয়ে দেয় তারা। একশ কোটি টাকা। সময় তিনদিন। যার মাঝে মূল্যবান অর্ধদিন নষ্ট করে ফেলেছি আমরা। এগুতে পারিনি মোটেও।’
আড়চোখে একবার দেখলাম, চোখ গোল গোল হয়ে গেছে টীমের সবার।
মাত্র পাঁচজনকে নিয়ে গঠিত স্পেশাল এই টীমটার একজন সদস্য হিসেবে আমাকেও গোণায় ধরা হচ্ছে। বাকিদের মাঝে ড্যাম কেয়ার ভাব নিতে থাকা মৃধা, শান্ত মুখভঙ্গীর জন্য বিখ্যাত শুভ, সবসময়ই ছটফট করতে থাকা রিয়াদ আর খুনীর দৃষ্টিতে তাকিয়ে থাকার অভ্যাস যে ছেলেটার সেই রেজা – প্রত্যেকেরই চেহারা দেখার মত হয়েছে টাকার অংক শুনে।
মনে মনে ভাবি আমি, বেশ করেছে। টাকা তো যেখান থেকে পেরেছেন পকেটে ঢুকিয়েছেন – এখন সময় হয়েছে কিছু বের করার!
তবে সেটা নয়, মেয়েটার জীবনের নিরাপত্তা দেখছি না আমি। এটাই ভয়ের ব্যাপার।
উঠে দাঁড়াই আমি, ‘আমাদের সমস্যা এখানে টাকাটা না, গাইজ। সমস্যা হল, আজকের কিডন্যাপাররা টাকা পেয়ে যাওয়ার পর আর ফিরিয়ে দেয় না কিডন্যাপড পার্সনকে।’ আরও কত কি করে তরুণী মেয়েদের হাতে পেলে –মাথায় তেমন ঘটনা ফ্ল্যাশ দিয়ে যায় আমার। বন্যার কথা মনে হতেই মনটা খারাপ হয়ে যায়। তবে সেসব বললাম না এদের সামনে। এমনিতেই কাতল মাছের মত মুখ করে রেখেছে, শুধু শুধু চাপ বাড়িয়ে লাভ নেই। ‘কাজেই টাকা দিয়েও মেয়েটাকে উদ্ধার করা সম্ভব নয় আমাদের। এই তিনদিনের, মানে আড়াইদিনের মাঝে মেয়েটার লোকেশন বের করতে পারাই আমাদের একমাত্র সমাধান। এব্যাপারে কতটুকু তথ্য দিতে পারবেন?’
গতকাল রাত থেকে কাজ করতে থাকা স্নিফার্সের ইনফরমেশনের আশায় তাকালাম। হাজার হলেও, আগে থেকে কাজ করছে এরা। প্রজেক্টর থেকে জানতে পারলাম, সহপাঠিদের সাথে আলাদা করে কথা বলে এরা জানতে পেরেছে মেয়েটি কলেজে ঢুকেছিল এটি নিশ্চিত। এরপর কেউ ঠিক করে কিছু বলতে পারেনি। বিজ্ঞানবিভাগের ছাত্রীদের ব্রেকের পর আরও তিনটি ক্লাস করতে হয়। ব্যবসাবিভাগের দুটো। এখানে নানা মত পাওয়া যাচ্ছে।
‘ধরলাম, বিকাল পাঁচটায় কমার্সের স্টুডেন্টদের সাথে বেরিয়ে এসেছে মেয়েটা। কলেজ লাইফে বাংক মারার ঘটনা তো আর কম ঘটে না। আর তখনই তাকে নিয়ে যায় ওরা।’ ধারণার কথা জানালেন সালাউদ্দীন চৌধুরী।
‘বয়ফ্রেন্ড?’ জানতে চাই আমি।
‘তাহের। ডেড। গুলি করা হয়েছে ওকে বিকাল পাঁচটার দিকে। যে কারণেই ওই সময়ের দিকে মনোযোগ চলে গেছে আমাদের।’ জানালেন সালাউদ্দীনই।
‘লোকেশন?’
ম্যাপ বের করে দেখান তিনি। পার্কটা চিনি আমি।
বিশেষত যেই পার্ক থেকে ফারিহাকে তুলে এনেছিলাম একেবারেই সেই পার্কটিতেই পাওয়া গেছে বয়ফ্রেন্ড তাহেরের ডেডবডি?
অবশ্য অস্বাভাবিক কিছু নয়। কলেজ পড়ুয়া জুটিদের জন্য নিরাপদ ডেটিং প্লেস ওটা। কাজেই যেতেই পারে যে কেউ। গোটা ঢাকা থেকেই কলেজপড়ূয়া ছাত্রছাত্রী ওই পার্কে গিয়ে প্রেম করে।
আর এই যুগল সেখানে গিয়েই ফেঁসেছে!
গাল চুলকালাম একবার। সবাই আমার দিকে তাকিয়ে আছে নতুন কিছু শোনার আশায়। ওদের নিরাশ করতে পারলাম না।
‘মেয়েটার কলেজ শুরু হয় কখন?’ জানতে চাই আমি।
‘দুপুর বারোটা।’ বলেন সালাউদ্দীন।
‘আনিকা তাবাসসুম কিডন্যাপড হয়েছে বারোটার এদিক ওদিকে। আরও ঠিক করে বলতে গেলে একটার দিকে। বয়ফ্রেন্ড সহই তুলে নিয়ে যায় ওরা – তারপর পাঁচটার দিকে শুধু বয়ফ্রেন্ডটাকে নিয়ে ফিরে আসে। ঠান্ডা মাথায় ওকে গুলি করে একই পার্কে। আর আপনাদের চোখ সরে যায় পাঁচটার দিকে।’
খবরটা হজম করার চেষ্টা করে প্রত্যেকে।
তবে সালাউদ্দীনকে প্রভাবিত হতে দেখা যায় না। জানতে চান, ‘নিশ্চিত হচ্ছেন কিভাবে?’
একটু হাসি আমি, ‘হোমমিনিস্টারের মেয়েকে কিডন্যাপ করতে গেলে এমন কিছুই প্ল্যান করতাম আমি।’
স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সবাই আমার দিকে।
বাইরে এসমন একটা হট্টগোল শোনা গেল। কেউ একজন কাউকে থামানোর চেষ্টা করছে। কিন্তু পারলো না।
দরজাটা ডাবল ডোর, প্রবল ধাক্কায় তা হা করে খুলে ফেললো সেই লোক। অনুমতি ছাড়াই ঘরের ভেতর ঢুকে পড়লো মানুষটা। এর সাথে আমার পরিচয় হয়েছে।
অপারেটর মিথিলা।
‘স্যার – দ্বিতীয়বার ফোন করেছে ওরা। কথা বলছে এখন। টেক-রুমে আসুন।’
উঠে দাঁড়াই প্রত্যেকে। তবে সালাউদ্দীন শুধু আমাকে নিয়ে বাকিদের ইশারা দেন বসে পড়ার জন্য।
টেক রুমটা বেশ বড়। এই মুহূর্তে হোম মিনিস্টারের ব্যক্তিগত নাম্বারের সাথে সংযুক্ত আছে স্নিফার্স। স্বরাষ্ট্রমন্ত্রীর ভারী গলা শোনা গেল স্পিকারে।
‘ডীল কিন্তু এটা ছিল না, মিস্টার। আমার আরও আড়াই দিন পাওয়ার কথা। একশ কোটি টাকা মুখের কথা নয়।’
মনে মনে ভদ্রলোকের নার্ভের প্রশংসা না করে পারলাম না। যথেষ্ট কর্তৃত্ব নিয়ে কথা বলছেন এখনও।
‘আপনার পছন্দ হোক বা না হোক – সময় কমানো হয়েছে চব্বিশ ঘন্টা। আগামীকালের মাঝেই ডেলিভারি দেবেন। অথবা পাবেন। তবে প্রতিটা ডেলিভারিই নির্জীব বস্তুর – মনে রাখবেন।’
এক মুহূর্ত নিজের সাথে যুদ্ধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়হান রহমান, তারপর অগত্যা আত্মসমর্পণ করলেন, ‘অ্যাকাউন্ট নাম্বারটি দিন। ট্রান্সফার করে দেব।’
ওপাশের শুষ্ক কন্ঠে একটা অদ্ভুত হাসি শোনা যায়। ‘একহাজার টাকার নোটে নগদ দিতে হবে টাকাটা। বড় আকারের কাভার্ড ভ্যানে। ভ্যানটা হবে নীল রঙের। জায়গার নাম পরে জানিয়ে দেওয়া হবে। প্রস্তুত করতে থাকুন।’
‘একদিনে এই পরিমাণের টাকা কিভাবে আমি নগদ জোগাড় করব?’ হতাশায় চিৎকার দেন রায়হান রহমান।
‘সেজন্যই বললাম, সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন। বেস্ট অফ লাক!’ লাইন কেটে দেওয়ার উপক্রম করল কিডন্যাপার।
‘ওয়েইট! ওয়েইট! ডেলিভারিটা আমি নিজে করতে চাই। মেয়েকে দেখবো, তবেই টাকা দেব। আপত্তি?’ দ্রুত জানতে চান হোমমিনিস্টার।
‘আপনি না। আপনার স্নিফার্স থেকে কাওকে পাঠাবেন। খুব তো পুষেছেন! আর ডেলিভারি ট্রাকের ওপর নজর রাখার চেষ্টা করবেন না। অন্যথায় ডীলটি আর থাকছে না।’ কচ করে লাইন কেটে গেল ওপাশ থেকে।
ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকান সালাউদ্দীন।
লম্বা করে একটা নিঃশ্বাস নেই আমি। টাকাটা নিয়ে আমাকেই যাওয়া লাগবে মনে হচ্ছে।
মোবাইলটা একবার বের করে দেখি – মিনহাজের এত দেরী হচ্ছে কেন কে জানে!


‘বলতে চাইছিস ফিরোজ গ্রুপ উধাও?’ ভ্রু কুঁচকে মিনহাজকে ছুঁড়ে দেই প্রশ্নটা।
মাথা ঝাঁকায় মিনহাজ, ‘কমপ্লিটলি। একেবারে রাডারের নিচে আছে ওরা। গত ছয় মাস ধরে।’
‘হুম। হোম মিনিস্টারের মেয়েকে কিডন্যাপের প্ল্যান করার জন্য এতটুকু সময় লাগাটা স্বাভাবিক।’ একমত হলাম আমি।
মিনহাজ আর আমি খুব সাধারণ একটা চায়ের দোকানে বসে আছি। মিরপুরে চলে এসেছি ওর সাথে দেখা করতে।
স্নিফার্সের হেডকোয়ার্টারে ঢুকে মুঠোবার্তায় ওকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছিলাম, তিনটি কিডন্যাপার গ্রুপের খোঁজ নেওয়ার জন্য।
যেহেতু আমাদের হাতে কোন লিংক নেই, আর একটা মেয়ে নিয়ে কেউ লুকিয়ে পড়লে বাংলাদেশ ঢুঁড়ে খুঁজে বের করা একেবারেই অসম্ভব একটা কাজ; কাজেই অন্য দিক থেকে আগাতে চাইছিলাম আমি। এব্যাপারে অবশ্য ভূমিকা রেখেছে আমার অন্ধকার জীবন এবং তৎকালীন অভিজ্ঞতা কিংবা জানাশোনা।
হোমমিনিস্টারের মেয়েকে সুচারুভাবে কিডন্যাপ করতে পারবে – এমন গ্রুপ ঢাকায় বেশি নেই। যেনতেন কাজ নয় এটা। গোটা দেশে হোমমিনিস্টারের ক্ষমতা সব সময় প্রধানমন্ত্রীর ঠিক পর পর, আছে সব আইনশৃংখলা বাহিনীর পূর্ণ সহযোগীতা। সেই সাথে আমাদের এই মন্ত্রীমহোদয় স্নিফার্সের গোড়াপত্তন করেছে, কিডন্যাপাররা যেমন বললো, পেলে পুষে বড় করেছেন, অর্থাৎ নিজস্ব বাহিনী তার আছে। এখানে নাক ঢুকাতে ভয় পাবে বাঘা বাঘা কিডন্যাপাররাও।
নোমান গ্রুপ, জিহান গ্রুপ আর ফিরোজ গ্রুপের ছেলেমেয়েরা স্কিলড। উচ্চাকাঙ্খাও আছে। কাজটা করলে হয়তো এদের তিনগ্রুপের কেউ করে থাকতে পারে,। তাদের মধ্যে ফিরোজ গ্রুপটাকে মিসিং দেখা যাচ্ছে!
‘এদের লোকেশন জানার কোন উপায় নেই দোস্ত।’ মন খারাপ করে বলল মিনহাজ।
‘ফিরোজকে আমি পার্সোনালি চিনি।’ জানালাম মিনহাজকে। একই লাইনে কাজ করলে একটু আধটু চেনা লাগে সবাইকে।
‘তাতে লাভ?’ আশার আলো দেখে না মিনহাজ।
‘ফিরোজের বাসায় একবার গিয়েছিলাম। কয়েক বছর হল। কিডন্যাপিংয়ে নামেনি তখনও ছেলেটা। এই ছোটখাট মাস্তানীতে সীমাবদ্ধ ছিল ওর কাজ। চাঁদাবাজিটা ভালো করত।’
কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো আমি কী বলতে চাইছি – ফিরোজের বাসা চিনলে কী লাভ? এ ধরনের মানুষের অনেক হাইডআউট থাকে। নিজের বাড়িতে গিয়ে বসে থাকবে এমন নয়।
তারপরই জ্বলে উঠল মিনহাজের চোখ, বুঝতে পেরেছে!
‘দোস্ত, ইউ আর ব্রিলিয়ান্ট!’
*
মিতুকে দেখে শিস দিয়ে উঠল কলেজ পড়ুয়া ছেলেটা। অন্যদিকে তাকায় কিশোরী। গত বছর থেকে এসব শুরু হয়েছে। কারো নারীত্বের লক্ষণ প্রকাশ পাচ্ছে আর বাঙালি পুরুষ তাকে সুস্থ পরিবেশে বড় হতে দেবে এমন সুদিন দেশে আসেনি এখনো।
মিতুর কানজোড়া লাল। রাগ। অপমান। তবে লজ্জা নয় এটা সে স্পষ্ট বুঝতে পারছিল।
সামনে দাঁড়িয়ে আছে ওরা চারজন। এদের পাশ কাটিয়েই যেতে হবে ওকে। স্কুল থেকে বাসার দিকে যেতে এ রাস্তা ধরা লাগে। আর কোন পথ নেই।
শরীর সিঁটিয়ে আসতে চায় – ঘেন্নায়, সেভাবেই হেঁটে ওদের পাশ কাটানোর চেষ্টা করল মিতু।
শিস দেওয়া ছেলেটা মুখ খোলে এবার, ‘যৌবন তোমার লাল টমেটো -’
অপমানে – ক্রোধে আরও লাল হয়ে যায় মেয়েটা। কিন্তু করার কিছুই নেই।
ভাইয়া থাকলে কেউ ওর দিকে চোখ তুলে তাকানোর সাহসও পায়নি। ভাইয়াটা যে কোথায় গেল হঠাৎ!
এলাকায় অনেকে বলাবলি করছে ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। মিতুর এত খারাপ লাগে বলার মত না!
ভাইয়া থাকলে এই বেয়াদবগুলোকে একেবারে সাইজ করে ফেলত না? আর এইসব বদমাশও টের পেয়েছে। মিতুকে রক্ষা করার কেউ নেই জানে বলেই এরা এখন এমনটা করছে।
সানক্যাপ পরা ছেলেটাকে তখনই প্রথম চোখে পড়ে মিতুর। ছেলেটা লম্বা – সেই সাথে মানানসই স্বাস্থ্য। বয়েসে মিতুর চেয়ে বেশ বড়ই হবে।
হাতে একটা কী-বোর্ডের প্যাকেট। পাশের কম্পিউটার অ্যাকসেসরিজের দোকানটায় কী-বোর্ড কিনতে এসে এই টিজিংয়ের ঘটনা চোখে পড়ে গেছে যুবকের?
কোন রকম ভূমিকার মাঝে না গিয়ে টিজার ছেলেটার বুকে একটা ধাক্কা দিল মানুষটা।
আচমকা এই ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না বখাটে ছেলেটা – ঘুরে পড়ে যেতে যেতে সামলে নেয় নিজেকে।
বাকি তিনজন নিমেষেই চটে ওঠে এবার, অপেক্ষাকৃত পেশীবহুল ছেলেটা তো হুংকারই ছাড়ে ‘শালা তোর এতবড় সাহস আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলস…’
অবাক হয়ে মিতু খেয়াল করল চেঁচাতে থাকা ছেলেটার গলায় নির্বিচারে ডানহাতে একটা কোপ বসিয়ে দিয়েছে এইমাত্র আসা যুবক। বাতাসের অভাবে হাঁসফাঁস করতে করতে মাটিতে বসে পড়ল ছেলেটা। টিজার-বখাটে সামলে নিয়েছে নিজে এর মাঝে অনেকটাই – ঝাঁপিয়ে পড়ল এবার যুবকের ওপর।
এক পা পিছিয়ে একটু জায়গা করে নেয় যুবক। তারপর একটা সলিড ঘুষি বসিয়ে দেয় ছেলেটার মুখে – যেই বেগে সামনে এসেছিল সে বেগ বজায় রেখে পেছন দিকে ছিটকে পড়ল মাস্তান। দাঁত নিশ্চয় নড়ে গেছে দু-চারটে!
এসবই যুবক করছে এক হাতে কী-বোর্ডের প্যাকেট ধরে! অর্থাৎ আক্ষরিক অর্থেই একহাতে ওদের দু’জনকে সামলে নিয়েছে রহস্যময় যুবক।
বাকি দুই মাস্তান যুবকের এমন মারমুখী ভঙ্গী দেখে সিদ্ধান্ত নিতে পারছে না – আগাবে নাকি পেছাবে!
অবশেষে রণে ভঙ্গ দেওয়ার সিদ্ধান্তই নেয় তারা বুদ্ধিমানের মত। যাওয়ার সময় সাথে করে বাকি দুইজনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে ভোলে না।
মিতু এবার স্লিভগোটানো শার্ট পরে থাকা ছেলেটার দিকে এক পা এগিয়ে যায়।
‘ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ রিনরিনে কন্ঠে বলে ও।
একটু হাসে ছেলেটা। দেবদূতের মত চেহারার সাথে চমৎকার মানালো হাসিটা, ‘ও কিছু না, আপু। আমারও বোন আছে একজন।’
এক সাথে হাঁটে ওরা।
‘নাম কি আপনার বোনের?’ জানতে চায় মিতু।
‘ঈশিতা।’ উত্তর দেয় যুবক।
‘এই যাহ। আপনার নামটাই জানা হল না।’ হেসে ছেলেটার দিকে তাকাল মিতু। ও কি এই অদ্ভুত ছেলেটার সাথে ফ্লার্ট করছে? জানে না, তবে মিতুর খারাপ লাগছিল না এর পাশে হাঁটতে।
‘ইরফান।’ শীতল কন্ঠে উত্তর দিল এবার ছেলেটা।
পাশে দাঁড়ানো টয়োটার একটা সাধারণ চেহারার গাড়ির দিকে দেখাই এবার মিতুকে, ‘এতে করেই এসেছি আমি।’
‘যাচ্ছেন আবার কোথাও?’ জানতে চায় মেয়েটা।
‘হুম। তোমাকে সাথে নিয়ে।’ বরফ শীতল কন্ঠে বললাম ওকে। মুখটা ফ্যাকাসে হয়ে গেল তার।
আমার দিকে তাকিয়ে ফ্যাকাসে ভাবটা আরও বাড়ল, কীবোর্ডের প্যাকেটটা মডিফাইড, একটু খুলে ওকে দেখিয়ে দেই গ্লক২৩ এর চমৎকার চেহারাটি।
‘গেট ইন দ্য কার, মিতু।’


স্নিফার্সের অফিসে ঢুকতেই দেখা হয়ে গেল ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদের সাথে।
বসে বসে স্টিক নাড়াচ্ছেন ইনি।
ইনার বাল্যবন্ধুর ছোটভাই বর্তমানে বাংলাদেশের হোমমিনিস্টার। তার মেয়েকে উদ্ধারের জন্য এমন মরিয়া প্রচেষ্টা আমি শুরুতে বুঝিনি। এসব ইতিহাস অফিসের এ ও আমাকে টুকটাক বলেছে। এখন সবকিছু স্পষ্ট।
আমাকে দেখে উঠে দাঁড়ালেন চটপট, ‘ইরফান! তোমার জন্য সারাদিন অপেক্ষা করতে হবে নাকি আমাকে? কোথায় ছিলে? ডেলিভারি ডেডলাইনের মাত্র দুই ঘন্টা আছে!’
চোখে চোখে রেখেছিল আমাকে স্নিফার্স। মিনহাজের সাথে দেখা করার জন্য স্নিফার্সের হেডকোয়ার্টার থেকে ভাগাটা প্রায় অসম্ভব একটা কাজ ছিল। টয়লেটে পাঁচ মিনিটের জন্য ঢুকে পঞ্চাশ মিনিটেও বের হইনি যখন– কাহিনী বুঝে ফেলেছিল ওরা নিশ্চয়?
পুরো একটা দিন পর এসে হাজির হয়েছি আমি আবার।
ব্রিগেডিয়ার জেনারেলের দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি হাসলাম। এমন একটা হাসি সব সময় আমার মুখে লেগেই থাকে। আশেপাশে নিম্নবুদ্ধিমত্তা সম্পন্ন লোকজন থাকলে এছাড়া করার আর কিছুই থাকে না। তাছাড়া জীবনটাই তো বড় একটা বিদ্রুপ!
দরজা ঠেলে ভেতরে ঢোকেন স্নিফার্স ডিরেক্টর সালাউদ্দীনও।
‘থ্যাংকস গড! ইরফান ইজ ব্যাক! ডেলিভারি দেয়ার কথা ওর, অথচ দায়িত্বজ্ঞানের অবস্থা দ্যাখো! নতুন কাউকে পাঠানোই ভালো হবে বোঢহয়।’ খুব বিরক্ত হয়েছেন বোঝা যাচ্ছে।
‘টাকা রেডি?’ জানতে চাই আমি।
সটান দাঁড়িয়ে পড়লেন এবার ডিফেন্স অ্যাডভাইজার মাহমুদ, ‘একশ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাবে এই ছেলে। আমি লিখে দিতে পারি!’
গতকাল যেভাবে পালিয়েছি, এরপর এদের থেকে এর বেশি কিছু আশা করছিলামও না।
‘ঘাবড়াবেন না।’ তাঁকে আশ্বস্ত করে বললেন সালাউদ্দীন, ‘সাথে আমার বেস্ট এজেন্ট রেজাকে পাঠাচ্ছি। ভেগে যেতে দেখলে একটা বুলেট পাঠিয়ে দেবে জায়গা মত।’
মাথা দোলাই আমি। জানতাম এমন কিছু একটাই হবে। তাছাড়া স্নিফার্সের এদিকে রেকর্ড দুর্দান্ত। অপরাধীদের কাস্টডিতে না নিয়ে মাথায় বুলেট ঢোকাতেই স্নিফার্সের জন্ম। ইন্সট্যান্ট ডিসিশন নেওয়া লাগলে আমার মুখের দিকে তাকাবে এটা সত্য, তবে সেই দৃষ্টির নিচে হাতে ধরে থাকবে একটা সাড়ে ছয়শ ডলারের জিনিসও । সিগ সাওয়ার!
‘ভাববেন না। মেয়েটার নিরাপত্তার ব্যাপারে আমার নিজস্ব উদ্বেগ আছে। কাজ শেষ না করে পালানোর ইচ্ছে আমার নেই, খুঁজলে দেখবেন, রেকর্ডও নেই। চাইলে অবশ্য আটকাতে পারতেন না।’ শান্ত কন্ঠে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেই আমি।
‘হুঁ হুঁ। শুনেছি তোমার কথা আগেও। নীতিবান ক্রিমিনাল, তাই তো!’ শ্লেষমিশ্রিত গলায় বললেন মাহমুদ।
ঘাড় ফুটালাম আমি শুধু। যা বলে বলুক।
আমার মাথাব্যথা মেয়েটাকে নিয়ে। এই দুই বুড়ো ভামের জন্য এখানে কাজ করছি না আমি।
‘সবাই কমফারেন্স রুমে চলে আসো। ডেলিভারির ব্যাপারে ফাইনাল ব্রিফ দেব।’ এগিয়ে যান সালাউদ্দীন কনফারেন্স রুমের দিকে।
*
ট্রাকটা ড্রাইভ করার দায়িত্ব আমার ঘাড়েই বর্তেছে।
চুপচাপ ড্রাইভ করছি। সাথে একটা অস্ত্র রাখার অনুমতিও দেওয়া হয়নি আমাকে।
কিডন্যাপাররা আমাদের কপালে কী রেখেছে তা জানার উপায় নেই। সবসময় খুনের দৃষ্টি চোখে নিয়ে চলেফিরে বেড়ানো এজেন্ট রেজাকে দেখে মনে হল না সে বিন্দুমাত্র বিচলিত।
তার হাতে শোভা পাচ্ছে সিগসাওয়ার। একমুহূর্তের জন্যও আমার দিক থেকে সরাচ্ছে না সেটা।
‘রাস্তার যে অবস্থা – হাতের ওটা একটু সরিয়ে রাখ হে!’ না বলে পারলাম না এবার, ‘কাঁপুনীতেই ছ্যাদা করে দেবে দেখছি।’
‘বাজে কথা রাখ! জাস্ট ড্রাইভ।’ ঘেউ ঘেউ করে উঠল রেজা।
আমার কি? ফুটো হয়ে গেলে ট্রাকের সাথে চ্যাপ্টা হবে ওই ব্যাটাও। চুপচাপ ড্রাইভ করে যাই।
সামনে একটা চৌরাস্তার মোড় – এর পর রাস্তা অনেকটাই সোজা এগিয়ে গেছে। আর কোন বাঁধা নেই ডেস্টিনেশনের।
‘শেষ বিচারের দিন তোমার আর আমার অবস্থান এতটা কাছাকাছি না থাকলেই খুশি আমি।’ একটু হেসে বেয়াদবটাকে বললাম।
আড়চোখে দেখি বাম দিকের রাস্তা থেকে তীরবেগে ছুটে আসতে থাকা মটরসাইকেলটাকে।
অসঙ্গতিটা ধরা পড়ল রেজার চোখেও – মাথা একটু এগিয়ে মটরসাইকেলটার দিকে দেখল। চোখজোড়া কুঁচকে আছে। আমার দিকে তাকিয়ে হিস হিস করে উঠল তারপর, ‘ইউ স্নেইক!’
আমাকে এড়িয়ে দুটো গুলি পাঠিয়ে দিল মটরসাইকেল আরোহীর দিকে।
এঁকেবেঁকে এগিয়ে আসছে আরোহী – মুখে মুখোশ। তীক্ষ্ণ বাঁক নিয়ে আমাদের সমান্তরালে চলে এল, তবে ইচ্ছে করেই পিছিয়ে আছে। রেজাকে মনমত ফায়ারিং অ্যাংগেল দিতে চায় না!
এদিকে জানালা দিয়ে শরীর একটু বের করল রেজা, জুতমত একটা শট খুঁজছে।
সুযোগটা নেই আমি, ওপাশের দরজাটা ড্রাইভারস সিট থেকে আনলক করলাম, তারপর চমৎকার এক লাথিতে ট্রাকের দরজাটাসহই রেজার পাছায় মাঝারি মানের এক গুঁতো দিতে চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে থাকা ট্রাক থেকে বেকায়দাভাবে রাস্তায় পড়ে গেল স্নিফার্সের গর্বিত সদস্য।
আমার পাশে চলে এসেছে মটরসাইকেল। দারুণভাবে একটা থাম্বস আপ সাইন দেখিয়ে পরের গলিতে ঢুকে যায় মিনহাজ। ডাইভার্সনটা চমৎকার ভাবেই দিয়েছে।
সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম বেশ দূরে অপেক্ষমান তিনটি গাড়ি। কোর্স ধরে রাখলে একেবারে ওদের গায়েই গিয়ে পড়ার কথা আমাদের।
অ্যামবুশ!
আমিও ট্রাক ঢোকালাম মিনহাজের পিছু পিছু। অ্যামবুশ করে বসে থাকা মানুষগুলোকে হতাশ করতে পেরে আমার একটুও খারাপ লাগল না।
দ্রুত ইঞ্জিন স্টার্ট দিচ্ছে হয়ত ওরা। কিন্তু আমাকে ধরতে পারবে না– তার আগেই গায়েব হয়ে যেতে হবে আমাকে। হেডলাইট আর টেইললাইট নিভিয়ে ফেললাম। এদিক থেকে ঘুরে আরেক বড় রাস্তায় উঠব।
তারপর সোজা সেইফ হাউজ। পিঠে একশ কোটি টাকা নিয়ে ঘুরতে পারলে আর কিসের সমস্যা?
চল্লিশ মিনিট পর ট্রাকটাকে জায়গা মত রেখে মিনহাজের বাইকে চেপে বসলাম।
এবার হাইডআউট বরাবর একটা শর্ট রাইড!
*
আমাদের হাসাহাসি করে ঢুকতে দেখে খুব বিরক্ত মুখে তাকাল মেয়েটি। অ্যানিমেশন মুভি দেখার মাঝে এমন বাঁধা ওর অপছন্দ। ওকে জ্বালাতন না করে পাশের রুমে গিয়ে ঢুকলাম আমরা।
‘পায়ের কি অবস্থা, দোস্ত?’ জানতে চায় মিনহাজ।
‘ঠিক আছি।’ আশ্বস্ত করি ওকে।
আনরেজিস্টার্ড সিমটা ঢুকিয়ে মোবাইলটা অন করি।
একবার মাত্র রিং হতেই খপ করে ধরে ফেললেন ডিফেন্স অ্যাডভাইজার মাহমুদ, ‘হ্যালো?’
‘আমি ইরফান বলছি।’ ঠান্ডা গলায় বলি আমি।
‘ইউ বাস্টার্ড! একশ কোটি টাকা মেরে দিলি, শুয়োরের বাচ্চা? মেয়েটাকে এবার ওরা মেরে ফেলবে সন্দেহ নেই! তোকে আমি ছাড়ব না – পৃথিবীর যেইপ্রান্তে থাকিস না কেন খুঁজে বের করব!’
‘বাংলা ব্যকরণ পড়ানোর জন্য আপনাকে ফোন দেইনি। রাখলাম তাহলে।’ বিরক্ত হয়ে বলি আমি।
হাহাকার করে ওঠেন মাহমুদ এবার, ‘নো নীড। ফোন তো দিয়েছ কিছু বলতেই – সেটা কি?’
‘এখন না। আপনি স্নিফার্সের গর্ত থেকে বের হন আগে। তারপর বাইরের নাম্বার থেকে ফোন দিন। স্নিফার্সকে আমি বিশ্বাস করি না। ট্রেস করার পর্যাপ্ত সময় আমি দেব না। কাজেই দ্রুত কথা শেষ করবেন ওই ফোনকলে।’
জানি আমাদের প্রতিটা কথা কান পেতে শুনছে স্নিফার্স হেডকোয়ার্টারে থাকা প্রতিটা মানুষ।
আমার কথার তাৎপর্য স্পষ্ট বুঝতে পারলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।
‘ওকে। বের হচ্ছি।’
লাইনটা কেটে দিলাম আমি।
মাহমুদের দিকে এগিয়ে দিলাম একটা ছোট পিনের মত জিনিস।
একটা মাইক্রোফোন। এটা কলারে গুঁজেই সকালে ঢুকেছিলাম স্নিফার্সের হেডকোয়ার্টারে। স্নিফার্সের প্ল্যান আর কিডন্যাপারদের ডেলিভারি লোকেশন জানতে পেরে বাকি প্ল্যানটা করা মিনহাজের জন্য ছিল ছেলে খেলা।
মাহমুদ ফোন দেবেন যে কোন সময়। কাজেই ফোনে আবার সিম বদল করলাম। আমার সিম ঢুকিয়ে ফোন অন করামাত্র একটা নতুন ইনবক্স। একটি ইনকামিং মেসেজ।
ঈশিতার মেসেজটা পড়ে ভ্রু কুঁচকে ওঠে আমার। চেহারার পরিবর্তনটা খেয়াল করল মিনহাজ।
আমার হাত থেকে মোবাইলটা নিয়ে পড়ে ওর চেহারার অবস্থাও একই রকম হয়ে যায়।
‘ঈশিতা রাবেকের কাছে ফিরে যাচ্ছে। কিভাবে সম্ভব, ম্যান?’ কাকে প্রশ্নটা করে মিনহাজ – সম্ভবত সে নিজেও জানে না।
‘সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও।’ মাথা নীচু করে বলি আমি।
‘রাবেকের মেয়ে তো আফটার অল।’ মন খারাপ করে বলল মিনহাজ।
প্রতিবাদ করতে গিয়েও করি না। ঈশিতা হয়ত রাবেকের আপন মেয়ে – কিন্তু স্বভাবচরিত্র মোটেও বাবার মত পায়নি মেয়েটা। একেবারে নিজ হাতে গড়েছি মেয়েটাকে – জানি কেমন মেয়ে ও। তবুও বাবার কাছে ফিরে যেতে চাওয়ার কারণ আমি বুঝে উঠতে পারি না। চাই না হয়ত! রাবেকের কাছে যাওয়ার অধিকার তার আছে। আমিও এমন কোন আহামরি বড়ভাই ছিলাম না গত দশ বছর ধরে। একা একাই বড় হতে হয়েছে তাকে। ওর পরিবারের কেউ-ই ওর পাশে ছিল না সব সময়। এমন সম্পর্কই যদি ওর কাছে স্বাভাবিক পরিবারের সংজ্ঞা হয়, তবে বাবা হিসেবে রাবেকই বা এমন কী অন্যায় করেছে?
তবে আমার দুশ্চিন্তা হল, মেয়েটা নিরাপদে থাকবে তো?
ইনকামিং কলের টোন শুনে চিন্তা থেকে বেরিয়ে এলাম। আননোন নাম্বার।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।


মিতু হাঁটুতে মুখ আটকে বসে আছে। একটু আগে ধরে এনে সেফহাউজে ভরেছি মেয়েটাকে। বিছানার সাথে হাত আটকে রেখেছি একটা হ্যান্ডকাফের সাহায্যে। আমার শিকার প্রতিটা মানুষকেই এই স্টেজ পার হতে হয়। আপনজনেরা যতদিনে টাকা দিতে রাজি না হয় আরকি।
গ্লকটা ঘুরিয়ে ঘুরিয়ে শুন্যে ভাসিয়ে ক্যাচ ধরছি মাঝে মাঝে। সেদিকে তাকিয়ে থাকা মেয়েটার দুই চোখের তারায় ফুটে ওঠে স্পষ্ট ভীতি। আমলেই নেই না আমি। মিতুর মায়ের নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি। জানি ওতেই কাজ হবে।
মেয়েটার ভবিষ্যৎ তুলে দিয়েছি তার ভাইয়ের হাতে। হয় লুফে নাও – নাহলে মারা খাও।
ছেলেটা অলস, নয় অন্য কিছু নিয়ে চরম ব্যস্ত ছিল। রাত দুইটায় ফোন দিল গাধাটা।
অলস ভঙ্গীমাতে ফোন ধরেছিলাম আমি, ‘হ্যালো।’
ওপাশ থেকে একটা রাগত কন্ঠ শোনা গেল, ‘হালার ভাই – আমার নাম হুনসস? দুই দিনের চুটকা পোলা হয়ে আমার বইনের দিকে হাত বাড়াস ক্যমনে!’
একটু হেসে উত্তর দেই আমি, ‘আপনার নাম শুনেছি, ফিরোজ ভাই। এখন আপনি আমার নাম শুনবেন। মিতুর সাথে কথা বলতে চান?’
ওপাশ থেকে ফিরোজ শুধু একটা শব্দ দিয়েই বাক্য সম্পূর্ণ করল, ‘… [লেখার অযোগ্য] ’
‘আহা! কথা বলার ইচ্ছে না থাকলে এতক্ষণ কেন বাঁচিয়ে রাখলাম ছুঁড়িকে?’ আফসোস করে বলি আমি।
নরম হয়ে এল এবার ফিরোজ, ‘ওর কোন ক্ষতি করলে পুইতা লামু তোরে হারামজাদা! কি চাস বল।’
‘রঞ্জন মিত্রের ফাইলটা। যেটা পাঁচ বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছিস।’ আপনি থেকে ধাম করে তুইয়ে ডিমোশন দিয়ে দিলাম ফিরোজকে।
থমকে গেল ফিরোজ। এই ব্যাপারে জানলাম কি করে ভাবছে হয়ত!
রঞ্জন মিত্র নামে এক লোকের বাসাতে ডাকাতি করেছিল ফিরোজ। শুধু সোনাদানা নয়, লোকটা গুরুত্বপূর্ণ এমন এক কথা চাউর ছিল এলাকায়। কাজেই বুদ্ধিমান ফিরোজ তার ফাইল কেবিনেটের সব ফাইলও সাথে করে নিয়ে আসে। পরে অবশ্য অধিকাংশই চুলোয় ফেলে দিয়েছে। শুধু একটা ফাইলের ভেতর অদ্ভুত সব স্কেচ ছিল, যেন খুব গোপনীয় নথি! ওটা সে নিজের কাছে রেখে দিয়েছিল মূল্যবান কোন তথ্য ভেবে। আজ পর্যন্ত ওটার কোন মূল্য আছে বলে আমার জানা হয়নি। বিশেষত্ব হচ্ছে, আমি ফিরোজের একান্ত আড্ডায় এই ফাইল আর তার ব্যাপারে অবসেশনের কথা জানি। এবং এটাও জানি, ওটা দিতে হলে হারামজাদাকে গর্ত থেকে বের হতে হবে। আনিকা তাবাসসুম কোথায় আছে তা আমরা জানি না। তবে ওখানে ফিরোজ অবশ্যই আছে।
শালাকে গর্ত থেকে বের করাটাই এখন প্রথম কাজ!
‘ওটার দাম আছে তাইলে আসলেই!’ বিস্ময়ে ভরা কন্ঠে বলল ফিরোজ।
‘না! মাগনা তো! তাই তো তোর বোনকে উঠিয়ে আনা লাগে আমার!’ বিরক্তির স্বরে বলি আমি।
‘ভাই ওটা লইয়া যান। মাগার বোনটারে ছাইড়া দ্যান!’ অনুনয় করে ফিরোজ।
‘ঠিক কাল সকাল দশটায় আসবি তাইলে যেখানে বলব। তুই আসবি। একা। আর কেউ না।’ সোজা সাপ্টা বলে দেই আমি।
‘ভাই, আটটায় আসলে হয় না?’ ফিরোজ একেবারে গলে গলে পড়ছে এখন।
একটু হাসি আমি মনে মনে। এই ব্যাটার হেফাজতেই আছে আনিকা রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। সেজন্যই এত টেনশন সকাল দশটায় আসতে বলায় এর এত দুশ্চিন্তা।
দুপুর একটায় টাকা ডেলিভারি দেওয়ার কথা – দশটায় এদিকে ছুটতে গিয়ে দেরী হয়ে যাওয়ার ভয়ে আছে!
‘না, দশটায় বলেছি। দশটাতেই। বোনকে আবার দেখতে চাস জীবনে?’ শীতল কন্ঠে বলি আমি।
‘আচ্ছা ভাই। কোনদিকে আসব বলেন।’ ফিরোজ আবার নরম হয়। মানে হতেই হয় তাকে।
যাত্রাবাড়ির একটা ঠিকানা বলতেই আবার হাউ মাউ করে ওঠে মানুষটা।
‘ভাই ওদিকে না। সবই তো মানলাম। ঢাকার অন্য সাইডে আইতে বলেন। আইয়া পড়ুম।’
পিতলা ঘুঘু, অ্যাঁ? আনিকা মেয়েটাকে ওপাশে রাখে নি তাহলে এরা।
‘মোহাম্মদপুর?’ জানতে চাই।
একটু গাঁইগুঁই করে এবার রাজি হল বেয়াদবটা।
‘মিতুর সাথে কথা বলায়ে দেবেন না?’ আবেদন জানায় এবার ও।
ফোনয়া মিতুর খোলা হাতের দিকে এগিয়ে দেই আমি।
কাজ অর্ধেক শেষ।
বাকিটা শেষ করতে পারলে কাল সাড়ে বারোটার মাঝে আনিকা রহমানকে উদ্ধার করে ফেলা সম্ভব বলে মনে হচ্ছে!
*
সিগারেট টানছে ছোকড়া। তার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। এর সাথে সাথেই ঢুকে পড়তে হবে দোতলা বাড়িটায়। একটু আগে ফিরোজকে ফলো করে এ পর্যন্ত আসতে পেরেছি। ব্যাটা কোনদিকে না তাকিয়ে সোজা ঢুকে গেছে ওখানে। তারপরই বের হয়ে এসেছে এই অল্পবয়েসী ছোকড়া।
মিনহাজকে পাঠিয়েছিলাম ফাইলটা নিতে।
একটু ছদ্মবেশ ধরতে হয়েছে – পাঁচ বছর আগে আমাদের দেখা হয়েছে। ফিরোজ দূর থেকে দেখেই আমাকে চিনে ফেলতে পারে, তাই সে ঝুঁকিতে যাইনি।
সিগারেট শেষ হয়েছে ছেলেটার। আবার দোতলা বাসাটার দিকে এগিয়ে যাচ্ছে ও।
তির্যক একটা পথ ধরে হাঁটতে শুরু করি আমিও। একই সাথে ফ্রন্ট গেটে পৌঁছলাম দুইজনে। ছেলেটা আমাকে এতটা কাছে আসতে দেখে একটু বিস্মিত হতে যাচ্ছিল কিন্তু ওকে শতভাগ বিস্মিত করে কোমরে ঠেকালাম গ্লকের শক্ত নলটা।
চোখ কপালে উঠে যায় ছোকড়ার।
‘কোনরকম শব্দ নয়। ভেতরে নিয়ে চলো আমাকে। নাহলে একাধিক গর্ত করে দেব তোমার শরীরে। বোঝা গেল?’
কি বুঝল কে জানে। কিন্তু আমাকে ভেতরে এনে ফ্রন্ট গেটটা লাগিয়ে দেয় ঠিকমত।
গার্ডরুমটা খালি। এখানে গার্ড রেখে সাক্ষীর সংখ্যা বাড়াতে চাইবে না অবশ্যই ওরা।
ত্রিশফিট দূরে দাঁড়িয়ে দোতলা বাড়িটা। ঢাকায় এমন বাড়ির সংখ্যা খুবই কম। সবাই একেবারে রোডের সাথে গা লাগিয়ে ধপাধপ বাড়ি তুলে ফেলতে চায়। সামনে লন রাখবে এমন রুচি অধিকাংশের নেই।
হেলেদুলে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। ভেতরে চমৎকার একটা ডুপ্লেক্স প্ল্যানিং আমার চোখের সামনে ভেসে উঠল। দারুণ এক ডিজাইনের ডুপ্লেক্সে রাখা হয়েছে দেখা যায় হোমমিনিস্টারের মেয়েকে! মানীর মান রাখার ব্যাপার আছে হয়তো।
তবে ভালোমত দেখার সুযোগ পাওয়া গেল না।
বিশাল ড্রইং রুমটাতে আরাম করে চুরুট টানতে থাকা এক তরুণের চোখে পড়ে যাই আমরা। চৌকস অপরাধী। বিন্দুমাত্র সময়ক্ষেপণ না করে হাত বাড়াল সামনের টী-টেবিলে রাখা পিস্তলটার দিকে!
জিনিসটা একনজর দেখার সুযোগ পেলাম। হাহাকার উঠল আমার বুকের ভেতর। প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মত অস্ত্র একটা। গ্র্যান্ডপাওয়ার কে১১০।
প্রেমে না পড়ে বরং ঝাঁপিয়ে পড়লাম। আমার জিম্মি ছোকড়ার পেছনে একটা লাথি কষে সামনে থেকে সরিয়ে ফেলার পর পর ঝাঁপিয়ে পড়লাম সবচেয়ে কাছে থাকা পিলারটার আড়ালে।
মুহুর্মূহু গর্জে উঠল তরুণের হাতের অস্ত্র।
চোখ বন্ধ করলাম আমি।
গুণছি।


