সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না Posted on August 1, 2023 সোশিওপ্যাথদের সোশাল/লাভ/ফ্রেন্ডশিপ ল্যাঙুয়েজই হচ্ছে “Leave me alone.” যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে বড় বন্ধু। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। (এটা সোশিওদের জন্য রেয়ার। তারা কারো সাথে দেখা করতে চায় না সহজে) যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে প্রিয় বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে ভালো পরিবারের সদস্য। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি রুটিন ধরে অমুক করা লাগবে, তমুক করা লাগবে, প্রতিদিন বিকালে আড্ডা দিতে হবে, সপ্তাহে একবার ভিডিওকল করা লাগবে, তিন মাসে তমুক করা লাগবে, ছয় মাসে চমুক, বছরে অ্যানিভার্সারি, বার্থডে, ইত্যাদি – সে হাতে প্রাণটা নিয়ে আপনার থেকে দূরে দূরে থাকবে। সোশিওপ্যাথের একটাই চাওয়া, “ভাই, আমাকে তুমি সাপোর্ট দাও অথবা না দাও, আমার সাথে কথা বলো অথবা না বলো, ঘুরো অথবা না ঘুরো, আমার আপত্তি নাই। তুমি তোমার মতো থাকো। কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও।” যে তাকে যত বেশি তার মতো থাকতে দেবে তার সাথে সে তত বেশি থাকতে চাইবে। সেটা দশ বছরে দুইবার হলেও। এতে আমি খারাপ কিছু দেখি না। বরং এটাই স্বাভাবিক। ইদানিং মেন্টাল হেলথের নাম করে এই মানুষগুলোকে নর্মিরা একেবারে বন্দুক তাক করে ধরেছে। এসব আমি পাত্তা দেই না একেবারেই। নর্মিদের থেকে সোশিওপ্যাথদের মেন্টাল হেলথের অবস্থা বেশি খারাপ। অথচ নর্মিদের আবদার হচ্ছে সোশিওপ্যাথ তার সাথে অমুক অমুক করেনি তারমানে তার সাথে “সাইকোলজি টার্ম ০১”, “সাইকোলজি টার্ম ০২”, “সাইকোলজি টার্ম ০৩”, “সাইকোলজি টার্ম ০৪” ইত্যাদি করা হয়েছে। ট্রুলি স্পিকিং, নর্মিরা সোশিওপ্যাথদের সাথে যা করে জ্বালাতন করে তা তাদের কতগুলো সাইকোলজিকাল সমস্যা জন্ম দেয় তা তালিকা করে শেষ করা যাবে না। অথচ নর্মিদের ভাব দেখে মনে হয় সোশিওপ্যাথ তাদের জীবন শেষ করে দিয়েছে আর তারা একেকজন খুব উপকার করেছে সোশিওপ্যাথের মানসিক অবস্থার। না ভাই। আমি প্রায় ১০-১২ টা এক্সপোজ স্টোরি পড়লাম গত এক বছরে। সোশিওপ্যাথের দল আপনাদের আপনাদের মতো থাকতে দিয়েছে। আপনি আপনার নর্মি-সংজ্ঞায় ব্যবহার পান নাই বলে সোশিওপ্যাথ ছেলেটার বা মেয়েটার দিকেই উলটা বন্দুক তুলেছেন। কেন? সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না। অ্যাটাচমেন্টে যাবে না। অবশ্যই যাবে না। মরবে নাকি? আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেললে আপনার সাইকোলজিতে যতটা চেঞ্জ আসবে, যত পিটিএসডি হবে, একজন সোশিওপ্যাথের জীবনে তার সমপরিমাণ চেঞ্জ আসবে, পিটিএসডি হবে যদি আপনার সাথে তার নর্মিদের মতো মেশা লাগে। তাই বলে সোশিওপ্যাথ বন্ধু বানাবে না? প্রেম করবে না? পরিবার থাকবে না তাদের? আপনাদের এক্সপোজ পোস্ট দেখে মনে হয় তাদের বন্ধু, প্রেম, পরিবার থাকাই দোষ। বুঝেন নাই তাদের, বেশ কথা, তাদের পেছনে না লাগাই ভালো হবে। অবশ্য এটা বলে লাভ তেমন নাই, নর্মিরা নিজেদের ভালো পেলেই হলো। ঐ নিজেদের সংজ্ঞায় কেয়ার, কমফোর্ট, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সোশাল ফিডব্যাক ইত্যাদি পেলেই খুশি। সোশিওপ্যাথ বোঝার ঠেকা পড়েনি তাদের। এমনি এমনি তো আর সোশিওরা নর্মি গায়েব করে দেয় না। এইসব জ্বালাতনেই তা করে। তাত্ত্বিক আলোচনা নন-ফিকশন
তাত্ত্বিক আলোচনা ফ্রি-মিক্সিং সমস্যা নয়, ফ্রি-মিক্সিংই সমাধান Posted on September 25, 2023September 25, 2023 ২২শে সেপ্টেম্বর, ২০১৬ মেয়েদের উত্যক্ত করার অভ্যাসটা মূলতঃ গড়েছে আমাদের শিক্ষাব্যবস্থা আর সমাজ সংস্কার। দেশের আশিভাগ কিশোরের নারী সংক্রান্ত আগ্রহটা থাকে বাড়াবাড়ি পর্যায়ের। অন্য কোনোখানে আপনি এমনটা দেখবেন না। কারণটা সবার চোখের সামনে থাকলেও দেখবেন কেউ তা নিয়ে টু শব্দটাও করছে না। ছেলেদের অনভিজ্ঞতাই এসবকিছুর জন্য দায়ী। ইভ টিজিং, মেয়ে… Read More
অটোগ্রাফ সমাচার Posted on October 10, 2022 দেশের প্রখ্যাত ও সক্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রায়ই টিভির সামনে কিংবা মঞ্চ থেকে বলে উঠেন, “জনগণ এদের চায় না!” Read More