গুণে গুণে এক ডজন গুলি করল তরুণ কিডন্যাপার।
ওদিকে ছাড়া পাওয়া মাত্র সামনের দিকে ছুটেছে আমার হোস্টেজ। সন্দেহ নেই – কয়েক মুহূর্ত পরই আরেকটা অস্ত্র বাগিয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে অকৃতজ্ঞটা!
গ্র্যান্ডপাওয়ারধারীকে খেলাতে হবে। তাকে বেশিক্ষণ সময় দিলে নিজের মাথা উড়ে যাওয়ার সম্ভাবনাই ষোলআনা।
হাত বাড়িয়ে বাম দিকে দেওয়াল থেকে পেইন্টিংটা নামিয়ে ফেললাম, অনুমানের ওপর ভিত্তি করে ছুঁড়ে দিলাম ওই ব্যাটার অবস্থান বরাবর।
ডাবল রো ম্যাগাজিন লাগিয়ে বুলেটের ব্যবসায়ীদের পকেট ভর্তি করছ বটে। এবার দেখা যাবে কিভাবে সামলাও!
উড়ন্ত পেইন্টিংটার দিকে দ্রুম দ্রুম করে তিনটি বুলেট খরচ করল ছোকড়া – সন্তুষ্ট হলাম।
ডাবল রো ম্যাগাজিন থাকলে গ্র্যান্ডপাওয়ার কে১১০ –তে সতের রাউন্ড করে বুলেট রাখা সম্ভব। আর মাত্র দুটো বুলেট থাকার কথা এখন প্রতিপক্ষের চেম্বারে।
এক ডিগবাজি খেয়ে বেরিয়ে এলাম এবার, স্বভাবতই আচমকা উদয় হওয়া চলন্ত টার্গেটের দিকে প্রথম বুলেটটা মিস করল তরুণ। পরবর্তী ডিগবাজি খেয়ে আরও ডানে সরে যাচ্ছি – অন্য পিলারটার দিকে।
তাড়াহুড়োয় এই শটটাও মিস করল ছেলেটা।
সোজা হয়ে দাঁড়িয়ে এক গুলিতে উড়িয়ে দিলাম ব্যাটাকে। ঠিক তখুনি দেখা গেল দোতলা থেকে সাব মেশিনগান নিয়ে হাজির হয়ে গেছে আরেকজন। তার পিছেই আছে একটু আগের হোস্টেজ ছোকড়া।
আমার ধারণা ভুল নয়। একটা পিস্তল বাগিয়েছে কোত্থেকে জানি!
বৃষ্টিতে ভেজা আমার প্রিয় একটা কাজ। তবে বুলেটবৃষ্টি হলে আলাদা কথা!
চট করে পিলারের আড়ালে সরে এলাম আবারও।
গুলিতে বিরাম নেই – পিলার উড়িয়ে দিতে চায় যেন ওরা!
তবে সাবমেশিনগানের শব্দ থেমে যেতে বেশি সময় লাগল না। রিলোড করতে হবে এখন তাকে। কাভারে নিশ্চয় হোস্টেজ ছোকড়া?
একজনকে সামলাতে পারার আত্মবিশ্বাস বুকে নিয়ে পিলার থেকে সোফার দিকে ডাইভ দেই আমি – বাতাসে উড়ন্ত অবস্থায় হোস্টেজ ছেলেটার বুকের মাঝে গুলিটা পাঠিয়ে দিতে পেরে আত্মতৃপ্তি অনুভব করলাম।
একই সাথে বুঝে ফেলি – ভুল করে ফেলেছি!
ওপরে দুই নয় – তিনজন।
স্বয়ং ফিরোজ উপস্থিত হয়েছে সেখানে। মসবার্গ শটগানটা থেকে একবার মাত্র ফায়ার করে ফিরোজ। সকালের বোনকে ছাড়িয়ে আনার পর থেকে মেজাজ নিশ্চয় খিঁচড়ে আছে ওর!
পায়ের কাছে টান অনুভব করলাম।
দূরত্বটা যথেষ্টরও বেশি – তাও শেলগুলোর কোন একটা অংশ আমার শরীরে লেগেছে। দড়াম করে পড়ে গেলাম সোফার আড়ালে।
ওখান থেকেই একটু শরীর বের করে সাবমেশিনগানধারীর খুলি উড়িয়ে দেই আরেক গুলির সাহায্যে। গর্দভটা এতই মনোযোগ দিয়ে রিলোড করেছিল আমার অবস্থান পাল্টে যাওয়াটা খেয়ালই করেনি। পিলারের দিকে তাকিয়ে ছিল সরাসরি।
পুরো বিল্ডিংয়ে বোধহয় শুধু আমি আর ফিরোজ।
চারপাশে শুনশান নীরবতা।
মাটির কাছে মাথা পেতে এই মৃত্যুফাঁদ থেকে বের হওয়ার চিন্তায় ডুবে গেলাম। শরীর বের করলে শটগান দিয়ে ছ্যাঁদা করে দেবে নির্ঘাৎ! মিনিট দুই পর নিস্তব্ধতা ভাঙ্গে ফিরোজ।
‘মেয়েটার ক্ষতি না চাইলে ভালোমানুষের মত বাইর হইয়া আহেন।’ গম গম করে বলে ও।
এরপরে আর কি করার থাকে?
আস্তে করে মাথা বের করে উঠে দাঁড়াই আমি।
ফিরোজের ডানহাতে একটা হ্যান্ডগান। বাম হাতে শক্ত করে ধরা আনিকার হাত।
ছবিতে দেখা মেয়েটার সাথে অনেক ফারাক এখন দেখা মেয়ের।
ভয়ে শুকিয়ে গেছে মুখ – সুন্দর চোখ দুটোর নিচে কালো ছোপ। কান্নাতে কাজল ধুয়ে যাওয়ার ছাপ।
আমার দিকে নিস্কম্প হাতে ধরে থাকে ফিরোজ অস্ত্রটা। রাগে ওর হাত তির তির করে কাঁপছে।
সহকর্মী তিনজনকে যমের বাড়িতে পাঠিয়ে দিয়েছি – কাজেই রাগ হওয়াটা স্বাভাবিক। তবে তার মাঝেও স্বাভাবিক সতর্কতা ভোলে না ফিরোজ।
‘হাতের পিস্তলটা ফালান। তারপর লাথি মাইরা দূরে সরান।’
কথা মত কাজ করা ছাড়া উপায় নেই। কাজেই অক্ষরে অক্ষরে পালন করলাম। এই পর্যায়ে এসে নিজের বা আনিকার মাথা উড়ে যাক – চাই না।
‘যা জিগামু জবাব দিবি।’ এ-ও সরাসরি আপনি থেকে তুইয়ে ডিমোশন দেয় আমাকে, ‘নাইলে হাঁটুতে গুলি কইরা উড়ায় দিমু বাটি।’
‘বাটি ওড়ানোর সখ আমার নেই। প্রশ্ন করতে পারো।’ কিছুটা সময় আদায় করা ছাড়া আর কোন উপায় দেখছি না। সুযোগ আসতেও পারে!
‘কয়জন আছে তোর লগে?’ রক্তচক্ষু মেলে জানতে চায় ফিরোজ।
‘পাঁচজন।’ বিন্দুমাত্র দেরী না করে উত্তর দেই আমি।
‘মিথ্যা কইলি। হেতেরা কই তাইলে? একাই আইছস তুই।’ সিদ্ধান্তে পৌঁছে যায় ফিরোজ।
‘উঁহু।’ একটু হাসি আমি। অস্ত্রের মুখে হাসার চেয়ে কষ্টের কাজ আছে কি? ‘স্নিফার্সের নাম শুনেছ? ওদের আরও চারজনকে লোকেশন জানানোর পরই ঢুকেছি। এনিটাইম পুরো ফোর্সটাই চলে আসবে এখানে।’
বলতে গিয়ে মনে পড়ে স্নিফার্সের টয়লেট থেকে পালানোর অভিজ্ঞতা। ব্যাটারা পেলে আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। তবে সেটা তো আর ফিরোজের জানার কথা নয়।
‘তাইলে হাতে সময় নাই একদম-’ কথাটা শেষ করেই গুলি করতে চেয়েছিল ফিরোজ। গলার সুরেই বুঝি আমি এবং ঝাঁপ দেই ডানদিক বরাবর। একই সাথে অবাক হয়ে লক্ষ্য করি ফিরোজকে কামড়ে দিয়েছে আনিকা! হাত কামড়ে একরকম ঝুলে আছে মেয়েটা।
বুলেটটা টার্গেটকে পায় না – ছাতের কোথাও লেগে পিছলে নেমে এসে আমার কানের পাশ দিয়ে বেড়িয়ে যায় ওটা।
আবারও বামদিকে ঝাঁপিয়ে নিজের পিস্তলটা তুলে নিয়ে চিন্তাভাবনা ছাড়াই ফিরোজের বাম হাঁটুতে গুলি করি। পর পর দুইবার।
অবিশ্বাসের দৃষ্টি চোখে নিয়ে বসে পড়ছে ফিরোজ – হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করে ব্যর্থ হয় – ভারসাম্য হারিয়ে দড়াম করে পড়ে যায় মাটিতে। কে কার বাটি ওড়ালো তা তো দেখাই গেল!
ওপর থেকে মেয়েটা দৌড়ে নেমে আসছে। আমার কাছে এসে শুধু দুর্বল গলাতে জানতে চায়, ‘বাবা পাঠিয়েছে আপনাকে?’
মৃদু হাসি আমি, ‘না। থাকুক সেসব কথা। তোমার দরকার এখন ফ্রেশ একটা অ্যানিমেশন মুভি। ‘ফ্রোজেন’ দেখেছ?’
*
মাথা নিচে পা ওপরে দিয়ে ঝুলে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।
মানে, তাকে ওভাবে ঝোলানো হয়েছে আর কি।
চকচকে একটা হাসি উপহার দেই উনাকে, ‘কেমন বোধ করছেন?’
‘বিট্রে করলে, ইরফান। এর ফল ভালো হবে না।’ হিস হিস করে বলেন বন্দী হিরো!
‘কোথায়? ফোনে বললাম অর্ধেক শেয়ার আপনি পাবেন আর লাফাতে লাফাতে চলে এলেন? বিনিময় করার মত কি আছে আপনার?’
‘স্নিফার্সকে তোমার টেইল থেকে সরিয়ে দিতাম। এটাই ডীল ছিল।’ ঝুলতে ঝুলতেই বলেন তিনি।
হেহ – জাতীয় একটা শব্দ করলাম আমি।
‘স্নিফার্স আমার জন্য মাথাব্যাথা নয় মি. মাহমুদ। আর বিট্রের কথা বলবেন না। হোমমিনিস্টারকে নিশ্চয় ভুলে যান নি?’
দরদর করে ঘামা শুরু করলেন মাহমুদ এবার।
‘আনিকার ব্যাপারে তথ্য এনে দিয়ে কিডন্যাপারদের কাজটা সহজ করে দিয়েছিলেন। তারওপর প্রশাসনের ভেতরের তথ্য দিয়েছেন তাদের, কিডন্যাপিং তো নয়, হলো কিছু জলবত তরলং ক্লকওয়ার্ক। আর ফিরোজের মতো একটা লোক মুফতে পঞ্চাশ কোটি পাওয়ার একটা সুযোগ পেলে নেবে না সেটা? আপনার পঞ্চাশ কোটি তো ফাউ। উদ্দেশ্য তো আর টাকা ছিল না আপনার।’
‘কোথা থেকে এসব ভিত্তিহীন কথা বলছ -’ দুর্বল কন্ঠে প্রতিবাদের চেষ্টা করেন মাহমুদ।
হাত নাড়ালাম কাঁকড়া তাড়াবার মত করে, ‘প্রাণে বেঁচে থাকবেন না তো আপনি আর বেশিক্ষণ। কাজেই স্বীকার করা বা না করায় যায় আসে না কিছু।’
‘রায়হান রহমানের মেয়ে কিডন্যাপড হলে আমাকে খোঁজা হবে – খুঁজবে হোমমিনিস্টারের স্নিফার্স। এটা আপনি জানতেন। কিছু ঘটানোর আগ পর্যন্ত আমার ব্যাপারে নিজে থেকে নাড়াচাড়া করে পরিচয় ফাঁস করে দিতে চান নি, তাই একটা উপলক্ষ্য বের করলেন। কিডন্যাপ করলেন হোমমিনিস্টারের মেয়েকে!’ বলেই যাচ্ছি আমি, ‘এরপর আমাকে খুঁজে বের করল স্নিফার্স, সরকারের পূর্ণ রিসোর্স কাজে লাগানোর সুযোগ পেলেন আপনি। এদিকে হোম-মিনিস্টারের সাথে পুরোনো বন্ধুত্ব, সহানুভূতি দেখিয়ে অফিশিয়ালি, আনঅফিশিয়ালি এই কিডন্যাপ কেসে একেবারে জড়িয়ে রাখলেন নিজেকে । স্নিফার্সের মাঝে নাক ডুবিয়ে এক সাথে কাজ করার নাম করে আমাকে কাছাকাছি দেখে যাচ্ছিলেন। আমার প্রতি এত প্রেম কবে থেকে জন্মালো আপনার, বলুন তো?’
নির্বাক ঝোলেন ব্রিগেডিয়ার জেনারেল।
‘পরিকল্পিত ভাবে কিডন্যাপারদের হাতে আমাকে মেরে ফেলে পথের কাঁটা দূর করে ফেলতে চেয়েছিলেন। ডেলিভারির শর্ত এমনভাবে জুড়েছেন যাতে আমাকেই নিতে হয় টাকাটা। আর – ওটা তো ইস্যু না। মাঝপথে অ্যামবুশ পেতে রেখেছিলেন আমার খুনটা নিশ্চিত করতে। অথচ দেখুন, যত যা-ই হোক, আপনার নাম জড়াচ্ছে না। অজ্ঞাতনামা কিডন্যাপারদের কাজ। কি চমৎকার প্ল্যান আপনার। ধরেন মাছ – না ছোঁন পানি!’
এবার হুংকার দেন মাহমুদ, ‘বেশি বাজে বকছ ছোকড়া! তোমাকে মেরে ফেলে আমার দুই পয়সার লাভ থাকার কথা না। এটুকু বোঝা তো উচিত, এত বোঝ যখন। কেন করব আমি এত ঝামেলা – শুধু তোমার মত একজন প্রাক্তন কিডন্যাপারের জন্য?’
হেসে ফেলি আমি এবার আসলেই, ‘নির্বোধ পেয়েছেন আমাকে, স্যার? কিডন্যাপিং প্লেস – ফারিহার কিডন্যাপিং প্লেস। মুক্তিপণের টাকা চেয়েছেন– বন্যার মুক্তিপণের মত। ফিরোজ গ্রুপকে পুষছেন ঠিক ছয়মাস আগ থেকে ঠিক যখন শেষ হয়েছিল হেডফাইভস নিয়ে আমাদের ঝামেলা। ক্লুটা আপনি ঠিকই দিতে চেয়েছিলেন – যাতে বুঝতে পারি আমি শেষ মুহূর্তে – কে আমার জীবন ধ্বংস করল। কিন্তু নিজেই ধরা খেয়ে যাবেন – সেটা ভাবেননি।’
একটু দম নেই আমি, ‘কেন করবেন আপনি এত ঝামেলা? কারণ মি. মাহমুদ। ইউ আর দ্য ফিফথ হেডফাইভ।’

পরিশিষ্ট
কয়েকটা ইঞ্জেকশন পুশ করে তব্দা খাইয়ে রেখে এসেছি শেষ হেডফাইভকে।
আর্মি পার্সোনেল – তারওপর বেশ উঁচু তাঁর পদ। এ কারণেই ডন রাবেকের পঞ্চম হেডফাইভের নাম আমরা হাজার ঘেঁটেও বের করতে পারিনি এতদিন। আমরা ধরে নিয়েছিলাম পঞ্চম হেডফাইভ রাবেক স্বয়ং।
শেষ হেডফাইভকে হাতের মুঠোয় জীবিত পেয়ে রাবেকের সাথে শত্রুতার ইতি টানার একটা উপায় দেখতে পাচ্ছি প্রথমবারের মত। যেমন বলে থাকে, টানেলের শেষপ্রান্তে আলোর ছটা!
বারবারের ব্যর্থতা আমাদের হতাশ করেছিল, গুঁড়িয়ে দিয়েছিল মনোবল। আংশিক বিজয়ের পরও তিক্ত ভাবটা যাচ্ছে না অবশ্য, ঈশিতা ডন রাবেকের সাথে থেকে কাজ করছে, মনে পড়তেই অসহ্য লাগে সব কিছু।
মেয়েটা কেমন আছে কে জানে! মনে হচ্ছে একযুগ ধরে দেখা হয় না আমাদের! অথচ ঈশিতার সেই মেসেজের পর পার হয়েছে মাত্র সাতদিন। মেয়েটার বিপদাশঙ্কা বার বার ছেয়ে ফেলছে আমার মন। জানি, আন্ডারওয়ার্ল্ড কেমন অনিশ্চিত একটি জগত। ও জগতে আমি ছিলাম একসময়। আর একমাত্র ফ্যামিলি বলতে এই বোনটাই ছিল আমার কাছে, নিজেকে বড় অসহায় মনে হয় আমার।
দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে বুক চিড়ে।
আকাশের দিকে তাকাই আমি, ‘নিরাপদে থেক, ঈশিতা।’

হেডহান্টারস


স্বাধীন পাখিগুলো নীড়ে ফিরছে।
সন্ধ্যার আবহটা আমার কাছে সব সময় চমৎকার লাগে। এটাই একমাত্র পরিবেশ যেটা আমাকে মনে করিয়ে দেয় পৃথিবীতে একাকীত্বের মাঝে একটা আলাদা সুখ আছে। একাকীত্ব উপভোগের মত সময় অবশ্য এটা নয়। সামনের গলির দুইপাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখছি আমি।
এর মধ্যে লাল গেইটের বিল্ডিংটাই আমার টার্গেট।
ঢাকার বাসাগুলো হঠাৎ করেই বেড়ে ওঠে একসাথে – এটা একটা মজার ব্যাপার।
শহরের ধারে থাকা জনবহুল এলাকাগুলোতে এই কাজটা হয়। হয়ত একসাথে তিনটি চারতলা বিল্ডিং ছিল – একবছর পরেই দেখা যাবে একই সাথে বিল্ডিংগুলো ছয়তলা হয়ে গেছে!
বাড়িওয়ালারা কি নিজেদের সাথে কম্পিটিশন করে এই কাজ করে নাকি একই সাথে তাদের বাজেট বেড়ে যায়, সে এক রহস্য।
তবে সেসব ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কাজ শুরু করতে হবে।
বড় করে একটা নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে গেলাম।
আস্তে করে কোটের ভেতরের দিকে হাত দিয়ে নিশ্চিত হলাম হোলস্টারে চুপচাপ বসে আছে আমার বিশ্বস্ত গ্লক টুয়েন্টি-থ্রি।
আজ ওর কাজ আছে। লাল গেইটের দিকে পা বাড়ালাম আমি। ধীরস্থির একটা ভঙ্গী ধরে রাখলাম চলার মাঝে, যেন এখানে প্রতিদিনই আসি।
ভেতরে ঢুকতেই চেয়ারে ঝিমাতে থাকা সিকিউরিটি গার্ডের শুভদৃষ্টি আমার ওপর এসে পড়ল। ঝটপট ঝিমানোর ভাবটা চলে যায় ইনার মুখ থেকে। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙ্গল লোকটা।
‘কোন ফ্ল্যাটে যাইবেন?’
‘টপ ফ্লোরে।’ শান্ত কন্ঠে উত্তর দেই।
‘ওহ, আসাদ স্যারের বাসায়?’ দেওয়ালে ঝোলানো রিসিভারটার দিকে এগিয়ে যায় সিকিউরিটি গার্ড, ‘কি নাম বলব?’
লোকটার পিছু নিয়ে এগিয়ে গেছি আমিও।
ঘাড়ের ওপর একটা মাপমত আঘাত করতেই টু শব্দটা না করে মাটিতে লম্বা হয়ে গেল গার্ড।
‘টপফ্লোর মিনস… রুফটপ।’ অজ্ঞানটাকে উত্তর দিলাম।
ওটাকে তুলে আবার চেয়ারে বসিয়ে দিলাম। বেকায়দা ভঙ্গীতে চোখ বন্ধ করে ঘাড় এলিয়ে পড়ে থাকে মানুষটা।
তা থাকুক।
সবমিলিয়ে আমার দরকার মাত্র আধাঘন্টা। তবে শুধুমাত্র এই বিল্ডিংয়ে আমার অতটুকু সময়ও প্রয়োজন নেই। মিনিট দেড়েক হলেই চলবে। সিঁড়ি ভাঙ্গার ঝামেলায় গেলাম না। লিফটটাকে ডেকে নামিয়ে চট করে উঠে গেলাম।
যন্ত্রকক্ষটা চূড়োয় থামলে শান্ত পায়েই বের হলাম। কোন তাড়াহুড়োর ছাপ নেই আমার আচরণে। বাইরে অপেক্ষমাণ এক যুগলকে দেখা গেল। একে অন্যের হাত জড়িয়ে লিফটের অপেক্ষা করছিল।
নিউলি ম্যারিডম খুব সম্ভব! ওদের উদ্দেশ্যে একটা ভদ্রতাসূচক হাসি দিয়ে লিফট থেকে বের হয়ে যাই।
ওপরের দিকে আরেকতলা সিঁড়িতে করে পার হতেই ছাদে বের হওয়ার দরজাটা চোখে পড়ল।
যথারীতি তালাবদ্ধ একটা দরজা। ঢাকার বাড়িওয়ালাদের ছাদ দখলের চিরন্তন মানসিকতা।
পকেট থেকে একটা বোতল বের করলাম। ভেতরের তরলটা আস্তে করে তালার গর্তে ঢুকিয়ে দিতেই বেচারার দফারফা হয়ে যায়।
ছাদের মুক্ত বাতাসে পা রেখে স্বস্তি অনুভব করি।
পাশের বিল্ডিংটা এর থেকে আটফিট দূরে।
একেবারে কম নয় দূরত্বটা। চোখ দিয়ে একবার মেপে নিয়ে দৌড় শুরু করি।
প্রথমে আস্তে আস্তে এবং ধীরে ধীরে বেগ বাড়তে বাড়তে এখন বুলেটের মত ছুটছি ছাদের রেলিংয়ের দিকে – সামনে তিন ফিট রেইলিংটা পড়তেই ছোট একটা লাফের সাহায্যে ওটার ওপরের অংশে পা রেখে মাটির সাথে সমান্তরাল ভাবে নিজেকে ভাসিয়ে দিলাম।
আশি ফিট নিচে একটা ভাঙ্গা সাইকেল দেখা যায়। কে এনে রেখেছে – সেটা কে বলতে পারে?
তবে ওইপাশে পৌঁছতে না পারলে আমার অবস্থা সাইকেলের চেয়েও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। ঠিকমত ল্যান্ড করে আবারও শান্ত পায়ে হাঁটলাম এই ছাদের রেলিংয়ের দিকে।
কোটটা খুলে একপাশে সরিয়ে রাখলাম। তারটার একপ্রান্ত বাঁধতে হবে ছাদের মাঝেই কোথাও।
কোটের ভেতর কাঁধের সাথে ছিল তারের রীলটা।
একপ্রান্ত অ্যান্টেনার লোহার রডটার সাথে বেঁধে তারটা আলগোছে ঝুলিয়ে দিলাম নিচে। এই পথেই ভাগতে হবে। চারতলা নেমে যুদ্ধ করে পালানোর চেয়ে তিনতলা ওপরে এসে ছাদ থেকে কেটে পড়া ঢের সহজ।
আবার এগুতে থাকি দরজার দিকে।
এই ছাদে আমি বাইরে থেকে দরজাটা দেখতে পাচ্ছি – কাজেই তালাটা ভেতরের দিকে।
লাথিয়ে ভাঙ্গতে হবে। এই দরজা খোলার আর কোন প্ল্যান নেই।
তারপরও সারপ্রাইজিং এলিমেন্ট কিছু থাকছে। এই বিল্ডিংয়ের নিচ থেকে উঠতে গেলে সেটা পাওয়া যেত না।
আখতারকে ধরার সুযোগ বার বার আসবে না। এই একবারেই কাজ সারতে হবে।
গডফাদার রাবেকের ‘হেডফাইভস’-এর একজন এই আখতার। আজকের জন্য ওর অবস্থান জানতে পারাটাই একটা সৌভাগ্যের ব্যাপার। এরপর এরকম সুযোগ আর নাও আসতে পারে।
হেডফাইভস!
পাঁচজন মানুষ।
এরাই দাঁড় করিয়ে রেখেছে রাবেকের সব কার্যক্রম। রাবেকের সাথে কেবল এই পাঁচটি মানুষেরই সরাসরি যোগাযোগ হয়। কাজেই একজন জীবিত হেডফাইভকে পেলে রাবেককেও পাওয়া যাবে – সমীকরণটা সহজ।
প্রকান্ড লাথিটা দরজাতে ফেলেই থমকে গেলাম। শব্দটা আরেকটা শব্দ ঢেকে দিয়েছে!
নীচ থেকে একই সাথে হওয়া শব্দটা আমার অভিজ্ঞ কান চিনে নিল নিমেষেই!
মসবার্গ শটগানের শব্দ ওটা!
দড়াম দড়াম করে ছয় লাথিতে ছুটিয়ে ফেললাম দরজা। নীচে এরই মাঝে যুদ্ধ বেঁধে গেছে!
আক্রমণকারীরা নীচতলা থেকে ওপরের দিকে উঠে আসছে। আখতারের লোকেরা প্রাণপনে চেষ্টা করছে বাঁধা দেওয়ার – তবুও টিকতে পারছে না ওদের সামনে।
স্তব্ধ হয়ে সিঁড়ি ঘরের ছাদের কাছে দাঁড়িয়ে আছি আমি।
রাবেকের হেডফাইভের একজনকে হামলা করতে আসতে পারে কে?
প্রশ্নোত্তরের সময় নেই – প্রবল বিক্রমে ছাদের দিকে উঠে আসছে হানাদারদের দুইজন।
গ্লক থেকে দুটো গুলি ছুঁড়তেই ওদের নড়াচড়া থেমে গেল।
চারতলায় আখতার ছিল।
এই মুহূর্তে সেই ফ্লোর থেকে তিনতলা ওপরে দাঁড়িয়ে আমি। কানের সমান্তরালে পিস্তলটা ধরে রেখে ধীরে ধীরে নামতে থাকি সিঁড়ি বেয়ে।
একটু আগে গুলি করা দুইজনের মাথা ভেঙ্গে রক্ত গড়িয়ে নামছে – ওটা এড়িয়ে চলতে হচ্ছে।
এতে পা পিছলালে দেখার মত দৃশ্য পাবে হেডফাইভ আখতার আর তাকে আক্রমণকারীরা।
সাবধানে পাঁচতলাতে নেমে আসতে আসতে নিচের গোলাগুলির শব্দ একেবারেই থেমে গেল। কোন একপক্ষ একেবারে নিঃশেষিত নিশ্চয়?
দেখতে হচ্ছে।
একমাত্র জীবিত মানুষ আখতার হওয়ারও সম্ভাবনা আছে। রাবেকের মত একটা ঘোস্টের পিছু নিয়ে লাভ হবে না। কিন্তু হেডফাইভের কাওকে জীবিত ধরতে পারলে চিরশত্রুকে নিঃশেষ করে দেওয়া সম্ভব।
ধীরে ধীরে মাথা বের করলাম চারতলা এবং পাঁচতলার সংযোগস্থলে।
পরমুহূর্তে একটা তীব্র বিস্ফোরণ।
উড়ে গেল চারতলার অ্যাপার্টমেন্টের দরজা – পেছনে আগুনের শিখা।
সরে যাওয়ার চেষ্টা করেও খুব একটা কাজ হল না। দরজার অংশবিশেষ আঘাত হানল বুকে। শকওয়েভের তীব্রতায় একই সাথে ছিটকে সিঁড়িঘরের অন্যপাশের ল্যান্ডিংয়ের সাথে সেঁটে গেছি।
হাঁফাচ্ছি চোখ বন্ধ করে। কান বেয়ে একফোঁটা রক্ত পড়তে শংকা অনুভব করি। ইন্টারনাল ব্লিডিং না এক্সটার্নাল?
বাইরে একটা গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। কিছুই আমার পরিকল্পনা অনুসারে হচ্ছে না!
পালাচ্ছে আখতার? নাকি তার আক্রমণকারী কেউ?
পিছু নিতে হবে ওর! তাগাদা অনুভব করি প্রবলভাবে।
পায়ে জোর নেই শকওয়েভের ধাক্কায় – তবুও ছুটে বের হতে চাই সর্বশক্তি একত্র করে – ফলস্বরূপ সিঁড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে চারতলার ধ্বংসস্তুপে এসে থামে আমার দেহ।
গরম ধ্বংসস্তুপে পড়ে হতাশায় চোখ বন্ধ হয়ে আসে আমার।
রাবেকের আরেকটা ট্রেইল হারিয়েছি আমি এইমাত্র।


‘আরেকজন হেডফাইভ দরকার আমার।’ এলোমেলো চুলে বলি আমি।
‘একটা দিন পরে আবার কাজে নামতে পারিস।’ মিনহাজ বলে।
হতাশা নিয়ে সারা শরীরের ব্যান্ডেজগুলোর দিকে তাকালাম।
গডফাদার রাবেক ঈশিতাকে খুঁজছে ওর সাম্রাজ্যে বসানোর জন্য। একই সাথে আমাকে খুঁজে বেড়াচ্ছে পথ থেকে একমাত্র বাঁধাটা দূর করে দিতে। আমার হাতে একদিন সময় নেই।
হাসপাতালে বসে আছি আমি। বাল্যবন্ধু মিনহাজ এবারের কাজটায় আমাকে গোড়া থেকেই সাহায্য করছে।
এই দফা অন্তত রাবেকের থেকে এগিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু মাঝখানে অনাহূত থার্ড পার্টি এসে পড়ায় ঝামেলা হয়ে গেল।
‘আখতারের প্রতিটা মানুষকে মেরে ফেলা হয় ওখানে।’ বিড় বিড় করে মিনহাজকে জানালাম, ‘কিন্তু মারল কারা? অন্তত এই জিনিসটা খোঁজ নিয়ে দেখ – ঢাকার কোন গ্যাং কারও ওপর আজ হিট নিয়েছে কি না। হেডফাইভ খুঁজে পাওয়ার থেকে এটাই বেশি সহজ হবে।’
‘তুই নিশ্চিত সামলে নিতে পারবি?’ আমার দিকে তাকিয়ে জানতে চায় মিনহাজ।
‘আরে ধ্যাত!’ ধমকে উঠি আমি মৃদুস্বরে, ‘গুলি তো আর খাইনি। এটা এমন কিছু না। একটু পরেই বের হয়ে যাব আমি।’
তাও সন্দেহের চোখে তাকায় মিনহাজ। তবে জানে একবার যখন বলেছি আমি এখান থেকে একটু পরে বেরিয়ে যাচ্ছি – আমাকে হাসপাতালে আটকে রাখার সামর্থ্য কারও নেই।
মিনহাজ বেরিয়ে যেতে পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করলাম।
ডন রাবেকের সাথে আমার শত্রুতা আজকের নয়। আমার মায়ের হত্যাকারী মানুষটা। শেষবার যখন আমরা মুখোমুখি হয়েছিলাম, ঈশিতা ছিল সাথে।
খুব জঘন্য একটা দিন ছিল সেটি।
ওর অনুরোধে রাবেকের মাথাতে একটা বুলেট না ঢুকিয়েই বেরিয়ে এসেছিলাম ঠিকই – কিন্তু ভবিষ্যতে সেই ছাড় তাকে আর দেওয়া হবে না।
নার্স এসেছে।
‘শুয়ে পড়ুন। ইঞ্জেকশন দেয়ার সময় হয়েছে।’ খুব ছটফট করে বললো সে। নার্স মেয়েগুলো কি শান্ত গলায় কথা বলতে পারে না?
‘বসে থাকলে হবে না?’ পাল্টা প্রশ্ন করতে মন চাইলেও করলাম না। একটু পর কেটে পড়ছি এখান থেকে।
শুয়ে পড়তেই আমার হাতের দিকে এগিয়ে আসে নার্স।
পরক্ষণেই ‘ক্লিক’ জাতীয় শব্দটা সবকিছু স্পষ্ট করে দেয়।
নার্সও কি রাবেকের লোক?
নাকি অ্যান্টি-রাবেক এ?
আমার বাম হাতটা হসপিটাল বেডের সাথে আটকে দেওয়া হয়েছে একটা হ্যান্ডকাফের সাহায্যে।
আলতো করে দুইবার টান দিয়ে দেখলাম। অযৌক্তিক।
চাবি ছাড়া মুক্তির উপায় নেই।
সুন্দরী নার্সের মুখে আলাদা রকম একটা হাসি ফুটেছে।
আমার ওপর ঝুঁকে পড়ে বুকের কাছ থেকে গ্লকটা সরিয়ে নেয় ও। তারপর বেডের পেছন দিকটা ধরে ঠেলে নিয়ে যেতে থাকে।
আস্তে করে বলল শুধু, ‘চোখ বন্ধ করে থাকুন।’
আর উপায় কি?
কাজেই শুয়ে পড়ে চোখ বন্ধ করে থাকি আমি। নার্স ঠেলে নিয়ে যেতে থাকে ঝড়ের বেগে।
বাইরে আমার জন্য কোন ট্রান্সপোর্টেশন অপেক্ষা করছে – গায়ে অ্যাম্বুলেন্সের ছাপ মারা – এটা বুঝতে জোতিষ্যি হওয়া লাগে না।
কিছুক্ষণের মাঝেই যখন লিফটের টুং-টাং শুনলাম তখনই স্পষ্ট হয়ে গেল আমার ধারণার সত্যতা।
চোখ বন্ধ করেই তারপর আবারও চাকার গড়গড়ানি শুনতে থাকি।
আশে পাশে শুধু হাসপাতালের একটা অদ্ভুত গন্ধ।
অবশেষে প্রায় একযুগ পর একটি পুরুষকন্ঠ শোনা যায়, ‘মেরে ফেলেছ নাকি?’
‘নাহ। একটু শাসানী দিয়েছি। এখন বাধ্য ছেলের মত চুপ করে আছে।’ আনন্দের সাথে জানায় মেয়েটা।
‘উই হ্যাভ হিম, বস!’ এবার পুরুষকন্ঠ রিপোর্ট করে।
‘ড্রাইভ কর। পেছনে বসছি আমি।’
আস্তে করে তাকালাম। আস্ত বেড সহ আমাকে অ্যাম্বুলেন্সের পেছনে উঠিয়ে নেয়া হয়েছে।
ভেতরে দুইজন মানুষমাত্র।
নার্সরূপী মেয়েটি নার্সের পোশাক খুলে ফেলেছে। ওগুলোর আর দরকার নেই।
চোখে খুনীর দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে এ।
অপরজন পুরুষ। বয়েস কম না – পঞ্চাশের ঘরে পা রেখেছে এটুকু নিশ্চিত।
অনেক প্রশ্ন মনে জমা হয়ে আছে – তবে চুপ করে থাকলাম। যা বলার ওদেরই বলার কথা। মেরে ফেলতে চাইলে মেয়েটা হাসপাতালের ভেতর একটা ইঞ্জেকশন দিয়ে চলে আসতে পারত।
‘উঠে বসতে পার হে!’ গলায় কৌতুক ফুটিয়ে বলে লোকটা, ‘যদি ততটা দুর্বল না বোধ কর।’
এরপর আর শুয়ে থাকা চলে না। উঠে বসে লোকটার মুখোমুখী হলাম। হাত এখনও হ্যান্ডকাফের সাথেই আটকানো।
‘কে আমি – কেনই বা তোমাকে তুলে নিয়ে যাচ্ছি – এসব জানতে চাইবে না?’ আবারও বলে মানুষটা।
একমুহূর্ত চিন্তা করে উত্তর দিলাম, ‘ডন রাবেকের একজন হেডফাইভ আপনি। ইয়াসির মির্জা সম্ভবতঃ – কারণ হেডফাইভদের মাঝে সবচেয়ে সিনিয়র এই বেজন্মাই।’
একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি আমরা। বন্দী যে তার এমন পরিচয় দিতে পারে – সেটা বোধহয় কল্পনা করতে পারে নি ইয়াসির।
অবশেষে প্রফেশনালি নিজের রাগটা দমন করল হেডফাইভ ইয়াসির। তার মুখের কোণে একটা বিদ্রুপের হাসি।
‘চমৎকার ধরেছ। তারমানে আসলেই যা শুনেছিলাম সত্যি। হেডফাইভদের একে একে খুন করে ফেলার জন্য ঘুরে বেড়াচ্ছে একা এক যোদ্ধা।’ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ফার্স্ট এইড কিট বের করে ইয়াসির।
‘হেডফাইভদের খুন করার ইচ্ছে আমার কখনই ছিল না। তার থেকে একজন জীবিত হেডফাইভই আমার জন্য বেশি উপকারী হবে। আ’ম কাউন্টিং অন ইউ ফর দ্যাট, ইয়াসির।’ ঠান্ডা গলাতেই জবাব দেই আমি।
ইয়াসির ফার্স্ট এইড কিট খুলে একটা চমৎকার চকচকে স্ক্যালপেল বের করেছে। আলতো আঁচড়ে মাংস কেটে অনেক গভীরে ঢুকিয়ে দেওয়া সম্ভব এটা দিয়ে। সার্জারীর সময় স্ক্যালপেল ব্যাবহারের কারণেই সবচেয়ে কম সংখ্যক কোষের ক্ষতি করে সবচেয়ে গভীরতম ক্ষতগুলো করা যায়। আমরা দুইজনই সম্মোহিতের মত স্ক্যালপেলটার দিকে তাকিয়ে থাকি।
নার্স মেয়েটার কোন বিকার নেই – ও জানালা দিয়ে বাইরেটা দেখছে!
হেডফাইভের একটা হাত উঠে যায় – সেই সাথে স্ক্যালপেলটাও। ইয়াসিরের হাতটা নড়ল কি নড়ল না – বাম গালটা বেশ বাজে ভাবে চিড়ে গেল আমার।
রক্তের একটা স্রোত চিবুক বেয়ে গলার দিকে নামছে স্পষ্ট অনুভব করলেও কোন শব্দ করলাম না। চোখ খুঁজছে ডানদিকে কাজে লাগানোর মত কিছু একটা। একটা হাত এখনও খোলা আমার।
‘হেডফাইভ আখতারের হাইডআউটে গতকাল সন্ধ্যাতেই হামলা চালানো হয়েছে। একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে ওকে। কাজটা যে তোমার আর তোমার লোকেদের সেটা বুঝে নিতে বেশি ভাবতে হয় না। এখন আমাদের দাবী সাধারণ, হেড ফাইভের বিরুদ্ধে তোমার যে কয়জন লোক আছে – প্রত্যেকের ব্যাপারে তথ্য দিয়ে যাও।’
‘চমৎকার।’ হাসিমুখে বলার চেষ্টা করি কিন্তু গালের ক্ষতটার জন্য হাসি ঠিক জমল না! ‘বিনিময়ে আমাকে কি অফার করছেন?’
‘শান্তিপূর্ণ একটা মৃত্যু।’ হাতের স্ক্যালপেল দুলিয়ে বললো হেডফাইভ।
একে বলে লাভ নেই যে ওখানে একটা থার্ড পার্টি ছিল।
একে বলে লাভ নেই আমি একা কাজ করি।
সে যখন ধরে নিয়েছে কাজটা আমারই, এখান থেকে তাকে আর টলানো সম্ভব হবে না।
কিন্তু ছেদো কথায় কিছুটা সময় নষ্ট করা গেলে আশা করা যায় বেঁচে থাকার সম্ভাবনাও বাড়তে থাকবে।
‘অসাধারণ আপনার অফার। আগে পেমেন্টটা অ্যাডভান্স করে দিন, তারপর জানাচ্ছি আপনাদের তথ্য।’ গলায় খুশি খুশি ভাবটা ধরে রেখে বললাম।
হঠাৎই হাতের সার্জিক্যাল নাইফটা আমার বাম কাঁধের নিচে ঢুকিয়ে দেয় ইয়াসির, হিস হিস করে বলে ওঠে, ‘সব কাজ ফেলে আমি নিজে ছুটে এসেছি এই হাসপাতালে। আমাকে খুন করতে চাওয়া মানুষটার সাথে নিজে ডীল করতে। বাস্তবতা মেনে নাও ছোকড়া – এখন অথবা পরে – গান তোমাকে গাইতেই হবে!’
বাম কাঁধে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বেশিদিন নয় ওদিকেই একটা গুলি খেয়েছিলাম আমি।
এই হারামজাদা দেখছি বেশ জ্বালালো! একই জায়গাতে বার বার খোঁচাখুঁচি কেন? তবে একটা সুবিধেও আছে – সার্জিক্যাল নাইফটা এখনও আমার বাম কাঁধে গাঁথানো। হেডফাইভ ইয়াসির আমার একটু বেশি-ই কাছে।
আর আমার ডানহাতটা মুক্ত!
নার্স মেয়েটাও বাইরের দিকে তাকিয়ে কি যেন দেখছে।
বাইরেটা একটু আমিও দেখে নেই। সামনেই একটা ব্রীজ আছে।
মনটা খুশি হয়ে ওঠে। চট পট বুড়োটাকে কাবু করে ফেলে নার্সটার কাছ থেকে হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নিতে হবে।
তারপর বুড়োকে নিয়ে সটকে পড়তে হবে। রাবেকের আরেকটা ট্রেইল ধরিয়ে দিতে পারে এই হেডফাইভ।
বিদ্যুতবেগে নড়ে উঠছি, তবে কিছুই করতে পারলাম না।
চেঁচিয়ে ওঠে নার্স, ‘অ্যামবুশ!’
পরমুহূর্তে যেন নরক ভেঙ্গে পড়ে আমাদের চারপাশে!


বুলেটবৃষ্টি চলছে।
তারমাঝে কোনমতে মাথাটা নামিয়ে রেখেছি।
ছোট একটা পিস্তল বের করে ধাই ধাঁই গুলি ছুঁড়ছে মেয়েটাও। হেডফাইভ চট করে শুয়ে পড়েছে – অ্যাম্বুলেন্সের মেঝে হাতড়াচ্ছে। ওখানে কি গুপ্তধন রেখেছে কে জানে!
ব্রীজের মাঝখানে আছে অ্যামবুশ করে থাকা ওই ওরা। আর আমাদের গাড়িটা আরেকটু পর ওদের অতিক্রম করে গেলেই আর কোন ভয় নেই। তবে তারপর কপালে হেডফাইভ ইয়াসিরের জেরা তো আছেই।
অর্থাৎ আমার জন্য লাল-নীল দুটোই সমান।
এই সময় স্প্রের মত রক্ত এসে লাগল আমার চোখে মুখে।
চোখ কুঁচকে ফেললাম। রক্তের সাথে হাড়ের কুঁচিও এসে লাগছে। চোখে পড়লে চুলকাবে অনেক।
খুলির একাংশ উধাও হয়ে আছে – এই অবস্থায় হেডফাইভ ইয়াসিরের শরীরে ঢলে পড়ে মেয়েটা।
এই সময় সাঁই করে বাতাস কেটে ওদের ছাড়িয়ে যায় আমাদের অ্যাম্বুলেন্স। তবে পেছন থেকে গুলিবৃষ্টি এখনও চলছে!
একই সাথে ড্রাইভিং সীট থেকে একটা আর্তচিৎকার শুনতে পাই আমরা। ঘটনার তাৎপর্য বুঝেছে ইয়াসির; শরীরের ওপর থেকে কোনমতে মেয়েটাকে সরিয়ে ড্রাইভিং সীটের ওপর দিয়ে হাত বাড়িয়ে ধরতে চায় স্টিয়ারিং।
আরেকপশলা গুলি ডান দিকের চেসিস ভেদ করে ঢুকে পড়ে ভেতরে।
ড্রাইভারের ঘাড়ে লাগে তাদের একটা।
ইয়াসির কিছু করার আগেই মৃত্যুকালীন রিফ্লেক্সে স্টিয়ারিং ঘুরিয়ে ফেলেছে ড্রাইভার।
রেইলিং ভেঙ্গে নদীর বুকে আছড়ে পড়ে আমাদের মাইক্রো-অ্যাম্বুলেন্স।
এক সেকেন্ড ভেসে থাকে চুপচাপ – তারপরই ডুবতে শুরু করে।
বাঁহাতে হাতকড়া আর হাতকড়ার অন্যপ্রান্তে হাসপাতালের একটা ভারী লোহার বেড নিয়ে নদীর বুকে ডুবতে থাকার অনুভূতি তলপেটে খামচি দিয়ে ধরে আমার। দিনের প্রথমবারের মতো টের পেলাম ও জিনিস!
নিখাদ এক আতঙ্ক!
কিন্তু ফিরে আসছে না কেন হেডফাইভ ইয়াসির?
যেই অ্যাঙ্গেলে বসে আছি সেখান থেকে স্পষ্ট দেখা না গেলেও বুঝতে পারলাম মাথায় একটা বুলেট এরও লেগেছিল তখনই।
রাবেকের ট্রেইল বের করার আরেকটা সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়া নিয়ে অবশ্য এখন আক্ষেপ করার সময় নেই। মৃত্যুফাঁদে আটকে আছি আমি। বের হতে হবে এখান থেকে।
*
অ্যাম্বুলেন্সে পানি বাড়ছে।
ভেতরে হুড় হুড় করে পানি ঢোকা শুরু করবে। ড্রাইভিং সীটের পাশের জানালা পর্যন্ত ওয়াটার লেভেল পৌঁছানোর যা দেরি। হা করে খুলে রেখেছিল ওটা ড্রাইভার।
এখনও নিচের বিভিন্ন ফাঁকফোকড় দিয়ে পানি ঢুকছে – তবে তুলনামূলক ধীরগতিতে।
মরা নার্সের দিকে হাত বা পা বাড়ানোর চেষ্টা করে লাভ হল না – একেবারে ড্রাইভিং সীটের পেছন দিকে গিয়ে পড়েছে ও ইয়াসিরের ধাক্কার সময়। এদিকে প্রাণপনে চেষ্টা করেও বেডটাকে একচুল নড়াতে পারছি না। হাতও হ্যান্ডকাফে আটকে আছে।
নড়াতে পারার কথাও অবশ্য না – অ্যাম্বুলেন্সের ভেতর আস্ত বেড ঢোকাতে গিয়ে একেবারে টাই টাই করে ঢোকাতে হয়েছে। অতিরিক্ত একটা ইঞ্চি জায়গাও নেই। কাজেই বেড নড়িয়ে মৃত মেয়েটার কাছে গিয়ে চাবী উদ্ধারের চেষ্টা করে লাভ নেই।
বেশ গ্যাড়াকলেই পড়া গেছে!
ভবিষ্যত চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি – পানিতে সব কিছুর ওজন কমে যেতে পারে – কিন্তু লোহার এই খাটটা যেভাবে অ্যাম্বুলেন্সের সাথে এঁটে আছে – আমার কোন উপকার তাতে হবে না।
অ্যাম্বুলেন্সের ভেতরটা ভালো করে দেখলাম। কিন্তু কিছুই নজরে আসছে না যা কাজে দেবে।
অক্সিজেনের সিলিন্ডার একটা আছে বটে – তবে ওটা থেকে মেয়েটার লাশই কাছে!
মুক্তির জন্য ঝড়ের বেগে ভাবনা চলে মাথায়। কিন্তু বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না।
এরই মধ্যে উইন্ডো লেভেলে পানি চলে এসেছে – ড্রাইভারের খোলা জানালা দিয়ে খুব দ্রুত পানি ঢোকা শুরু করল।
সেই সাথে ঝট করে কাত হয়ে যায় অ্যাম্বুলেন্স। আড়চোখে একবার দেখি।
মেয়েটার লাশ আমার দিকে একটু এগিয়ে এসেছে – কিন্তু এখনও নাগালের বাইরেই।
আর শুরু হয়েছে বুকের জ্বলুনী। হেডফাইভ ইয়াসির সার্জিক্যাল নাইফ যেখানে গাঁথিয়ে দিয়েছিল তার চারপাশে মনে হয় নরকের সব প্রেতাত্মারা নাচছে। আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষার সময় নেই হয়ত ওদের।
বুক ভরে বাতাস নিতে থাকি আমি।
আরেকটু পর একেবারেই ডুবে যাবে অ্যাম্বুলেন্সটা। স্পষ্ট বুঝতে পারি এই শেষবারের মত বাতাস টেনে নিচ্ছি বুক ভরে, তারপর আর পাবো না। কেন জানি তবুও শান্তি লাগে না একটুও – কোন স্বাদ পাই না সেই বাতাসে।
ঝুপ করে ডুবে গেলাম।
ডুবে যাওয়ার সাথে সাথেই সামনের দিকটা উঁচু হয়ে যায় একটু। পানির নিচেই তাকিয়ে তামাশা দেখছি।
সামনের দিকটা উঠে গেল কেন? অক্সিজেন সিলিন্ডারগুলো ওপরের দিকে চাপ দিচ্ছে নাকি? আমার ভাবনা শুনলে যেকোন পদার্থবিজ্ঞানের শিক্ষক গাট্টা লাগাতেন সন্দেহ নেই – কিন্তু ব্যাখ্যার দিকে যাই না আমি আর।
অ্যাম্বুলেন্সের বক্রতায় নার্সের লাশটা সরে এসেছে এদিকে। সেই সাথে আমার নাক মুখ দিয়ে বেরিয়ে যায় বেশ কিছু বুদবুদ। ফুসফুসের রিজার্ভ প্রায় ‘এম্পটি’।
ডান হাতে মেয়েটার লাশ ধরে আরও কাছে টেনে এনে পাগলের মত চাবিটা খুঁজি।
কোথায় রেখেছে?
মেয়েটার কোমরে হাত পড়তেই থমকে যাই।
আমার গ্লকটা।
.40 ক্যালিবারের অস্ত্র দিয়ে পানির নিচে গুলি করা যায় না – বিস্ফোরিত হবে পিস্তলের ব্যারেল!
সাথে করে নিয়ে যাবে আমাকেও!
ভাগ্যকে ধন্যবাদ দেই – আমার গ্লকে মেরিটাইম স্প্রিং কাপ বসিয়েছিলাম গত বছর।
কাজেই নিখুঁতভাবে পানির নিচেও গুলি করা সম্ভব।
পাঁচ সেকেন্ড পরই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি আমি।
ওপরের দিকে উঠতে থাকি সাঁতরে।
বাতাসের অভাবে ফুসফুসটা ফেটে যাচ্ছে!


কোনমতে নিজের হাইডআউটে ফিরে এসেছি।
ডন রাবেকের মত ভয়ানক একজন মানুষের সেরা পাঁচজন অপারেটরকে কেউ সরিয়ে নিতে চাইছে। রহস্যটা আমার কাছে মোটেও স্পষ্ট নয়। মজার ব্যাপার হল – ডন রাবেক বা হেডফাইভের ধারণা কাজগুলো আমার।
এই তৃতীয়পক্ষটা কোথা থেকে আসল?
ঝট করে মাথায় একটা সম্ভাবনা দেখতে পাই – ঈশিতার আগমনকে কি ডন রাবেকের উচ্চপর্যায়ের লোকেরা মেনে নিয়েছে সহজভাবে? দলের জন্য কাজ করতে থাকা অনেকেই হয়ত রাবেকের পরে ডন হিসেবে অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল । অথচ বুড়ো বয়সে রাবেকের ভীমরতি ধরলো। নিজের টিন-এজ মেয়েকে সে এখন গ্রুম করে সিংহাসনে বসাবার পরিকল্পনা কষেছে। দলের ক’জন একে ভালো চোখে দেখছে?
হামলাগুলো করছে কে?
আরেকজন হেডফাইভ?
সম্ভাবনাটি উড়িয়ে দেবার মতো নয়।
মিনহাজকে খুঁজে বের করা দরকার। আর কোন আপডেট কি বের করতে পেরেছে কি না কে জানে!
সেকেন্ডারী ফোনটা হাতে তুলে নিলাম।
বাইরে থাকলে মাঝে মাঝেই মোবাইল ফোন হারানোর মত ঘটনা ঘটতে পারে – একটু আগে যেমনটা ঘটেছে! এখন অন্তত দুটো নাম্বার আমার নাগালে থাকে। একটা হারালে যেন আরেকটা দ্রুত ব্যবহার করতে পারি। এসব আমার বন্ধুদেরও জানা আছে।
বেয়াল্লিশটা মিসকল!
ফারিহা!
দ্রুত কলব্যাক করলাম।
‘হ্যালো, ফারিহা।’
‘রবিন!’ ফারিহার গলা একেবারে শান্ত। একেবারেই স্বাভাবিক।
‘কি হয়েছে?’ ভয়ের একটা অনুভূতি চারপাশ থেকে চেপে ধরে আমাকে। ও এত চুপচাপ কেন বেয়াল্লিশবার ফোন দিয়ে? ‘অ্যাই ফারিহা?’
‘এক ঘন্টা আগে আমাদের বাসার সামনে তিনটা গাড়ি এসেছিল।’ চুপচাপ শোনে ইরফান, ‘বাবাকে গুলি করেছে ওরা। ঈশিতাকে নিয়ে গেছে সাথে করে যাওয়ার সময়।’
ফোনের ওপাশের কথা শুনতে শুনতেই ঘুরে দাঁড়িয়ে একহাতে গ্লকটা আবার তুলে নিয়েছি আমি – হোলস্টারে ভরে হাঁটা শুরু করেছি দরজার দিকে। রাবেক এরই মধ্যে ঈশিতাকে কোথায় লুকিয়ে রেখেছি তা খুঁজে বের করে ফেলল?
‘রিজভী আংকেলের কি অবস্থা?’ ঝটপট জানতে চাই আমি। ফারিহার বাবা উনি। এঁর কাছেই রেখে গিয়েছিলাম ঈশিতাকে। আমার কারণে পরিবারটির ওপর আরও একবার একটা ঘূর্ণিঝড় নেমে এল!
‘জানি না। বাবার কিছু লোক বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।’ হঠাৎই কেঁদে ফেলে ফারিহা। শক কাটিয়ে উঠেছে যেন। ‘তুমি কোথায়, রবিন? আসো প্লিজ। তোমাকে খুব দরকার যে আমার!’
মিনহাজকে ফারিহার ঠিকানা দিয়ে মোটরসাইকেলটা ছুটাই পূর্ণগতিতে।
মাথা ভারী হয়ে আছে একগাদা দুশ্চিন্তায়। রিজভী আংকেলের মত চমৎকার একজন মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকাটা নিয়ে একধরণের কষ্ট আর নিজের একমাত্র জীবিত আত্মীয় ঈশিতাকে আরেকবার হারানোর ভয়ে মাথার ভেতর সব কিছু জট পাকিয়ে যায় আমার।
*
সেই পরিচিত বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছি আবারও।
ফারিহাকে কিডন্যাপ করার রাতে ওকে এখানেই ফিরিয়ে দিয়ে গিয়েছিলাম। এরপরে আরেকবার আসা হয়েছে ঈশিতাকে রাবেকের খপ্পর থেকে প্রথমবার মুক্ত করে। সেবারে এখানে সাতদিন ছিলাম। আহত অবস্থায়।
ফারিহা সেসময় সেবা করেছে প্রাণপণে! রাতে ঘুমায় নি – দিনে নিজেকে সময় দেয় নি বিশ্রামের। যেন এক মুহূর্ত আমাকে চোখের আড়ালে রাখলেই কেউ একজন এসে আমায় শেষ করে দেবে!
অথচ মেয়েটার সাথে বন্ধুত্বের বাইরে কিছুই নেই আমার। অজান্তেই বিভিন্ন দিক থেকে এই পরিবারটার সাথে বাঁধা পড়ে গেছি আমি আর ঈশিতা।
ফারিহা বাইরেই অপেক্ষা করছিল।
আমাকে দেখে এগিয়ে এল ক্লান্ত পায়ে। প্রায় একমাস দেখা হয় না আমাদের।
ফারিহার সুন্দর মুখটায় ক্লান্তির ছাপ – আর অনেকখানি বেদনা। বাবা ছাড়া ওরও কেউ নেই এই পৃথিবীতে – আমাকে আর ঈশিতাকে গোণার বাইরে রাখলে।
এক মুহূর্ত একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকি আমরা। তারপর আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরল মেয়েটা।
মুক্তোর মত কয়েক ফোঁটা পানি গড়ায় ওর গাল বেয়ে – ওপর থেকে দেখি আমি।
শক্ত একটা আলিঙ্গনে বাঁধি ওকেও – যেন বোঝাতে চাই আমার কাছে ও সম্পূর্ণ নিরাপদ।
সেই সাথে খোঁচাতে থাকে একটা অক্ষম ক্রোধ।
ফারিহা আমাকে তার সবচেয়ে প্রয়োজনের সময় পায়নি কাছে।
আস্তে করে ওকে ছেড়ে দিলাম কয়েক মিনিট পর।
‘আমাকে জানাও কি হয়েছিল ঠিক। একেবারে যেভাবে দেখেছ সব ঘটতে।’
ধীরে ধীরে বলতে থাকে ফারিহা।
ওর কথা থেকে জানা যায় – দুপুরে রিজভী আকন্দ হঠাৎ ফিরে আসেন বাইরে থেকে। ফারিহা আর ঈশিতা গল্প করছিল ভেতরে। বাবাকে অসময়ে দেখতে পেয়ে খুশি হয়ে ওঠে ফারিহা। জানতে চায় দুপুরে খাবে নাকি বাড়িতে, কিন্তু মি. রিজভী জানান সামান্য একটা কাজে এসেছেন। একটা ফাইল নিয়েই বেরিয়ে যাবেন। তারপর যখন বাইরের দিকে রওনা দিয়েছেন, এসময় বাইরে থেকে তিনটা গাড়ি এসে থামে। এবং নেমেই কোন রকম জানান না দিয়ে ফায়ারিং শুরু করে ওরা।
বাইরের সিকিউরিটি গার্ডরা পাল্টা আক্রমণ করেছিল – কিন্তু এরই মাঝে রিজভী আকন্দের পিঠে একটা বুলেট গেঁথে যায়
বাবাকে ‘বাই’ বলে দোতলায় উঠে গেছিল ফারিহা – ওখান থেকেই দেখতে পায় বাবাকে পড়ে যেতে। অবাক বিস্ময়ে ও লক্ষ্য করে একজন মানুষ ছুটে গেছে বাবার পাশে।
ঈশিতা।
ঈশিতাকে দেখেই অ্যাটাকিং প্ল্যান পাল্টে ফেলল আক্রমণকারীরা। সিকিউরিটি গার্ডদের দিকে কাভারিং ফায়ার ছোঁড়ে কয়েকজন – দুইজন এইফাঁকে এসে ঈশিতাকে ধরে সরিয়ে নেয় গাড়ির দিকে। দ্বিগুণ উৎসাহে গুলি ছোঁড়ে সিকিউরিটি গার্ডেরা – তবে ঠেকাতে পারে নি ওদের তবুও।
গাড়িগুলো চলে যেতে রিজভী আকন্দকে হাসপাতালের দিকে নিয়ে যায় ওরা।
‘তিনটা গাড়ির সাথে ফাইট করল কি করে তোমাদের সিকিউরিটি গার্ডেরা?’ একটু অবাকই হই আমি।
‘বলেছিলে তো ঈশিতার জীবন নিরাপদ না – সেজন্যই কড়াকড়ি বাড়িয়েছিল বাবা।’ চোখ মোছে ঈশিতা, ‘তবে আমার একটা ব্যাপার খটকা লেগেছে।’
‘কি ব্যাপার?’
‘বাবা কেবলমাত্র একটা ফাইল নিতে বাসায় ফিরবেন কেন? এতটুকু করে দেয়ার জন্য লোকের অভাব নেই।’
‘হুম।’ বলি শুধু।
আরেকটা মটরসাইকেলের শব্দে আমাদের দুইজোড়া চোখ ঘুরে যায় শব্দের উৎসের দিকে।
মিনহাজ।
*
ফারিহার দায়িত্ব মিনহাজকে দিয়ে এসেছি। কাজের কাজ করে এসেছে ছেলেটা।
আরেকজন হেডফাইভের নাম দিতে পেরেছে আমাকে।
প্রথম দুইজন হেডফাইভের মৃত্যুর পর এত অল্প সময়ে আরেকজন হেডফাইভকে পাওয়া যাবে বলে ভাবিনি।
ছুটে যাচ্ছি শ্যাওড়াপাড়ার দিকে।
সাদা রঙের একটা বাড়ি। মিনহাজ জানিয়েছে সিকিউরিটি থাকতে পারে কিছু।
সাবধানে বিল্ডিংটাতে ঢুকতে গিয়ে কারও সাথে ধাক্কা খেলাম।
ক্যাপ বাঁকা হয়ে গেল ছেলেটার।
‘সরি।’ জানালাম ছেলেটাকে। বয়সে আমার চেয়ে ছোটই হবে দুই একবছর। চেনা চেনা চেহারা।
‘ইটস ওকে ব্রাদার। ফিফটি পারসেন্ট ফল্ট ওয়াজ মাইন।’ একটু হেসে বলে বেড়িয়ে যায় ছেলেটা।
ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করি। হেডফাইভ মিলনকে পাওয়া যাবে তিনতলায়।
সিঁড়ি বেয়ে তিনতলাতে পৌঁছতেই ঘাড়ের পেছনের চুল দাঁড়িয়ে যেতে থাকে আমার। তিনতলার দরজার নিচ থেকে রক্ত গুড়িয়ে বেরিয়ে এসেছে বাইরে।
চট করে গ্লকটা বের করে ধাক্কা দেই দরজাটায় – আস্তে করে খুলে যায় পুরোটা।
ভেতরের দৃশ্য গা গুলানোর মতই – ঝাঁঝরা হয়ে গেছে অপরপাশের দেওয়াল। তারমাঝেই ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সাতটা লাশ। তাদের মাঝে কালো সানগ্লাসের পাশে পড়ে থাকা মানুষটাই হেডফাইভ মিলন।
সানগ্লাস ছাড়া কোথাও যায় না মিলন। দরজার ঠিক সামনের লাশটা থেকে রক্ত গড়িয়ে সিঁড়ি বেয়ে পড়ছে এখন।
গ্লকের গ্রিপে শক্ত করে আঙ্গুল চেপে বসে আমার। রাবেকের পেছনে কোন ট্রেইলই পাওয়া যাচ্ছে না!
তৃতীয় হেডফাইভকেও মৃত দেখতে পাচ্ছি চোখের সামনে!
বুঝতে পারছি দোরগোড়ায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে কেউ সাবমেশিনগান দিয়ে।
না – ধারণাটা পাল্টাতে বাধ্য হলাম। দুইহাতে দুটো অটোমেটিক পিস্তল দিয়ে গুলি করেছে আততায়ী এক্ষেত্রে। দেওয়ালের ক্ষতগুলো সেটাই বলছে।
একটু আগে ধাক্কা খাওয়া ছেলেটাকে কোথায় দেখেছি চট করে মনে পড়ে যায় আমার হঠাৎ। পিস্তল উদ্যত রেখেই চট করে ঘুরি যেদিক থেকে এসেছি সেদিকে।
সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে ছেলেটা।
একই সাথে একে অন্যের দিকে অস্ত্র তাক করি আমরা।
সময় যেন থমকে যায় আমাদের ঘিরে।


‘রাবেকের হেডফাইভদের মেরে ফেলছ তুমি। কেন?’ পিস্তল একচুল না সরিয়ে জানতে চাই আমি।
‘বাহ! তোমার তাই ধারণা?’ তিক্ত কন্ঠে বলে ছেলেটা।
‘ধারণা না করার কোন কারণ আছে কি? হেডফাইভ আখতার যেখানে মারা যায় তার পাশের বিল্ডিংয়ে সেই সময়েই দেখি আমি। লিফটে ঢুকে যাচ্ছিলে একটা মেয়ের সাথে। আসলে বোমা ডিটোনেট করার জন্য পাশের বিল্ডিংয়েই আশ্রয় নিয়েছিলে, তাই না? রেঞ্জের বাইরে যেতে চাওনি।’
‘একই কথা আমি তোমার ব্যাপারেও বলতে পারি, হুয়েভার ইউ আর! সেদিন একই বিল্ডিংয়ে দেখার পর আজ হেডফাইভ মিলনের মৃত্যুর পরও একই বিল্ডিংয়ে তোমার সাথে আমার দেখা হবে কেন?’
একমুহূর্ত চুপ হয়ে যাই দুইজনেই।
হঠাৎ ব্যাপারটা চোখে পড়ে আমার। বিস্ময়ের একটা ধাক্কা খাই ভেতরে ভেতরে।
‘তুমি হেডফাইভ আখতার। হেডফাইভদের তুমি মেরে বেড়াচ্ছ না।’ হাত নামাই আমি। আখতারের দিকে অস্ত্র তাক করে রাখার কোন মানে হয় না।
‘হেডফাইভদের ওপর হিটগুলো তোমার নেওয়া নয় – যদিও এখন বুঝতে পারছি তুমি কে হতে পার। দ্যা ফ্যান্টম বয়। ইরফান। অন্য সময় হলে তোমাকে এইমুহূর্তে গুলি করতাম। তবে এখন পরিস্থিতি আলাদা।’ একই সাথে সিদ্ধান্তে পৌঁছে আখতার। হাতের স্মিথ অ্যান্ড ওয়েসনের নাইন মিলিমিটারটা নামায় সেও। আবার নিস্তব্ধতা নেমে আসে সিঁড়িঘরে।
‘আমাদের কথা বলা দরকার।’ নিস্তব্ধতা ভাঙ্গি আমি নিজেই।
‘নিরাপদ একটা জায়গা প্রয়োজন।’ গাল চুলকাতে চুলকাতে পিস্তলটা হোলস্টারে রাখল আখতার।
‘জিয়া উদ্যান। এতটা নিরাপত্তা আশেপাশে আর কোথাও পাবে না। পিস্তলটা বেশ ভালো করে লুকিয়ে রাখো হে – এলাকা পুলিশে গিজ গিজ করে। ধরা পড়লে জবাব নেই। লেটস গো।’
নামতে থাকি আবার আমরা।
*
‘অবস্থা এমন হয়েছে – নিজেদের কাহিনী বলে ফেলাটাই মনে হচ্ছে একমাত্র চয়েজ।’ মুখ খুললাম পানির পাশে বসে। সতর্ক চোখ ঘুরে বেড়াচ্ছে চারপাশে। রাবেককে কোন বিশ্বাস নেই।
ধীরে ধীরে গত কয়েকদিনের কথা খুলে বলি আমি রাবেকের একজন ‘মৃত’ হেডফাইভকে। চুপচাপ সব শোনে আখতার।
‘অনেকগুলো ব্যাপার স্পষ্ট হল।’ এতটুকুই বলে শুধু।
তারপর সিগারেট ধরায় একটা।
অযথাই কাশি দেয় দুইবার।
বুঝতে পারি, সারাজীবন গোপনীয়তার মধ্যে থেকে অভ্যস্ত ‘রাবেকীয়’ মাফিয়ার কনিষ্ঠতম হেডফাইভ জীবনের প্রথমবার গোপনীয়তার খোলস ভেঙ্গে বের হয়ে আসতে চাচ্ছে। একটু অপ্রস্তুত হবে এমনটিই স্বাভাবিক। তাকে আমি সময় নিতে দিলাম।
কয়েক মিনিট উশখুশ করে শুরু করলো সে, ‘আমাদের হেডফাইভদের লোকেশন কম্প্রোমাইজড হয়ে গেছে – এই খবরটা আমার ওপর হিট নেয়ার আগেরদিন জানানো হয় আমাকে। খবরটা দিলো তিন্নি, বহুদিন ধরে একসাথে কাজ করছি আমরা। অন্য কেউ হলে খুব একটা পাত্তা দিতাম না।’ অযথাই জোরসে সিগারেটে কয়েকবার টান দিল আখতার, ‘ওর কথাতে বিশ্বাস করতে পারিনি। তবে একেবারে উড়িয়ে দিতেও পারিনি। ডন রাবেক নিরাপদে থাকেন কারণ ওকে আমরা নিরাপদে রাখি। আর এই একটা কথার গুরুত্ব বুঝতে পারছ তো?’ আমার দিকে তাকিয়ে জানতে চায় আখতার।
‘হুম। তোমাদের নিরাপত্তার কথাই রাবেক সবার আগে ভাববে। যেহেতু তোমাদের কাওকে চিনে ফেললে অ্যানিহাউ ব্রেক করে ছাড়বে শত্রুপক্ষ।’
মাথা দোলায় আখতার, ‘রাইট। কিন্তু আমাদের লোকেশন কিভাবে ছড়িয়ে যাচ্ছে তাহলে? মধ্যরাত পর্যন্ত তবুও দলের অনেকের সাথে কথা বললাম। দেখার চেষ্টা করলাম কোন লীক আছে কি না। তেমন মনে হলো না। ইনফর্মার মেয়েটার কথা ভুল ধরেই নিয়েছিলাম। কিন্তু সেদিন মনে হল কাছ থেকে ব্যাপারটা টেস্ট করে দেখা যেতে পারে। একই সাথে দুটো বিল্ডিং নিলাম। অফিসকে জানালাম একটি বাসার ঠিকানা। আমাদের ব্যাপারগুলো সরাসরি ডন রাবেকই হ্যান্ডেল করেন। যাই হোক – পাশের বিল্ডিংয়ে অপেক্ষা করতে করতে অর্গানাইজেশনের কিছু কাজ সেরে ফেললাম আমি আর তিন্নি। তারপর সেখান থেকে বের হতে গিয়ে দেখলাম লিফট থেকে তোমাকে বের হতে – যদিও তখন সন্দেহ করিনি কিছু।’
একটু হাসল দুইজনই। আবার বলতে শুরু করে আখতার, ‘আধঘন্টার মাঝে গাড়িগুলো এসে একেবারে সাফ করে ফেলল আমার লোকেদের! বোমাটা আগেই পেতে রেখেছিলাম – এরকম সিচুয়েশন দেখা দিলে নিজের মৃত্যুটা সাজানোর জন্য। সময় হতেই ফাটিয়ে দিলাম পাশের বাসার গ্যারাজে দাঁড়িয়ে।’
‘আরেকটু হলে আমাকে সহই ফাটিয়ে দিয়েছিলে!’ গোঁ গোঁ করে বলি আমি।
‘সরি।’ আখতারের হাসির মাঝে অবশ্য দুঃখের কোন লক্ষণ দেখা যায় না – একঝিলিক কৌতুক উঁকি দেয় শুধু। ‘যাই হোক – এরপরদিনই শুনলাম হেডফাইভ ইয়াসিরের মৃত্যু। অ্যামবুশ। গানফাইট। দুইয়ে দুইয়ে চার মেলালাম তখনই। তিন্নি যখন সাবধান করেছিল, তখন ভেবেছিলাম তোমার ব্যাপারে। রাবেকের সাথে তোমার চুলকানির কারণটা হেডফাইভেরা জানে। কিন্তু ঘটনা দুটোর পর বুঝলাম কাজটা তোমার না। একা চল তুমি। তিন বহর গাড়ি নিয়ে হামলা দেয়াটা ঠিক তোমার সাথে যায় না।’
‘আর আজকের ব্যাপারটা?’ আবার প্রসঙ্গে ফিরে আসি আমি।
‘যাদের সাথে এখনো ভালো সম্পর্ক আছে এমন মানুষজনের সাথে দেখা করলাম। হেডফাইভ মিলনের ঠিকানাটা জোগাড় করে এসেছিলাম তার সাথে দেখা করতে। এসে দেখলাম কাজ হয়ে গেছে।’
মাথা নামায় আখতার। আবার তুলল মিনিট দুই পর। সিগারেটটা সামনের পানিতে ফেলে দেয় ছুঁড়ে।
‘কিভাবে বুঝলে?’ বিশেষ কিছুর প্রতি ইঙ্গিত না করলেও কিসের কথা জানতে চাইছে বুঝতে পারি আমি।
‘ভেতরের তান্ডবটা মেশিন পিস্তল দিয়ে ঘটানো হয়েছে। তোমার হাতে ছিল একটা এস অ্যান্ড ডব্লিউ। তাহলে – খুনগুলোর সাথে তুমি জড়িত না। অথচ, আখতারের বাসার পাশে তোমাকেই দেখেছি। যার অর্থ একটাই হতে পারে – আখতার তুমি নিজেই।’
একটু হাসল আখতার।
‘থার্ড পার্টির ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।’ মাথা নাড়ে আখতার। ‘কে জানবে আমাদের ব্যাপারে?’
‘ডন রাবেক।’ জানিয়ে দিলাম ওকে আমার ধারণা।
‘নেভার।’ তীব্র আপত্তি জানায় আখতার, ‘ডন রাবেকের নিরাপত্তা আমরাই নিশ্চিত করি। আমাদের ছাড়া অর্গানাইজেশন চলবে কি করে?’
‘হয়ত তোমাদের অজান্তেই আরও পাঁচজনকে প্রস্তুত করে ফেলেছে ও। যারা রাবেকের লোকেশনও জানবে না। রাবেক ছাড়া আর কারও পক্ষে সম্ভব না একে একে সব হেডফাইভের ব্যাপারে জানার। বাই দ্যা ওয়ে – তুমি কি রাবেকের লোকেশন জানো?’
আইডিয়াটা কিছুটা হলেও ধরল আখতারকে এবার।
‘না। শেষ বার আমি আপডেট দেয়ার পর রাবেক নিজের লোকেশন নিয়ে কিছু বলেনি। হেডফাইভকে নিশ্চিহ্ন করে দেয়াটা রাবেকের প্ল্যান হলেও হতে পারে। কিন্তু সেখানে উদ্দেশ্যটা কি?’
‘খুবই সাধারণ। হেডফাইভের সাথে ডন রাবেকের একটামাত্র প্রশ্নেই অবিশ্বাস। ডন রাবেক এখন কিংবা আগে এই পদ্ধতিতে অর্গানাইজেশন চালিয়ে নিরাপদ থাকতে পারে – কিন্তু আমার স্কিলের ব্যাপারে রাবেকের চেয়ে ভালো কেউ জানে না। আর আমি হয়তো খুঁজে বের করে ফেলতে পারি হেডফাইভদের – এবং সেখান থেকে রাবেককে। কাজেই তার একমাত্র উইকপয়েন্ট ছিলে তোমরা। হেডফাইভস। নতুন কোন পদ্ধতি অর্গানাইজেশন চালানোর কথা হয়ত রাবেক ভেবেছিল – কিন্তু সেটা তোমাদের সরিয়ে দেয়ার পরই বাস্তবায়ন করা হত হয়ত।’
আমার কথাতে আখতার কিছুটা প্রভাবিত হল বলেই মনে হয়।
‘যাই হোক – আমাদের তিনজন হেডফাইভের ওপর আক্রমণ চালানো হয়েছে। আর দুজনের সাথে দেখা করাটা জরুরী।’ উঠে দাঁড়ায় আখতার।
ওকে স্তব্ধ করে দেই আমি একটামাত্র বাক্য উচ্চারণ করে, ‘তিন নয়, আখতার। চারজন।’
আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আখতার।
‘আমার সাথে আসতে পারো। একজন পুরোনো সহকর্মীর সাথে দেখা করবে।’


টর্পেডোর মত ফ্রন্ট বাম্পারের ধাক্কায় গেইট উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে গাড়িটা – তবে থামে না।
স্টিয়ারিং হুইলের পেছনে কালো সানগ্লাসে চমৎকার লাগছে আখতারকে।
চলন্ত অবস্থাতেই একহাত স্টিয়ারিংয়ে রেখে অন্যহাতে ধরে থাকা ক্যালিকো এম-নাইনসিক্সটিটা থেকে ফুলঝুরির মত গুলি বর্ষণ শুরু করে ও।
বিশাল বাগান বাড়িটা স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিকিউরিটি গার্ডেরা অতর্কিত হামলায় চমকে উঠলেও খুব দ্রুতই সামলে নিতে থাকে। অর্ধেক গার্ড এতক্ষণে শুয়ে পড়েছে অবশ্য প্রাণহীন দেহে। কিন্তু বাকিরা দ্রুত কাভার নেয়ার চেষ্টা করল।
বিশাল একটা চক্কর দিয়ে আবার ফিরে আসতে থাকে আখতার গাড়ি নিয়ে – এর মধ্যে রিলোড করে ফেলেছে।
বাড়িটার ছাদের একটা মূর্তিকে দেখা যায় – হাতে বাজুকা নিয়ে আখতারকে টার্গেট করার চেষ্টা করছে। কারবাইনটাকে সিঙ্গেল শটে নিয়ে একটা মাত্র গুলি খরচ করলাম ওদিকে।
প্রাচীরে গা ঢাকা দিয়ে এতক্ষণ অবস্থা যাচাই করছিলাম।
আখতার দারুণ দেখাচ্ছে। আরেকটু কমে আসলেই ভেতরে ঢুকে যাব আমরা।
বেড়ার ওপর থেকেই একের পর এক গুলি চালিয়ে রাবেকের সৈন্যদের বেড়া পার করতে থাকি আমরা।
‘ডান। চল ঢোকা যাক।’ আখতারের কন্ঠ স্পষ্ট শুনতে পাই রেডিওতে। ওপর থেকে নেমে আসলাম।
ক্লোজ রেঞ্জে আমার কারবাইন কোন কাজে আসবে না। আখতারের গাড়িতে অস্ত্রটা রেখে গ্লকটাই বের করলাম।
নাঈমকে ধন্যবাদ; এত অল্প সময়ের নোটিশে আমাদের চাওয়া প্রতিটি অস্ত্র ম্যানেজ করে দিয়েছে। অবশ্য চোরাকারবারীর অস্ত্র ব্যবসায় নাঈমের সমকক্ষ কেউ নেই বাংলাদেশে।
সিংহদরজাটার দুই কবাটে ধাক্কা দিই আমরা দুইজন। তবে ধাক্কা দিয়েই ঢুকে পড়লাম না, বরং সরে গেলাম দুইপাশে।
এখন ভেতর থেকে প্রাণের সুখ মিটিয়ে গুলি চালাচ্ছে রাবেক বাহিনীর অবশিষ্টাংশ।
কান পেতে কিছুক্ষণ গুলির ধরণ আর প্রকৃতি বুঝার চেষ্টা করি। তারপর দরজার এপাশের প্রান্ত থেকে আখতারকে ইঙ্গিতে দেখাই, ‘তিন’।
মাথা ঝাঁকাল আখতার।
ভেতরের শব্দ থেমে গেছে। প্রথমে দরজা খোলার সাথে সাথেই ইন্সট্যান্ট রিঅ্যাকশন দেখিয়ে ফেলেছিল, এরপর বুঝে শুনে গুলি চালাবে ওরা। কয়েকটা মুহূর্ত ভাবলাম, একটা গেম-প্ল্যান প্রয়োজন। একসাথে তো আর তিনজনকে সামলানো সম্ভব নয়!
বুঝতে পারলাম কী করতে হবে। গুলির শব্দ কোন দিক থেকে এসেছিল তা মনে করলাম আরেকবার, আশা করি আমার ধারণা সঠিক। বিশাল দরজাটার তিনদিকে তিনজন বসে আছে। মানে অ্যাংগেল বানিয়ে নিলে একবারে একজন করে পাওয়া সম্ভব। সামান্য সরালাম আমার চোখ। আস্তে আস্তে শূন্য ডিগ্রী অ্যাংগেল থেকে এক দুই তিন – চার ডিগ্রী অ্যাঙ্গেলে যেতেই একজন মানুষের অংশবিশেষ দেখতে পেলাম। বাম হাতে গ্লকটা তুলে শুধু হাত লম্বা করে ওদিকে দুটো গুলি পাঠিয়ে দিতেই ভেতর থেকে কাতর আর্তনাদ ভেসে আসল।
আমার পদ্ধতি ফলো করে আরেকজনকে ফেলে দিয়েছে আখতার ক্যালিকোর বর্ষণে।
এবার আখতারকে সংকেত দিয়ে দুইজনই গড়িয়ে ভেতরে ঢুকে গিয়ে হাঁটু গেড়ে বসে একযোগে গুলি চালাই তৃতীয় ডিফেন্ডারের ওপর, গুলির ধাক্কায় মাটি ছেড়ে উঠে গেল মানুষটার পা। এই শরীরটা আছড়ে পড়তেই চারপাশটা চুপচাপ হয়ে যায়।
তারপরই তালির শব্দ।
দোতলায় উঠে গেছে ডুপ্লেক্স বাড়িটার সিঁড়িটা। দুই হাতে হাত তালি দিতে দিতে সেখানে দাঁড়ায় একজন মানুষ।
রাফসান বেগ কবীর ওরফে রাবেক!
ডন রাবেক।
*
আখতার আর আমি দাঁড়িয়ে ছিলাম হাসপাতালে। জিয়া উদ্যান থেকে চলে এসেছি সরাসরি এখানে।
ফারিহা আমাকে একবার জড়িয়ে ধরল শুধু।
ওর কাছে রিজভী আকন্দের শরীরের অবস্থা জেনে নেই। জ্ঞান ফিরেছিল উনার। এখন আবার ঘুমাচ্ছেন।
তবে ডাক্তার বলেছে প্রাণের ভয় আর নেই। তবে তাঁকে নড়াবারও জো নেই। দুর্বল শরীর, রক্তক্ষরণ কম হয়নি। বয়েসটাও তো দেখতে হবে! এখনও নাকি আরেকব্যাগ রক্ত দিতে হবে অন্তত। আর এখানে দুই সপ্তাহ চেক-আপের মধ্যে থেকে বাড়ি ফিরেও যেতে পারবেন।
‘ফারিহা?’ ইতস্তত করে বলেই ফেললাম, ‘একটু বাইরে অপেক্ষা করবে?’
ফারিহা কোন প্রশ্ন না করেই বাইরে চলে গেল। মেয়েটার এই গুণটা আমাকে আকৃষ্ট করে। অহেতুক প্রশ্নের মধ্যে সে নেই। ঘটনার গভীরতা এবং তাৎপর্য বোঝে।
ফারিহা বের হতেই চোখ মেললেন ‘মৃত-প্রায়’ এবং ‘ঘুমন্ত’ মি. রিজভী, ‘থ্যাংকস আ লট, রবিন। মেয়ের সামনে জীবনে মুখ দেখাতে পারতাম না আমি। বাবা হিসেবে আমাকে অনেক উঁচুতে স্থান দেয় মেয়েটা।’
‘একজন হেডফাইভ হতে পারেন কিন্তু মানুষ হিসেবে আপনি আসলেই অসাধারণ , স্যার।’
না বলে পারলাম না আমি, মানুষটা কথা রাখতে জানেন। ‘রাবেকীয়’ মাফিয়ার একেবারে উচ্চপর্যায়ের মানুষ হয়েও ঈশিতাকে সত্যিকার অর্থেই প্রটেকশন দিয়েছিলেন তিনি এতদিন। আমার ব্যাপারে জানার পরও আমাকে আশ্রয় দিয়েছিলেন। মেয়ের প্রতি অপার স্নেহও এর একটা কারণ হতে পারে!
‘আপনারা দুইজনই শেষ হেডফাইভস।’ আবার বলি আমি, ‘রাবেকের প্ল্যান ছিল আপনাদের সরিয়ে ফেলার। ঠিক যেমন আমার প্ল্যান ছিল আপনাদের কাওকে ব্রেক করে রাবেকের লোকেশন জানার। লোকটার মাথা ভয়ানক চালু। আমার প্ল্যান গেস করে আগেই অ্যান্টি-প্ল্যন করে ফেলেছে!’
রাবেকের প্রশংসা বাধ্য হয়েই করতে হল আমাকে এখানে।
‘আখতার বেঁচে গেলে কিভাবে? সবাই তোমার মৃত্যুর খবর জেনেছি। একদিন শোকও পালন করা হয়েছে তোমার জন্য।’ বিস্ময় চেপে শুধু জানতে চান মি. রিজভী।
‘বিশাল ইতিহাস, মি. রিজভী।’ এড়িয়ে যায় আখতার প্রশ্নটা, ‘ডন রাবেক আমাদের সরিয়ে দিতে চাইছে। এবার আমাদের প্ল্যান কি হওয়া উচিত?’
‘কাজটা রাবেকের সেটা আমার ওপর অ্যাটাক হওয়ার পরই বুঝতে পেরেছিলাম।’ দীর্ঘশ্বাস ফেলেন রিজভী, ‘আর পঞ্চম হেডফাইভের কি হল?’
‘আমাদের ধারণা পঞ্চম হেডফাইভ রাবেক নিজেই।’ জানালাম আমি, ‘কারণ আপনারা চারজন একে অন্যকে চিনলেও পঞ্চম হেডফাইভকে কেউ চেনেন না। রাবেক না হয়ে যায় না সেটা। এখন রাবেকের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চান বলুন।’
আমরা দুইজনই তাকিয়ে থাকলাম দূরদর্শী মানুষটার দিকে।
‘অ্যাটাক অ্যান্ড ডেস্ট্রয় হিম। এরকম একটা ঘটনার পর একটা ফ্যামিলিতে আর বিশ্বাসের জায়গা থাকতে পারে না।’
‘আমারও একই মত, মি. রিজভী।’ বলল আখতার।
বাইরে বেরিয়ে ফারিহার কাছ থেকে বিদায় নিলাম আমি, ‘ঈশিতাকে নিয়েই ফিরব আমি।’
কথা দিলাম ওকে।
চলে আসার সময় ওর বড় বড় চোখদুটোতে কিছু একটা দেখতে পাই আমি। ভালোবাসা?
*
হাত তালি থেমে গেল রাবেকের।
লোকটার সাহস দেখে অবাক হলাম আমি। কোন ভয় নেই এর জীবনের।
মাত্র পঞ্চাশ ফিট দূরে আমরা দাঁড়িয়ে আছি – তাও কী সাবলীলভাবেই না কথা বলা শুরু করে রাবেক!
‘কংগ্র্যাচুলেশন্স! এই পর্যন্ত আসতে পেরেছ। তোমাদের মনে থাকবে আমার। যেটুকু জানার জন্য এখনও এখানে দাঁড়িয়ে আছি – আমাকে বার বার খুঁজে পাচ্ছ কিভাবে , রবিন? হাজার ভেবেও ব্যাপারটা বুঝতে পারিনি।’
‘মায়ের রক্ত লেগে আছে আপনার হাতে। খুঁজে না পেয়ে উপায় আছে? একটা অস্ত্র তুলে নিন হাতে, রাবেক।’ হুংকার ছাড়ি আমি।
রাবেককে খুন করে ফেলার জন্য সামান্য একটা ছুতোই দরকার আমার।
‘সেই আশা পূর্ণ হবে না তোমার, রবিন। আমাদের মাঝে কেউ মারা গেলে সেটা তুমিই হতে যাচ্ছ। ঈশিতাকে বের করে ফেল কিভাবে বার বার – এই কৌতূহল মেটাবার সম্ভাবনা নেই সেটা জানা ছিল আমার। তবুও দেখা করার জন্য একটু থামলাম। দেখাসাক্ষাৎ আমাদের সম্প্রীতি বাড়িয়ে তোলে, রবিন। আফটার অল, আমি তোমার বাবা। দেখা হল – কাজেই …’
দুই আঙ্গুলে টাটা দেখিয়ে সিঁড়ির মাথা থেকে অদৃশ্য হয়ে যায় রাবেক।
একই সাথে বাড়িটা হাল্কা কেঁপে – বাইরের শব্দটাও অতি পরিচিত আখতার বা আমার।
দৌড়ে ওপরে উঠতে থাকি আমরা।
ছাদের দরজাটা খোলা। সেদিক দিয়ে ঢুকতেই মাত্রই উঠে যেতে দেখা গেল কুটিল গডফাদারকে।
অপেক্ষমাণ হেলিকপ্টারটা তার রোটর ঘোরাচ্ছে পূর্ণগতিতে। সেটা নয় – ভেতরে বসে থাকা ঈশিতাকে দেখে হৃৎপিন্ডটা গলার কাছে উঠে আসতে চায় আমার।
একই সাথে আমাকে দেখলো ঈশিতা – ওর বিষন্ন মুখে একটা হাসির রেখা এতদূর থেকেও দেখতে পাই আমি।
একপাশে বসে থাকা মেশিনগানার তার মেশিনগানের নল আমাদের দিকে ঘোরাতে শুরু করেছে ততক্ষণে।
হেলিকপ্টারটা ছাদের সারফেস থেকে উঠতে শুরু করে – একবুক আশা নিয়ে দেখলাম মেয়েটা আচমকা লাফ দিয়েছে! ছাদের ওপর পড়লো ঈশিতা, উচ্চতা একেবারে কম ছিল না, উঠে দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেল। একঝটকায় গ্লকটা বের করে ম্যাগাজিনের তেরটা গুলির প্রতিটি পাঠালাম কপ্টারের দিকে। রাবেককে থামাতে হবে।
আখতারের হাতের ক্যালিকো সাবমেশিনগানটাও গর্জে ওঠে আরেকবার – একই সাথে ফুলকি দেখা যায় কপ্টারের মেশিনগানের নলের সামনে।
ডাইভ দিয়ে ভেতরে চলে আসি আমি।
ঈশিতার কাছে ছুটে যাওয়ার জন্য ভেতরটা আকুলিবিকুলি করছিল, তবুও মাথাটা নামিয়ে রাখতে হলো। বাইরের তান্ডবের শব্দ থামার বিরাম নেই।
অবশেষে থামলো গুলির শব্দ। রোটরের শব্দ দূর থেকে দূরে চলে যাচ্ছে। ছুটে বের হয়ে এলাম ছাদে।
শুয়ে আছে আখতার। নিষ্প্রাণ দুই চোখে শূন্যতা।
প্রয়োজন ছিল না – তবুও পালস চেক করলাম। নেই।
দূরে ছাদের মাঝে বসে আছে ঈশিতা। চারপাশে পড়ে আছে মেশিনগান শেল।
ওকে গিয়ে ধরি আমি, ‘ঠিক আছিস?’
কিছু না বলে আমার কাঁধে মুখ লুকোয় ঈশিতা। একদিনে যথেষ্ট হয়েছে ওর জন্য।

পরিশিষ্ট
‘রবিন?’
পেছন থেকে রিজভী আকন্দের গলা শুনে ফিরে তাকালাম।
ধীরে ধীরে হাঁটতে পারেন এখন তিনি। এগিয়ে গিয়ে তাঁকে সাহায্য করলাম রেলিংয়ের কাছে আসতে।
ছাদে দাঁড়িয়ে ছিলাম। চাঁদ দেখছিলাম একাকী। আবারও ফিরে এসেছি রিজভী সাহেবের বাড়িতে।
‘আমি সত্যিই দুঃখিত। কিন্তু আমারও কালো অতীত আছে একটা। জানোই তো – সবারই থাকে।’ ক্ষমাপ্রার্থনার সুরে বলেন রিজভী আকন্দ।
‘আপনার নীতিতে আপনি ঠিক ছিলেন – এটুকুই আমার জন্য যথেষ্ট, স্যার।’ আর কথা বাড়াতে দেই না উনাকে।
‘ফারিহা আর ঈশিতা ঘুমাচ্ছে।’ জানালেন তিনি।
‘এখান থেকে আগামীকালই সরিয়ে নেব ওদের। আপনাকেও, স্যার। রাবেকের কাছ থেকে এখন কেউ নিরাপদ না।’
একয়দিন আমি এখান থেকে নড়িনি। অন্য কারও ওপর ওদের নিরাপত্তার ভার দিয়ে আর নিশ্চিত হতে পারছি না।
দুইজনই কিছুক্ষণ চুপ করে রাতের কালো আকাশ দেখি।
‘ইয়াসির তোমাকে পেয়েও মেরে ফেলার অর্ডার কেন পেল না রাবেকের কাছ থেকে – ব্যাপারটা আমার কাছে স্পষ্ট নয়।’ হঠাৎ বলেন মি. রিজভী।
‘রাবেক চেয়েছিল একঢিলে দুই পাখি মারতে, স্যার। ইয়াসির আর আমি এক গাড়িতে ছিলাম তা জানা ছিল ওর।’
‘কিভাবে বুঝলে আমিও একজন হেডফাইভ?’ জানতে চাইলেন অবশেষে প্রশ্নটা।
‘ফারিহার বর্ণনা স্যার। তখনও অ্যাটাকটাকে থার্ড পার্টির বলে মনে করছিলাম। কিন্তু আপনাকে দেখা মাত্র শূট করা আর ঈশিতাকে দেখে আক্রমণের ধরণ পাল্টে ওকে সাথে করে নিয়ে যাওয়ায় বিষয়টা খটকা লাগে আমার। নিশ্চিত হই ওটা রাবেকের কাজ।’
‘কিন্তু তোমার তো ভাবার কথা ছিল ঈশিতার জন্যই এসেছে রাবেকের লোকেরা। আমাকে হেডফাইভ কেন ভাবলে?’
‘আপনার রুটিন পাল্টে যাওয়াতে। নিজেই ফাইল নিতে চলে এসেছেন দেখে অবাক হয় ফারিহা। তখনই সন্দেহটা হল। নিশ্চয় রাবেক নিজেই বলেছিল আপনাকে ওটা আনতে? এমন কিছু যা আনতে হলে আপনাকেই বেরুতে হবে। কর্মচারী দিয়ে আনা যাবে না। খুব গোপনীয় কিছু, যা থাকতে পারে একজন হেডফাইভের বেডরুমের লকারে। যাতে আপনার লোকেশনটা জানাতে পারে ও তার কিলারদের?’
‘হুঁ। চীপ বাস্টার্ড।’ রেইলিংয়ে থাবা দেন রিজভী আকন্দ।
তারার আলোতে দাঁড়িয়ে থাকি দুইজন মানুষ – মতাদর্শের পার্থক্য থাকলেও নীতিগত দিক থেকে যাদের চিন্তা ভাবনা একরকম।
জীবনটাকে হঠাৎই বড় অদ্ভুত বলে মনে হতে থাকে আমার!

আমি ইরফান


অফিস থেকে বের হতেই অসংগতিটা ধরা পড়ল।
ঢোকার সময় চারপাশে নজর বুলিয়ে ঢোকা অভ্যাসে পরিণত হয়েছে আমার।
মোড়ের একমাত্র চায়ের দোকানটায় একটা মুখ দ্বিতীয়বার দেখলাম। যখন ঢুকি তখনও ভর্তি ছিল দোকানটা। সবগুলো মুখের দিকে একবার নজর দিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। এখন বের হয়েও তখনকার একজন মানুষকে দেখলাম বসে থাকতে। টাকমাথা – পেটানো স্বাস্থ্যের সাথে অভিব্যক্তহীন মুখ। ধরণটা অনেকটা পেশাদার খুনীদের মত।
আমার ওপর নজর রাখছে?
অর জাস্ট হ্যাপেনড টু বি দেয়ার?
নিশ্চিত হওয়ার উপায় নেই। তবে সতর্কতার মাত্রা বাড়ালাম।
ধীরে ধীরে মেইন রোডের দিকে এগুচ্ছি। বাম হাতে অবিচলভাবে ধরে রাখা স্যুটকেসটা হাঁটার তালে অল্প অল্প দুলছে। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি কাছেই। আমি আর ঈশিতা – দুইজন মানুষ।
ভালোই চলে যায়।
বাসে উঠে পড়লে পাঁচ মিনিটে পৌঁছে যাব।
চাকরীটাও ছোট্ট। তবে বেআইনী কিছু নয়। ওই পথ থেকে সরে এসেছি প্রায় একবছর হয়ে গেল।
ফারিহার সাথে তখন থেকেই পরিচয়। ওকে কিডন্যাপ করার কথা ছিল আমার। ওই কেসে প্রাণবিপন্ন হয় ঈশিতার। শেষ মুহূর্তে কোনভাবে ঈশিতাকে ওখান থেকে উদ্ধার করার পরই সিদ্ধান্ত নেই – এই পথে আর না। আমার এই জীবন যে কেবল আমার নয়, ঈশিতার জীবনকেও দুর্বিপাকে ফেলতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।
তবে আজকের এই অসঙ্গতিটা চোখে আটকে চিন্তায় পড়ে গেলাম। আমার অতীত থেকে ফিরে আসা কেউ কি এখনও খুঁজে বেড়াচ্ছে আমাকে? মেইন রোডে উঠতে উঠতে মোবাইলটা পকেট থেকে বের করলাম। মিরর অ্যাপটা চালিয়ে দুইসেকেন্ডের জন্য পেছনটা দেখে নেই।
পেছনে লেগে আছে টাকু।
কোন কিছু খেয়াল করিনি এভাবেই রাস্তায় দাঁড়ালাম। যেন বাস আসলেই উঠে যাব।
পেছনের টাকমাথা কিছুটা দ্বিধায় ভুগছে, এখন দাঁড়ালে আমার সন্দেহ জাগবে। আর আমাকে পার করে হেঁটে গেলে আমি বাসে উঠে ভ্যানিস হয়ে যাব।
ওর দোটানা বুঝে মনে মনে হাসলাম।
বাস এল।
উঠে পড়তেই আস্তে করে ছেড়ে দেয় বাস।
চলন্ত বাসটার সাথে পাল্লা দিয়ে দৌঁড়ে কোনমতে বাস ধরে টাকমাথাও।
‘কাঁঠালের আঠা’টাকে খসানোর প্ল্যান আমারও আপাতত নেই। একে ঠেসে ধরতে হবে সুবিধেজনক কোন স্থানে।
আমার বাসা যেখানে সেখানে নামলাম না আমি। অস্থিরতা লক্ষ্য করা যায় টাকুর চেহারায়, পাকা খবর নিয়েই এসেছে তাহলে। বাসের হাতল ধরে দাঁড়িয়ে আছে।
আরও পাঁচমিনিট পর টাকুকে পাশ কাটিয়ে নেমে পড়লাম।
টাকমাথা নামে না।
ধীরে সুস্থে উলটো দিকে হাঁটছি।
যেদিকে আমার বাসা।
মিরর দিয়ে আরেকবার বাসটাকে দেখলাম।
আবারও থেমে গেছে ওটা আমার চল্লিশ ফিট পেছনে। হন্তদন্ত হয়ে লাফিয়ে পড়ে টাকু আবারও।
আবার আমার দিকে ধীরে ধীরে এগোয়।
প্রেম এরকমই হওয়া উচিত- মনে মনে না ভেবে পারলাম না।
যত যাই হোক ছুটানো যাবে না একে। পুরোদস্তুর সুপার-গ্লু!
স্যুটকেসটা হাতবদল করে নিয়ে গলিতে ঢুকে পড়লাম এবার আমি।
বামদিকের টিনশেড বাসাটার বাইরের দরজাটা খুলে ভেতরে ঢুকে গেলাম। এরকম বাসাগুলোতে বেশ কয়েকটা পরিবার থাকে। বাইরের দরজা এজন্য সবসময়ই থাকে খোলা। দরজার একচিলতে ফাঁক দিয়ে পরিস্থিতি দেখি আমি। দুই মিনিট পরই কাঙ্খিত ফলাফল পাওয়া গেল।
বড় বড় দম ফেলতে ফেলতে টাকমাথা বুলেটের মত ঢুকে পড়ল গলিতে।
জোর পা চালাচ্ছে গলি ধরে সামনের দিকে। গলিতে আমাকে না পেয়ে শেষমাথায় গিয়ে দেখতে চায় নিশ্চয়!
দরজা খুলে আস্তে করে বেরিয়ে আসি আবার।
তবে এবার আমিই ওর পেছনে!
ফোঁস ফোঁস করে নিশ্বাস নিতে থাকা আমার ‘অন্ধভক্তের’ টাকমাথায় স্যুটকেসটা সবেগে নামিয়ে আনতেই গুঙ্গিয়ে উঠে ফিরে তাকায় লোকটা। অনায়াসে বাম হাতের এক আপার কাটে নাকের ব্রীজ ভেঙ্গে দিলাম।
বহুদিন এসব কাজে নামা হয় না বলে খুব যুতসই হল না আঘাত।
আমার ওপর ঝাঁপিয়ে পড়ে মুখ বরাবর মুষ্ঠিবদ্ধ হাতটা চালায় টেকো।
দ্রুতমাথা নামিয়ে আঘাতটা এড়িয়েই টেকোর অরক্ষিত বুকটায় দ্রুতবেগে কয়েকটা ঘুষি বসিয়ে দেই।
বুকে হাতুড়ির বাড়ি পড়েছে যেন! দু’পা পিছিয়ে যায় পিছু নেওয়া মানুষটা।
বিপুল উদ্দমে আবারও ছুটে এল। তার উৎসাহ দেখবার মত! বাতাস কেটে শরীর ঘুরিয়ে নেই আমি, সেই সাথে বিশেষভঙ্গীতে কনুই ভাঁজ করে ফেলেছি।
উড়ে এসে কনুইয়ের ওপর পড়ল টেকোর বুক। পূর্ণগতি নিয়ে কনুইয়ের সুক্ষ কোণায় এসে পড়ায় চাপটা মূলত পড়ল একটা বিন্দুতে।
পাঁজরের হাড় ভাঙ্গার বিচ্ছিরি শব্দটা মনে হয় গলির শেষ মাথা পর্যন্ত পৌঁছে গেছে।
সেই সাথে গতি জড়তা কাজে আসতে না পারায় দুই পা শুন্যে উঠে গেছে ফলোয়ারের – এক মুহূর্ত পরেই দড়াম করে মাটিতে আছড়ে পড়ল।
দেরী করে কাজ নেই।
ম্যাটাডোর কলমটা ঝটপট বের করে মানুষটার হাতের তালুতে গেঁথে দিতেই আকাশ ফাঁটিয়ে চেঁচিয়ে উঠে টাকু।
‘কার নির্দেশে আমার পিছনে লেগেছ?’ ওর বুকের ওপর হাঁটু তুলে দিয়ে কলমটা মুচড়ে দিতে দিতে বলি আমি।
গুঙ্গিয়েই যায় লোকটা। একে মুখ খোলানোর জন্য বেশি সময় পাওয়া যাবে না। উঠতি বয়েসের কিছু ছেলে আড্ডা ভেঙ্গে এদিকে এগিয়ে আসছে গলির ওইপাশ থেকে। দ্রুত আরেকহাতের তালুতেও কলম গেঁথে দেই আমি।
‘হু সেন্ট ইউ?’ মুখে ঘুষি মারি একটা, ‘অ্যানসার মি!’
চোখমুখ উলটে ফেলে হা করে লোকটা।
কিন্তু ওখান থেকে কোন শব্দ পাওয়া যায় না।
হঠাৎ-ই জিহবা দিয়ে একটা দাঁত খুলে গিলে ফেলে টেকো।
পরক্ষণেই স্তব্ধ হয়ে যায় শরীরটা।
‘শিট!’ ওকে ছেড়ে ঘুরে দাঁড়াই।
ছেলেগুলো প্রায় চলে এসেছে।
বিপরীত প্রান্তের দিকে হাঁটা দেই দ্রুত।
জানি ওরাও শেষ মাথায় এসে মোড় ঘুরবে আমাকে ধরার জন্য।
কিন্তু আমাকে আর দেখতে পাবে না কোথাও।
*
চিন্তায় মাথাটা ভারী হয়ে আছে।
যতদ্রুত সম্ভব বাসার দিকে আগাচ্ছি।
এ ফ্ল্যাটে আমি বা ঈশিতা কেউই নিরাপদ নই। অতীত ঝেড়ে ফেলা দেখছি ততটা সহজ নয়।
নকল নাম নিয়ে অন্ধকার জগতে প্রবেশ করি আমি – কাজেই আসল নাম নিয়ে সুস্থ জগতে ফিরে আসতে পেরে বেশ স্বস্তিবোধ করছিলাম। তারপরও আমাকে খুঁজে বের করে ফেলেছে!
দ্রুত বাসা থেকে ঈশিতাকে বের করে নিয়ে সরে পড়তে হবে এখান থেকে।
স্কুল ছুটি হয় বারোটায়। মর্নিং শিফট। বিকাল পাঁচটা পর্যন্ত বাসায় একাই থাকতে হয় বেচারিকে। এই পৃথিবীতে বোনটা ছাড়া কেউ নেই আমার, তাকেও সময় দিতে পারলাম আর কোথায়!
তিনতলাতে উঠে শরীরটা শক্ত হয়ে গেল আমার। দরজাটা আধখোলা!
নব ভেঙ্গে ছুটিয়ে ফেলা হয়েছে!
নিজের হৃৎপিন্ডের ধুকধুকানী ছাড়া আর কিছু শুনতে পাই না।
প্রতিটা পেশী সতর্ক হয়ে গেছে আমার, আস্তে করে ধাক্কা দিয়ে দরজাটা পুরো খুলে ফেললাম। দেয়াল হাতড়ে লাইট অন করতেই সন্ধ্যার আবছা আঁধার কেটে যায়।
ঘরের সবকিছু ওলট পালট হয়ে আছে।
ভেতরে ছুটে ঢুকে পড়লাম।
প্রতি মুহূর্তে ভয় কাজ করছে, এই মুহূর্তে হয়ত ঈশিতাকে দেখতে পাব।
কি অবস্থায় দেখতে পাব – সেটা কল্পনা করতেই ভয়ে রক্ত হিম হয়ে আসছে।
সেই সাথে দায়ী ব্যক্তির প্রতি রাগের একটা হল্কা অনুভব করছি।
প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজি আমি।
কোথাও ঈশিতা নেই।


বাইরে গাড়ির ইঞ্জিনের শব্দ হতেই সচকিত হয়ে উঠি আমি।
ছুটে সিঁড়িঘরে বেড়িয়ে আসি। এই সময় বাসার সামনে থেমে যায় গাড়িটা।
আমাকে নিয়ে কি চায় ওরা – জানি না।
জানার জন্য কোনরকম বাড়তি কৌতুহল না দেখিয়ে ছাদ বরাবর উঠতে শুরু করলাম।
ছয়তলা বিল্ডিং। ছাদ আরও তিনতলা ওপরে।
ততক্ষণে সিঁড়িঘরে চলে এসেছে দুইজন।
নিচতলা থেকে আমাকে দেখে হৈ হৈ করে ওঠে ওরা।
হর্ষধ্বনি না শিকারকে হাতে পাওয়ার আনন্দে উৎফুল্ল – তা নিয়ে মাথা ঘামাই না, উঠতে থাকি।
ছাদে পা রেখেই আগে থেকে দেখে রাখা এস্কেপরুটটা মনে করি। আলতো করে গলায় ঝোলানো চাবিটা ছুঁলাম। জায়গামতই আছে।
কখনও এভাবে পালানোর চেষ্টা করে দেখিনি অবশ্য। আমার নতুন জীবনে এত দৌড়ঝাঁপ ছিল না।
নির্দিষ্ট দিকের রেইলিং-এ গিয়ে ঝাঁপ দিলাম ছাদ থেকে।
পেছনের ওই ওরা বেরিয়ে আসে সেই মুহূর্তে ছাদে।
শূন্যে ভেসে ছয়ফিট দূরের পাঁচ তলা বিল্ডিংটার ছাদে গড়িয়ে পড়তেই পেছন থেকে ভোঁতা শব্দ শুনতে পাই।
ঠাস করে ফেটে পড়ে ছাদের সখের বাগান হিসেবে রাখা ফুলগাছের টবটা।
ওদিকে তাকানোর সময় নেই। ছুটে গিয়ে ছাদের আরেক কিনারে লাফ দেই। পরের বিল্ডিংটার ছাদ আরও একতলা নিচুতে।
গড়িয়ে সোজা হয়ে গায়ের জোরে লাথি হাঁকাই ছাদের দরজাটায়।
ভেতর থেকে তালা দেওয়া!
আবারও প্রকান্ড একটা লাথি মারি ওতে। নিশ্চুপ চারপাশে কামানের গোলার মত শব্দ হয়।
অবশ্য মাইন্ড করার কিছু নেই এতে।
পাশের বিল্ডিং-এর ছাদের ধুপধাপ শব্দ শোনা যায়।
আমার দোস্তরা নেমে আসছে– বুঝলাম। ওই বিল্ডিংটার ছাদের রেইলিং-এর কাছে দুটো ছায়ামূর্তি দেখা যায় আমার অনুমান নির্ভুল প্রমাণিত করে।
এদের একজন আবারও কোমর থেকে কিছু একটা খুলে আমার দিকে তাক করতে থাকে।
সেই সাথে তৃতীয় লাথিতে দরজার কব্জা ছুটিয়ে দেই আমি। লাফিয়ে ভেতরের অন্ধকারে ঢুকে পড়তেই বাইরে ঠং জাতীয় শব্দ ওঠে।
সেদিকে কান না দিয়ে সিঁড়িঘর কাঁপিয়ে নামতে থাকি আমি।
কিডন্যাপিং-এর পেশা থেকে সরে আসার পর থেকে সাথে আগ্নেয়াস্ত্র রাখি না। এই প্রথমবার সেটা নিয়ে আক্ষেপ হল।
জানটা হাতের মুঠোয় নিয়ে ছুটতে থাকা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে।
ঈশিতার এখন আমাকে দরকার। এখানে গুলি খেয়ে পড়ে থাকাটা কোন কাজের কথা নয়।
চারতলা বিল্ডিংটার গ্যারাজে পা রেখেই মনে শান্তি আসল আমার মটরসাইকেলটাকে চুপচাপ বসে থাকতে দেখে।
এই বিল্ডিং-এর গ্যারাজে মটরসাইকেলটা রাখার জন্য ভাড়া দিয়ে এসেছি গত আটটা মাস।
ছোট গেইটটার লক খুলে ফেলি গলায় লকেটের মত ঝোলানো চাবিটা দিয়ে।
ওদিকে মুখখিস্তি করতে করতে নেমে আসছে ওপরের ওরা।
ওরা দোতলায় প্রায় – আমি স্টার্ট দেই ইঞ্জিন।
নিস্ফল দুই মূর্তিকে পেছনে রেখে বাতাসের গতিতে বেড়িয়ে যাই হতচ্ছাড়া গ্যারাজটা থেকে।
তবে এতেই বিপদ কেটে গেছে – এমনটা না।
আমার বিল্ডিং-এর সামনের জীপটা স্টার্ট নেয় পরিস্থিতি বুঝে। বিপরীত দিকটা বেছে নিই আমি।
ঝড়ের বেগে বাইক ছুটিয়েও পেছনে ফেলা যায় না ওদের।
মোড়ের পর মোড় বাঁক নিচ্ছি – পেছনে রূপকথার দৈত্যের মত লেগে আছে জীপটা।
মনে হচ্ছে আমার মৃত্যুর সাথে সাথে জাতীয় ছুটি ঘোষনা দেওয়া হবে। যেরকম ঘটা করে এগিয়ে আসছে ওরা!
গন্তব্য পাল্টালাম।
আর তিনটে বাঁক নিয়েই হঠাৎই ঢুকে পড়ি দুই বিল্ডিং-এর ফাঁক দিয়ে।
দুপাশে মাত্র চারফিট জায়গা। জীপ ঢোকার কোনই উপায় নেই এখানে।
অর্ধেকে পৌঁছে গেছি – এসময় জীপটাও গ্যাপটায় এসে থামে।
আর মাত্র কয়েকফিট বাকি – তাড়া খাওয়ার পর এই প্রথম প্রার্থনা করলাম যাতে বেড়িয়ে যেতে পারি।
পেছন থেকে সাইলেন্সারের বালাই না করে কড় কড় শব্দে গর্জে ওঠে একটা সাব-মেশিনগান।
প্রথমে মটরসাইকেলের বাম দিকের আয়নাটা চুরমার হয়ে যায়।
পরের সেকেন্ডেই গ্যাপটা থেকে বেরিয়ে আসে বাইক – সেই সাথে বাম কাঁধের নিচে ধাক্কা অনুভব করতেই কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম ।
শেষ মুহূর্তে সামলে নিয়ে ছুটে যাই রাতের আঁধারে।
*
মিরপুরের এক ফার্মেসীতে এসে থামলাম একঘন্টা পর।
বাইক থেকে পা মাটিতে নামিয়েছি, ভারসাম্য হারালাম। দাঁড়ানোর মত অবস্থা নেই।
অত্যাধিক রক্তক্ষরণ কাবু করে ফেলেছে।
আমাকে দেখেই এগিয়ে এসে বিনা বাক্যব্যায়ে ভেতরের চেম্বারে ঢুকিয়ে ফেলল মিনহাজ।
বর্তমান পৃথিবীতে কেবলমাত্র এই ছেলেটাই আমাকে বাল্যকাল থেকে চেনে।
নিজেও মাঝে ঢুকে গেছিল ড্রাগসের ব্যাবসায়। এখন মোটামুটি ছেড়ে দিয়েছে সব।
‘দোস্ত ওরা -’ বলতে যাচ্ছিলাম। ইশারায় আমাকে থামিয়ে দেয় ও।
শার্ট খুলে ক্ষতটা পরীক্ষা করে চিমটা নিয়ে কাজে নেমে পড়ে।
পাশের ট্রে-তে ঠং করে একটা বুলেট ফেলে ব্যান্ডেজ বাঁধা শুরু করল মিনহাজ। খানিকবাদে টের পেলাম, বুকের চারপাশ দিয়ে ঘুরিয়ে ব্যান্ডেজটা যেন আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।
‘তুই লাকি।’ অবশেষে মুখ খোলে স্বল্পভাষী মানুষটা। ‘বুলেট সরাসরি হাড়ে লাগেনি, পেশীর বারোটা বাজালেও ভাঙা হাড় সামলাতে হয়তো হবে না। এক্স-রে করা দরকার, তবে মনে হয় আপাতত সে চিন্তা না করাই ভালো হবে। কী বলিস?’
‘আমাকে যেতে হবে।’ উঠে পড়ি। পকেট থেকে এই প্রথম বের করার সুযোগ পেলাম জিপিএস রিসিভারটা।
‘আগামী সাতদিন নড়াচড়া করবি না।’ ভ্রু কুঁচকে বলে মিনহাজ, ‘কতগুলো রক্ত গেছে সে ব্যাপারে ধারণা আমার থেকে তোর বেশি থাকার কথা।’
রিসিভারের স্ক্রীণে কোন ব্লিপ নেই।
থাবা দেই যন্ত্রটাকে। ‘কাম অন!’
‘কি হয়েছে?’ মিনহাজ কৌতুহলী হলেও মুখে ছাপ পড়ে না।
‘ঈশিতাকে নিয়ে গেছে ওরা।’ কোন ব্লিপ দেখি না এবারও। ‘ড্যাম ইট!’
হতাশ হয়ে একপাশে নামিয়ে রাখি রিসিভারটা।
মিনহাজের মুখে বরাবরের মতই কোন ভাব পড়ে না। তবে আমি ওকে চিনি। জানি, ভেতরে ভেতরে এখন ও প্রস্তুত আমার যেকোন সাহায্যে নেমে পড়ার জন্য।
‘ঈশিতার গতবারের দুর্ঘটনার পর থেকে সতর্ক হয়ে গেছি আমি।’ ব্যাখ্যা দিলাম ওকে, ‘ওর সবগুলো জুতোয় জিপিএস ট্রান্সমিটার থাকে। রেঞ্জ নয় কিলোমিটার।’
যে ধরনের স্পাই ট্র্যাকের কথা বলছি তাদের ইন্টারনেটে সংযোগ দেয়ার ব্যবস্থা থাকে না। তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা।
‘এতটুকু সাইজে? হেভী কোয়ালিটি।’ মাথা দোলায় মিনহাজ। ‘কিন্তু কোন সিগন্যাল পাচ্ছিস না?’
‘নট আ সিঙ্গেল ব্লিপ।’
‘তুই তোদের বাড়িতে চলে যা। আমাকে দেখতে দে।’ হাত বাড়িয়ে রিসিভারটা চায় মিনহাজ। ‘জুতোয় ট্রান্সমিটার বসিয়েছিস যে – ঈশিতা জানত?’
‘না। ঢাকার বাইরে নিয়ে গেছে ওকে ওরা।’ বিহ্বল দৃষ্টি মেলে দেই আমি।
‘সেটা আমি দেখছি।’ একরকম জোর করেই রিসিভারটা নিয়ে নেয় মিনহাজ, ‘গোটা ঢাকায় একটা চক্কর দিয়ে দেখব কোথাও সিগনাল পায় কি না। তুই এই ফাঁকে বিশ্রাম নে একটু।’
টলতে টলতে বেরিয়ে আসি আমি মিনহাজের সাথে।
ফার্মেসী বন্ধ করে নিজের বাইকটা স্টার্ট দিয়ে মোড়ের শেষপ্রান্তে অদৃশ্য হয়ে যায়।
আমিও বাইকে উঠি।
*
আস্তে করে চাবিটা ঘুরাতেই ঠং করে খুলে ওঠে মরচে পড়া তালাটা।
গত চৌদ্দ বছরে দ্বিতীয়বারের মত পৈতৃক বাড়িটায় পা রাখলাম ।
যেখানে কেটেছে আমার শৈশবের শুরুটা।


হতচ্ছাড়া একটা টিনশেড বাসা।
সামনে লম্বা একটা উঠান।
বিষন্ন চোখে তাকিয়ে থাকি সেদিকে।
বাইকটা পাশেই পার্ক করে রেখেছি।
বাবাকে আবছা মনে পড়ে। তবে মানুষটার ব্যাপারে কেন জানি স্মৃতি হাতড়ে তেমন কিছু পাই না। আবছা এক স্মৃতি। বাবাটা ছিলেন নিষ্ঠুর প্রকৃতির। এতটুকু ঠিকই মনে পড়ে।
পূর্বদিকের ঘরটায় চোখ পড়তে এতবছর পরেও মেরুদন্ডের কাছটা শিরশির করে ওঠে আমার।
চৌদ্দ বছর আগে দশ বছরের আমি ঘুমাচ্ছিলাম পাঁচ বছরের ঈশিতাকে পাশে নিয়ে।
সেইদিনই জীবনে প্রথম গুলির শব্দ শুনি আমি।
মায়ের ছোট্ট একটা আর্তচিৎকার।
আড়াল থেকে উঁকি দিয়েছিলাম। চারজন লোকের মাকে ঘিরে থাকা আর তাদের হাতের আগ্নেয়াস্ত্রের বার বার গর্জন – আমার মাথায় আগুন ধরিয়ে দেয়।
শরীরের প্রতিটি রক্তকণা চাইছিল ছুটে গিয়ে মাকে ধরতে।
কিন্তু তা না করে ঈশিতাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলি আমি। জানালা খুলে জীবন বাজি ধরে বাইরে ঝাঁপিয়ে পড়ি ওর হাত ধরে।
আমার মায়ের মৃত্যুটা রহস্যই থেকে যায়।
*
নিজের বাড়িতে ফেরা হয় না আর ছেলেটার। ভীতি দূরে সরিয়ে রাখে ওকে।
একমাত্র বন্ধু ছিল মিনহাজ। তবে ছোট্টোটি তখন সে-ও। মাঝে মাঝে গিয়ে খবর নেয়া ছাড়া আর কোন উপকারে আসেনি।
সেই ভয়ঙ্কর সময়ে টানা দু’দিন শিশুদুটো রাস্তায় ঘুরে বেড়িয়েছে। খেয়েছে চেয়েচিন্তে। অবশেষে ছেলেটা মিনহাজের সাথে লুকিয়ে দেখা করে। জানতে চায় বাসার খবর।
‘তোর মায়ের চেহারা চেনা যায় নাই। গুলি মাইরা একেবারে ছাতু কইরা দিছে।’ মিনহাজের কথায় গোটা দুনিয়ার ওপর ক্রোধের একটা আগুন অনুভব করে দশ বছরের ছেলেটা। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারলে হয়তো একটু শান্তি পাওয়া যেত!
‘তোর বাবারেও খুঁজে পাওয়া যায় নাই কোথাও। বাবা বলছে পুলিশেও তব্দা খাইছে। এমুন ঘটনা এই শহরে আগে কোনদিন হয় নাই। কী থেইকা কী হইয়া গ্যালো কেউ কইবার পারে না।’
মাথা নাড়তে নাড়তে সরে এসেছিল সেদিন ছেলেটা। প্রতিজ্ঞা নিয়েছিল পৃথিবীর ওপর এর প্রতিশোধ তুলে নেবে।
পরের তিনটি বছর কঠিন সংগ্রামে জীবন যায় শিশুদুটোর।
সমাজের অন্ধকার দিকগুলো ঘোরা হয়ে গেছে ততদিনে ছেলেটার। অপরাধের জগতে পা রাখার পর এই প্রথম খেয়েপরে কিছু টাকা জমাতেও পারছে। বোনটাকে স্কুলে ভর্তি করে দেয় ছেলেটা। তীব্র অভাবে দিন পার হলেও – বোনকে অনেক বড় বানাবে – এই স্বপ্ন সবসময় দেখেছিল।
বস্তিতে থাকত ওরা। নিজের আস্ত একটা বাড়ি পড়ে আছে মিরপুরে – তবে সেদিকে আর পা বাড়ায়নি ভাইটা। ওখানে ফিরে যাওয়া সম্ভব নয়।
‘ওস্তাদের’ সাথে ছিঁচকে ডাকাতিতেই বেশি উপার্জন হত ওদের।
পিচ্চি ছেলেটা ওই বয়েসেই একটা বাসায় খুঁত বের করতে পারত নিখুঁতভাবে। যে কোন বাড়ির ভেতরে ঢুকে পড়ে সদর দরজা খুলে দেয়া তার জন্য হয়ে উঠলো হাতের মোয়া। এদিক বিবেচনায় ছেলেটা ছিল ভূতের মত। নিজেকে লুকিয়ে ফেলার একটার পর একটা অসামান্য কৌশল আবিষ্কার করতে থাকে সেই তের বছর বয়েসে। যেকোন বাসার নিরাপত্তা ব্যাবস্থার খুঁত ধরে ভেতরে চলে যাওয়ার দক্ষতা ছিল যে কারও চেয়ে বেশি। কারও অধীনে থেকে নয়, নিজের ব্যাবসার ক্ষেত্র নিজেই বানিয়ে ফেলতে চায় ছেলেটা।
নিজের শৈশব পার করা এলাকায় কেবল মিনহাজের সাথে যোগাযোগ থাকে ওর।
সেই সাথে নিজেও এক অখ্যাত স্কুলে ভর্তি হয়। এক বছর পানিতে ভেসে গেলেও অনিয়মিত ছাত্র হিসেবে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নেয়।
এগার বছর তখন ঈশিতার। দিন দিন আরও সুন্দর হচ্ছে ও। এই প্রতিকূল পরিবেশে থেকেও পড়াশোনায় যথেষ্ট ভালো মেয়েটা। সেই সাথে কথাবার্তায় বড়লোকের মেয়েদের মতো চৌকস ও বাগ্মী। কে বলবে একটা বস্তিতে বড় হয়েছে সে?
ছেলেটা খেয়াল করে বোনের দিকে ওস্তাদের দৃষ্টিটা আগের মতো নেই, দিন দিন পালটে যাচ্ছে।
একদিন ওস্তাদকে বোনের শরীরে হাত দিতে দেখে ফেলে ও।
মাত্রই রান্না বান্না সেরে ঘরের দিকে যাচ্ছিল ‘রাজুর মা’। বস্তি বাসা – সবাই একসাথে এভাবেই থাকে। বিদ্যুৎবেগে নড়ে উঠেছিল কিশোর। তার হাত থেকে বটিটা কেড়ে নিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দিয়েছিল দীক্ষাগুরুর।
ওস্তাদের কোমর থেকে পিস্তলটা খুলে নিয়ে আবারও বোনের হাত ধরে ছুটে পালানো।
এর মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার এক অবিশ্বাস্য কাহিনী। ছেলেটা ‘রাজাদের মাঝে গরীব’ অথবা ‘গরীবদের মাঝে রাজা’ হতে চায় না।
ও চায় ‘রাজাদের রাজা’ হতে।
সতের বছর বয়েসে লাভজনক ছিঁচকে ব্যবসাগুলোর দিকে চোখ না দিয়ে নিজের স্কিলগুলোর দিকে লক্ষ্য করে ও। নিজের দক্ষতা যে পেশায় কাজ দেবে সেদিকে গেলেই ওকে ঠেকাতে পারবে না কেউ – বোঝে ও ভালো মতই। এতদিনের অর্জিত স্কিলগুলো সবগুলো যথার্থভাবে ফিট করে একটা পেশায় – কিডন্যাপিং।
পাঁচ বছরের একটা ছেলেকে ধানমন্ডি থেকে উধাও করে দিয়ে আগেরদিন চুরি করা মোবাইলটা কানে ঠেকিয়ে ফোন দেয় ছেলেটার বাবাকে, ‘হ্যালো মি. গোলাম মোস্তফা। আমি ইরফান বলছি।’
‘ইরফান’ নামটা ও প্রতি কিডন্যাপিংয়েই ছড়িয়ে দেয় যতটা পারে।
ডিমান্ড বেড়ে যেতে থাকে ওর। বিভিন্ন স্তরের ক্লায়েন্ট খুঁজে বেড়ায় ‘ইরফান’কে।
ঢাকার সবচেয়ে দক্ষ কিডন্যাপার বলা হয় ওকে।
বোনকে আস্তে করে নিজের কালো জীবন থেকে সরিয়ে দেয় ইরফান। টাকার সমস্যা ওদের আর ছিল না। বোর্ডিং স্কুলে তাকে পড়ানোর সঙ্গতি তার হয়েছে।
এদিকে নিজের আসল নাম জনমন থেকে বিস্মৃত হয়েছে আগেই। বিশেষ দক্ষতার কারণে লোকে ওকে ডাকতে শুরু করে ‘ফ্যান্টম ইরফান’।
টাকার অভাব হয়নি ওদের আর।
ভুলেও ফেরেনি ইরফান তার বাবার বাড়িতে। এতগুলো বছর গেলেও রহস্যময় খুনটাকে কেন্দ্র করে পোড়োবাড়ি আখ্যায়িত হয়ে যাওয়ায় এই বাড়িটাও কেউ দখল নিতে চেষ্টা করেনি।
আটমাস আগে এর ব্যত্যয় ঘটে।
প্রথমবারের মত নিজের বাসায় ফিরে আসে ইরফান।
*
মা-বাবার ঘর ছিল এটা।
ইটের টুকরোগুলো সরিয়ে বিশাল বাক্সটার ঢাকনাটা বের করলাম।
আটমাস আগে অপরাধের পথ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে সব ইকুয়েপমেন্ট এনে রাতের আঁধারে এখানেই লুকিয়ে রেখেছিলাম আমি। এর থেকে সঠিক জায়গা আছে বলে আমার মনে হয়নি।
প্রয়োজনীয় ইকুয়েপমেন্টগুলো বের করে সদ্য বাক্স থেকে বের করা স্পেশাল ব্যাকপ্যাকে ভরে রাখি।
সবশেষে গ্লক২৩ টা একহাতে নিয়ে আরেকহাতে গান ক্লিনিং কিটটা সহ উঠানটায় এসে বসি।
অস্ত্রটাকে আবারও ব্যাবহার উপযোগী করে তুলতে হবে। যেকোন সময় মিনহাজের ফোন আশা করছি।
বিশাল উঠোনটায় বসে পিস্তলটার প্রতিটা পার্ট খুলতে থাকি আমি। গান অয়েলে চুবানি দিতে হবে এগুলোকে।
আর দশটা পরিবারের মত আমাদের জীবনটা হলে এখানে চৌদ্দ বছরে হয়ত বহুতল ভবন উঠতে পারত – ভাবি আমি!


ফোনটা বেজে উঠতেই খামচে ধরি ওটা।
‘হ্যালো!’
‘দোস্ত, সিগন্যাল পেয়েছি।’ মিনহাজের গলাটা অতটা আশাবাদী বলে মনে হয় না।
‘লোকেশনটা জানা।’ ব্যাস্ত গলায় বলে উঠি আমি।
‘তুই নাঈমের স্পটে চলে আয়।’ ফোন কেটে দেয় মিনহাজ।
অবাক হয়ে কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থাকি।
নাঈমের ওখান থেকেই অস্ত্রের সাপ্লাই পেতাম আমি। জায়গাটা এখান থেকে খুব একটা দূরেও না।
মিনহাজ কি বলতে চাইছে ওই জায়গার আশেপাশেই ও সিগন্যাল পেয়েছে?
ডান কাঁধে ব্যাকপ্যাকটা চাপাই।
বাম কাঁধ আড়ষ্ট হয়ে উঠেছে। তবে কিছুই করার নেই। পেইনকিলারের বালতি তুলে এনেছি মিনহাজের দোকান থেকে, নয়তো স্রেফ আড়ষ্ট নয়, প্রতিটা পেশীর নড়ে ওঠার সাথে আমার অবর্ণনীয় যন্ত্রণা অনুভব করার কথা। গুলি খাওয়া কোন সুখের ব্যাপার নয়।
বিশমিনিটের মাঝেই পৌঁছে গেলাম নাঈমের ওখানে।
আমাকে নিয়ে নাঈমের বাসায় ঢুকে পড়লো মিনহাজ। ঢাকায় সবচেয়ে বড় প্রাইভেট অস্ত্র ব্যবসায়ী আমাদের নাঈম। ডুপ্লেক্স বাড়িটার নিচে বেজমেন্টে ঢুকলে ওর অস্ত্রের কালেকশন দেখে চোখ ধাঁধিয়ে যাবে।
‘এখানে কেন দোস্ত?’ ফিস ফিস করি আমি।
বেজমেন্টে নেমে প্রাইভেসী দিতে দূরে সরে গেছে নাঈম।
‘তুই যেখানে ঢুকতে চাস – একটা হ্যান্ডগান নিয়ে ঢোকার কথা তুই ভাববি না।’
‘ঈশিতা কোথায়?’ গলা কিছুটা কাঁপে এবার আমার।
‘রাবেকের নাম শুনেছিস?’
মিনহাজের কথায় স্থির হয়ে যাই আমি।
রাবেক। দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি গডফাদার অফ ঢাকা।
একটা মিথ। একজন লিজেন্ড।
তবে মজার ব্যাপার হল কেউ জানে না আসলেই রাবেক বলে কেউ আছে কি না।
‘ঢাকায় মাফিয়া নেই।’ মাথা নাড়াই আমি। ‘শুধুই গালগল্প। যা ছিল আগেই সেনাবাহিনীর সাথে লড়তে গিয়ে সব বেঘোরে মারা পড়েছে।’
‘তুই কতটুকু জানিস?’ ভ্রু কুঁচকে বলে মিনহাজ। ‘শোনা কথা সবই মিথ্যা হয় না। শপিং কমপ্লেক্সের প্রতিটা মালিক জানে এই ঢাকাতেও তাদের লাভের নির্দিষ্ট একটা শতাংশ জমা দিতে হবে। খোঁজ নিলেই জানতে পারবি। কয়েকদিন আগে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের মালিক অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হল। কেন?’
জবাব দিতে পারি না আমি। আজকাল মাফিয়া মানেই সরকারী লোকের চাঁদা তোলা, ওসব থেকেই ধুম-ফটাক হওয়া এক জিনিস আর সত্যিকারের মাফিয়া আরেক জিনিস। এদিকে আমার নীরবতার সুযোগে বলে চলে মিনহাজ।
‘যে লোকেশনটা আজ আমি রিসিভারে পেয়েছি – ওদিকেই কোথাও রাবেকের হেডকোয়ার্টার বলে আন্ডারওয়ার্ল্ডে গুজব ছিল। তাছাড়া তোর ওপর যেভাবে হামলা হয়েছে; তোকে যেভাবে খুঁজে পেয়েছে সব ট্রেস লুকিয়ে তুই ডুব দেওয়ার পরও – যে কেউ নয়, তুই! রাবেকের কাজ হতেই পারে।’
‘রাবেক একটা গুজব। এর বেশি কিছু না।’ তবুও মাথা নাড়াই আমি।
‘তাহলে ব্যাখ্যা দে, তুই তোর সমস্ত ট্রেস মুছে স্বাভাবিক জীবনে ফিরে গেছিলি। এরপরেও আজকে শুধু তোকে খুঁজে বের করেছে তাই না, তোর বাসা পর্যন্ত খুঁজে বের করেছে। তুই তো আর যে কেউ নোস। আন্ডারওয়ার্ল্ড যখন ছিল তখন তোকে তারা ফ্যান্টম নাম দিয়েছিল। ঢাকায় তোর মতো লুকাতে পারে আর কে আমি জানি না। কিভাবে সম্ভব যে তোকে এভাবে টেক্কা দিল? ব্যক্তিগত শত্রু? না, তাহলে আমার কানে আসতো। মাফিয়া-নেটওয়ার্ক থাকলেই কেবল সম্ভব। কেন তোকে ফলো করা মানুষটা সুইসাইড করল? কার ভয়ে? এরকম ভীতির প্রকাশ মাফিয়া ছাড়া হয় না। এলাকার কোন মাস্তানের জন্য লোকে এমন করবে? কোন মন্ত্রীর জন্য? একটা নাম দেখা?’
‘মানে,’ ওর যুক্তি ঠিক ধরে নিয়ে বলি আমি, ‘তুই বলতে চাইছিস – রাবেক দ্যা গডফাদার আমাকে দিয়ে কিছু একটা করাতে চাচ্ছে? সেজন্যই একমাত্র জীবিত আত্মীয়কে ধরে নিয়ে গেছে?’
‘সারাদিনের ঘটনাপ্রবাহের একমাত্র লজিক্যাল এক্সপ্লেনেইশন।’
‘আমার দিকে গুলি ছুঁড়েছিল ওরা।’ মানলাম না ওর কথা।
‘এমন কোন ক্ষতি করেনি যাতে তোকে হাসপাতালে ঢুকে যেতে হবে। ইচ্ছে করেই মিস করতে পারে।’ পালটা যুক্তি দেয় মিনহাজ।
একমুহূর্ত ওর দিকে তাকালাম।
তারপর হাত বাড়ালাম সাবমেশিনগানগুলোর দিকে। ওপেন বোল্ট সেমি-অটো ইন্টারডায়নামিক কেজি-নাইনটাই পছন্দ হল।
‘নাঈম!’ হাঁক ছাড়ি দূরে দাঁড়িয়ে থাকা অস্ত্র ব্যাবসায়ীর দিকে। ‘আমার গ্লক২৩ এর ম্যাগ লাগবে কয়েকটা। পয়েন্ট ফর্ট স্মিথ অ্যান্ড ওয়েসন।’
*
বাসাটা স্পষ্ট দেখা যাচ্ছে।
কালো পোশাকে আমি আর মিনহাজ শুয়ে আছি আধমাইল দূরের কন্সট্রাকশন সাইটের ক্রেনের ওপর।
আমার হাতে বাইনোকুলারস।
‘হোয়াটস দ্য প্ল্যান? কি করতে যাচ্ছিস?’ পাশ থেকে জানতে চায় মিনহাজ। ওকে অনেক চেষ্টা করেও খসাতে পারিনি। আসলই আমার সাথে।
‘ওয়ান থিং আ’ম বেস্ট অ্যাট।’ বিড় বিড় করে বলি আমি। ‘কিডন্যাপ।’
বিল্ডিংটা চারতলা। চারপাশে আর কোন বিল্ডিং নেই। একেবারে শহরের শেষ প্রান্ত। এখনও এদিকে দোকানপাট থেকে শুরু করে কোন নাগরিক সুবিধেই তেমন আসেনি। কাজেই অন্যান্য জমির মালিকেরা এখানে বাড়ি বানানোর চিন্তা করেনি এখনও।
‘এটা কিডন্যাপিং সিচুয়েশন না। রেসকিউং সিচুয়েশন।’ অবাক মিনহাজ বলে।
‘কখনও কখনও দুটো একই জিনিস।’ বলি আমি। জনমানুষ একেবারেই নেই তা না। ছাতে একজনকে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নিঃসন্দেহে হেডকোয়ার্টার পাহড়া দিচ্ছে। রাবেকের অস্তিত্বে কিছুটা বিশ্বাস করতেই হল।
‘এত ভণিতা না করে খুলে বল!’ অধৈর্য্য হয়ে বলে মিনহাজ।
‘কাজের ধারা তো একই। ভেতর থেকে আমার কিডন্যাপ করতে হবে ঈশিতাকে। সে অনুযায়ী প্ল্যান দরকার।’
‘সেটাই এতক্ষণ বলছিলাম। প্ল্যান ঠিক কর একটা। তারপর অ্যাকশন।’
‘ঠিক করে ফেলেছি।’ নামার প্রস্তুতি নেই আমি।
ধীরে ধীরে মাটিতে নামি আমি। ব্যাকপ্যাকটা কাঁধে নেই।
‘ওরা আমার আসার অপেক্ষায় আছে।’ মুখ খুলি এবার আমি। ‘আমার প্রোফাইল জানা আছে ওদের। কাজেই ওরা একদম প্রস্তুত। কাজেই হামলা চালানোটা কিছুটা ঝামেলার হবে এটাই স্বাভাবিক। তবে ওদের সুবিধেটাকেই ওদের উইকনেস বানিয়ে কাজ করতে চাইছি আমি।’
‘আমি কি করব?’ মিনহাজ আস্তে করে কোমর থেকে ওর ম্যাকারভ পিএমফাইভটা বের করে। ছেলেটা এত থাকতে রাশিয়ান জিনিসের দিকে ঝোঁকে কেন সেটাই ভেবে পাই না আমি।
‘সোজা বাড়ি ফিরে যা।’ ওর পিঠে চাপড় দিলাম। ‘এটা তোর লড়াই নয়।’
‘সেই ন্যাদা ছিলি তখন থেকে তোদের চিনি।’ মুখ ঝামটা মারে মিনহাজ, ‘ঈশিতা আমারও বোন না – এরকম কিছু একটা বলেই দ্যাখ!’
মুখটা দেখলাম। সংকল্প ঝিকমিক করছে। তাকে ফেরানোর সাধ্য আজ রাতে আমার হবে না। দীর্ঘশ্বাস ফেললাম একটা।
‘তাহলে ঠিক যেভাবে বলব সেভাবেই কাজ করবি – ওকে?’ প্ল্যানটা আরেকটু উন্নত করে সাজাই আমি। ‘ফিরে আসার কথা ভাববি না।’
*
মিনিট দশেক পর – বাসাটার সামনে দিয়ে ঝড়ের বেগে ছুটে যায় ওয়াল্টনের একটা ঝরঝরে মটরসাইকেল।
পার হওয়ার সময় ধাঁই ধাঁই করে গুলি ছোঁড়ে বিভিন্ন তলার জানালার কাঁচে।
সাথে সাথে নির্ঘুম বাড়িটা যেন জেগে ওঠে। সামনের প্রতিটা জানালা থেকে নিদেনপক্ষে একজন মানুষ রাইফেল এবং সাবমেশিনগান নিয়ে প্রতিউত্তর দেয়। মুচকি হাসলাম, মিনহাজের মাফিয়া তত্ত্ব বিশ্বাস করতে শুরু করেছি অবশেষে। অস্ত্রের যে ঝনঝনানি দেখা গেল, খুব সম্ভব!
সবার মনোযোগ সামনে সরে গেছে – এই ফাঁকে পেছনের পাইপ বেয়ে উঠতে শুরু করি আমি।
ব্যাকপ্যাক নিয়ে উঠতে গিয়ে জান বের হয়ে যাচ্ছে বাম হাতের কাঁধের নীচের ক্ষতে। পেইনকিলার তো আর আজীবন ব্যথা ভুলিয়ে রাখবে না। ওখানে আবারও রক্তপাত শুরু হয়ে গেছে – নিঃসন্দেহে।
ছাদ থেকে ভেতরে ঢোকা যাবে।
গোলাগুলির শব্দ একেবারে চুপচাপ এখন।
নিরাপদে মিনহাজ বেরিয়ে গেছে – এটা একটা স্বস্তি।
বেড়ালের মত নিঃশব্দে হাতের তালুতে ভর দিয়ে রেইলিং টপকালাম।
পরমুহূর্তেই হাতে উঠে এসেছে বিশ্বস্ত গ্লক২৩। সাইলেন্সারের সুবিধে নিয়ে যতদূর পারি যেতে হবে।
আমার আসার কথা বুঝে ফেললে ঈশিতার ক্ষতি করার হুমকি দিতে পারে, তখন নিষ্ক্রিয় হওয়া ছাড়া আর উপায় থাকবে না আমার। সেক্ষেত্রে দু’জনই মরবো।
ছাদে ঠায় দাঁড়িয়ে থাকা মানুষটা ভাগ্যিস ওদিকেই তাকিয়ে ছিল – যেপথে এই মাত্র মিনহাজ গায়েব হয়ে গেছে।
নিষ্কম্প হাতে লোকটার পেছন থেকে গুলি করলাম। কপাল ভেদ করে মগজের সাথে সাথে প্রাণবায়ুও বেরিয়ে গেছে ছোকড়ার। এখন ‘ফেয়ার অ্যান্ড স্কয়ার’ – টাইপ ফ্রেইস মুখস্থ করার সময় না। সর্বাগ্রে পরিবার।
খটাস করে রাইফেলটা সহ পড়ে যেতেই মরাটার হাত থেকে গর্জে উঠল রাইফেল। অনবরত হাতুড়ির বাড়ি মারার মত শব্দটা ম্যাগাজিন শেষ হওয়ার আগ পর্যন্ত হতে থাকে!
নির্ঘাত গাধাটা ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছিল! মিনহাজের তাণ্ডবের কারণে সেফটি অফ ছিল নির্ঘাত! ট্রিগারে আঙুলের চাপ পড়তেই কাজ হয়ে গেছে!
ছাদে গোলাগুলির শব্দ শুরু হওয়ামাত্র নিচের ওদের আর নতুন নির্দেশ দেওয়া লাগলো না। ক্রুদ্ধ হুংকারের সাথে অনেকজন মানুষের ওপরে উঠে আসার শন্দ শুনতে পেলাম। ঐ আসে ঐ অতি ভৈরব হরষে!
দ্রুত সিঁড়িঘরের দরজাটা লাগিয়ে দিলাম বাইরে থেকে। গেল আমার ‘সারপ্রাইজিং এলিমেন্ট’!
যা হওয়ার হয়ে গেছে। এখন এভাবেই আগাতে হবে।
আমি সুপারহিরো না। কাজেই একসাথে এতজনের মোকাবেলা করা সম্ভব হবে না।
ছাদের দরজায় লাথির পর লাথি পড়ছে। উনিশশ’ কটকটি সালের দরজা বেশিক্ষণ টিকবে না বুঝলাম।
ব্যাকপ্যাক থেকে লম্বা দড়িটা বের করতে হল। দ্রুত অ্যান্টেনার জন্য রাখা রডটায় বেঁধে কোমরে আটকে রাখা গ্রেনেড তিনটার একটা ছুঁড়ে মারলাম ছাদের দরজার দিকে। একই সাথে দড়ির আরেকমাথা ধরে পড়ে যাচ্ছি ছাদ থেকে বিশেষ একটা ভঙ্গিমায়।
এক সেকেন্ড পর একই সাথে অনেক কিছু ঘটে যায়।
রাবেকের বীরপুরুষদের লাথিতে ছুটে যায় দরজা। প্রায় সাথে সাথেই ফেটে যায় গ্রেনেডটা – প্রায় একই সাথে চারতলার জানালার গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ি আমি।
এই ঘরে কাওকে দেখলাম না। সব বীরপুঙ্গব নিঃসন্দেহে ছাদের দিকে দৌড়েছে!
ছুটে ঘরটা থেকে বের হতেই যন্ত্রণাকাতর শব্দে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ল রাবেকের একজন সৈনিক। এর বুকের কাছে এক খাবলা গোস্ত বেমালুম গায়েব হয়ে গেছে। এই অবস্থাতেও পিস্তলটা আমার দিকে তাক করার প্রচেষ্টায় আছে।
এক গুলিতে ওর খায়েশটা মিটিয়ে দিলাম। ছাদের কাছে এসে পড়ে থাকা দেহগুলোর ওপর কেজি-9 দিয়ে একপশলা গুলি ছুঁড়তেই সবার নড়া চড়া থেমে গেল।
ম্যাগাজিন পালটে আবার নামা শুরু করি আমি। একছুটে চারতলার প্রতিটা ঘর পরীক্ষা করে আসি – কোথাও নেই ঈশিতা।
নিচে নামতে হবে আমাকে।


চারতলা পরীক্ষা করে সিঁড়িঘরে ফিরে আসতেই অতিউৎসাহী তিনজনকে দেখা গেল সিঁড়ি বেয়ে উঠে আসতে।
‘ওপরটা-এত-চুপচাপ-কেন’ টাইপ একটা অভিব্যাক্তি সবার চোখে মুখে।
ওদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করি আমি।
কেজি-নাইনের সাথে ওদের পরিচয় করিয়ে দিলাম আরেকপশলা গুলির মাধ্যমে।
পিছলে নিচে নেমে যায় লাশ তিনটে।
সিঁড়ি বেয়ে নামতেই লম্বা করিডোরে পড়লাম। ওপাশে সাতজন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। একসাথে গর্জে ওঠে ওদের হাতের অস্ত্রগুলো।
সিঁড়ি থেকে পা সরিয়েই নেহায়েত রিফ্লেক্সের বশে গেছি ছোট পিলারটার আড়ালে, নইলে আর দেখতে হত না।
প্রাণের সুখ মিটিয়ে গুলি করে পিলার ওড়ায় ওই ওরা। এই সুযোগে আস্তে করে তাদের দিকে ঠেলে দেই একটা বিদায় উপহার।
বাম কাঁধ তখন জ্বলে পুড়ে যাচ্ছে যেন আমার! এদেরই কারো সন্ধ্যাবেলার উপহার!
চোখের সামনে পিছলে আসা গ্রেনেডটাকে দেখে দিগ্বিদিকশূন্য হয়ে ছোটাছোটি শুরু করল ওরা।
এতটুকু শুনেই কানে আঙ্গুল চাপা দিলাম।
বদ্ধ জায়গায় প্রচুত শব্দ করে ফাটল গ্রেনেডটা।
এক ঝটকায় বেড়িয়ে এলাম এবার, তবে কোন গুলি ছুঁড়তে হলো না।
নিথর দেহগুলোকে দেখে মুখে হাসি ফোটে আমার। তিনতলার প্রতিটি ঘর খুঁজে দেখতে বেরিয়ে যায় আরও কয়েকটি মুহূর্ত। এখানেও নেই ঈশিতা।
দোতলায় আরেক দফা বাঁধার সম্মুখীন হব ভেবেছিলাম। কিন্তু কাওকে দেখি না আমি। প্রতিটা ঘর পরীক্ষা করার সময় জানতাম নেই ঈশিতা এখানেও।
ছুটে নেমে আসি নীচতলায়। জিপিএস রিসিভারে দেখেছি এখনও আমি ব্লিপের ওপরেই আছি।
নীচতলার ঘরগুলো খুঁজেও কাওকে দেখলাম না।
তাজ্জব ব্যাপার! যেন সবাই বেমালুম গায়েব হয়ে গেছে!
অথচ আমার রিসিভার বলছে এই বিল্ডিংয়েই ঈশিতা আছে।
এর মানে একটাই – মাটির নিচে ঘর আছে আরও। কিন্তু নামার উপায় দেখলাম না। তন্নতন্ন করে খুঁজে অবশেষে রান্নাঘরে পাওয়া গেল ওটা।
আস্তে করে ট্র্যাপডোরটা কয়েক ইঞ্চি তুলেছি, নীচ থেকে ছিটকে আসল একটা গ্রেনেড।
ডোরটা ফেলে প্রাণপনে দরজার দিকে ছুট লাগালাম।
তিন সেকেন্ডের টাইমার শেষ হওয়ার আগে কোন মতে কাভার নিতে পারলাম, ওদিকে রান্নাঘরের বাসনপত্র পুরো ঘর জুড়ে ছোটাছোটি করছে তখন বদ্ধ জায়গায় ফাটা গ্রেনেড বিস্ফোরণের তীব্রতায়।
ট্র্যাপডোরটাও ধ্বসে গেছে। ভেতরের কথাবার্তা এখানে চলে আসছে খোলা ফোকড় বেয়ে। নীচের আলোচনা শুনে মনে হল ওপরে গিয়ে দেখার জন্য একজন আরেকজনকে ঠেলাঠেলি করছে, কিন্তু কেউই আসতে চাইছে না। কান পেতে শুনি আমি। চোখ ট্র্যাপডোরের দিকে।
গ্লক থেকে ম্যাগাজিনটা বের করে আস্তে করে নতুন একটা ঢুকালাম শান্তভঙ্গিতে।
নীচে কেউ একজন তীব্র গলায় প্রতিবাদ জানালো, ‘এত সাহস থাকলে আপনি গিয়ে দেখে আসেন!’
আচমকা নীচে একটা গুলির শব্দ।
একটা দেহের পতন। আপত্তি করছিল যে সৈনিক তাকে উপযুক্ত শিক্ষাই দেয়া হল।
ভরাট একটা বয়স্ক কন্ঠ স্পষ্টস্বরে বলে, ‘আর কেউ আছে নাকি?’
রাবেক!
কয়েক সেকেন্ড স্তব্ধ চারপাশ।
তারপর কেউ একজন উঠতে শুরু করে ওপরে।
কপালটা দেখা যেতেই জায়গামত গুলি পাঠিয়ে দেই।
হুড়মুড় করে নিচে পরে মৃতদেহটা।
‘বোমবাস্টিং’ খেলায় এবার আমার টার্ন।
কোমর থেকে গ্রেনেডটা খুলে ট্র্যাপডোরের ফোকড় দিয়ে নীচে ভরে দিলাম।
বিকট শব্দে ভেতরে ফাটে গ্রেনেডটা – ওটা ফাটার শব্দ মিলিয়ে যেতে না যেতেই ঝাঁপিয়ে পড়ি গর্ত বরাবর!
ভেতরে বেশি বড় না জায়গাটা – ছোট্ট একটা করিডোরমত। সেখানে পড়ে আছে চারজনের মৃতদেহ।
বয়েসে প্রত্যেকে তরুণ।
এদের মাঝে রাবেক নেই।
করিডোরের শেষ মাথায় একটি মাত্র দরজা।
আস্তে করে দরজার নব খুলে উদ্যত পিস্তল হাতে ঢুকে পড়ি আমি।
উদ্বিগ্ন মুখে বসে আছে ঈশিতা। আমাকে দেখে খুশির বদলে রীতিমত চমকে ওঠে ও।
তার সামনে শটগান হাতে যে লোকটা দাঁড়িয়ে আছে তার মুখ বরাবর পিস্তল ধরেছি আমি, অথচ হাতটা থরথর করে কেঁপে উঠল আমার। এই কাঁপন শারীরিক কারণে নয়!
‘ইম্প্রেসিভ, রবিন!’ বলে ওঠে রাবেক।
‘বাবা?’ অস্ফূট কন্ঠে বলে উঠি আমি।
সামনে মানুষটা আর কেউ নয়।
আমার বাবা রাফসান বেগ কবীর।


বিস্ময়ের ধাক্কাটা কাটানোর আগেই ঈশিতা ঝাঁপিয়ে পড়ে বাবার ওপর। এতখানি ডিসট্র্যাকশনই আমার দরকার ছিল।
‘ইউ লায়ার!’ বাজপাখির মতো চিৎকার করে উঠলো ঈশিতা।
তার ধাক্কায় নড়ে যায় শটগানের নলের মুখ। এক লাথিতে সেটাকে ওর হাত থেকে ছুটিয়ে দিয়ে কপালে পিস্তলের নল চেপে ধরলাম আমি।
‘বসে পড়ুন লক্ষী ছেলের মত।’ কড়া গলায় বললাম। ‘বেশ কিছু প্রশ্নের উত্তর চাই আমি।’
বসে পড়ে বৃদ্ধ মানুষটা। আমার পিস্তল ধরা হাত একচুলও নড়ে না।
‘তুমি বলেছিলে -’ ঈশিতার প্রতিক্রিয়া এখনও শেষ হয় নি, ‘আমার জীবন হুমকির মুখে! তুমি বলেছিলে রবিন ভাইয়ার ওপর প্রতিশোধ নিতে আমার ওপর হামলা চালানো হতে পারে! আসলে আমাকে টোপ হিসেবে ব্যাবহার করেছ শুধু!’
‘আমি তোমার বাবা – ঈশিতা!’ আহত কন্ঠে বলে রাবেক।
‘তুমি আমার বাবার দায়িত্ব যতটুকু আর পালন করেছ! জন্ম দিলেই বাবা হওয়া যায় না! আজ দুপুরের আগে আমি জানতামও না তুমি আদৌ বেঁচে আছো কি না!’ অসহ্য ক্রোধে থর থর করে কাঁপে ঈশিতা, ‘আমার ভাইয়াই ছিল আমার বাবা, আমার ফ্যামিলি। ওই দুর্যোগপূর্ণ দিনগুলোতে কোথায় ছিলে তুমি? এই মুহূর্তেই বা কেন এসেছ?’
‘বেশ বেশ!’ মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে আমার। ‘চৌদ্দ বছর পর মেয়ের জন্য বেশ দায়িত্ব কর্তব্য ফুটে উঠেছে দেখছি! এখন আমি পুরো ঘটনা বিশ্লেষন করতে যাচ্ছি। আপনি শুনুন। ’
দম নিই আমি, পিস্তল সরাই না রাবেক দ্য গডফাদারের কপাল থেকে, ‘আপনার লোকজন নিয়ে আমার বাসায় আজ ঢুকে পড়ে নিজের পরিচয় দিয়ে ঈশিতাকে একরকম তুলে নিয়ে এসেছেন আপনি। বেশ কিছুক্ষণ ব্রেইনওয়াশও করেছেন মেয়েটার। কাজ হত না হয়ত এসব ছেঁদো কথাতে। তবে যখন গোলাগুলি শুরু হল – তখন ঈশিতা বিশ্বাস করে বিপদ আসলেই একটা ছিল ওর। মজার ব্যাপার হল – দুইপক্ষের কেউই ঈশিতার ক্ষতি করার চিন্তাও করেনি। তাই না? নিজের মেয়ের কখনই ক্ষতি করার চিন্তা করতে পারতেন না আপনি।
রাবেক চুপ করে থাকে তবুও, কাজেই বলতে থাকি আমি, ‘যতদূর মনে হচ্ছে – বয়েস হয়েছে আপনার – গডফাদারের প্লেসটা নিজের রক্তের সম্পর্কের কাওকে দিয়ে যেতে চান বলেই এত নাটক। আমি ঈশিতাকে উদ্ধার করতে গিয়ে মারা পড়লাম – আমার লাশটা লুকিয়ে ঈশিতাকে উল্টোসিধে বুঝিয়ে দিলেন – আপনিই হয়ে উঠতেন ওর একমাত্র অভিভাবক। সবই ঠিক আছে – যেটা মাথায় আসছে না – ছেলে হিসেবে আমাকেই আগে আপনার বেছে নেয়ার কথা। ঈশিতাকে কেন? ’
‘ইউ আর নট মাই ব্লাড।’ এই প্রথম মুখ খুলে রাবেক।
হাত কেঁপে ওঠে আমার।
‘ঠিকই শুনেছ, রবিন! নাকি তোমাকে এখন ইরফান বলে ডাকব? তুমি আমার ছেলে নও – কখনই ছিলে না।’ ঠাট্টার সুরে বলে মানুষটা। ‘তোমার বাবা আমার সাথে কাজ করত। তখনও মাফিয়া জিনিসটা শুরু হয়নি। তবে আমার মাথায় এরকম কিছু একটা আইডিয়ার বীজ যেটা, তা তখনই গজিয়েছিল। ছয়জন মিলে তখন এলাকার ঝামেলা সামলাতাম, কারও ঝামেলা হলে তাদের প্রটেকশন দিতাম নির্দিষ্ট অংকের বিনিময়ে আর অন্যান্য এলাকার সাথে লিংক তৈরীর কাজ শুরু করেছিলাম মাত্র। বিরোধী পক্ষ যে ছিল না ঠিক তা নয়। তাদের কারও হাতেই মারা গেল মাজেদ। তোমার বাবা। অন্ধকার গলি দিয়ে আসছিল। ওত পেতে ছিল ওরা। জবাই হয়ে যাওয়া তোমার বাবার লাশটা যখন তোমাদের বাসায় পৌঁছে দেই, স্বামীর শোকে ভেঙ্গে পড়া মেয়েটার প্রেমে তখনই পড়ে গেলাম। তোমার বয়স মাত্র তিন বছর তখন। ’
শুনতে থাকি আমি মূর্তির মত দাঁড়িয়ে।
‘তোমার মা অমত করেনি। যখন প্রস্তাবটা আমি পাঠাই, তার চারপাশে তখন শ্বাপদরা ঘুরে বেড়াচ্ছে। একটা নিরাপত্তা তার দরকার ছিল। নিজের জন্য যতখানি, তোমার জন্য আরও বেশি।’ বলে চলে গডফাদার, ‘এরপর জন্ম হল ঈশিতার। নেটওয়ার্ক মাত্র স্টাবলিশ করা শুরু করেছি আমি। ঈশিতার মা তখনই প্রথম ভুলটা করে ফেলে। ভুল মানুষের হাতে তুলে দেয় ড্রাগসের একটা চালান।’
কথা কোনদিকে এগুচ্ছে বুঝতে পেরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল!
‘মাত্র একসপ্তাহ আগে আমি নতুন নিয়ম জারি করেছি। যেকোন ভুলের পরিণতি মৃত্যুদন্ড।’ মাথা নীচু করে রাবেক। ‘ভালোবাসার মানুষটাকে নিজের হাতে মৃত্যুদন্ড দিতে হয় আমার। তবে একথা অস্বীকার করার উপায় নেই, সেদিন সেই সিদ্ধান্তটা না নিলে আজকের এই সাম্রাজ্য গড়ে উঠত না। ওভাবে মৃত্যুদন্ড কার্যকর করাটাই ভীতি ছড়িয়ে দেয় প্রত্যেক সদস্যের মনে। আর জানোই তো ভীতি হল সকল ক্ষমতার উৎস।’ অমায়িক হাস রাবেক।
আর শোনার প্রয়োজন মনে করি না আমি। পিস্তলের বাট নামিয়ে আনলাম পাষণ্ডটার মাথায়।
হাত থরথর করে কাঁপে আমার।
‘ইউ বাস্টার্ড! ’ আরেকবার পিস্তলের বাট দিয়ে আঘাত করি ওর মুখে। ‘সারাটা জীবন আমি আমার মায়ের মার্ডারারকে খুঁজে বেড়িয়েছি। তাকে সামনে পেলে কি করব ভেবেছি!’ ছাদের দিকে মুখ তুলে উন্মাদের মত হাসি আমি। ‘ফাইনালি! আমার প্রার্থনা কবুল হয়েছে।’ গ্লকটা বুড়োর মাথায় ঠেকাই।
একেবারে অপ্রত্যাশিতভাবে আমার হাতটা চেপে ধরে ঈশিতা।
‘ভাইয়া, প্লিজ।’ ফিস ফিস করে বলল ও।
‘আর ইউ ব্লাইন্ড! হি কিল্ড মাই মাদার!’ ওর হাত সরিয়ে দেই আমি।
‘প্লিজ ভাইয়া!’ এবার একফোঁটা পানি গড়িয়ে পড়ে ঈশিতার চোখ থেকে, ‘যাই হোক আমি বাবার মৃত্যু দেখতে চাই না তোমার হাতে।’
সরাসরি তাকাই আমি রাবেকের চোখে।
কি আশ্চর্য।
অপলক চেয়ে আছে লোকটাও আমার চোখে।
সে চোখে মৃত্যুভীতি নেই!
কয়েক সেকেন্ড ওভাবেই তাকিয়ে থাকি আমরা।
আমার হাত ধরে কাঁদতে থাকে ঈশিতা।
দীর্ঘ একযুগ পর যেন নড়ে উঠি আমি।
কপালের ঘাম তখন থুতনীতে এসে ঠেকেছে।
‘অ্যানাদার ডে, রাবেক!’ পিস্তলটা বড় একটা শ্বাস নিয়ে সরিয়ে ফেলি আমি। ‘উই’ল সীল দ্যা ডীল অ্যানাদার ডে।’
ঈশিতাকে এক হাতে ধরে ঘরটা থেকে বের হয়ে আসি আমি।
পেছনে বসে থাকে রাবেক দ্যা গডফাদার – এক চুল নড়ে না তার পেশী।

পরিশিষ্ট
বাইক থেকে শ্রান্ত পায়ে নেমে এলাম।
টলে উঠতেই আমাকে ধরে ফেলল ফারিহা।
‘তোমার কি হয়েছে?’ আমাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ও।
‘ঈশিতাকে লুকিয়ে রাখতে হবে, ফারিহা।’
আর কিছু বলতে পারলাম না আমি।
আমার পৃথিবী দুলছে চারপাশে।
এতক্ষণ চুপ থাকা রিজভী আকন্দ মুখ খোলেন এবার, ‘ছেলেটার সাথে কথা বলতে চেয়েছি কতদিন। ওর তো শুধু পালাই পালাই। আজ যখন এসেই পড়েছ – এত সহজে যেতে দিচ্ছি না আর। ’
‘রাবেকের চোখের আড়াল করে রাখতে হবে ঈশিতাকে কয়েকদিনের জন্য, স্যার!’ সাবধানে নিজের পায়ে দাঁড়াই আমি। তবুও আমার হাত ছাড়ে না ফারিহা।
‘রাবেক তাহলে মিথ নয়?’ আমার টলোমলো অবস্থা আর শার্টের বাম দিক ভিজে থাকার দৃশ্য দেখেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন তিনি। এ বিষয়ে কথা বলার জন্য যে সঠিক সময় এই মুহূর্তটি নয়, তা সফল ব্যবসায়ী বুঝতে পারলেন। কেবল বললেন, ‘ইউ আর আ ব্রেভ ইয়ং ম্যান, রবিন। আর মনে হচ্ছে চাইলেও এক সপ্তাহের মাঝে কোথাও নড়ার অবস্থা নেই তোমার। এই সময়টা আমার তত্ত্বাবধায়নে তোমরা থাকলে রাবেকের দৃষ্টিসীমা থেকে দূরে থাকতে পারবে অনায়াসে। আমিও শুনতে পারব তোমাদের অ্যাডভেঞ্চারের গল্পটা। ’ পরিবেশ হাল্কা করতে আলতো করে হাসেন তিনি।
আপত্তি করে লাভ নেই।
ফারিহা অলরেডী দুই হাতে আমাদের দুইজনকে ধরে হাঁটা শুরু করেছে।
‘সত্যি কি বাবা আমাদের খুঁজে বের করার চেষ্টা করবে?’ ফারিহার বাম দিক থেকে জানতে চায় ঈশিতা। তার কণ্ঠে ভীতি।
‘অবশ্যই।’ বলি আমি। ‘আমাদের দুইজনকেই তার দরকার। তোর নেতৃত্ব আর আমার সাথে পুরাতন হিসেব নিকেশ।’
‘এসব কথা সাতটা দিন পরে বললে হয় না?’ মৃদু ধমক লাগায় ফারিহা।
পারিবারিক চিকিৎসককে ফোন দিয়ে মাত্র মোবাইলটা পকেটে রাখলেন রিজভী আকন্দ।
পেছন থেকে ওদের তিনজনকে গলাগলি করে যেতে মুচকি হাসেন তিনি।

দ্য বিগেস্ট ডিল


পার্কের দূরবর্তী কোণে বসে ছিল জাহিদ আর ফারিহা।
জাহিদ ছেলেটার মাঝে কি যেন আছে। ওর আশেপাশে থাকলে নিজেকে অনেক নিরাপদ লাগে ফারিহার।
এই মুহূর্তে জাহিদের হাতে হাত তুলে দিয়ে ওর বুকে মাথা রেখে চুপচাপ বসে আছে ফারিহা। কিছু কিছু সময় কথা বলার প্রয়োজন হয় না। কথার চেয়ে নিস্তব্ধতাকেই যোগাযোগের মাধ্যম হিসেবে বেশি নির্ভরযোগ্য মনে হয়।
আড়াল থেকে ওদের দেখছিলাম।
এবার বুক ভরে একটা শ্বাস নিলাম। এ লাইনে আমার এটাই সবচেয়ে বড় কাজ।
আস্তে করে বেল্টের পেছনে আটকে রাখা গ্লক২৩ টা স্পর্শ করলাম।
জিনিসটার দাম আছে, তবে আমার স্পন্সরও মালদার পার্টি।
আড়াল থেকে বের হয়ে ওদের দিকে হেঁটে যাই আমি।
আমাকে দেখে মেয়েটা সরে যায় ছেলেটার বুক থেকে। দুইজনই সরু চোখে তাকিয়ে আছে। মনোযোগ পুরোপুরি আমার দিকে। আমার দৃষ্টি সরাসরি ফারিহার ওপর নিবদ্ধ – সেটাও একটা কারণ হতে পারে।
মেয়েটা পাঁচ ফিট ছয়। বড় বড় চোখদুটো সাথে কপালে এসে পড়া চুলগুলোতে একেবারে রাজকন্যার মত লাগছে।
‘টাকা আর আভিজাত্যের সাথে সৌন্দর্যের সম্পর্ক কোথায় কে জানে’- মনে মনে ভাবলাম।
দার্শনিকতার সময় কিংবা সুযোগ অবশ্য ছিল না। ইটস শো টাইম।
‘ফারিহা!’ গলায় যুগপৎ বিস্ময় ঢেলে বললাম। ‘তুমি এখানে কি করছ?’
একটা দীর্ঘ মুহূর্ত পরও আমাকে চেনার কোন লক্ষণ দেখা যায় না ফারিহার মুখে।
‘রিজভী আংকেল আমার বাবার বন্ধু। আমাদের দেখা হয়েছে আগে। ভুলে গেছ নাকি? আমি ইরফান।’
সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা। তবে ছেলেটা ত্রস্ত্র পায়ে উঠে দাঁড়ায়। বয়েসে আমার জুনিয়র। লুকিয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেছে এমন ভাব ওর চোখে মুখে।
‘ইরফান ভাই।’ হাত বাড়িয়ে দেয়। ‘আমি জাহিদ। ফারিহা আর আমি – ইয়ে আরকি।’
সব বুঝে ফেলেছি এভাবে একটা হাসি দিয়ে হাত মেলালাম ছেলেটার সাথে।
‘হু দ্য হেল আর ইউ?’ উঠে দাঁড়ায় ফারিহাও। ‘আমি কোন ইরফানকে চিনি না।’
অবাক হয়ে ওর দিকে ঘুরে তাকাল জাহিদ।
ঘাড়ের পেছনে মাঝারি আকারের একটা রদ্দা মারতেই চোখ উলটে যায় ছেলেটার। কাটা কলাগাছের মত পড়ে গেল মাটিতে।
চিৎকারটা চলে এসেছিল ফারিহার মুখে – ঝটপট পিস্তলটা ওর মুখ বরাবর ধরতেই ওটা গিলে ফেললো সে। প্রেমিকযুগলকে ধন্যবাদ – নির্জন একটা জায়গা বেছে নিয়েছিল ওরা। দেখার কেউ নেই।
‘আমার সাথে হাঁটো। যদি প্রাণের মায়া থাকে।’ কড়া গলায় ওকে বললাম।
আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারিহা।
‘আর শোন মেয়ে – তোমাকে জীবন্ত ধরে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব জরুরী এমনটা ভাবলে ভুল করবে। তোমাকে মেরে ফেলার জন্যই যথেষ্ট টাকা দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। তবে বাঁচিয়ে রাখার জন্য টাকার অংকটা ডাবল হয়ে যাচ্ছে বলেই এত কথা। নাহলে চোখের মাঝ দিয়ে বুলেট ঢুকিয়ে একটা ছবি তুলে চলে যেতাম। সুতরাং – কোন ধানাই পানাই নয়। বুঝেছ?’
একটা কথাও বলল না মেয়েটা। গা থেকে জ্যাকেটটা খুলি আমি। হাতের ওপর ফেলে এমনভাবে ফেলে রাখলাম যেন পিস্তলটা ঢাকা পড়ে যায়। ডানহাতে আড়াআড়ি ভাবে ওটা ধরে ফারিহাকে আবার বললাম, ‘আমার হাত ধরে হাঁটবে এখন।’
নড়ল না মেয়েটা একচুল। ‘নাউ!’ চাপা ধমক দেই। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।
এই অজ্ঞান দেহের আশে পাশে বেশিক্ষণ দাঁড়ালেই সমস্যা। অবশ্য মেয়েটির ইতস্তত করার পেছনের কারণও ওটাই। বয়ফ্রেন্ডকে এভাবে ফেলে রেখে যেতে তার বাঁধছে।
ফারিহা আমার বাম হাত জড়িয়ে ধরল, জ্যাকেটের নিচে আড়াআড়ি ডান হাতে ধরা পিস্তলটা একেবারে ওর বুক বরাবর থাকে। এটা বুঝতে অবশ্য ওরও কোন সমস্যা হচ্ছে না। কাজেই ভদ্র মেয়ের মতই হেঁটে যায় ও আমার সাথে। মেইন রোডে উঠতেই বাতাস কেটে ছুটে আসে গাড়িটা।
আস্তে করে ব্রেক কষে আমাদের সামনে।
পেছনের সীটের দরজা খুলে ফারিহাকে ঢুকিয়ে দেই।
তারপর নিজেও উঠে বসি আমি।
ড্রাইভিং সীট থেকে রাসেল হাস্যোজ্জ্বল মুখে একটা সিগারেট ধরায়।
‘ইজি মানি, হাহ?’ আমার উদ্দেশ্যে বলে ও।
‘আনন্দে ডিগবাজি না খেয়ে ঠিকমত ড্রাইভ করো, গর্দভ।’ নিশ্চিত হতে পারি না আমি। ‘সেফ হাউজে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা কেউই নিরাপদ না।’
তবে আমার ধমকে হাসি মোছে না রাসেলের মুখ থেকে।
মেয়েটার দিকে চোখ রাখি আমি। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ও। এই মেয়ের নার্ভ আছে- মনে মনে স্বীকার না করে পারলাম না। অন্য কেউ হলে এতক্ষণে হাউ-কাউ লাগিয়ে দিত।
অবশেষে এক যুগ পরে আমাদের গাড়ি সেফ হাউজে এসে পৌঁছুলো। আমার অন্তত তাই মনে হল। জ্যাকেট হাতে ফেলে আবারও সেভাবে হেঁটে উঠে যাই আমরা।
বাসাটা আর সব বাসার মতই। ফারিহাকে কিডন্যাপ করার জন্য তিনতলাটা গত চারমাস ধরে ভাড়া নেয়া হয়েছে।
শুধু তাই নয়, দোতলা আর চারতলাও ভাড়া নেয়া আছে গত চারমাস থেকে – মালদার পার্টির কাজ – যথেষ্ট প্রোফেশনাল এরা। কাজেই কারও সন্দেহ না তুলে ওকে সহজে রাখা যাবে এখানে।
রাসেলটাকে গাড়ি সহ ভাগিয়ে দিয়েছি।
বিশাল বেডরুমটায় এসে ঢুকি আমি আর ফারিহা। ওর কাঁধ থেকে ব্যাগটা সরিয়ে টেবিলে ছুঁড়ে মারি। একাকী অচেনা একজন কিডন্যাপারের সাথে এক রুমে ঢুকে ফারিহার মুখে ভীতির ছাপ পড়ল কি না খেয়াল করার চেষ্টা করলাম।
উঁহু – ভীতি নয়; অসহায়ত্বের ছাপ পড়েছে। এই মেয়ে কঠিন ধাতুতে গড়া।
বিশাল বিছানাটার এক প্রান্তে একটা হ্যান্ডকাফ লাগানো। এক প্রান্ত আটকে আছে বিছানার সাথে। আরেকপ্রান্ত খোলা।
ইশারা করে ওটা দেখালাম। ‘বাম হাতে পড়ে ফেল।’
চুপচাপ তাই করল ফারিহা। অবশ্য হাতে পড়ার আগে এক মুহূর্ত ইতস্তত করেছে। তারপর আমার ডান হাতের অকম্পিত পিস্তলটার দিকে তাকিয়ে ওর মুখের অসহায়ত্ব আরেকটু বেড়েছিল। কিছু না বলে বাম হাতে আটকে ফেলে ও হ্যান্ড কাফটা।
টেবিলে খোলা ল্যাপটপটা অন করি আমি এবার। স্কাইপ থেকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে ভিডিও কল দিলাম। ওপাশের ক্যামেরা অবশ্য বন্ধ করা। অর্থাৎ দেখা যাবে না কাকে কল করলাম – যদিও ওপাশ থেকে আমাদের দেখতে পাচ্ছে স্পষ্ট!
‘কাজ শেষ?’ ওপাশ থেকে ভরাট গলা ভেসে আসে।
‘হুম।’
‘মেয়েটাকে দেখাও।’
ওয়েব ক্যাম ঘুরিয়ে বিছানায় বন্দী ফারিহাকে দেখালাম।
‘গুড। ই-মেইল চেক করে দেখ।’
অফলাইনে চলে গেল ওপাশের আগন্তুক। কম কথার মানুষ। ই-মেইল চেক করে দেখলাম বিস্তারিত নির্দেশ দেয়া হয়ে গেছে।
ফোনকলটা দিতে হবে রাত বারোটায়। কলেজ ফাঁকি দিয়ে প্রেম করার হ্যাপা বুঝুক মেয়ে! এত বড়লোকের মেয়ে হয়ে আদাড়ে-বাঁদাড়ে প্রেম করছিল এক চালচুলোহীন ফকিরের সাথে। উচিত শিক্ষা হয়েছে!
পাঁচটার সময় কলেজ ছুটি, ছয়টার মাঝে তার বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আমরা যোগাযোগ করব আরও ছয় ঘন্টা পর। এটা কিডন্যাপিং-এর একেবারে ব্যাসিক – যাকে বলে অ আ ক খ।
কিডন্যাপিংটা হয়ে যাওয়ার পর পরিবারকে দুশ্চিন্তায় ডুবে যাওয়ার জন্য যথেষ্ট সময় দাও। তারপর যোগাযোগ কর। ওই মুহূর্তে যা চাওয়া হবে দিয়ে দেয়ার জন্য একপায়ে দাঁড়িয়ে থাকে পরিবার।
‘খিদে পেয়েছে?’ জানতে চাইলাম ফারিহার কাছে।
মাথা নাড়িয়ে ‘না’ বলে ও।
সেই তখন থেকে একটা শব্দও উচ্চারণ করেনি মেয়েটা।
‘খিদে পেলে বলবে।’ আর কি বলব বুঝতে পারলাম না।
‘আপনার বোনটা কোন ক্লাসে পড়ে?’ হঠাৎ – একেবারে হঠাৎ আমার দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল ফারিহা।
এতটাই চমকে যাই আমি – আমার হাত কেঁপে ওঠে।
এক সেকেন্ড পরেই নিজেকে সামলে নেই অবশ্য। তবে পরিবর্তনটা চোখে পড়ে গেছে ফারিহার।
নিজের ওপর রাগ হতে থাকে আমার। পরিস্থিতি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল।
‘শাট আপ!’ দ্রুত এগিয়ে পিস্তলটা ওর মাথায় চেপে ধরি। ‘এরপর থেকে আমি প্রশ্ন করব যদি দরকার হয়। একটা প্রশ্ন না – বোঝা গেছে?’
বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে আমার দিকে মেয়েটা।
সে দৃষ্টিতে ভীতি নেই – আহত একটা দৃষ্টি।
চোখ সরিয়ে নিলাম।
আমি কিডন্যাপার মানুষ – এত অনুভূতির কোন দাম নেই আমার কাছে।
চোখ সরালেও পিস্তল সরালাম না।
‘মোবাইল কোথায়?’
‘ব্যাগে।’ আর্দ্র গলায় বলে মেয়েটা।
কান্নাকাটি শুরু করলে বিপদ। মেয়েমানুষের ট্যা-ফোঁ একেবারেই অসহ্য আমার কাছে।
পিস্তলটা কোমরে গুঁজে টেবিল থেকে মোবাইলটা বের করলাম।
সুইচড অফ রাখতে হবে। তার আগে একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করে দেয়া আমার দায়িত্ব। বাকিটা মালদার পার্টি দেখবে। এই ফোনের ক্লোন এরপর গাজীপুরে রওনা হবে। পুলিশ কখনোই ডিভাইস ট্র্যাক করে এই বাড়ি পর্যন্ত আসতে পারবে না। কাঁচা কাজের লোক ওরা নয়।
অথচ ফোনটার লক স্ক্রিন খোলার সাথে সাথে আমার ভ্রু কুঁচকে যায়।
মোবাইলের ডিসপ্লের ওপরে একটা ব্লিপ।
দ্রুত ফিরে যাই মেয়েটার কাছে। ‘এটা কি?’
‘আমি কি জানি?’
কষে একটা থাপ্পড় দিলাম মেয়েটার গালে।
ফরসা গাল সাথে সাথে টকটকে লাল হয়ে গেল।
‘হোয়াট – ইজ – দিস?’ দাঁতে দাঁত চেপে প্রতিটা শব্দ উচ্চারণ করলাম।
‘যা ইচ্ছে কর তোমরা …’ এই প্রথম চোখ থেকে একফোঁটা পানি পড়ে ফারিহার, ‘আমার জাহিদ আমাকে খুঁজে বের করবেই।’
সাথে সাথেই ঘন ঘন কলিং বেল পড়ে বাসায়।
ঝট করে পিস্তলটা বের করে ফেলি আমি।
জিপিএস ট্র্যাকার দিয়ে ট্র্যাক করে কি পুরো পুলিশ ফোর্সটাই চলে এসেছে আমাদের পেছনে?


দেয়ালের আড়াল নিয়ে ধীরে ধীরে মেইন গেটের দিকে যাই আমি।
কান বরাবর তুলে রেখেছি পিস্তলটা।
কলিংবেল আবারও বেজে ওঠে – বেশ অস্থিরতা প্রকাশ পাচ্ছে বেল দাবানো লোকটার আচরণে।
আলতো করে ছিটকিনিটা সরিয়ে দরজার হাতলে টোকা দিয়ে খুলে ফেলি দরজা।
আমি এখনো দেয়ালের আড়ালেই আছি। মেপে মেপে নিঃশ্বাস ফেলছি।
হুড়মুড় করে ঢুকে পড়ল দুইজন মানুষ।
হার্টটা লাফিয়ে এসেছিল গলার কাছে। আরেকটু হলেই গুলি বেড়িয়ে যেত!
রাসেল আর আরেকটা ছেলে।
রাসেল দ্রুত দরজাটা লাগিয়ে দেয়। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলি আমি।
অন্য ছেলেটাকে আমি চিনি।
জাহিদ।
*
‘আর কইস না!’ কপাল থেকে ঘাম মোছে রাসেল। ‘আমি বিল্ডিংয়ে ঢুকতছি– এই পোলারে দেখলাম মোবাইলে চোখ রাইখা আমার লগে লগে ঢুকতেছে। সন্দ হইল। কানে বয়রা দিয়ে মোবাইলটা লইলাম, বাকিটা বাইর হইয়া গেল আরকি দুই থাবড়ে।’
‘দারুণ কাজ দেখিয়েছিস।’ পিঠ চাপড়ে দেই ওর। তাকালাম জাহিদের দিকে। ‘তারপর? কি খবর লিটল হিরো? চলো – কিছু প্রশ্নের উত্তর দেয়া লাগে যে!’
ভয়ে ছোটখাট হয়ে গেছে বেচারার মুখ।
ওই মুখে একটা মাঝারি মাপের ঘুষি বসালাম। এটা অ্যাডভান্স।
তাড়াতাড়ি মুখ খুলতে সাহায্য করবে ওকে।
বেডরুমে জাহিদের কলার ধরে ঢুকতেই ফারিহা ওর রক্তাক্ত মুখ দেখে আৎকে উঠলো।
‘পুলিশ আসছে।’ জাহিদ ফারিহাকে অভয় দিয়ে বলল। ‘ওদের খবর দিয়েই ঢুকেছি।’
চট করে ফারিহার দিকে তাকালাম।
মেয়েটার মুখে আশার কোন লক্ষণ দেখলাম না।
জাহিদকে ঘুরিয়ে আরেকটা ঘুষি মারলাম ওর মুখে। ছিটকে মাটিতে পড়ে গেল ছেলেটা।
‘প্লিজ!’ অনুনয় ঝরে পড়ে মেয়েটার চোখমুখে। ‘প্লিজ ওকে মারবেন না।’
‘শাট আপ!’ রুম কাঁপিয়ে ধমক দেই আমি। ‘রাসেল, প্লায়ার্স গরম কর। এই শালা মিথ্যা বলছে। পুলিশকে খবর দিয়ে ঢোকেনি। তবুও সাবধানের মার নেই।’
‘প্লায়ার্স দিয়ে কি করবেন?’ ফারিহার চোখ মুখ ফ্যাকাসে হয়ে আছে ভয়ে।
‘হারামজাদার আঙ্গুলের নখ তুলব একটা একটা করে। তখন মুখ দিয়ে সত্য কথা হড়হড় করে বের হবে।’
‘প্লিজ – এই কাজ করবেন না।’ কেঁদে ফেলে এবার মেয়েটা। ‘ও মিথ্যা বলেছে। ও মিথ্যা বললে আমি বুঝি। পুলিশে খবর দেয় নি ও। প্লিজ ওকে আর কষ্ট দেবেন না।’
মেঝেতে পড়ে থাকা জাহিদ মুখ তুলে ফারিহাকে ধমক দেয়, ‘তুমি চুপ কর ফারিহা।’ ওখান থেকেই আমার দিকে তাকিয়ে বলে, ‘আমাকে যতখুশি টর্চার করুন – তাতে এখন আর পুলিশ আসা ঠেকাতে পারবেন না।’
দুইহাতে ওর কলার জাপ্টে ধরে দাঁড় করালাম ওকে। পেটে মাঝারি আকারের একটা ঘুষি বসাতেই বাঁকা হয়ে গেল জাহিদ।
‘আর কোন কথা না। শুধু আমি যা বলব তাই উত্তর দেবে। বোঝা গেছে?’
এই সময় রুমে ঢুকে রাসেল। ‘প্লায়ার্স গরম হচ্ছে।’ জানায় ও।
একেবারে আচমকাই নড়ে উঠে জাহিদ।
আমার পেটে দুবার হাত চালিয়ে মাথায় একটা জোরদার ঘুষি মারল ছোকরা।
এতটুকু ছেলের গায়ে এত জোর থাকে কি করে? মাটিতে ছিটকে পড়তে পড়তে ভাবলাম।
এই সময় সশব্দে ভেঙ্গে পড়ল ঘরের দূরবর্তী কোণার ফুলদানীটা।
রাসেল, জাহিদ এমনকী ফারিহাও অবাক হয়ে তাকায় ওদিকে।
হঠাৎ ব্যাপারটা বুঝে ফেলি আমি – আতঙ্কে শীতল হয়ে এল রক্ত।
‘গেট ডাউন!’ চেঁচিয়ে উঠি রাসেল আর জাহিদের উদ্দেশ্যে।
সেই সাথে গড়িয়ে এসেছি একপাশের দেওয়ালের দিকে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে পুরো খাটটাকে পায়ের ধাক্কায় কাত করে দিচ্ছি – আর্তচিৎকার দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে ফারিহা।
রাসেল আর জাহিদ আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে – মরিয়া হয়ে আবার চেঁচালাম, ‘গেট ডাউন ড্যাম ইট!’
হঠাৎ – একেবারেই হঠাৎ রাসেলের মুখমন্ডলের অর্ধেকটা গায়েব হয়ে যায়। রক্ত আর মগজ ফিনকি দিয়ে ছিটকে পড়ল চারদিকে।
জাহিদ ততক্ষণে পরিস্থিতি বুঝে ফেলেছে। ঝাঁপিয়ে পড়তে চায় ও মেঝের দিকে, জানালার গোবরাটের আড়াল নেবার ইচ্ছে। পরের বুলেটটা ওর মাথা মিস করলেও ঘাড়কে পেয়ে গেল। ঘাড় আর গলা অর্ধেক দ্বিখন্ডিত অবস্থায় মেঝেতে পড়ে যায় জাহিদ। জবাই করা গোরুর মত তড়পাচ্ছে।
পায়ের ধাক্কায় খাটটাকে ততক্ষণে দাঁড় করিয়ে দিয়েছি। ফারিহার হ্যান্ডকাফ পড়ানো হাতটা চাপা পড়ে গেছে এর নিচে। ব্যাথায় আর্তনাদ করে উঠলেও থেমে গেছে ও এখন।
মাত্র ছয়ফিট দূরে রক্তাক্ত বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছে ও।
ঘরটায় এখন শুনশান নীরবতা।
‘ইরফান ভাই।’ ঘড়ঘড়ে গলায় বলে ওঠে জাহিদ, ‘পুলিশ ডাকতে পারিনি আমি। একাই এসেছিলাম …’
গলা থেমে যায় প্রায় ওর। কল কল করে রক্ত পড়ছে ক্ষত থেকে।
‘ফারিহাকে…’ বলার চেষ্টা করে ও কিছু একটা।
ক্রল করে গিয়ে ওর হাত ধরলাম। ‘আ’ম সরি ফর এভরিথিং, জাহিদ। আ’ম রিয়েলি …’
‘ফারিহাকে দেখে রাখবেন…’ কোনমতে বলে জাহিদ।
চোখদুটোর মাঝে প্রাণের আলো নিভে যায় ওর।
বুকে হেঁটেই খাটের ওপাশে ফারিহার দিকে চলে যাই। এখানে তাও খাটটা কাভার হিসেবে পাওয়া যাচ্ছে।
হ্যান্ডকাফের চাবি বের করে আস্তে করে ফারিহাকে বলি, ‘তোমার হাত খুলে দিচ্ছি এখন। পাশের বিল্ডিং-এ একটা স্নাইপার আছে। পুলিশের লোক নয় ওরা। কাজেই, হাত খুলে দিলেই দৌড় দেবে না। বুকে হেঁটে বেরিয়ে যাব আমরা। বুঝতে পেরেছ?’
ফ্যাকাসে মুখে চেয়ে থাকে মেয়েটা। চেঁচাচ্ছে না। ভয় পাচ্ছে এমনও নয়। একেবারে স্তব্ধ হয়ে গেছে।
আফটার শক ট্রমা।
যা আছে কপালে – ওর হাত খুলে দিতে থাকি আমি।
নিজের এবং মেয়েটার জীবিত থাকাটাই এখন আমাদের ট্রাম্প কার্ড।
এখান থেকে যতদ্রুত সম্ভব বেড়িয়ে পড়তে হবে। তারপর ছাড়াতে হবে ঘটনার প্যাঁচ।
যা ঘটছে চারপাশে – তার সাথে বড় কোন কিছুর সম্পর্ক না থেকেই যায় না।
বড় কিছুটা কি সেটাই বের করতে হবে আমাকে।
মেয়েটার হাত ধরে ধীরে ধীরে ক্রল করে মেইন গেটের দিকে এগিয়ে যাই আমি।
গ্যারাজের মটরসাইকেলটার কাছে জ্যান্ত পৌঁছতে পারলে হয়…


মেঝেতে পড়ে থাকা রাসেল আর জাহিদের রক্তে আমাদের জামার সামনের দিকটা ভিজে আছে। ফারিহার চুলের একপাশ রক্ত লেগে থকথক করছে।
ওই অবস্থাতেই আস্তে করে দরজা খুলে বের হলাম। সিঁড়িঘরটা অন্য অ্যাংগেলে থাকায় আশা করছি – স্নাইপারদের নাগালের বাইরে এটা। যত বড় বান্দাই হোক, আমাদের একটা ঘরকে কাভার করতে দুটো-তিনটে স্নাইপার রাখার কথা নয়।
‘উঠে পড়।’ ফারিহার হাত ধরে টেনে তোলা লাগল। এখনো মরা লাশের মতো তার আচরণ।
বের হয়ে সাবধানে তাকালাম সিঁড়িঘরের চারপাশে। কোন নড়াচড়া নেই।
‘জাহিদকে নিয়ে আসি?’ আমার দিকে তাকিয়ে অনুনয়ের সাথে বলে ফারিহা।
মেয়েটা অপ্রকৃতিস্থ হয়ে আছে।
দোষ দিতে পারলাম না। এক দিনের জন্য যথেষ্ট হয়ে গেছে ওর জন্য।
কোন কথা না বলে নিষ্ঠুরের মত ওকে টেনে নিয়ে লিফটে উঠে পড়লাম। মেয়েটা একটা হাত অবুঝ শিশুর মতো পেছনে আসা পথের দিকে বাড়িয়ে রেখেছে। জাহিদকে নিয়ে আসতে চায়।
তার কার্যক্রম নিষ্ঠুরের মতো উপেক্ষা করলাম, পিস্তলটা বের করে ফেলেছি।
লিফটটা গ্রাউন্ড লেভেলে নামতেই প্রস্তুত হলাম। বাইরে আরও আততায়ী থাকতে পারে।
দরজাটা নিঃশব্দে খুলে গেলেও গ্যারেজে কাওকে দেখা গেল না।
আজ সকালে নিজের মটরসাইকেলটা গ্যারেজে ইমার্জেন্সী এস্কেপের জন্য এনে রাখায় নিজেকে সৌভাগ্যবান মনে হল।
‘ফারিহা, লিসেন!’ মেয়েটার মনোযোগ আকর্ষণের চেষ্টা করি আমি, আমার দিকে বিহ্বলদৃষ্টি মেলে তাকিয়ে থাকে ও। ‘তোমার বাবার শত্রু আছে। আমাকে ভাড়া করা হয়েছিল তোমাকে কিডন্যাপ করতে। কিন্তু এখন তারা সম্ভবতঃ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আমাদের সবাইকে মেরে ফেলতে চাচ্ছে ওরা।’
যদিও যতদূর বুঝতে পারছি – ফারিহার ক্ষতি করার ইচ্ছে এদের নেই। এরা সম্ভবতঃ তৃতীয় পক্ষ।
আমাদের কষ্টার্জিত জিনিসটা সহজে নিজেদের করে নিতে চায়।
মুক্তিপণের টাকাটা কম নয়। একমাত্র মেয়ে কি না!
দশ কোটি টাকা!
এর জন্য আরও অনেক পার্টি হন্যে হয়ে থাকতেই পারে!
‘আমার জাহিদকে কেন মারল ওরা।’
প্রশ্ন নয় ঠিক – কি বলছে সেটা মেয়েটা নিজেও জানে কি না সন্দেহ হল আমার।
জাহিদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমারও আছে। ঠিক সময়ে আমার মুখে ঘুষি মেরেছিল ছেলেটা। নইলে এতক্ষণে ঠান্ডা মাংস হয়ে পড়ে থাকতাম – সন্দেহ নেই। কিন্তু মেয়েটার এ বাড়ি থেকে সরাতে না পারলে আমরা কেউ-ই রাত পর্যন্ত বেঁচে থাকবো না।
‘পে অ্যাটেনশন!’ এবারে চেঁচিয়ে উঠি। কেঁপে ওঠে মেয়েটা। ‘এই বিল্ডিং-এ থাকা প্রতিটি সেকেন্ড আমাদের মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এই মুহূর্তে কেটে না পড়লে তোমার লাশটাও পড়ে থাকবে এখানে। আমি এখন এই মটরসাইকেলে করে বেড়িয়ে যাব। তুমি আমার সাথে আছ?’
কিছুটা বাস্তবে ফিরে এল যেন মেয়েটা। চারপাশে তাকাচ্ছে।
ভাল লক্ষণ। এতক্ষণ একেবারে মোমের পুতুল হয়ে ছিল।
মটরসাইকেল স্টার্ট দিলাম।
নিজে থেকেই এগিয়ে এসে আমার পিছে বসে পড়ল ফারিহা।
ছোট গেইটটা খোলা গ্যারেজের।
আমি নিশ্চিত ওদিকে স্নাইপার তাক করে বসে আছে আততায়ী!
কিন্তু – ঝুঁকিটা নিতে হচ্ছে, গড়গড় করে উঠল ইঞ্জিন ।
বুলেটের মত বেড়িয়ে এলাম আমরা পিচ্চি গেইটটা দিয়ে।
ভালোমানুষের মত মুখ করে তিনজন কোটধারী এগিয়ে আসছিল বিল্ডিংটার দিকে। আমাদের ছিটকে বেড়িয়ে আসতে দেখে একযোগে কোটের ভেতরে হাত ভরে ফেলল তিনজনই। ভেতর থেকে কি অমূল্য সম্পদ বের করে আনতে যাচ্ছিল সেটা দেখার জন্য অপেক্ষা করলাম না।
ডান হাত হ্যান্ডেল থেকে সরিয়ে নিমেষে কোমর থেকে পিস্তলটা বের করে কয়েকটা গুলি পাঠিয়ে দিলাম ওদের দিকে। এদিক ওদিক ঝাঁপিয়ে পড়ে কাভার খুঁজছে তিন ভদ্রলোক – এই ফাঁকে বাম দিকের গলি ধরে ঢুকে পড়লাম আমরা।
কাঁধের কাছে খামচি দিয়ে ধরে আছে ফারিহা।
আমার মনে হল, দশ কোটি টাকা কাঁধ খামচে ধরে আছে আমার।
রক্তে ভেজা জামা নিয়ে তীব্রগতিতে বাইক ছোটাটে থাকা যুবক আর একটু আগে শোনা গুলির শব্দ – এলাকাবাসী দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে বেশি সময় নিল না মোটেও। এদিক ওদিক সরে যেতে থাকে সবাই আমাদের বাইক থেকে। একছুটে হতশ্রী বাড়িটার সামনে থামলাম আধঘন্টা পর।
গত ছয়মাস ধরে এটাই আমার হাইডআউট ছিল। এখন অবশ্য আর নিরাপদ নয়। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েই কেটে পড়তে হবে। বেশি সময় পাওয়া যাবে না। ওই সেইফ হাউজের ঠিকানা জানলে আততায়ীর দল আমার হাইডআউটের কথাও জানে – এটা নিশ্চিত।
রাস্তার মানুষজন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাদের দিকে। তাদের একেবারেই পাত্তা না দিয়ে মোটরসাইকেল থেকে নেমে এলাম আমরা।
ফারিহাকে নিয়ে সোজা দোতলায় উঠে যাই।
অ্যাডভান্স তিনলাখ টাকার ব্রীফকেসটা খামচি দিয়ে তুলে নিলাম। তারপর বেডরুম থেকে আমার একটা টি-শার্ট এনে ছুঁড়ে দেই ফারিহার দিকে।
‘রক্তে ভেজা কাপড় পরে দৌড়াদৌড়ি করা যাবে না।’ ব্যাখ্যা দিলাম ওকে। ‘চেঞ্জ করে ফেলো।’
কোন কথা না বলে টি-শার্টটা নিয়ে বাথরুমে চলে গেল ফারিহা।
দ্রুত আমার শার্টটা খুলে আরেকটা শার্ট চাপাই গায়ে।
পিস্তলটা টেবিলের ওপর রেখে কিচেনে গিয়ে ঢুকলাম তারপর। একটা বিস্কুটের টিন থেকে বের করলাম নয়টা ম্যাগাজিন। ফায়ার পাওয়ার এতখানি-ই সম্বল।
‘আরও কয়েকটা রাখতে পারলে ভালো হত…’ মনে মনে ভাবি আমি।
রুমে ফিরে এসে ব্যাকপ্যাকে টাকাগুলো ভরে তার ওপর ম্যাগাজিন সাতটা রাখলাম। দুটো ভরলাম কোটের পকেটে।
কাজে লাগতে পারে।
পেছনে খুট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম আমি। বেরিয়ে এসেছে ফারিহা।
টি-শার্টে চমৎকার দেখাচ্ছে তাকে। কিন্তু এইমাত্র টেবিল থেকে তুলে নেয়া গ্লকটার আমার বুক বরাবর তাকিয়ে থাকার দৃশ্যটা মোটেও চমৎকার লাগল না।
‘ইরফান-’ ঠান্ডা গলায় বলল মেয়েটা। ওর কণ্ঠে কিছু একটা ছিল, বরফ হয়ে যাই আমি। ‘এটা তোমার আসল নাম কি না আমি জানি না। তবে শোন – আমার মনে হয় না আর কোথাও যাওয়ার দরকার আছে। তোমাদের কিডন্যাপিং প্ল্যান ভেস্তে গেছে। এখন আমি যেদিকে ইচ্ছে সেদিকেই যেতে পারি। আর হ্যা – টিশার্টটার জন্য ধন্যবাদ।’
‘ফারিহা-’ খুব সাবধানে মুখ খুলি আমি, ‘বোঝার চেষ্টা কর। বাইরে তুমি নিরাপদ না।’
‘হাহ!’ খুব মজা পেয়েছে এভাবে বলে মেয়েটা। ‘তোমার সাথে আমি নিরাপদ?’ হঠাৎ খেপে ওঠে মেয়েটা – ‘ইউ বাস্টার্ড!’
নিঃশ্বাস ফেলতে ভুলে গেছি আমি। ‘শুধু মাত্র তোর জন্য খুন হয়ে গেছে আমার জাহিদ। তুই যদি আমাকে তুলে না আনতি এখনও নিঃশ্বাস নিত ও। আই শূড কিল ইউ টু! ইউ মাদারফা-’
গালিটা সম্পূর্ণ দেয়ার আগেই আমাদের চারপাশে নরক ভেঙ্গে পড়ে।
বাসার দরজার ঠিক বাইরে বিদঘুটে একটা ভোঁতা শব্দ – সেই সাথে অনেকগুলো ফুটো হয়ে গেল দরজাতে।
সাইলেন্সড সাব-মেশিনগান!
চমকে উঠে ওদিকে ঘুরে যায় ফারিহা। বদ্ধ জায়গাতে কানে তালা লেগে যায় আমার।
ফারিহার কাঁপা হাত থেকে গুলি বেরিয়ে গেছে! একটা দুটো নয়- চোখ বন্ধ করে ছাত তাক করে ম্যাগাজিন খালি করে ফেললো ফারিহা!
দ্বিগুণ উৎসাহে দরজাকে মোরব্বা বানায় বাইরের ওই ওরা।
এক থাবা দিয়ে ওর থেকে আমার হাতে নিয়ে নিলাম পিস্তলটা।
ম্যাগাজিন সড়াৎ করে বের করে আরেকটা ঢুকিয়ে ফেলতে না ফেলতেই হুড়মুড় করে দরজাটা ভেঙ্গে পড়ে কারও লাথিতে।
পোশাকে-আশাকে ভদ্রলোক টাইপ দুই ষন্ডার চেহারা দেখতে পেয়ে আর দেরী করলাম না। তরমুজের মত মাথা দুইটায় দুটো বুলেট ঢুকিয়ে দিতেই বিল্ডিং কাঁপিয়ে পড়ে গেল দু’জনে।
পেছনে আরও লোক আছে – জানি।
তবে এরা ঢোকার আগে তিনবার ভেবে ঢুকবে।
ঝটপট ব্যাকপ্যাকটা কাঁধে তুলে, আরেকহাতে ফারিহাকে টেনে এনে শেষপ্রান্তের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম।
ওকে ধরে বারান্দায় নিয়ে আসলাম। গ্রিলের সাথে ছোট জানালাটা খুলে আগে থেকেই লাগিয়ে রাখা দড়িটা খুলে দিলাম তারপর, যে পেশায় আছি আমি, ‘এস্কেপ রুটে’র কথা একটা সবসময় ভেবেই রাখতে হয়।
এই বিছানায় ঘুমাই প্রতিদিন – তবে বারান্দার গ্রিলের দড়িটা পরীক্ষা করতে কোন রাতে ভুল হয় না আমার। আজ কাজে দিল।
ভয়ে ছিলাম ফারিহা নামতে পারবে কি না।
ভয়টা সত্য করে বারান্দায় দড়িটা ধরে ইতস্তত করতে থাকে মেয়েটা।
এই সময় বেডরুমের দরজাতেও ছিদ্র হওয়া শুরু করল। আমার শেষ না দেখে ফিরে যাবে না – এই প্রতিজ্ঞা করে এসেছে এরা। আর দশ কোটি টাকা তো আমার সাথেই।
প্রাণের মায়া বড় মায়া – আমার চেয়েও দ্রুত নেমে পড়ল ফারিহা। নিচে পড়ে ককিয়ে ওঠে ও।
ব্যাগটা নিচে ফেলে দিয়ে ওকে ধরে তুললাম, ‘আর ইউ ওকে?’
ব্যাথার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে মাথা দোলায় মেয়েটা। গোড়ালি মচকেছে ওর – বুঝলাম।
সময় নষ্ট করা যাবে না – ব্যাকপ্যাকটা তুলে ছুটলাম। বাসার পেছনে এই মাটিগুলো আসলে ড্রেনের কাভার।
মোটামুটি ছয়ফিট গ্যাপ রেখে পরের বিল্ডিংটা তোলা হয়েছে। অর্থাৎ দুটো বিল্ডিং-এরই পিছন দিকে এই ড্রেনের জন্য রাখা ছয়ফিট জায়গা। সামনের দিকে যেন প্রত্যেকেই রাস্তা পায় সে ব্যবস্থা।
ফারিহার হাত ধরে ছোট লোহার বেড়াটার দিকে ছুটে যেতে থাকি আমি।
আজ সকালেই এই মেয়েটাকে আমার বন্দী করে রাখার কথা ছিল – মুক্তিপণের টাকা না পেলে মাথায় একটা বুলেট ঢুকিয়ে দেয়ার দায়িত্ব ছিল।
কে বলবে এখন আমাদের দেখে?


রাত আটটা।
হোটেল থেকে বেরিয়ে এসে সাবধানে চারপাশে তাকাই।
আমার হাইডআউট থেকে বেরিয়ে এসে রাতের আঁধারে এই হোটেলে উঠেছি আমরা।
আসার পথে পেছনে ফেউ লেগে নেই নিশ্চিত করে খেয়ে নিয়েছি। সারাদিন আমার বা ফারিহার পেটে দানাপানি পড়েনি। এরপর মেয়েটা তার অবস্থা সম্পর্কে সচেতন হয়েছে।
খাটে চাপা পড়ে হাত মচকে গেছিল এতক্ষণের উত্তেজনায় বোঝেনি সে। আর পায়ের ধাক্কা সামলাতে ওর আরও সপ্তাহ খানেক অন্তত লাগবে।
হোটেলে ওঠার আধ ঘন্টার মধ্যেই ঘুমিয়ে কাঁদা হয়ে যায় মেয়েটা। এরকম এক স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতার পর কেউ যে ঘুমাতে পারে তা আমি ওকে না দেখলে বুঝতে পারতাম না।
আস্তে করে বাইরে থেকে লক করে দিয়ে আসি ওকে। টেবিলে নোট রেখে গেছি – দেড় ঘন্টার মাঝেই ফিরে আসব আমি।
বাইরে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে ভালোই লাগে। যখন পেছন থেকে ছুটে আসা বুলেটের ভয় না থাকে।
একটা ল্যাপটপ কিনে বাংলালায়নের কাছে গিয়ে মডেম নিয়ে আসলাম। ব্যাকপ্যাকে সব সময় অল্টারনেটিভ কাগজপত্র থাকেই। বেশিরভাগই জাল অবশ্য। ফিরে আসার সময় ফারিহার জন্য কয়েকটা ড্রেস কিনে আনলাম। মেয়েদের সাথে মেলামেশার তেমন সুযোগ হয়নি। সাইজে এসব জামা ওর হবে কি না কে জানে!
*
মাত্র ঘুম থেকে উঠে বিছানায় উঠে বসেছে ফারিহা, আড়মোড়া ভাঙছিল, এই সময় রুমে ঢুকি আমি।
ঘুম ঘুম চোখেও মেয়েটাকে পরীর মত লাগছে।
‘ঘুম কেমন হল?’ টেবিলে হাতের ব্যাগগুলো নামিয়ে জানতে চাইলাম আমি।
‘ইরফান?’ কোমল গলায় ডাকে ফারিহা। ‘যদিও তোমার আসল নাম এটা না…’
‘কিছু বলবে?’
‘থ্যাংকস ফর সেভিং মাই লাইফ।’ হাতের দিকে তাকাল মেয়েটা। বাঁ হাতের কব্জির কাছে ফুলে আছে।
তাকিয়ে থাকলাম আমি। আমার দিকে তাকিয়ে আবার বলে ও, ‘টুয়াইস।’
কিছু একটা বলতে গেছিলাম – কিন্তু সুযোগ না দিয়ে আবারও বলে, ‘অ্যান্ড আই হেইট ইউ ফর ব্রিংগিং মি ইন দিস মেস।’
হেসে ফেললাম।
‘তোমার জন্য কয়েকটা ড্রেস এনেছি। দেখো তো লাগে কি না।’ ওর দিকে প্যাকেটগুলো ছুঁড়ে দিলাম।
ওগুলো ধরে আস্তে করে উঠে যায় ফারিহা।
ল্যাপটপটা অন করে নেট কানেক্ট করলাম।
এবার আমার টার্ন।
স্কাইপে ঢুকতেই পাওয়া গেল কন্ট্যাক্টকে।
‘দিস ওয়াজ নেভার অ্যাবাউট দ্যা মানি, ওয়াজ ইট?’ ওই পক্ষ ভয়েস কল রিসিভ করতেই ঠান্ডা গলায় জানতে চাই আমি।
‘হাহ হাহ হা।’ ওপাশ থেকে বেশ হাসিখুশি গলাতেই বলে ওঠে অচেনা মানুষটা। ‘ইরফান – অথবা যাই হোক তোমার নাম – ঘটে বুদ্ধি আছে দেখছি।’
‘ছেঁদো কথা রাখুন। সেইফ হাউজের কথা আর কারও জানার কথা নয়। আগেভাগেই স্নাইপার নিয়ে অ্যামবুশ করে থাকাটা তো আরও অসম্ভব – এক যদি না আপনার কাছ থেকে ইনফরমেশন পায়।’
‘হুমম – কিন্তু ওসব কিছুই হওয়ার কথা ছিল না।’ গম্ভীর হয়ে যায় গলাটা। ‘দোষ সম্পূর্ণ তোমাদের। থার্ড পার্টি ঢুকিয়েছ তোমরাই। তোমার আর তোমার সহযোগী ছাড়া সেইফ হাউজের লোকেশন কেউ জানবে না – এটাই শর্ত ছিল।’
বুঝলাম – জাহিদের কথা বোঝাচ্ছে ক্লায়েন্ট।
‘ওটা একটা ঝামেলা ছিল।’ মাথায় ঝড়ের বেগে চিন্তা চলছে আমার। ‘তবে আমাদের দুইজনকে সরিয়ে দেয়ার প্ল্যানটা আপনার ছিলই। জাহিদ এর মাঝে না আসলেও তাই করতেন। সম্ভবত রাত বারোটায় কলটা দেয়ার পরই আমাদের পাট চুকে যেত। কেন? সাধারণ কিডন্যাপিং এটা নয় – আমাকে নির্বোধ ভাববেন না। গোটা ব্যাপারটা আমি জানতে চাই। মনে রাখবেন, মেয়েটা এখনও আমার কাছে।’
উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেছনে বিছানায় বসে থাকা ফারিহাকে দেখিয়ে দিলাম ক্যামেরা ঘুরিয়ে।
এক মুহূর্ত নীরব থাকে ওপাশে।
‘ঠিক আছে। তোমাকে জানানো ছাড়া আর কোন পথ খোলা নেই আমার অবশ্য।’ অবশেষে মুখ খুলে কুটিল ক্লায়েন্ট। ‘দিস ওয়ান ইজ নট অ্যাবাউট কিডন্যাপিং – নট অ্যাবাউট মানি। দিস ওয়ান ইজ অ্যাবাউট রেইপ অ্যান্ড মার্ডার।’
বিস্ময়ের আঘাতটা এতটাই জোরে আসল, ভাষা হারালাম আমি।
‘ইয়ংম্যান! ঠিকই শুনছ তুমি।’ ওপাশ থেকে নিশ্চিত করল ক্লায়েন্ট। ‘তোমাদের দায়িত্ব ছিল কেবল কিডন্যাপ করে ফোনে টাকাটা চাওয়া। শোনা যায় – কিডন্যাপিং-এ এই শহরে বেস্ট হল ফ্যান্টম ইরফান। ফ্যান্টম কেন বলা হয় সেটাও সবাই জানে। তুমি অদৃশ্য থাকতে জানো। তোমার কিডন্যাপিংগুলো হয় শতভাগ নিঁখুত। কিন্তু মার্ডার জিনিসটা তোমার রক্তে নেই – প্রোফাইলে যা পড়েছি এতে সহজেই বোঝা যায়। নেহায়েত আত্মরক্ষার প্রয়োজন না হলে কারও দিকে অস্ত্র তোলেনি ফ্যান্টম ইরফান। কিছু নৈতিক নিয়ম মেনে চল তুমি, যা একজন কিডন্যাপারের মাঝে থাকতে নেই। তোমাকে দিয়ে যে রেইপ হবে না সেটা বোঝার জন্য অবশ্যই ইরফান-বিশেষজ্ঞ হওয়া লাগে না।’
‘ইউ আর ড্যাম রাইট মি. হুয়েভার ইউ আর!’ টেবিলে কিল বসাই আমি। ‘এই ডীল ক্যান্সেল করছি আমি। ফায়ারফাইটটুকু জাস্ট বিজনেস মেনে নিয়ে হয়ত এগিয়ে যেতাম আমি ডীল অনুযায়ী। কিন্তু যেটা আপনি চাচ্ছেন সেটা আমার তত্ত্বাবধায়নে হবে না। আমি কাউকে তুলে আনলে তাকে অক্ষত ফিরিয়ে দেই, দ্যাট’স মাই রেপুটেশন। আপনার বিকৃত মানসিকতার জন্য তো আর আমার রেপুটেশন নষ্ট করবো না। এরপরের বাচ্চাটাকে তুলে আনলে তখন পাগলা কুকুরের মতো আমাকে গুলি করে মারবে পুলিশ।’
‘তোমাদের দুইজনের পাওয়ার কথা ছিল দুই কোটি টাকা, ইরফান।’ ওপাশ থেকে একঘেয়ে গলায় বলে মানুষটা। ‘তুমি পেতে এককোটি। তোমার পার্টনার মারা গেছে। নতুন প্রস্তাব দিচ্ছি আমি – এই কাজের জন্য দুই নয়, সম্পূর্ণ দশ কোটি টাকা পাচ্ছ তুমি। কোন পার্টনারের সাথে শেয়ার করতে হবে না এক আধুলিও। সহজ কাজ ইরফান। ভিডিও অন রাখতে হবে পুরোটা সময়। তারপর কাজ শেষে কেবল একটা বুলেট। অথবা যে পদ্ধতিতে তুমি চাও মার্ডারটা করতে।’
‘কিপ ইয়োর মানি।’ চোয়াল শক্ত হয়ে যায় আমার।
‘তোমাকে আধ-ঘন্টা সময় দিলাম।’ ওপাশ থেকে বলে আবারও। ‘তারপর তোমার সিদ্ধান্ত জানাও।’
লাইন কেটে গেল।
পেছনে ঘুরে ফারিহাকে দেখতে পেলাম আমি।
পুরো কথাবার্তাই শুনেছে ও নিঃসন্দেহে। আমাকে তাকাতে দেখে এই প্রথমবারের মত ওর চাউনীতে ভয় উঁকি দিল। ওর দিক থেকে চোখ সরিয়ে নিলাম।
দশ কোটি টাকা। এত টাকা আমি জীবনেও চোখে দেখিনি।
আবার ভেবে দেখতে থাকি পুরো বিষয়টা। এটাই হতে পারে আমার এই জীবনের শেষ কাজ। এরপর এই ঘৃণ্য এবং সেই সাথে ঝুঁকিপূর্ণ পথ থেকে বেরিয়ে আসতে পারব।
দশ কোটি টাকা ঠিকমত কাজে লাগাতে পারলে কিডন্যাপিং ছেড়ে দেয়াটা সহজ।
নিরাপদ একটা জীবন সব অপরাধীরই কাম্য – ভাগ্যগুনে সেই সুযোগ আমার হাতে চলে এসেছে।
কাজটা কঠিন না মোটেও।
পরীর মত সুন্দর একটা মেয়েকে ধর্ষণ করতে হবে।
সেটা ভালো মত ভিডিও করে রাখতে হবে যাতে মেয়েটার চেহারা দেখা যায়।
তারপর যেভাবে আমার মন চায় মেরে ফেলতে হবে মেয়েটাকে।
একেবারেই ছেলেখেলা। ভিডিও জমা দিয়ে দিলেই আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে দশ কোটি টাকা।
মাথা নিচু করে রুমের মাঝে পায়চারী করছি।
হাতে পিস্তলটা নিয়েই।
ফারিহা আমার দিকে তাকিয়ে আছে। তাড়া খাওয়া শিকারের মতো অভিব্যক্তি তার।
ওর দিকে ফিরলাম, ‘তোমার বাবার ব্যাপারে জানা লাগবে আমার, ফারিহা।’
‘কেন?’ ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে তাকায় মেয়েটা। ‘যতদূর বুঝলাম ব্যাপারটা আমাকে নিয়ে।’
ওর কাটা কাটা উত্তর গায়ে মাখলাম না।
‘বলে যাও। বাবার প্রফেশনাল লাইফ সম্পর্কে যা যা জানো বলে যাও, প্লিজ।’ ওকে তাড়া দেই আমি।
মুখ খোলে মেয়েটা।
বলে যায় যতদূর পর্যন্ত ও জানে।
শুনি আর নিরাশ হই আমি। আর দশটা শিল্পপতির মতই জীবনযাত্রা ছিল রিজভী আকন্দের।
আধঘন্টা প্রায় পেরিয়ে এসেছে। বিচ্ছিরি শব্দে স্কাইপের ইনকামিং কলের শব্দ ভেসে আসছে কম্পিউটার থেকে।
ভয়েস কলটা রিসিভ করলাম।
‘কি সিদ্ধান্ত নিলে?’
‘আ’ম নট ডুইং দিস।’ স্পষ্ট উত্তর দিলাম ক্লায়েন্টকে।
‘জানতাম আমি।’ খোশমেজাজেই বলে লোকটা।
‘গুড নাইট মিস্টার।’ কল কেটে দিতে চাই আমি।
‘গুডনাইট, ইরফান।’ স্বাভাবিকভাবেই বলে লোকটা। ‘জাস্ট আ ফ্রেন্ডলি অ্যাডভাইস – তোমার ই-মেইল আইডিতে একটা ভিডিও পাঠানো হয়েছে। ওটা চেক করে দেখো।’
বেহুদা বক বক করে লাভ নেই।
কলটা কেটে দিলাম আমি।
‘হাত থেকে ফেলে দিলে কেন দশ কোটি টাকা?’ বিছানা থেকে স্বস্তি আর বিস্ময়ের সাথে বলে ফারিহা।
‘আমার নিজস্ব কিছু নীতি আছে – যেগুলো আমি ভাঙ্গি না কখনও।’ ই-মেইলে ঢুকি কৌতুহল মেটাতে।
‘বাহ।’ উঠে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়ায় মেয়েটা। ওর শরীরের মিষ্টি গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগছে। ‘নীতিবান ক্রিমিনাল?’
আমার শরীর শক্ত হয়ে যায়।
ব্যাপারটা লক্ষ্য করে ল্যাপটপের স্ক্রীনে তাকায় ফারিহা।
ছোট্ট একটা ভিডিও পাঠিয়েছে আমার ক্লায়েন্ট।
একটা মেয়েকে টান টান করে বেঁধে রাখা হয়েছে বিছানায়।
পাশেই টেবিলে কার্ড খেলছে চারজন ষন্ডা।
‘হু ইজ শী?’ ফিস ফিস করে বলে ফারিহা।
‘শী’জ মাই সিস্টার।’ কাঁপা গলাটা আমার – আমি নিজেই চিনতে পারি না।


‘মত পাল্টেছেন বলে মনে হচ্ছে?’ খ্যাক খ্যাক করে হাসে ওপাশের গলাটা।
‘ঈশিতাকে কোথায় পেয়েছ?’ গলা ঠান্ডা রাখইতে চাইলেও পারি না।
‘আজ দুপুরে যে গানফাইট তুমি দেখালে – আমি মুগ্ধ না হয়ে পারিনি। একটু তলা খুঁড়ে ফ্যামিলি হিস্টোরি বের করতেই হল তোমার। ও তেমন কিছু না আমার জন্য। তোমার আসল নামও এখন আমি জানি, ইরফান।’
‘ডীলটা কি?’ গলা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করি আমি।
‘ইজি।’ খুবই আমোদের সাথে বলে ক্লায়েন্ট। ‘ফাক হার।’
চুপ করে থাকি এপাশে আমি।
‘ওহ কাম অন!’ অধৈর্য হয়ে বলে ওপাশের কন্ঠটা। ‘আর ইউ ইনকম্পিটেন্ট অর হোয়াট? এটাও ভেঙ্গে বলতে হবে না নিশ্চয় – হয় তুমি ফারিহার সাথে কাজটা করবে – নাহয় তোমার বোনের সাথে একই কাজ করা হবে। ফেয়ার, কি বল?’
ইচ্ছে করছিল মানুষটার গলা খালি হাতেই ছিঁড়ে ফেলতে।
‘ওকে।’ বড় করে শ্বাস টানি আমি। ‘ওকে! আমি করছি কাজটা।’
‘গুড বয়।’ স্বস্তির সাথে বলে ওপাশের মানুষটা। ‘তোমার জন্য সুখবর আছে ইরফান, এখন তুমি নিজেকে ভলান্টিয়ার করতে অতি উৎসাহী আমি জানি – তবুও কাজ শেষে তোমার অ্যাকাউন্টে দশ কোটি পৌঁছে যাবে। আর তোমাকে দুই ঘন্টা সময় দেয়া হল। এরমধ্যে রিপোর্ট এবং ভিডিও চাই আমি। নয়তো -’
‘ডীল।’
খটাস করে ল্যাপটপের ডালা নামাই আমি।
বিছানায় হাঁটুদুটো জোড়া লাগিয়ে ওখানে থুতনী ঠেকিয়ে বসে আছে ফারিহা।
আমার দিকে তাকিয়ে থাকা বড় বড় চোখ দুটোতে ভয়।
রুম জুড়ে পায়চারী করি আমি।
ঈশিতা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই আমার।
ওর কিছু হতে দেব না আমি।
কিন্তু বিনিময়ে যা করতে হবে – তা আমার নীতি বিরুদ্ধ। জানোয়ারটা আমার ব্যাপারে একটা কথা ঠিকই ধরেছিল, এ আমাকে দিয়ে সম্ভব না।
ফারিহার বাবারও একমাত্র জীবিত আত্মীয় ফারিহাই। ভাগ্য আজ আমাদের এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে – চাইছে একপক্ষের স্যাক্রিফাইস। পুরো ব্যাপারটা আবারও ভেবে দেখতে থাকি আমি।
ফারিহার বাবার প্রতি তীব্র আক্রোশ নিয়ে কেউ একজন চাইছে তার মেয়ের কিডন্যাপের টাকা পুরোটা তো নিতেই, এবং মেয়েটারও চূড়ান্ত ক্ষতি করতে।
এখানে টার্গেট মোটেও ফারিহা নয়। তাহলে তাকে মেরে ফেলা হত না।
ফারিহার বাবাকে চূড়ান্তভাবে ধ্বংস করতে চায় কেউ।
আরেকটু ভাবতেই মজাটা বুঝে গেলাম আমি – পুরো ব্যাপারটার সাথে টাকার কোনই সম্পর্ক নেই।
দশ কোটি টাকা মুক্তিপণ হিসেবে আমাকে ধরতে বলা হয়নি। কারণ টাকা নেবার জন্য কিছু করার নির্দেশনা এবার আমার জন্য নেই। একটা ফোনকল পর্যন্ত না!
বরং ধর্ষণ এবং খুনের জঘন্য কাজটা শেষ করলেই আমাকে দশ কোটি টাকা নিজের পকেট থেকেই দিতে চাইছে এখন আমার ক্লায়েন্ট।
পুরো ব্যাপারটা শুধু ব্যাক্তিগত নয় – পুরো ব্যাপারটার একটাই মানে থাকতে পারে।
আমরা রিজভী আকন্দের সেই শত্রুকে খুঁজছি – যার মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে।
ছুটে এসে ল্যাপটপ খুললাম আবারও।
সার্চ ইঞ্জিনে সার্চ দিলামঃ Rizvee Akanda Scandal
কোন রেজাল্ট পেলাম না।
‘শিট … কাম অন …’ বুঝতে চেষ্টা করি আমি। ‘দেয়ার মাস্ট বি সামথিং …’
আবারও সার্চ দেইঃ Bangladeshi industrialist’s daughter raped & killed…
বেশ কয়েকটা সার্চ রেজাল্ট পেয়ে যাই এবার।
দ্রুত পড়ে দেখি।
শিল্পপতি ফারুক সিদ্দীকির মেয়েকে মাত্র ছয় মাস আগে কিডন্যাপ করা হয়।
দশ কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পর দিয়ে দেন ফারুক সিদ্দীকি।
কিন্তু মেয়ে বন্যাকে ফিরে পান না এতে।
এক সপ্তাহ পর মেয়েকে পাওয়া যায়।
ধর্ষিত এবং মৃত।
মিলে গেছে সবকিছুই! শুধু আরেকটা ব্যাপার দেখা দরকার।
আবারও সার্চ দেইঃ Industrialist Faruque Siddiqie – video results
কিছু ভিডিওতে তার সাক্ষাৎকার পাওয়া যায়।
গলাটা আমার অতি পরিচিত।
আজ সারাদিন এর সাথেই ডীল করেছি আমি!
‘দ্যাটস আওয়ার গাই, ফারিহা।’ লাফিয়ে উঠি আমি। ‘তুমি থাকো। আমি বের হচ্ছি।’
ল্যাপটপে ভেসে থাকা ভিডিওটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে মেয়েটা।
‘ফারুক আংকেল বাবার সবচেয়ে পুরোনো বন্ধু। আমিও আসছি তোমার সাথে।’
*
রেন্ট-আ-কার থেকে ভাড়া করা গাড়িটা নিয়ে ছুটে চলেছি আমরা ফারুক সিদ্দিকীর বাসার দিকে।
‘আই কান্ট বিলিভ দিস, ইরফান।’ পাশ থেকে মাথা নাড়ায় ফারিহা।
‘পুরো ব্যাপারটার সাথে তোমার সম্পর্ক কি?’ মাথা নাড়াই আমি। ‘বন্যাকে চিনতে কেমন তুমি?’
‘আমরা সেই ছোটবেলা থেকে বন্ধু ছিলাম। কিন্তু কয়েক মাস আগে এই অ্যাকসিডেন্ট – ’ মুখ ঢাকে ফারিহা।
‘তোমার বাবার জড়িত থাকার কোন সম্ভাবনা আছে এতে?’ সাবধানে জানতে চাই আমি। বাবার চরিত্রে কলংক দেওয়া হচ্ছে – ক্ষেপে যাওয়া স্বাভাবিক।
‘অ্যাবসার্ড!’ তীব্র গলায় বলে ফারিহা। ‘আমার বাবাই টাকার ব্যাপারটা দেখেন ওই সময়। ফারুক আংকেল তখন দেশের বাইরে। কিডন্যাপাররা টাকার যে ডেডলাইনটা বেঁধে দিয়েছিল তার মাঝে দেশে ফিরে আসা তার পক্ষে সম্ভব ছিল না। ওরা টাকাটা চেয়েছিল ম্যানুয়ালি। নগদ টাকা – একজন মানুষ ড্রাইভ করে ভ্যানটাকে পার্ক করে সরে চলে আসবে। টাকা নিয়ে যাওয়ার পর সব ঠিক থাকলে একদিন পর বন্যাকে ছেড়ে দেয়ার কথা ছিল।’
‘কোন সম্ভাবনা, তোমার বাবা টাকাটা কম দিয়েছিলেন। দশ কোটির কম?’
‘কেন দেবেন?’ মাথা নাড়ায় ফারিহা। ‘টাকাটা ব্যাপার ছিল না তখন। বন্যাকে আমার মতই স্নেহ করতেন বাবা।’
‘কিন্তু ডেফিনিটলি তোমার বাবাকেই দায়ী মনে করেছেন ফারুক সিদ্দিকী। এতে কোন সন্দেহ নেই। মুক্তিপণের দশ কোটি টাকা – আর তোমার ব্যাপারে নির্দেশ – সবকিছু খাপে খাপে মিলে যাচ্ছে এখন।’
চুপচাপ ড্রাইভ করি কিছুক্ষণ।
‘আচ্ছা – ফারুক সিদ্দিকীর সিকিউরিটি কেমন থাকে?’
‘সিকিউরিটি বাদ দাও। আমাকে দেখলে গেইটে আর কিছু বলবে না। দারোয়ানরা আমাকে চেনে। আন্টির সাথে আমি বন্যার ঘটনার পরও বেশ কয়েকবার দেখা করেছি, নিয়মিত যাওয়া হয়েছে তখন। বন্যার অভাব আন্টি আমাকে দেখে কিছুটা পূরণ করতেন… ’
‘এই রাত বারোটাতেও?’
‘গভীর রাতেও কয়েকবার গেছি। আন্টিই আমাকে ডেকে পাঠাতেন মাঝে মাঝে, অসময়ে। ঠিক যেদিন একমাস হয় বন্যার লাশ পাওয়ার আমাকে ফোন করে রাতে তাঁর সাথে থাকার জন্য অনুরোধ করেছিলেন। এমন বেশ কয়েকবার হয়েছে। গেটে সন্দেহ করবে না।’
‘ফারুক সিদ্দিকীর কানে না দিয়েই ওর বাসায় ঢোকা যাবে তাহলে বলছ?’
‘অনায়াসে। আর আংকেলের সাথে আমার দেখা হয়েছে খুব কম। উনি সবসময় বাইরের কাজেই ব্যস্ত থাকেন। কাজেই ঢোকার জন্য আমাদের ওকে জানাতে হবে – এরকম না। আমার মনে হয় না আমাদের দেখলে দারোয়ান বাড়ির ভেতর ফোন করবে।’
‘দারুণ।’ মনে পড়ায় বলি, ‘জানতে চেয়েছিলে। ঈশিতা ক্লাস নাইনে পড়ে।’
ফারিহার দিকে অন্যমনস্ক হয়েই প্রশ্ন ছুঁড়ে দেই। ‘দুপুরে আমার বোনের ব্যাপারে কিভাবে জানলে?
‘তোমার চোখ দেখে।’ হাসে একটু ফারিহা। ‘আমার দিকে যে দৃষ্টিতে তাকাচ্ছিলে সে দৃষ্টি বোনের দিকেই দেয় মানুষ। আর অচেনা একজন ভিক্টিমের দিকে কেন এভাবে তাকাবে তুমি? নিঃসন্দেহে তোমারও একটা বোন আছে।’
‘প্রে ফর হার, ফারিহা।’ জীবনে প্রথমবারের মত কাওকে এই কথা বললাম আমি। ‘প্রে ফর হার।’


গৃহ পরিচারিকা তাহমিনা ঘুম ঘুম চোখে আমাদের ভেতরে নিয়ে চললেন।
রাত বারোটা বাজলেও পরিচিত সিকিউরিটি গার্ডরা ফারিহাকে দেখে আর সন্দেহ করেনি।
অবশ্য মিসেস সিদ্দিকীকে জানিয়ে দেয়া হয়েছে আমাদের আগমনী বার্তা।
এতটুকু করা হবে সেটা স্বাভাবিক।
আমি কেবল আশা করছি, মিসেস ফোনটা ধরার পর ‘মিস্টার’কে জানাবেন না।
ফারিহা আর তাহমিনা বক বক করে যাচ্ছে।
‘আন্টির শারীরিক অবস্থা’ নিয়ে রীতিমত উদ্বিগ্ন কি না ফারিহা!
‘আংকেল কোথায়?’ কথার ফাঁকে জানতে চাইল ফারিহা।
‘স্টাডিতে ঢুকে বসে আছেন। রাতের বেলায় ঘুমান নাকি উনি। সারাক্ষণ আছেন তো কাজ নিয়ে।’
এতটুকুই শোনার দরকার ছিল আমার।
‘সরি ফারিহা।’ বাড়িটায় পা রাখার পর এই প্রথম কিছু বললাম আমি।
তাহমিনার ঘাড়ের বিশেষ জায়গায় একটা মাপমত কোপ দিতেই তাহমিনা আন্টিরও চোখ উলটে গেল।
ধীরে সুস্থে ইনাকে শুইয়ে দিয়ে ফারিহাকে ধরলাম। ‘স্টাডিটা কোথায়?’
ডিরেকশন দেয় আমাকে ও।
‘তুমি আন্টিকে নিয়ে স্টাডিতে চলে আসো। কুইক।’ ওকে ঠেলা দেই আমি।
‘আমি কি বলে এদিকে আনব আন্টিকে?’ অবাক হয় ফারিহা।
‘যা পারো – যেভাবে পারো – আন্টিকে স্টাডিতে চাই আমার।’
আজ্ঞা পালন করতে চলে যায় ফারিহা ওপরের দিকে।
আমি ফারিহার নির্দেশনা অনুযায়ী স্টাডিরুমের দিকে আগাই।
মিনিট পাঁচেকের মাঝে পেয়েও গেলাম।
মোবাইলটা বের করে সময় দেখি – ডেডলাইনের আর মাত্র একত্রিশ মিনিট বাকি।
ভেবেছিলাম ভেতর থেকে লাগানো থাকবে।
কিন্তু নব ঘুরাতেই খোলা পাওয়া গেল।
বিশাল রুমটার শেষ মাথায় একটা টেবিলের সামনে একটা ঝকঝকে ডেস্কটপের সামনে বসে আছেন শিল্পপতি ফারুক সিদ্দিকী।
*
আস্তে করে ইনার মাথায় পিস্তলটা ঠেকালাম।
চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে ফিরলেন ধীরে সুস্থে। আমাকে দেখে চেহারায় প্রথমে ভীতি , তারপর একে একে বিস্ময়, আতংক এবং সবশেষে স্বস্তি ফুটে ওঠে।
‘ইম্প্রেসিভ।’ হাসিমুখে বলে উঠলেন তিনি। নিজেকে আবারও ফিরে পেয়েছেন। ‘ফ্যান্টম ইরফান কেন বলা হয় তোমাকে আজ আমার কাছে স্পষ্ট। সাবাশ, ছেলে।’
‘মি. সিদ্দিকী।’ বরফ শীতল গলায় বলি আমি। ‘ডীলটা আরও সহজ করে দিচ্ছি আমি আপনার জন্য।’
আগ্রহের সাথে তাকিয়ে থাকেন ফারুক সিদ্দিকী।
‘আপনার জীবনের বিনিময়ে আমার বোনের জীবন। সসম্মানে ঈশিতাকে এখানে আপনার বাড়িতে ফিরিয়ে আনার ব্যাবস্থা করবেন আপনি। আমরা কি একমত?’
‘হাহ হাহ হা।’ মাঝারি হাসি দিলেন শিল্পপতি। ‘আমাকে গুলি করে মেরে ফেলে কি লাভ? তোমাকে দেয়া দুই ঘন্টার আর…’ ঘড়ি দেখেন তিনি, ‘আটাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অ্যান্ড কাউন্টিং … তারপর চারজনকে বলে দেয়াই আছে – এর মাঝে আমি তাদের ফোন না দিলে ওদের কর্তব্য কী।’
‘সেজন্যই আপনি ওদের এখন ফোন দিচ্ছেন।’ পিস্তলটা নাচাই আমি।
‘পিস্তল সরাও তো!’ বিরক্ত হয়ে বলেন আবার, ‘আমাকে মেরে ফেললেও রেজাল্ট পাল্টাচ্ছে না – জানো তুমি। এর চেয়ে আমার দোতলায় একটা ফাঁকা রুমে তুমি ফারিহাকে নিয়ে ঢুকে যাও। তোমার কাজ শেষ করার জন্য আটাশ মিনিট যথেষ্ট। লেটস গো ব্যাক টু দ্যা ফার্স্ট ডীল।’
স্টাডি রুমের ভেতর ঝড়ের বেগে ঢুকে পড়েন এই সময় একজন মোটাসোটা প্রৌঢ়া।
পিছে ফারিহা।
ইনি নিঃসন্দেহে মিসেস সিদ্দিকী।
আমাকে স্বামীর মাথায় পিস্তল ধরে থাকতে দেখে বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি।
‘ফারুক!’ বাজপাখির মত হুংকার দেন মহিলা, ‘আমি কিছু প্রশ্নের জবাব চাই।’
‘সত্য-বলা-ছাড়া-আর-কোন-ভাল-উপায়-পেলাম-না’ টাইপ একটা লুক দেয় আমাকে ফারিহা।
‘ইউ বেটার অ্যানসার হার, মি. ফারুক।’ পিস্তলের খোঁচা দেই আমি ইনার মাথায়।
‘ফারিহাকে কিডন্যাপ করানোর জন্য তুমি নাকি এই ছেলেকে ভাড়া করেছ?’ চেঁচান আবার মহিলা, ‘এটা কি সত্যি?’
‘অফ কোর্স এটা সত্যি!’ দাঁড়িয়ে যান ফারুক সিদ্দিকী রাগে আর উত্তেজনায়। ‘তুমি কি মনে কর আমার একমাত্র মেয়ের এই পরিণতির জন্য যেই লোকটা দায়ী তাকে আমি কিছুই বলব না?’
‘রিজভী তোমার ভালো চেয়েছে আজীবন, ফারুক। তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও। ওরা… ফারিহা, আমাদের মেয়ের মতো! কন্যাশোকে পাগলামী করছ তুমি।’ বোঝানোর চেষ্টা করেন মিসেস সিদ্দিকী। ‘বন্যার টাকাটা নিজে ডেলিভারী দিয়ে এসেছিল ও। তার মেয়েকে তুমি -।’
‘টাকা ডেলিভারী দিয়ে বেশ করেছে!’ ঘরবাড়ি কাঁপিয়ে হুংকার দেন ফারুক সিদ্দিকী। ‘উইদ-আ–ট্রাকিং–ডিভাইস!’
থমকে যাই আমরা সবাই।
‘ডীলটা ছিল দশ কোটি টাকার বিনিময় আমার বন্যাকে আমি ফিরে পাব। কিডন্যাপাররা বার বার বলেছিল তাদের দিকে বিন্দু মাত্র অ্যাপ্রোচ নেয়া হলেই ডীলটা আর থাকবে না। আমি নিজে বার বার বলে দেই রিজভীকে। বাট – হি ট্রাইড টু বি আ হিরো! কিডন্যাপারদের ধরার জন্য একটা জীবন বাজি ধরেছিল ও – বন্যার জীবন! পুরা রিস্কটা কার ওপর ছিল? আমার বন্যার ওপর। পুরো ধাক্কাটা কার ওপর দিয়ে গেল? আমার ওপর! আমার নিষ্পাপ মেয়েটার ওপর! সো ডোন্ট ট্রাই টু টেল দ্যাট আই অ্যাম রং! ’
বলে যান ফারুক সিদ্দিকী। ‘আমি ওই লোকটাকে একেবারে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে চাই – দশ কোটি টাকা মুক্তিপণ দিয়ে মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখার আশা করার পর রেইপড অ্যান্ড মার্ডারড মেয়েকে ফিরে পেতে তার কেমন লাগে। ফেয়ার!! ইজনট ইট?’
আড়চোখে ঘড়ি দেখি আমি।
আর মাত্র ষোল মিনিট বাকি আছে।
প্রচন্ড জোরে আঘাত হানি ফারুক সিদ্দিকীর মাথায়।
কপাল কেটে রক্ত বেরিয়ে আসে। আৎকে ওঠেন মিসেস সিদ্দিকী।
‘আপনাদের প্রতি আমার সিমপ্যাথি আছে মিসেস সিদ্দিকী।’ তাঁকে অভয় দেই। ‘কিন্তু আপনার সাইকোপ্যাথ স্বামী একটা ফোন কল না করলে আমার বোন ঈশিতার পরিণতি ঠিক বন্যার মতই হতে যাচ্ছে। আই অ্যাম সো সরি, মিসেস সিদ্দিকী।’
এগিয়ে এসে ভদ্রমহিলার মাথায় পিস্তলটা ঠেকাই।
‘আমি দশ গুণব। এর মাঝে আমার ফোনকলটা চাই। আপনার এই বাসায় ঈশিতাকে সসম্মানে জীবিতবস্থায় এনে দেওয়া হবে। নাহলে মিসেস সিদ্দিকীর মাথায় গুলি করে আপনাকেও ধ্বংস করে দেব মি. সিদ্দিকী । এটাই আমাদের ডীল।’ পকেট থেকে নতুন কেনা মোবাইলটা বের করে দেখাই। ‘ঢোকার আগেই রেকর্ডিংটা অন করে নিয়েছিলাম, স্যার। আপনার জবানবন্দী অনুযায়ী দুটি কিডন্যাপিং, দুইটি খুন এবং একটি অ্যাটেমপ্ট টু মার্ডারের আসামী আপনি। বাবার নিষ্ফল আক্রোশ অনুভব করেছেন, কিন্তু ভাইয়ের মরিয়া প্রচেষ্টা দেখেননি। ভুল মানুষের সাথে টক্কর লাগিয়েছেন আপনি মি. সিদ্দিকী। এক দুই তিন চার পাঁচ ছয় … ’
ঝড়ের বেগে গুণে যাই আমি। সাইকোটা ভাবার জন্য বেশি সময় পাবে না এতে।
‘ডোন্ট শূট! ডোন্ট শূট।’
‘সাত … আট … নয় …’
ঝাঁপিয়ে পড়ে ফোনটা তুলে নেন শিল্পপতি।
অক্ষরে অক্ষরে আমার দাবী পৌঁছে দেন ওপাশে।
পিস্তলটা সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি একটা আমি।
*
গাড়ি ছুটে চলেছে আমাদের।
বেরিয়ে পড়েছি আমরা ফারুক সিদ্দিকীর বিশাল বাড়িটার ত্রিসীমানা থেকে।
পেছনের সীটে ঈশিতা কাঁপছে থরথর করে – ওকে ধরে রেখেছে ফারিহা।

পরিশিষ্ট
গাড়ি থামালাম আস্তে করে। ঘুমিয়ে পড়েছে ঈশিতা।
নেমে এলাম আমি।
বাইরে তাকিয়ে অবাক হয়ে যায় ফারিহা। নেমে আসে ও-ও।
‘এটা আমাদের বাসা। চিনলে কিভাবে?’
‘ভুলে যাচ্ছ।’ হাসি আমি। ‘তোমাকে কিডন্যাপ করতেই আজ সকালে বের হয়েছিলাম আমি।’
‘চৌদ্দ ঘন্টার মাঝে কতকিছু তাই না?’ বিষন্ন দৃষ্টিতে আমার দিকে তাকায় ফারিহা।
অপরূপ ওই বড় বড় চোখদুটোতে ডুবে মরতে ইচ্ছা করল আমার।
‘জাহিদের খুনীকে ছেড়ে দিলাম আমরা। এটার চেয়ে বড় ব্যর্থতা কিছু হতে পারে না।’ বিষন্ন মুখটা আরও বিষন্ন হয়ে যায় ওর।
‘উহু। আমরা ছেড়ে দেইনি।’ বলি আমি, ‘শুধু একটা জবানবন্দী তার কাছে হস্তান্তর করেছি। আরও ট্রেইল থাকতে বাধ্য। আজকের সব ঘটনা মি. রিজভী যখন জানবেন – আশা করি সেসব ট্রেইল উনি বের করে আনবেন।’
‘ইরফান?’ কেমন করে জানি ডাকে আমাকে ফারিহা। আমার বুকে ঝড় ওঠে।
‘আমার আসল নাম ইরফান না, ফারিহা।’ আস্তে করে ওকে জানাই। ‘আমার নাম রবিন।’
মিষ্টি একটা হাসি ফুটে ফারিহার মুখে, ‘রবিন, তোমাকে সারাদিনের জন্য অসংখ্য থ্যাংকস।’
‘ধন্যবাদ তোমার পাওনা, ফারিহা। আমি ঈশিতাকে হারাতাম আজ তুমি না থাকলে।’
টুক করে আমার গালে চুমু খায় ফারিহা। ‘ধন্যবাদের বোঝা একে অন্যের ঘাড়ে থামানো বন্ধ করে ভেতরে এসো। বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই।’
মাথা নাড়ি আমি, ‘আরেকদিন, ফারিহা।’
হাত বাড়িয়ে দেয় ফারিহা, ‘মোবাইল নাম্বার লিখে দাও। মোবাইল তো তোমার সেইফ হাউজে ফেলে এসেছি।’
মোবাইল নম্বরটা ওর হাতে লিখে দিয়ে গাড়িতে উঠে বসি আমি। স্টার্ট দিয়ে এগিয়ে যাই হোটেলের দিকে।
পেছনে মিষ্টি একটা হাসি মুখে নিয়ে তাকিয়ে থাকে ফারিহা।
রুমটা ভাড়া আছে এখনও। আজ রাতটা ঈশিতাকে ওখানেই রাখার ইচ্ছে আমার।
কানে ভাসছে জাহিদের শেষ বাক্যটা, ‘ফারিহাকে দেখে রাখবেন…’
আকাশের দিকে তাকাই, ‘জাহিদ, কথা দিচ্ছি, মায়াবতী এই মেয়েটাকে দেখে রাখব আমি।’

Chapter II. HEROES & VILLAINS | Evolution from Hate to Acceptance of Israel

অধ্যায় ০২ নায়ক ও খলনায়কেরা

পত্রিকায় দেখলাম ইয়াসির আরাফাত বলে কেউ একজন মারা গেছে। খুব হা-হুতাশ পড়ে গেল পরিচিতদের মধ্যে। ইয়াসির আরাফাত নামটা প্রথম শুনলাম। তিনি নাকি নোবেলও জিতেছিলেন। কেউ কেউ নাক সিঁটকে বললো নোবেল তারাই পায় যারা মুনাফেক এবং ভণ্ড। ইয়াসির আরাফাত অনেকের কাছে নায়কের মর্যাদা পেলেও কেউ কেউ তাকে খলনায়ক মনে করেন বলে জানলাম।

একটা মানুষ যে একই সাথে নায়ক ও খলনায়ক হতে পারে তেমন বুদ্ধি আমার ঐ বয়সে ছিল না। ইয়াসির আরাফাত থেকেই তা জানতে পারলাম। মুসলমানদের অনেকের মুখে কালো কালো ছায়া। তাদের বদ্ধমূল ধারণা ইজরায়েল তাকে মেরে ফেলেছে। ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করার আগে তিনি শেষ দুটো বছর একরকম ইজরায়েলের চব্বিশঘণ্টা নজরদারীতেই ছিলেন।

ইয়াসির আরাফাত নিয়ে ব্যস্ত হওয়ার সময় অবশ্য মুসলিম উম্মাহর তখন ছিল না। ইরাকে আমেরিকার যুদ্ধের কথা আমার মনে আছে। পত্রিকায় আরেকটি নাম ঘন ঘন দেখা যেতে থাকলো। নামটি হচ্ছে সাদ্দাম হুসাইন।

একটি ছবি আমার মনে দাগ কেটেছিল। বাগদাদে একের পর এক বোমা আছড়ে পড়ছে। অন্ধকার, বোমার আলো, আর তাতে পাকিয়ে ওঠা ধোঁয়া ছিল সেখানে। খুব মন খারাপ করানো একটি দৃশ্য। ইরাকে আমেরিকা যে উইপন অফ মাস ডেসট্রাকশনের কথা বলে আক্রমণ করেছিল তা বিশ্বাস করার মতো মানুষ তেমন পাওয়া গেল না। আল-কায়েদা, যারা টুইন টাওয়ার ধ্বংস করেছিল – তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে সাদ্দাম হুসাইনকে দোষী ঠাউরানো হলো, তাও খুব একটা ভরসাযোগ্য ছিল না।

বাগদাদের ওই মন খারাপ করিয়ে দেয়া ছবিটির সময় জানতাম না, তবে ইন্টারনেটের কল্যাণে আমরা জানতে পারি সেই তিন সপ্তাহব্যাপী ভয়ানক আক্রমণে আমেরিকা ২৯ হাজার ১৬৬টি বোমা ও রকেট ইরাকে ফেলেছিল। আক্ষরিক অর্থেই তামা তামা করে দিয়েছিল শহর-নগর-বন্দর। সাত হাজারের বেশি সিভিলিয়ান মারা যায় ঐ অল্প সময়ে। আমেরিকা যে কিলিং মেশিন হিসেবে বিশ্ব-চ্যাম্পিয়ন এটা মানুষ জানে এবং মনে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতগুলো বছর পরও তাদের চর্চায় মরচে ধরেনি, বরং আরও দক্ষ হয়েছে – এমনটাই প্রমাণিত হলো। এই যুদ্ধটি আমেরিকার মানসিক জোর অনেক বাড়িয়ে দিলেও আমার বিশ্বাস সৈনিকদেরটা কমিয়েছিল ততোধিক। যে কারণে আফগানিস্তানে তাদের পরাজয়টা চূড়ান্ত হয় আরও বিশটি বছর পর।

নির্মোহভাবে দেখলে ইরাকে আমেরিকার মিশন শতভাগ সফল, আফগানিস্তানেও। তবে ইরাকে আক্রমণের পেছনে আমি জোরদার কারণ ঐ বয়সেও দেখিনি, এখনো দেখি না। আমার চিন্তাধারায় পরিবর্তন হয়েছে অনেক, তবে ইরাকে আমেরিকার আগ্রাসী আক্রমণটিকে আমি একটি অন্যায় আগ্রাসন বলেই আজও মনে করি। ওই সময়ের আরেকটি ঘটনা আমার মনে আছে। আপনাদের কারো কারো মনে থাকতে পারে। আলপিন ইরাক যুদ্ধকে কেন্দ্র করে একটি খেলা বের করলো। লুডুর ছক্কা দিয়ে খেলাটি খেলতে হতো। সাপ-লুডুর মতো বিভিন্ন সংখ্যা দেয়া ছিল ওখানে। আপনি ছয় তুলতে পারলে অমুক করবেন, নয়তো পিছিয়ে যাবেন তমুক শহরে। যতদূর মনে পড়ে খেলাটি ইরাকের পক্ষেই ছিল এবং আপনি শেষমাথা পর্যন্ত যেতে পারলে ইরাক জিতবে এমন কিছু ছিলো।

আমেরিকা তাকে বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে, নয়তো ইরাক তামা তামা করা হবে। তারা আরও যোগ করেছিল সাদ্দাম চলে গেলেও, নতুন সরকার প্রতিষ্ঠিত করার এবং ‘উইপন অফ মাস ডেস্ট্রাকশন’ খোঁজার মহৎ(!) স্বার্থে তাদের ইরাকে আসতেই হবে। তবে যুদ্ধসহ তারা ঢুকবে নাকি যুদ্ধ ছাড়া এটির সিদ্ধান্ত সাদ্দাম হুসাইনের। তখন সাদ্দাম একটি বীরোচিত কাজ করলেন। শক্ত গলায় বললেন প্রাণপ্রিয় ইরাককে তিনি বিদেশী শক্তির হাতে ছেড়ে দেবেন না। পারলে যেন আমেরিকা এসে গায়ের জোরে নিয়ে যায়। এই দৃঢ়চেতা মনোভাব তাকে রাতারাতি বিশ্বের সামনে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, ঠিক যেমনটা অনেকগুলো বছর পর করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। তাছাড়া রকেট লঞ্চার হাতে সাদ্দাম হোসেনের একটি ছবি সেই যুগেও ভাইরাল হয়েছিল। তাকে নায়কের বেশে এবং নায়কের অস্ত্রেই আমরা তখন দেখতে পাই। কিন্তু সাদ্দাম হোসাইনের হুংকার ফাঁকাতে গেল না, বুশ প্রশাসন তার এই আহ্বানে পাই পাই করে সাড়া দিলো।

ইরাকে আমেরিকা মে মাসের ২০ তারিখে তীব্র আক্রমণ করে। সাদ্দাম হোসেন তার স্বভাবসুলভ লড়াকু ভঙ্গিতে আঙুল উঁচিয়েই বললেন ইরাকের জনতা, তোমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমেরিকা এবং ব্রিটিশদের এই বাহিনীকে সাইজ করে দাও। ইরাক বাইরের কেউ নেবে না। তিনি তখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেলেন। কুয়েত এবং জর্দানের সাথে পাছা মারামারির যে ব্যয়বহুল ব্যর্থ খেলায় তিনি কিছুদিন আগে মেতে উঠেছিলেন তা যেন সবাই ক্ষমা করে দিতে একেবারেই প্রস্তুত। কিন্তু পাশার দান উল্টে যেতে বেশিক্ষণ লাগলো না।

বিশ্বের সামনে সাদ্দাম হুসাইন ধূমকেতুর মতো ঈশাণকোণে নায়কের ভূমিকায় এলেন এবং বিজলীর চমকের থেকেও দ্রুততার সাথে কেবলমাত্র তিন সপ্তাহের মধ্যে হম্বিতম্বি বাদ দিয়ে জান নিয়ে ভাগলেন। তাকে শেষটায় আমেরিকা ধরে ফেলে এবং ফাঁসীতে ঝোলায়। ২০০৬ সালে ঐ ঘটনাটিও বেশ আলোড়ন তোলার মতো ছিল। বিশ্বকাপ ফুটবল জ্বর ছাপিয়ে বছরের শেষটা এই বিষয়েই আলোচনা হলো। যতদূর মনে পড়ে সাদ্দাম হুসাইনের ফাঁসীটি টেলিভিশনে প্রচারিতও হয়েছিল, তবে একেবারে ঝুলিয়ে দেয়ার মুহূর্তটি তারা আর দেখায় না।

স্কুলে তখন নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব আমরা ছেলেরা বের করতাম। আমাদের বিশ্বাস ছিল আমেরিকা প্রকৃত সাদ্দামকে ধরতে পারেনি। যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে, সাহস দেখিয়ে লড়তে পারে, তাকে ধরে ফেলা এত সহজ কাজ নয় তা আমরা মনে করতাম। আমাদের বিশ্বাস ছিল সাদ্দামের ‘বডি ডাবল’কেই ওরা ঝুলিয়েছে।

সাদ্দাম হুসাইন যখন অনেকের কাছে প্রবাদপুরুষে পরিণত হয়েছে, তখন দেখলাম একশ্রেণির মানুষ কানাকানি করে কিছু একটা বলতে চায়। তাদের কথা হচ্ছে, সাদ্দাম যতই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিক সে তো নাস্তিক প্রকৃতির লোক। বামপন্থী মানসিকতা আর সেকুলারিজম তার মধ্যে ছিল। ভালো মুসলমান সেকুলার কেন হবে? তাছাড়া দাড়ি নেই যার সে আবার কেমন মুসলমান নেতা? সে তো ভণ্ড – এই ছিল সেসব বাঙালির চূড়ান্ত রায়।

আমি কিছুই বুঝতে পারলাম না। আমেরিকা সেকুলার। সাদ্দামও সেকুলার। তাহলে এরা একজন আরেকজনের মাথা ফাটালো কেন তা ক্লাস সেভেনে পড়ুয়া আমি আর বুঝে উঠতে পারি না। সব কিছু আমার কাছে ঘোলাটে মনে হয়। তবে তখন আমি বা আমার বয়েসী অধিকাংশ ছেলেমেয়ে যে তত্ত্বটি মনেপ্রাণে গ্রহণ করেছিলাম তা হলো – আমেরিকা তেলের লোভেই সাদ্দাম হুসাইনকে তাক করে এমন একটি অন্যায় যুদ্ধ করেছে। এত বছর পরও আমেরিকার সেই যুদ্ধটি যে অন্যায় ছিল তা নিয়ে আমার কোন সংশয় নেই। তবে ক্লাস সেভেনের আমি হতবাক হয়ে দেখলাম আরও একবার একই মানুষের সাথে এমনটা হচ্ছে।

মানুষকে নায়ক বানিয়ে দেয়া হচ্ছে, আবার চটজলদি তাকে অনেকে খলনায়কের কাতারে ফেলতে মোটেও কসুর করছে না। এসব কীসের আলামত! আমার চিন্তার জগত এলোমেলো হয়ে যায়।

তারপর আমি বুঝতে পারলাম নায়ক আর খলনায়কের ভূমিকাটি কেবলমাত্র চলচ্চিত্রের পর্দায় গ্রহণযোগ্য। বাস্তবজীবনে কেউ কখনো কেবল নায়ক বা খল-নায়ক হতে পারেন না। কিছু করলে দুটোই হয় তারা, নির্ভর করে কোন দলটি তার ব্যাপারে কথা বলছে। তখনও আমি ‘প্রতি-নায়ক’ বলে যে একটি শব্দ আছে সে ব্যাপারে একেবারেই ওয়াকিবহাল নই। কাজেই সঠিক শব্দের অভাবে আমি খাবি খেতে থাকলাম।

বাংলাদেশের মানুষ অবশ্য একটি বিষয় নিয়ে একেবারেই দ্বিমত রাখতো না। তাদের বিশ্বাস ছিল সাদ্দাম হুসাইন দেশপ্রেমিক হোক আর আমেরিকার দালাল হোক, সেকুলার হোক চাই কি না হোক, নায়ক হোক কিংবা খলনায়ক হোক; প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে খলনায়ক এ বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।

মানুষ গায়েব জানে না। কাজেই মাত্র পনেরোটি বছর পর আমি যে টেক্সাসে পা রাখবো এবং টেক্সান বুশ পরিবার এখানে কী পরিমাণ জনপ্রিয় তা ধীরে ধীরে জানতে শিখবো, গভর্নর হিসেবে জর্জ ডব্লিউ বুশকে অস্টিনের ক্যাপিটলের ভেতরে ঝুলতে দেখবো ছবি হয়ে এবং জানবো তিনি যতজনের কাছে না খলনায়ক ছিলেন, তার থেকে অনেকগুণ বেশি মানুষের চোখে ছিলেন নিরেট নিপাট একজন নায়ক, সে অনেক পরের গল্প।

আমার কিশোর চোখের সামনে তখন বাংলাদেশের মানুষ আরও একবার রঙ বদলাতে শুরু করেছে। আমাদের সামনে আবির্ভূত হলেন আরেকজন নায়ক কিংবা খলনায়ক। হয়তো প্রতি-নায়ক। তবে এবার ঘটনাটি কি না ঘটলো খোদ আমেরিকা থেকে!

(চলবে) 

Chapter I. HATRED | Evolution from Hate to Acceptance of Israel

অধ্যায় ০১ ঘৃণা

বয়স তখন খুব অল্প। একজন কাশ্মিরের কিশোরের জীবনের ওপর ভিত্তি করে লেখা গল্প পড়লাম। পড়ে আমার গায়ের ভেতর জেহাদের লহু টগবগ করে বইতে থাকলো। খুব ইনিয়ে-বিনিয়ে লেখা হয়েছিল কীভাবে অমুসলিমরা মুসলমানদের মেরে ফেলেছে। কিশোরের পরিবারের সবাইকে খুন করে ফেলেছিল তারা। এদিকে কিশোর তখন প্রতিশোধের জন্য ক্ষেপে আছে। সে যুদ্ধ করবে। এবং খুব সম্ভবতঃ মারেও কিছু ভারতীয় সেনাকে। খুব গর্বের বিষয় হিসেবে দেখানো হয় সেই হত্যাকাণ্ড, এই কারণে নয় যে বাংলাদেশ আক্রান্ত। বরং বাংলাদেশে ঐ ১৯৯৯-২০০০ সালে এসব লেখালেখি খুব খোলামেলাভাবে চলতো। ভারতের সেনা মারা পুণ্যের কাজ ইসলামী কারণে – এমন একটি ন্যারেটিভ দাঁড়া করানো ছিলই। বিডিআর যখন কোন সীমান্ত সঙ্ঘাতে বিএসএফকে ঢিঁট করে দিতো, জনপদে একটা চাপা উল্লাস দেখা যেত। এই কারণে নয় যে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করছে। বরং এ কারণে – ভারতকে ইসলামের দুশমন হিসেবে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দেয়া হয়েছিল।

এরপর মাসুদ রানার একটা বইতে পড়লাম সে তেল আবিবে গিয়ে ধরা পড়ে যায়। একজন ইজরায়েলি সৈন্য তার খোঁজ নিতে আসে। এবং আরেকজন গার্ডকে প্রশ্ন করে বন্দি মুসলমান কি না। সে ইতিবাচক উত্তর দিলে সৈন্যটি মাসুদ রানাকে পিটিয়ে আধমরা করে তার মুখে থুতু ফেলে বলে, “আই হেইট মু(লিমস।” বিষয়টি চিন্তা করে আমার মাথায় আগুন ধরে যায়। ইজরায়েলের লোকজন এত খারাপ তা আমার জানা ছিল না। আমার মনে হলো, আমিও তো একজন মুসলমান। তাহলে আমাকেও কি ওরা এভাবে মারবে? স্রেফ আমি মুসলমান বলে? ব্যাপারটি আমার কাছে কোনভাবেই ন্যায় মনে হলো না। এরকম খারাপ মানুষরা পৃথিবীতে কী করছে তা ভেবে পেলাম না।

এরপর আরেকটা গল্প পড়েছিলাম যেখানে বলা হয়েছে ফিলিস্তিনের ওপর ইজরায়েল কী ভীষণ অত্যাচার করছে। বোমা মারছে। বাচ্চা মরছে। ইত্যাদি। ইজরায়েলের প্রতি একটা যুগপৎ ঘৃণা সৃষ্টি হলো। মনে হলো, ক্ষমতা থাকলে আমি একদিন ইজরায়েলে গিয়ে এই জালেমদের শেষ করে ফেলবো। কুকুর মনে করতাম। আর ধর্মমতে কুকুরকে খুব জঘন্য প্রাণী মনে করার ব্যাপার ছিল। কুকুর নাপাক। কুকুর একটি খারাপ প্রাণি – এটিই ছিল আমার ধর্মের শিক্ষা। মনে হলো ইজরায়েলিরাও নাপাক। তারাও খারাপ প্রাণি। তারা তো কুকুরই হবে।

আমার মনে হয় আর যে কোন মুসলিম দেশে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা শিশুর মনে একই রকম চিন্তাধারা দোলা দিয়েছে। প্রচণ্ড ঘৃণা নিয়ে বড় হওয়ার পেছনে আমাদের স্কুলের পাঠ্যপুস্তকে কিংবা এহেন আর সব বইতে আমি পড়েছি ইহুদিদের সাথে বন্ধুত্ব নয়। তারা মুসলমানদের শত্রু।

এর পাশাপাশি মনে পরে ধারাবাহিকভাবে পড়েছিলাম ‘ষড়যন্ত্রের কবলে ইসলামি দুর্গ’, খুব সম্ভবতঃ আলতামাশের লেখা, মানে যিনি সম্ভবতঃ সাইমুম সিরিজ লিখেছেন। তো পড়ে আমার মাথামুথা তো চুদে গেল। খ্রিস্টান আর ইহুদিদের আস্পর্ধা দেখে মেজাজটাই খাপ্পা হয়ে গেল আমার। এরা তো মহা বদমাশ! সালাউদ্দিন আইয়ুবি আমার কাছে তখন বিশাল হিরো। তখনও আমার বয়স দশ বছর হয়নি। বয়সের হিসাব করছি কোন বাড়িতে কোন জিনিস পড়েছি সে হিসেবে। যে বাসায় এই বইগুলো আমি পড়তাম সেখানে এসেছিলাম যখন আমার বয়স সাড়ে ছয়। এরপরের ঘটনা আরকি। ওই বাসাতেই ‘আদর্শ নারী’ পত্রিকা আমি বেশি পড়েছি। সাধারণতঃ বাসায় ‘আদর্শ নারী’ ম্যাগাজিনটি দিতে এলে আমি-ই তা রিসিভ করতাম। মূল্য ছিল দশ টাকা। যতদূর মনে পড়ে এর আগের বাসায়, অর্থাৎ জিয়া সারকারখানা হাউজিংয়ের সি-৪-এমেও আমি আদর্শনারী দেখেছি, পড়েছি। মানে চার-পাঁচ বছর বয়সের চিন্তা এসব।

সচরাচর বাচ্চারা এই বয়সে যা শেখে, যা শুদ্ধ বলে জানে – তা বাকি জীবন বয়ে বেড়ায়। আজকে ফেসবুকের কমেন্টবক্সে যেসব যোদ্ধা ও বোদ্ধাদের দেখা যায় তারাও ঐ বয়সেই জেনেছেন ইজরায়েল খারাপ, খুবই খারাপ। ইহুদি আর খ্রিস্টানরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিন লাদেন একজন বিশাল হিরো। তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। টুইন টাওয়ার হামলা যখন হলো তখন আমি দুধের শিশু। অতটুকু বয়সের বাচ্চার খুব বেশি ন্যারেটিভ জানার কথা নয়। অথচ বইপত্র পড়ার কল্যাণে আমার মনে হলো, এ একটা বীরোচিত জবাব মুসলমানরা দিয়েছে। লাদেন রাতারাতি হিরো হয়ে গেল এলাকায়। ঈদের সময় ছোট পটকাগুলোকে বিক্রি করা হতো ‘লাদেন বোমা’ বলে। কারণ বাংলাদেশে অনেক পরিবারের কাছেই তখন লাদেন একজন বিশাল হিরো।

আমি বইপত্র পড়ে যতদূর বুঝেছি, ইহুদি আর খ্রিস্টানরা আমাদের ক্ষতি করেছে অনেক। প্রচুর মুসলমান মেরেছে তারা। কাজেই তাদের যে কোন উপায়ে ঢিঁট করাটি ঠিক আছে – এটাই আমার বুদ্ধির দৌড়। পাঁচ-ছয় বছরের একটা বাচ্চার চোখে বিষয়টা তার পড়া বইপত্র থেকে এমন হওয়া স্বাভাবিক ব্যাপার। সেটিকে আমি খুব কড়াকড়িভাবে বিচার করি না। কিন্তু লজ্জা পেয়ে যাই যখন দেখি পঁচিশ-ত্রিশ বছরের দামড়া যুবকও ঐ পাঁচ বছরের বাচ্চাটির ন্যারেটিভ নিয়ে চলাফেরা করছে। তাকে আমি বোঝাবো কী? তার থেকে আমি বোধহয় বোধগম্যতার দিক থেকে পঞ্চাশ বছর এগিয়ে আছি। চট করে তাকে কিছু বললেই যে তার মাথায় ঢুকবে এমন নয়।

ঐ বয়সে আমার কিছু যুক্তি ছিল। পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত আমি এসব যুক্তি ধীরে ধীরে পেয়েছি, দাঁড় করিয়েছি। ক্লাস নাইনে থাকতে তা ব্যবহার করে নাস্তিকদের সাথে নিয়মিত তর্ক করি। নাস্তিকরা লা-জওয়াব হয়ে যায়। বিবর্তনের একটা কুরআনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করে নাস্তিকদের আসরে প্রশ্ন করলাম। মডারেটর আমার কমেন্টই ডিলেট করে দিলেন। আমার মেজাজ খাপ্পা হয়ে গেল। জবাব না থাকলে ওভাবেই মুখ লুকিয়ে চলে যায় মূর্খের দল – বন্ধুদের বললাম।

আজ আমি জানি কত বড় স্টুপিড ছিলাম আমি। ইডিয়টের মতো কথা বলেছিলাম। তবে তের-চৌদ্দ বছরের ছেলেরা স্টুপিডের মত কথা বলতেই পারে। আমার মাথা হেঁট হয়ে যায় যখন দেখি ফুলি-গ্রৌন মানুষ তেমন কথা বলছে। অর্থাৎ এদের বুদ্ধিবৃত্তিক উন্নতি আর তেমন হয়নি। আমার আর্লি টিনেজ বয়সে যেমন মূর্খতা ছিল, ইনাদের এই বুড়ো বয়সেও সেই একই মূর্খ অবস্থান।

তবে একই কারণে আমি কাউকে ব্লক করি না সহজে। কারণ এই যে তর্ক করতে আসছে, ঘৃণা করছে, এটাই প্রসেস। এভাবে তারা তর্ক করবে, যেভাবে আমি করেছিলাম। তারপর তারা বুঝতে পারবে, দেখতে পাবে সত্যটা।

সত্যটা আমি আবিষ্কার করলাম ইন্টারনেট আসার পর। ধীরে ধীরে আমার সামনে জগত উন্মোচিত হচ্ছিল। ভিয়েতনামী একটা মেয়ের সাথে খুব ভাব হয়েছিল আমার। ওকে আমি একটি নাম দিয়েছিলাম। আজ, দু’হাজার তেইশ সালে, প্রায় পনের বছর পরও ও তার ফেসবুকে সেই নামটিই ব্যবহার করে। বন্ধুদের সেই নাম বলেই পরিচয় দেয়। ওর সাথে আমার তখন নিয়মিত কথা হতো। আমরা দু’জনই এমা ওয়াটসনের দারুণ ভক্ত ছিলাম। পরিচয়টা হয়েছিল এমা ওয়াটসন ডট নেট নামক একটি ওয়েবসাইট থেকে। সেখানে তখন চ্যাট করার ব্যবস্থা ছিল। অ্যাডমিনের নাম ছিক ডুক। ইউজারনেম ডুক_ডুক। এই প্ল্যাটফর্মে নানা দেশি বন্ধুদের সাথে আমার পরিচয় হতে থাকে।

ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, যে পৃথিবী আর যে সত্য আমাকে ছোটবেলার ইসলামী বইপত্র শিখিয়েছে, বড় বড় দাড়িওয়ালা আলেম-ওলামা বুঝিয়েছে – সব ভুল। সব ভ্রান্ত। সবই মিথ্যে মায়াকান্না। সত্যের লেশমাত্র নেই অধিকাংশ বক্তব্যে। যতখানি আছে, তাকে ফুলিয়ে ফাঁপিয়ে এরা বানিয়েছে প্রায়-মিথ্যে। ঠিক যেভাবে শিশুহত্যার ধুন তোলা হয় আজকের দিনে এবং ন্যারেটিভটি বদলাতে বদলাতে এতই বদলে ফেলা হয় যেন ইজরায়েলকে দানব ছাড়া আর কিছু মনে হয় না।

তখনও আমার বইপত্র পড়া অব্যহত আছে। পত্রিকা তেমন পেতাম না। তবে পেলেই পড়তাম।

এমন একটা দিন পত্রিকা খুলে আমার চোখ একটি নামে আটকে গেল।

রিভিউ – ভুল সংশোধন

হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. রচিত বই “ভুল সংশোধন” যখন প্রথম পড়েছিলাম তখন আমি নেহায়েতই শিশু। বাসায় পেয়েছিলাম, অনেকটা পড়ে ফেলেছিলাম। সমস্যা হচ্ছে, ঐ বই থেকেই আমি প্রথমবারের মতো মওদুদীর রচনা সম্পর্কে জানি। সেই রচনাও অবশ্য এখানে ওখানে কাট-পেস্ট করে এনে তাকে ভুল প্রমাণের চেষ্টার রচনা। দুঃখজনকভাবে সত্য হচ্ছে মওদুদীর কথার যুক্তি এবং অবস্থানকে আমার কাছে অধিক সঠিক মনে হয়েছিল।

হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. যেসব কথা বলছিলেন তাতে করে তাকে একজন নমঃ নমঃ করতে থাকা ব্যক্তিপূজারির বেশি মনে হয়নি। এই লেখক সাহাবা বলতে অজ্ঞান এবং তাদের কোন ভুল থাকতে পারে এমনটিতে অবিশ্বাসী – তার চোখে হযরত মুহাম্মদ যতখানি ত্রুটিমুক্ত, সাহাবাদের প্রত্যেকেই ততখানি ত্রুটিমুক্ত। অথচ সাহাবাদের রক্তপাতে সাহাবাদের মৃত্যুর ঘটনা নবিজীর ওফাতের পর কম ঘটেনি। এসব প্রসঙ্গে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.র বক্তব্য কী আমার খুব জানতে ইচ্ছে করলো। তিনি কি উসমান (রাঃ) এর খুনিদের প্রসঙ্গে একই কথা বলবেন? আলী (রাঃ) এর প্রাণ গেল যে, তা কি সাহাবাদের আগ্রাসনেই নয়? হাসান-হোসেনের যে খুনোখুনি তাতে কতজন রাদিয়াল্লাহু তায়ালা আনহু জড়িত? সাহাবাদের মধ্যে কোন দোষত্রুটি না থাকলে, আল্লাহ তাদের ওপর রাজি হয়ে থাকলে তারা কীভাবে আরেকজন মানুষকে মেরে ফেলে যাদের ওপরও আল্লাহ রাজি?

হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. বইভর্তি করে এত গদগদভাবে সাহাবাদের একেকজনকে আল্লাহ বানিয়ে ফেলেছেন, যেন ইনি ওসব সাহাবাদের পায়খানা অনায়াসে পায়েস মনে করে খেয়ে ফেলতে প্রস্তুত। তার কথাবার্তার হাল আমি এখানে কিছুটা আলোচনা করতে চাই।

তার রচনার ৩৮ পৃষ্ঠায় দেখা যায় তার মহাযুক্তিগুলোর একটা হচ্ছে, রাসূলের সান্নিধ্য পেয়েছেন যিনি তিনি আর কোনদিনও লোভ কিংবা ভয়ের বশবর্তী হয়ে কাজ করবেন না। অথচ আব্দুল্লাহ ইবনে সাবা তো তার সান্নিধ্যে ছিলেন। তারপর তাকে আলী (রা) পুড়িয়ে মারেন, কারণ তার মতবাদ আলীর পছন্দ ছিল না। এ বেচারারও দোষ ছিলো ওটাই, তিনি আবু বকর ও ওমরের সমালোচনা করতেন। উসমান (রাঃ) তো বিশ্বব্যাপী সমালোচিত তার নেপোটিজমের জন্য, যা একসময় তাকে খুন করে ক্ষমতা থেকে নামানোয় লোকজনকে উদ্বুদ্ধ করেছিল। তিনি কি রাসূলের সান্নিধ্য পাননি? তবুও তো করাপ্ট হলেন। ইসলামের অনেক সাহাবা-ই করাপ্টেড হন নানা সময়ে। রাসূলের সান্নিধ্য যে পাবে সে আর করাপ্টেড হবে না এমন ভিত্তিটা খুবই ছেলেমানুষী এবং হাস্যকর। অথচ এই ভিত্তির ওপরই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. বই লিখে বসে আছেন। এর ভিত্তি হিসেবে তিনি কুরআনকে টান মেরে কুরআনকে বৃথাই হাস্যকর করেছেন। ২৫ পৃষ্ঠায় তিনি কুরআনের আয়াত নিয়ে এসে বলেছেন ওই আয়াতে যেহেতু নবীদের সাথে যারা ঈমান এনেছে তাদের সবার অন্তরে কেবল আলোই আছে এবং অন্ধকার নাই বলে ঘোষণা করা হয়েছে কাজেই এমন কিছু বিশ্বাস করা যাবে না। অথচ ইতিহাস এবং ইসলামী স্কলারদের বয়ানেও দেখা যায় বহু সাহাবাদের অন্তরেই ব্যাপক পরিমাণ অন্ধকার ছিল। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এই বই লিখে কি তবে কুরআনকে মিথ্যা প্রমাণিত করলেন?

মুয়াবিয়া যে এজিদকে নিজের উত্তরসূরী ও খলিফা বানিয়েছেন – এই কাজ তো অত্যন্ত নিকৃষ্ট। মওদুদী দারুণভাবে এই কাজের সমালোচনা করেন। এই সমালোচনা লেখক হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.র সহ্য হলো না। তিনি এর ডিফেন্ড করলেন কীভাবে, বলছি। ৩৭ পৃষ্ঠায় তিনি বলেন, মুয়াবিয়া বলেছিলেন, “যদি আমার ছেলেকে যোগ্যতম পাত্র পেয়ে মনোয়ন দেই তবে তোমরা আমার কাজকে সফল করো। আর যদি পুত্রস্নেহের বশবর্তী হয়ে মনোনয়ন দেই তবে বাতিল করে দাও।” আজকের বাংলাদেশের দিকে তাকান। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটা বয়ান দিয়ে জয়কে আওয়ামীলীগের নেতা বানিয়ে দেন, তাহলে কোন শালারপুতের ঘাড়ে দুটো মাথা আছে যে চ্যালেঞ্জ করে বলবে, “আপনার ছেলের থেকেও যোগ্য লোক আওয়ামীলীগে আছে, মনোনয়ন ছেলেকে দিয়েন না!”? বরং সবাই থরহরিকম্প হয়ে তার কথায় একমত হবে। ৫০০ বছর পর ইতিহাসে কেউ লিখবে, “আর কোন যোগ্য লোক না থাকায় জয়কে সভাপতি করা হয় এবং তখনকার সব বাঘা বাঘা নেতা বাইয়াত গ্রহণ করেন।” কত বড় বেকুব, মানে, সাকিব আল হাসানের ভাষ্যে, সহজ-সরল হলে একজন লোক এমন একটা ভিত্তি দেখিয়ে এই কাজকে জাস্টিফাই করে!

৩৯ পৃষ্ঠায় ভুল ও সঠিকের সংজ্ঞা দিতে গিয়ে লেখক হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. একটি বালের আলাপ করলেন। যে কারণে আমি বার বার বলি দুর্জন বিদ্বান হলেও গ্রহণযোগ্য। কারণ মূর্খ তো ভুল ও শুদ্ধের সংজ্ঞাই জানে না। সে শুদ্ধ কাজকেও ভুল মনে করে এবং ভুল কাজকেও মনে করে শুদ্ধ। এই পর্যায়ে এসে আমি নিশ্চিত হলাম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. একজন মূর্খ বটে। উপমহাদেশের শ্রেষ্ঠ মূর্খের টাইটলটাও তিনি নিয়ে যাবেন সন্দেহ নেই। দেখুন তার রচনা – যে কোন প্রসঙ্গে শ্রোতার মনে কোন সন্দেহ হলে যদি বক্তাকে সরাসরি প্রশ্ন করে তবে সেটার উত্তর বক্তা যা দেবে তাই হচ্ছে সত্য খাঁটি উত্তর। আর কোন উত্তর যদি বক্তা সরাসরি না দেন তাহলে তা যদি সুধারণা প্রসূত (হোছনে জন) হয় তবে তা বৈজ্ঞানিক বিবেচনায় অন্যায় হবে না, শরীয়তের দৃষ্টিতেও পাপ হবে না। আর সেই ধারণা বদ-ধারণা থেকে হলে বৈজ্ঞানিক বিবেচনায় তা ভুল হবে। উদাহরণ হিসেবে লিখেছেন, আমি কোট করছি, “যেমন, ‘আমি তাহাকে মারিয়াছি। আমি একটি প্রস্তাব পেশ করিয়াছি এবং আমি একটি প্রস্তাব গ্রহণ করিয়াছি।’ এই বাক্য তিনটির প্রত্যেকটির ওপরই প্রশ্ন হইতে পারে। কেন মারিয়াছেন, কি উদ্দেশ্যে প্রস্তাব করিয়াছেন? কি উদ্দেশ্যে প্রস্তাব গ্রহণ করিয়াছেন? স্বয়ং বক্তা যদি ইহার উত্তর বলিয়া দেন যে, আমি তাহাকে আদব শিক্ষা দেয়ার জন্য মারিয়াছি, ইসলামের খেদমতের জন্য এই প্রস্তাব করিয়াছি, এবং ইসলামের খেদমতের জন্যই এই প্রস্তাবটি গ্রহণ করিয়াছি, তবে সে উত্তরটিই হইবে অকাট্য নির্ভুল উত্তর।”

কত বড় বেকুব চিন্তা করুন। মানুষ যেন মিথ্যা কথা বলতে অক্ষম! তাহলে যে কেউ যে কোন আকাম করে যখনই বলে আমি ওটা ভালো কাজের উদ্দেশ্যেই করেছি, তখন সব হালাল। মানুষের বক্তব্যের প্রতি ইনার বিশ্বাস দেখে বোঝা যায় তার বুদ্ধিবৃত্তিক অবস্থা কত করুণ। অথচ এই বইকে নাকি মওদুদীর আলাপের দাঁতভাঙ্গা জবাব হিসেবে বিবেচনা করা হয়। তামিম ইকবালের ফ্যান একারণেই এদেশে বেশি।

এদিকে তিনি ৪২ পৃষ্ঠায় হানিফার পাছার কাপড় ধরে টান দিলেন। ইমাম আবু হানিফা বলেছেন, “যাহারা আহলে ছুন্নত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত থাকিতে চাহিবে তাহাদের অন্তরের অকাট্য বিশ্বাস সহকারে স্বীকার করিতে হইবে যে, আমরা হযরত রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এবং একজন ছাহাবীরও গুণচর্চা ব্যতিরেকে দোষচর্চা করিব না।” (শরহে ফেকহে আকবর)

অর্থাৎ সাহাবাদের বাইনচোতগিরি নিয়ে কথা বলামাত্র মানুষ রাফেজী নয় খারেজী হয়ে যাবে।

৪৮ পৃষ্ঠায় নিজের অসৎ মানসিকতা একেবারে উদোম করে দিলেন এই লিখে যে কারও বাবা যদি অকাজ করে, তাহলে কি সেই অকাজ প্রকাশ করা তার জন্য ন্যায়সঙ্গত হবে? কাজেই মওদুদী যে সাহাবাদের দোষ সামনে আনলেন এটা করে নিজেকে “খুব গবেষক ও মোহাক্কেক সাজিয়া” তিনি ভুল করলেন। মানে এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. নিজে এতই অসৎ যে তার গবেষণায় কোন সাহাবার বানচোতগিরি এলে তা লুকিয়ে ফেলবেন। পায়েসখোর তো তাকে এমনি এমনি বলছি না। এমন অনেক অসৎ আওয়ামী গবেষক আমরা চিনি। বঙ্গবন্ধুর কোন ভুল কাজ সামনে এলেই তারা লুকিয়ে ফেলেন, এবং তা করেন এই যুক্তিতে। আপনাদের বিবেচনায় কী বলে, তা সঠিক কাজ হলো?

পৃষ্ঠা ৫০-এ বলেছেন ভুল নাকি শুধু ধরতে পারে যে বড় সে, ছোটর। যার জ্ঞান কিংবা অন্য কিছুতে কারো থেকে ছোট সে নাকি তার থেকে ওপরের কারো ভুল ধরতে পারবে না। এটা যে কত বড় আহাম্মকি একটা কথা, তা তো আর খুলে বলার দরকার নেই।

৫৮য় মোয়াবিয়ার চারিত্রিক দুর্বলতাকে ডিফেন্ড করতে গিয়ে আরও প্রকাশ করে ফেললেন। জেয়াদ ইবনে সুমাইয়া নামে এক ভদ্রলোক মোয়াবিয়ার সৎভাই। কারণ তার বাবা আবু সুফিয়ান বেচারার মাকে গিয়ে মাঝে মাঝে লাগাইতেন। তো জেয়াদ জন্মাইছে। জেয়াদের এখানে দোষ কী? মোয়াবিয়া বেশ আধুনিক মানুষ ছিলেন, তিনি জেয়াদকে ভাই বানিয়ে নেন। তখন কিছু চুদিরভাই (ওলামা) এসে তাকে বুঝিয়ে বলেন যে জেয়াদকে ভাই বানানো তার জন্য জায়েজ না, তখন তিনি আবার তাকে আন-ভাই করেন। মওদুদী এখানে এসে মোয়াবিয়াকে অ্যাটাক দেন যে তিনি তো জানতেন যে সৎভাই কখনো ভাই হতে পারে না (ইসলামে তা-ই বলে। ইসলামের মতে সৎভাই, সৎবোন, এমনকি কাজিনরাও ভাই-বোন না। এজন্য কাজিন চোদা লোকজনকে অনেক দেশ ভিসা দেয় না, কারণ গোটা বিশ্বে কাজিনের সাথে সেক্স করা আর আপন বোনের সাথে সেক্স করায় কোন পার্থক্য করা হয় না। তবে ইসলামের রীতিনীতিই ভিন্ন। ইসলাম একটি আধুনিক ধর্ম এবং আত্মীয়ের সাথে সেক্স ইসলাম বৈধ করেছে।) মোয়াবিয়া বেচারা নিশ্চয় জানতেন এবং জেনেও তিনি অনেক ইসলামী আইনের প্রতি মধ্যাঙ্গুলি দেখিয়েছেন। মওদুদী সে কথাই বলেছেন। এবং ইসলামিক কথা অনুসারে তা তো ভুল বলেন নাই। লেখকের কথা হলো যে ভুল থেকে সরেছে তা নিয়ে আলাপ কেন? তবে নিয়ম জেনেও যে না চোদার একটা টেনডেনসি, তা তো সত্য। তাহলে মওদুদী ভুল কী বললো? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.র ডিফেন্স এখানেও মাঠে মারা গেল।

৬০ পৃষ্ঠায় বোঝা গেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. একজন শিয়াবিদ্বেষী লোক। তার মুসলমান এবং মুসলমানিত্ব কেবল দুই ইঞ্চির মধ্যে যতটুকু স্পেকট্রাম (তার নিজের স্পেকট্রাম) তার ভেতর। এর বাইরে যারা আছে সব মিথ্যাবাদি এবং শয়তান আরকি। ৬৫ পৃষ্ঠায় মওদুদীর বই ‘ইস্তিয়াব’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন মওদুদীর যে প্রধান মুরুব্বি তিনি তো কাট্টা শিয়া রাফেজী দলভুক্ত। মানে এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. বেওকুফটির দলই একমাত্র সঠিক দল, তাদের বোঝা ইসলামই একমাত্র সঠিক ইসলাম এবং তাদের বাইরে যারা চলে সবাই রাফেজী ও খারেজী।

বহুদিন পর এই পর্যায়ের বেওকুফি যুক্তি ও বিদ্বেষ পড়লাম। এই বই পড়ে আমার ধারণা হলো মওদুদী একজন স্মার্ট ও শিক্ষিত আলেম। সার্টিফিকেট থাকুক চাই না থাকুক। তিনি একদঙ্গল মূর্খ, অশিক্ষিত এবং খ্যাত আলেম-উলামার চোখে তাই শত্রু বিবেচিত হন। ঠিক যেমন সাকিব আল হাসানকে গালি দেয়ার লোক বেশি এবং এতকিছুর পরও তামিমই সঠিক ভাবার লোক বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশে গবেটের সংখ্যা বেশি; তেমনই ইসলামী স্কলারদের মধ্যে যেহেতু আকাট মূর্খের এবং অশিক্ষিত লোকজনের সংখ্যা বেশী – অর্থাৎ যারা মনস্তত্ত্ব-অর্থনীতি-রাজনীতি বোঝেন না ও লিটারেল মিনিংয়ে স্বাচ্ছন্দ্য হয়েই ইতিহাস বুঝেছেন বলে মনে করেন তাদের সংখ্যা বেশি – কাজেই এই তামিম ইকবালদের ভিড়ে একজন সাকিব আল হাসান মওদুদী সমালোচিত হয়েছেন, এখনো হচ্ছেন।

এসব তামিম ইকবালীয় আলেম-উলামাদের মাথায় ঠাডা পড়ুক।

ফ্রি-মিক্সিং সমস্যা নয়, ফ্রি-মিক্সিংই সমাধান

২২শে সেপ্টেম্বর, ২০১৬

মেয়েদের উত্যক্ত করার অভ্যাসটা মূলতঃ গড়েছে আমাদের শিক্ষাব্যবস্থা আর সমাজ সংস্কার। দেশের আশিভাগ কিশোরের নারী সংক্রান্ত আগ্রহটা থাকে বাড়াবাড়ি পর্যায়ের। অন্য কোনোখানে আপনি এমনটা দেখবেন না। কারণটা সবার চোখের সামনে থাকলেও দেখবেন কেউ তা নিয়ে টু শব্দটাও করছে না।
ছেলেদের অনভিজ্ঞতাই এসবকিছুর জন্য দায়ী। ইভ টিজিং, মেয়ে মানেই বিছানায় নেওয়ার বস্তু মনে করা, মেয়ে দেখলেই প্রেম-ট্রেম নিয়ে ভাবা, সাধারণ কোনো মেয়ের ভিডিও বের হলে লিংক চেয়ে একাকার করে ফেলা, সবকিছুর জন্যই।
বাংলাদেশের আশিভাগ ছেলে ১৫-১৬ বছর বয়সে সমবয়সী একটা মেয়ের সঙ্গে মেশার সুযোগও পায় না। বেশিরভাগ স্কুলই ছেলে-মেয়েকে আলাদা শিফটে পড়ায়। এসএসসি পরীক্ষার্থি একটা ছেলে সারাটা জীবন মিশেছে অন্য ছেলেদের সাথে। কোনো মেয়ের সঙ্গে সে প্রতিদিন ক্লাস করতে আসেনি, একসঙ্গে বাড়ি ফিরে যায়নি, পরীক্ষার হলে কোনো মেয়ের খাতা সে দেখাদেখি করেনি, ঝগড়া হলে কোনো মেয়ের হাঁটুর জয়েন্ট ছোটানোর জন্য সে লাথি মারেনি, রাগারাগি করে সে ১৮+ গালিগালাজ কোনো মেয়ের সঙ্গে করেনি, পানি ভর্তি পথে পা পিছলে পড়া কোনো মেয়েকে স্রেফ মানুষ মনে করে হাত ধরে তার পতন ঠেকায়নি, কোনো মেয়ের সঙ্গে হ্যান্ডশেক করেনি, অনেকদিন পর দেখা হওয়া কোনো বান্ধবীকে সে বুকে জড়িয়ে ধরে সম্ভাষণ জানায়নি। (হ্যান্ডশেকই এদেশে “কি সর্বনাশ, ছুয়ে ফেললি যে” পর্যায়ের, আর ফ্রেন্ডলি হাগের কথা বাদই দিলাম)
অথচ এর সবগুলো কাজ সে তার বন্ধুর সঙ্গে করেছে। অথচ সে তখন একটা মেয়েকেও ঠিকমতো চেনে না। মেয়েরা যেনো দূরের গ্রহের অন্য প্রাণি, সে ঠিক মানুষ নয়। মানুষ শুধু ছেলেরা। মেয়ে ইজ ইকুইভ্যালেন্ট টু সেক্স-পার্টনার।
ওয়েল, জাতিগতভাবে ছেলে-মেয়ে আসলে তাই, তবে ইনডিভিজুয়ালি ব্যাপারটা যে আলাদা হতে পারে তা একজনকে আপনি মুখে বলে কিংবা স্ট্যাটাস লিখে শেখাতে পারবেন না। এটা জীবন থেকে শিক্ষা নেওয়ার বিষয়। আর ছেলেদের মতো মেয়েদেরও শুধু “মানুষ” ভাবার শিক্ষাটা আসতে পারতো কেবল ছোটোবেলা থেকে ছেলেদের মেয়েদের সঙ্গে এবং মেয়েদের ছেলেদের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হলে।
আপনি একশটা মেয়েকে একশটা ছেলের সঙ্গে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়তে দিলে তারা দশ বছর পর একশ’টা কাপলে পরিণত হয় না। বরং পুরুষ ও নারীজাতিকে রেসপেক্ট করতে শেখা দুইশ’ জন তরুণে তারা পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তারা জানে মেয়ে কিংবা ছেলে হিসেবে মানুষকে আলাদা করে ফেলার কিছু নেই। বায়োলজিকাল কিছু ডিফরেন্স বাদে একে অন্যের পার্থক্য নেই। তারা তখন জানে, ছেলেরা খুবই স্বাভাবিক একটি জাতি যেমনটা মেয়েরা। তারা জীবনেও মেয়ে দেখেনি এমন কোনো অদ্ভুত বস্তু না।
এবং হয়তো একই কারণে, তারা তখন মেয়েদের মানুষ ভাবে।
ছোট্টবেলা থেকে ছেলেমেয়েকে একসাথে মিশতে দেওয়া উচিত বলে আমি মনে করি।
মিশতে না দিয়ে কি উদ্ধার করেছেন সমাজের মাথারা? নব্বই শতাংশ ছেলেমেয়ে প্রেম-ট্রেম করছে, মাসে দুইমাসে ব্রেকআপ করছে। মেয়ে দেখলেই প্রেম নিয়ে ভাবছে। সুযোগ পেলে ঝাঁপিয়েও পড়ছে, সুযোগ না পেলে ভিড়ের ফাঁকে অনৈতিক আগ্রাসন।
ছেলে আর মেয়েদের যতো আলাদা করে রাখবেন, ততোই চলবে এসব। একসাথে তাদের বেড়ে উঠতে দিলে কিছু বিশুদ্ধ প্রেম আর সেন্সিবল একটা ইয়াং জেনারেশন হয়তো পাওয়া যেতো। লাখো আজাইরা প্রেম আর লিংক চাওয়া তরুণ সমাজের চেয়ে সেইটা অনেক বেটার।
মাঝে মাঝে মনে হয় কামাল পাশাই ঠিক। 😕
যখন আমি এইগুলাকে দেখি।
(কমেন্ট বক্স বিশ্লেষণ করে যোগ করতেই হয়, এইখানে রেপ/ইভটিজিং প্রসঙ্গই না। তারও গোড়ার কথা প্রসঙ্গ। একজন মেয়েদের ভোগপণ্য ভাবা শুরু করে যখন, তখনকার প্রসঙ্গ। আর ভাই কোথাও বলা হয়নি কো-এডুকেশনের ফলে সব ছ্যাচড়া ছেলে উধাও হয়ে যাবে। এটুকু আমি নিশ্চিত এখন ১০০জনে ৭০জন মেয়েদের নিয়ে নোংরা দৃষ্টিভঙ্গি রাখলে, তখন ১০০জনে এমন ছেলের সংখ্যা হবে ৫। এইটাই অনেক।)

২৬শে মার্চ, ২০১৮

উন্নত বিশ্বেও ধর্ষক আছে, অ্যাবিউজার আছে।
কিন্তু অবাধ মেলামেশার অভ্যাসের কারণে ছেলেরা মেয়েদের সম্মান করে। মেয়েরাও ছেলেদের শ্রদ্ধা করে। রাস্তা দিয়ে হাঁটলে একটা মেয়ের দিকে সবাই তাকিয়ে থাকে না, (এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মেয়ে দেখে এই দ্যশে!) বাসে উঠলে স্তন চেপে ধরার চেষ্টা করে না কেউ কারও।
কো-এড হলে শুধু ধর্ষক আর মলেস্টার থাকবে। আগে ধর্ষক আর মলেস্টারের পক্ষে কথা বলার জন্য ছয় কোটি গলা শোনা যেতো, ওটা আর শোনা যাবে না। এটাই তো আসল।
ধর্ষক আর মলেস্টার অপরাধী। তাদের অপরাধীর মতো ট্রিট করতে পারবেন। এখন যদি দেখেন দেশের অর্ধেক লোকই অপরাধী তাদের তো আর অপরাধীর মতো ট্রিট করতে পারবেন না। এ ওর পক্ষে পোস্ট দেবে, সে তার বিপক্ষে। এগুলা তো সমাধান হলো না।
যে দেশের অর্ধেক লোক অপরাধী সেই দেশের শিশুদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। বুড়োগুলো গেছে। বিয়ন্ড রিপেয়ার।

২৬ শে মার্চ, ২০১৮

ধর্ষণ আর নারীদের হয়রানি প্রতিরোধ কি করে করা যাবে তা নিয়ে ২০১৫ সালে মনে হয় এক লম্বা পোস্ট করেছিলাম। এমন না ওটা করার ক্ষমতা আমার আছে, তবে ক্ষমতা থাকলে অবশ্যই করতাম। ম্যাজিকের মতো ধর্ষণ উধাও হয়ে যেত ২০৩০ সালের বাংলাদেশে। করতো হয়তো কিছু বুড়ো ভাম, তাদের লটকে দিলেই হয়ে যেতো।
কো-এড। এইটাই সমাধান।
ছেলেরা আর মেয়েরা পাঁচ বছর বয়স থেকে একসাথে বড় হবে। একে অন্যের সঙ্গে চিমটাচিমটি করে বেড়ে উঠবে। বয়ঃসন্ধির প্রাক্কালে একসাথে নোংরা নোংরা গালি দিতে শিখবে। প্রেম-ট্রেম করলেও করবে। অপরিকল্পিত গর্ভধারণের মতো ঘটনাও ঘটতে পারে (যেইটা কো-এড ছাড়াও কম ঘটে না, নেগেটিভ দিক আলোচনার স্বার্থে বলছি)। তবে আরেকটা জিনিস নিশ্চিতভাবেই ঘটবে।
ছেলেরা মেয়েদের সমান সমানভাবে সম্মান করতে শিখবে, মেয়েরাও ছেলেদের সম্মান করবে। এই সম্মান করার ব্যাপারটা বড় বড় পোস্ট লিখে শেখানো যাবে না কাওকে। মাথায় বন্দুক ধরেও শেখানো যাবে না। সম্মান করা শেখা যায় কেবল একসাথে সময় কাটিয়ে। এই সময় কাটানোর সুযোগ এই দেশে অনেকেই পায় না।
একসাথে সময় না কাটালে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে? সম্মান করবে? আজীবন বয়েজ স্কুলে পড়ে কিংবা বয়েজ শিফটে পড়াশোনা করে নোংরা চুটকির মাধ্যমে তো আর নারী জাতিকে চেনা যায় না। যে কোনো সম্প্রদায়কে চিনতে হলে তার সাথে মেলামেশা করেই চিনতে হবে। এই মেলামেশার সুযোগটা সরকারকে করে দিতে হবে বাধ্যতামূলকভাবে।
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে কো-এড করতে হবে। দশ বছর পর ধর্ষণের হারটা দেখবেন খালি।
[শরীয়ত, পর্দা, ধর্ম ইত্যাদি নিয়ে লম্বা আলোচনার জন্য একদল চলে আসবেন। তারা নিজেরাও জানেন, মানুষ ধর্ম মানতে আগ্রহী না। যেটা মানুষ মানতে আগ্রহী না সেই রাস্তায় সমাধান আনা সম্ভব না। কিন্তু ছেলেরা মেয়েদের সাথে বড় হতে, বা মেয়েরা ছেলেদের সাথে বড় হতে চরম মাত্রায় আগ্রহী, তা লিখে রাখতে পারেন। অর্থাৎ এটা একটা অ্যাপ্লিকেবল পদ্ধতি। ধর্মীয় আইন মানা অ্যাপ্লিকেবল না। কারণ, মানুষ এতো বিধিনিষেধ মানবে না কখনও ঠেকায় না পড়লে। কিন্তু কো-এড ঠেকা ছাড়াই মানুষ গ্রহণ করবে।]

৯ই জুলাই, ২০২০

আমি সব সময় বলি ধর্ষণ, ইভ টিজিং বন্ধে একমাত্র পথ হচ্ছে কো-এড চালু করা বাধ্যতামূলকভাবে। ছেলে মেয়ে ক্লাস ওয়ান থেকে একসাথে পড়বে। একে অন্যকে স্বাভাবিকভাবে নিতে শিখবে। মিউচুয়াল রেস্পেক্ট হবে। বিশেষ করে বয়ঃসন্ধিকালটা ছেলেদের এবং মেয়েদের উচিত একে অন্যের আশেপাশে বেড়ে ওঠা।
শুনতে হয়েছে ৯০% মুসলমানের দেশে এসব চলবে না। 🙂

৮ই ডিসেম্বর, ২০২২

এই যে বঙ্গবীরেরা আর্জেন্টিনার মেয়েদের দনের ছবি পাঠালো এর পিছে কি তারা দায়ী?
জ্বি না। এর পিছে দায়ী আমাদের ইজলামিক বা ধর্মীয় কালচার। কো এড করা যাবে না, ছেলে মেয়ে ছোট বেলা থেকে আলাদা রাখতে হবে —
এটা একেবারে মূল কারণ এসবের। ছেলে-মেয়ে আলাদা রাখা, প্রেমের বিরুদ্ধে হুঙ্কার দেয়া, চোখ বাঁকা করা — এসবের কারণে বেশিরভাগ ছেলে জিন্দেগিতে মেয়েদের সাথে মিশে নাই। এরা দনের ছবি পাঠায় নয়ত ক্রিপি আলাপ করে।
ছেলে আর মেয়ে মিশতে দেন একসাথে, প্রেম করুক, প্রেগন্যান্ট হোক, মানুষ হোক অন্তত।
এখন এরা একেকটা মাদারচোত।
আপনার ইসলামিক কিংবা কনজারভেটিভ সেন্সের জন্য। আর কিছুই না।
এসব দনের ছবি পাঠানো লোকজনকে দোষ দিবো না তো।
দোষ ধর্মীয় এবং সামাজিক চেতনার।
এসবই শত্রু। জনগণ না।
Friends at the Tre Cime di Lavaredo

Friends at the Tre Cime di Lavaredo

সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না

সোশিওপ্যাথদের সোশাল/লাভ/ফ্রেন্ডশিপ ল্যাঙুয়েজই হচ্ছে “Leave me alone.”
যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে বড় বন্ধু। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। (এটা সোশিওদের জন্য রেয়ার। তারা কারো সাথে দেখা করতে চায় না সহজে) যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে।
যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে প্রিয় বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে।
যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে ভালো পরিবারের সদস্য। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে।
যে সোশিওপ্যাথকে আপনি রুটিন ধরে অমুক করা লাগবে, তমুক করা লাগবে, প্রতিদিন বিকালে আড্ডা দিতে হবে, সপ্তাহে একবার ভিডিওকল করা লাগবে, তিন মাসে তমুক করা লাগবে, ছয় মাসে চমুক, বছরে অ্যানিভার্সারি, বার্থডে, ইত্যাদি – সে হাতে প্রাণটা নিয়ে আপনার থেকে দূরে দূরে থাকবে। সোশিওপ্যাথের একটাই চাওয়া, “ভাই, আমাকে তুমি সাপোর্ট দাও অথবা না দাও, আমার সাথে কথা বলো অথবা না বলো, ঘুরো অথবা না ঘুরো, আমার আপত্তি নাই। তুমি তোমার মতো থাকো। কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও।”
যে তাকে যত বেশি তার মতো থাকতে দেবে তার সাথে সে তত বেশি থাকতে চাইবে। সেটা দশ বছরে দুইবার হলেও।
এতে আমি খারাপ কিছু দেখি না। বরং এটাই স্বাভাবিক।
ইদানিং মেন্টাল হেলথের নাম করে এই মানুষগুলোকে নর্মিরা একেবারে বন্দুক তাক করে ধরেছে। এসব আমি পাত্তা দেই না একেবারেই। নর্মিদের থেকে সোশিওপ্যাথদের মেন্টাল হেলথের অবস্থা বেশি খারাপ। অথচ নর্মিদের আবদার হচ্ছে সোশিওপ্যাথ তার সাথে অমুক অমুক করেনি তারমানে তার সাথে “সাইকোলজি টার্ম ০১”, “সাইকোলজি টার্ম ০২”, “সাইকোলজি টার্ম ০৩”, “সাইকোলজি টার্ম ০৪” ইত্যাদি করা হয়েছে।
ট্রুলি স্পিকিং, নর্মিরা সোশিওপ্যাথদের সাথে যা করে জ্বালাতন করে তা তাদের কতগুলো সাইকোলজিকাল সমস্যা জন্ম দেয় তা তালিকা করে শেষ করা যাবে না। অথচ নর্মিদের ভাব দেখে মনে হয় সোশিওপ্যাথ তাদের জীবন শেষ করে দিয়েছে আর তারা একেকজন খুব উপকার করেছে সোশিওপ্যাথের মানসিক অবস্থার।
না ভাই।
আমি প্রায় ১০-১২ টা এক্সপোজ স্টোরি পড়লাম গত এক বছরে।
সোশিওপ্যাথের দল আপনাদের আপনাদের মতো থাকতে দিয়েছে।
আপনি আপনার নর্মি-সংজ্ঞায় ব্যবহার পান নাই বলে সোশিওপ্যাথ ছেলেটার বা মেয়েটার দিকেই উলটা বন্দুক তুলেছেন।
কেন?
সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না। অ্যাটাচমেন্টে যাবে না। অবশ্যই যাবে না। মরবে নাকি? আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেললে আপনার সাইকোলজিতে যতটা চেঞ্জ আসবে, যত পিটিএসডি হবে, একজন সোশিওপ্যাথের জীবনে তার সমপরিমাণ চেঞ্জ আসবে, পিটিএসডি হবে যদি আপনার সাথে তার নর্মিদের মতো মেশা লাগে।
তাই বলে সোশিওপ্যাথ বন্ধু বানাবে না? প্রেম করবে না? পরিবার থাকবে না তাদের?
আপনাদের এক্সপোজ পোস্ট দেখে মনে হয় তাদের বন্ধু, প্রেম, পরিবার থাকাই দোষ। বুঝেন নাই তাদের, বেশ কথা, তাদের পেছনে না লাগাই ভালো হবে। অবশ্য এটা বলে লাভ তেমন নাই, নর্মিরা নিজেদের ভালো পেলেই হলো। ঐ নিজেদের সংজ্ঞায় কেয়ার, কমফোর্ট, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সোশাল ফিডব্যাক ইত্যাদি পেলেই খুশি।
সোশিওপ্যাথ বোঝার ঠেকা পড়েনি তাদের।
এমনি এমনি তো আর সোশিওরা নর্মি গায়েব করে দেয় না। এইসব জ্বালাতনেই তা করে।